Prem Official

Prem Official "Mom, whatever you like, I'll pay!"
Just wanna be this much successful.

25/01/2025

' গুরুত্ব 'শব্দ টা খুবই ছোট। কিন্তু এটার ভার, দায়িত্ব, মূল্য, অনেক অনেক অনেক বড়। একজন এর কাছে আমার গুরুত্ব বলতে আমি বুঝি, আমাকে সম্মান করা, আমি কথা বলার সময় সেটা মনোযোগ দিয়ে শুনা, হোক না সেই কথা টা একদম নগন্য বা অপ্রয়োজনীয়।

24/01/2025

তোমার বোঝা উচিৎ ছিল!
তোমাকে পাওয়ার
লড়াইটা কেবল তোমাকে ভালোবেসে ভালো
রাখার জন্য করেছি!

23/01/2025

আমার আয়ু
ফুরিয়ে যাচ্ছে।
এজীবনে আমার মতো করে আমায় কেউ বুঝবে না?
আমায় কেউ ভালোবাসবে না!

22/01/2025

এ দুনিয়ায় আমাকে সবকিছুই হ'তাশ করে। আমি ভুল জিনেস এক্সপেক্টেশনস রাখি নাকি আমার কিসমতই এমন খেলা দেখায়, কে জানে।

20/01/2025

এই মহাবিশ্বে
কেউ একা থাকতে চায় না।
মানুষের অনেক
স্বপ্নভঙ্গ হলে
মানুষ একা থাকতে চায়!!♥

20/01/2025

মানুষ না চাইতে
কত জিনিস পেয়ে যায়।
আর আমি মনে প্রাণে চেয়েও তোমায় পেলাম না,
দূর্ভাগ্য!!

17/01/2025

আমার ভালোবাসা
কারো হৃদয় ছুঁয়না।
কারো হৃদয় ছুঁইলে কী আর দুঃখের সাগরে আমার
বসবাস হইতো?

17/01/2025

পেতে চাই লোভ-ঘৃনা-ভালোবাসা-হিংসাসহ জটিল তোমাকে

12/01/2025

কাউকে সেচ্ছায়
সেধে-সেধে ভালোবাসা মহাপাপ।
অবশেষে বলবে,
"আমি কী বলেছি আমায় ভালোবাসতে"??

11/01/2025

কেউ আসছে না। না স্বপ্ন, না ঘুম, কেউ নয়।

11/01/2025

আমার গেটআপ দেখে প্রথমে কেউ ধরতেই পারে না যে আমি গরীব!

11/01/2025

মানুষ মূলত হারায় অবহেলায়, অযত্নে আর অপমানে।

09/01/2025

ভালবেসে মানুষকে
মাথায়তুলে রাখতে চাই
মানুষ নিজের
কর্মকান্ডের জন্য পায়ের
নীচে চলে যায়!

08/01/2025

মানুষ ছেড়ে যেতে পারে_দুঃখ পারে না।এটাই বোধহয় দুঃখের মৌলিকতা।

06/01/2025

ছোট্ট বেলায়
জীবন আমারে অনেক লোভ দেখাইছে।
বলেছিল তুই বড় হও
দেখবি জীবন
অনেক সুন্দর !!❤️

03/01/2025

ভালোবাসতে গিয়ে মানুষ নির্বাচনে ভুল করলে!
নিস্পাপ হাসিখুশি মনের অকাল মৃত্যু হয় !!❤️

01/11/2024

Fast day of NOVEMBER
নভেম্বর সবার জীবনে আসুক নতুন উদ্দীপনা নিয়ে, সবার জীবন বদলের মাস হোক নভেম্বর।

01/11/2024

যদি দেখার ইচ্ছা হয়
তোমার নিঠুর মনে লয়
কালিন্দীর ঘাটে আইসো দুপুরের সময়...

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prem Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share