Mouchak Moonlight Public School

Mouchak Moonlight Public School আপনার সন্তানের সুশিক্ষাই আমাদের কাম্য📖

12/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
এস.এস.সি পরীক্ষা-২০২৪ইং
ফলাফল ১০০% পাশ এবং সবাই এ-গ্রেডের উপরে।
আল্লাহ তায়া’লার অশেষ রহমত।

 াষা_শহীদের_প্রতি_বিনম্র_শ্রদ্ধাঞ্জলি 🌼🌸🪷🏵️আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ...
21/02/2024

াষা_শহীদের_প্রতি_বিনম্র_শ্রদ্ধাঞ্জলি 🌼🌸🪷🏵️
আজকের দিনটি আমাদের জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাস্তায় নেমে এসেছিলেন তরুণ ছাত্ররা। পুলিশের লাঠি ও গুলির বর্ষণে নিহত হন বহু নিরপরাধ ছাত্র। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার।

একুশের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিনটি আমাদের গর্ব, আমাদের অহংকার।

ভাষা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।✨

ভাষার মাধ্যমেই আমরা প্রকাশ করি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি।

★আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে:

⚫আমরা আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করবো।
⚫আমরা আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখবো।
⚫আমরা আমাদের ভাষার অধিকার রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকবো।

🌿একুশের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাবো সোনালী বাংলার লক্ষ্যে।

জয় বাংলা!

ধন্যবাদ।

★আগামী ২২ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং টাকা জমা দেওয়ার শেষ তারিখ।★এর পরবর্তীতে আর কোনো ধরনের অনুরোধ আর কার্যকর হবে না।
20/02/2024

★আগামী ২২ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং টাকা জমা দেওয়ার শেষ তারিখ।

★এর পরবর্তীতে আর কোনো ধরনের অনুরোধ আর কার্যকর হবে না।

অমর শহীদ দিবসের বিদ্যালয়ের চলমান কাজ
20/02/2024

অমর শহীদ দিবসের বিদ্যালয়ের চলমান কাজ

মৌচাক মুনলাইট পাবলিক স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান — ২০২৪ ইং।
14/02/2024

মৌচাক মুনলাইট পাবলিক স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান — ২০২৪ ইং।

07/02/2024

আসসালামু আলাইকুম😊

➤মৌচাক মুনলাইট পাবলিক স্কুলের পক্ষ থেকে বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।🎊🎊🎊

➤স্থান:সুর্বণগ্রাম,নারায়ণগঞ্জ।
তারিখ:১৬ই ফেব্রুয়ারি,২০২৪ইং।

★শুভেচ্ছা ফি:
👉(নার্সারি থেকে ২য় শ্রেণি ১০০০ টাকা) এবং
👉(৩য় থেকে ১০ম শ্রেণি ও অভিভাবক ১২০০টাকা)।

➤আয়োজনে থাকছে ( সকালের নাস্তা-দুপুরের খাবার-বিকালের নাস্তা-পার্কের ভিতরে ৬টা রাইড )

➤টাকা জমাদানের শেষ তারিখ:১৪ই ফেব্রুয়ারি।

➡️যোগাযোগ:
★স্বপ্না সিকদার(প্রধান শিক্ষক)
০১৯৮৮৮৩৬০৬৪
★ফারহানা আক্তার শান্তা(সহকারী শিক্ষক)
০১৬২৬০৫৪২৮২

➤আশা করি বিদ্যালয়ে অনুষ্ঠিত সকল উৎসবের মতো এই শিক্ষাসফরটিও অনেক আনন্দদায়ক হবে।
#ধন্যবাদ

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মৌচাক মুনলাইট পাবলিক স্কুল শিক্ষার্থী।তাছাড়া সাথে ছিলেন  শিক্ষ...
25/11/2023

গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মৌচাক মুনলাইট পাবলিক স্কুল শিক্ষার্থী।
তাছাড়া সাথে ছিলেন শিক্ষকগণ এবং সম্মানি ব্যক্তিদের সাথে আজ কিছু মূহুর্তের খন্ডচিত্র।
আলহামদুলিল্লাহ আল্লাহর নিকট সবকিছুর জন্য।

 #মৌচাক_মুনলাইট_পাবলিক_স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ছোট্ট আয়োজন। এই আয়োজনে ছিল খেলাধুলা, নৃত্য,ছড়া-কবিতা,গান আরও ...
19/11/2023

#মৌচাক_মুনলাইট_পাবলিক_স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ছোট্ট আয়োজন।
এই আয়োজনে ছিল খেলাধুলা, নৃত্য,ছড়া-কবিতা,গান আরও নানান কিছু।
★আয়োজিত অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি একঘেয়ামি দূর করে তাদের উল্লাসিত রাখা।
"সকল অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সমর্থন করার জন্য।"

CAMPAIGN for "Protecting children from sexual abuse, child marriage & climate crisis" Venue: Mouchak moonlight public sc...
12/11/2023

CAMPAIGN for "Protecting children from sexual abuse, child marriage & climate crisis"
Venue: Mouchak moonlight public school.
ছাত্র/ছাত্রীদের একটি নতুন বিষয় সম্পর্কে অবগত করে, তাদের সার্টিফিকেট প্রদান করা হলো।

19/10/2023

📜শিক্ষক নিয়োগ📜
★সহকারী শিক্ষক (ইংরেজি)
★মৌচাক মুনলাইট পাবলিক স্কুল।
★ঠিকানা: মাজার রোড, মৌচাক, কোনাবাড়ি, কালিয়াকৈর, গাজীপুর।
★সময়:সকাল ১১টা - বিকেল ৩ টা পর্যন্ত।
★বেতন: আলোচনা সাপেক্ষে।

★আপডেটেড সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী ৩০শে অক্টোবর ২০২৩ ইং এর মধ্যে যোগাযোগ করতে হবে ৷
★ সরাসরি ডেমো ক্লাস ও ভাইভার মাধ্যমে নিয়োগ দেয়া হবে৷

👉যে কোনো প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন ০১৬২৬০৫৪২৮২।
গাজীপুরের অবস্থানরত অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

21/02/2023

২১শে ফেব্রুয়ারী উপলক্ষে মৌচাক মুনলাইট পাবলিক স্কুল হতে সকল ভাষা শহীদের স্মরণে প্রভাত ফেরি ও শ্রদ্ধাঞ্জলী প্রদান 🇧🇩

 #একুশে_ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও...
21/02/2023

#একুশে_ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

সকল শহীদের জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা 🇧🇩

মুনলাইট পিঠা উৎসব আয়োজনেঃমৌচাক মুনলাইট পাবলিক স্কুল।
25/12/2022

মুনলাইট পিঠা উৎসব
আয়োজনেঃমৌচাক মুনলাইট পাবলিক স্কুল।

মুনলাইট পিঠা উৎসবআয়োজনেঃ মৌচাক মুনলাইট পাবলিক স্কুল।
24/12/2022

মুনলাইট পিঠা উৎসব
আয়োজনেঃ মৌচাক মুনলাইট পাবলিক স্কুল।

আসসালামু আলাইকুম, মৌচাক মুনলাইট পাবলিক স্কুলে আগামী ২৩শে ডিসেম্বর রোজ শুক্রবার বাহারি এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন করা...
21/12/2022

আসসালামু আলাইকুম, মৌচাক মুনলাইট পাবলিক স্কুলে আগামী ২৩শে ডিসেম্বর রোজ শুক্রবার বাহারি এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন করা হয়েছে।
★আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে জাঁকজমক করে তুলবে। তাই আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি।

Address

Gazipur

Telephone

+8801626054282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mouchak Moonlight Public School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mouchak Moonlight Public School:

Videos

Share