Akram Vlogs

Akram Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akram Vlogs, Digital creator, Gangni, Meherpur, Gangni.
(1)

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -হ্যালো আব্বু?- হ্যা,বাবু কেমন আছিস?বাবা আমি...
19/03/2024

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।
♦♦সংগৃহীত♦♦

🌙 আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান এর সবাইকে শুভেচ্ছা 🌙 মাহে রমজান উপলক্ষে উন্নত মানের সকল খেজুর পেয়ে যাবেন আমাদের কাছ...
04/03/2024

🌙 আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান এর সবাইকে শুভেচ্ছা 🌙
মাহে রমজান উপলক্ষে উন্নত মানের সকল খেজুর পেয়ে যাবেন আমাদের কাছে।আমাদের কাছে পাচ্ছন (নাগাল) Best Quality এবং (মাশরু) Best Quality ও খুবই উন্নত মানের সকল খেজুর পেয়ে যাবেন আমরা পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি দিয়ে থাকি / ইনশাআল্লাহ🥰 যোগাযোগ : (Imo/WhatsApp)(01908109989)And(01725-852746)

04/02/2024
03/02/2024

পুরন দিন।

21/04/2023

সতর্কতা মূলক পোস্ট
ঈদে বাড়ি যাওয়ার আগে আমাদের যা করনীয়।

বাসার করনীয় কাজ সমূহ :

১. বাসার কারেন্ট এর মেইন সার্কিট ব্রেকার অফ করা
২. চুলা থেকে গ্যাস সংযোগ অফ করা
৩. পানির ট্যাপ ভালো ভাবে চেক করে অফ করা
৪. দামি জিনিসপত্র সাথে নিয়ে যাওয়া বা আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা
৫. বাসার সিকিউরিটি গার্ড কে তার কাজ সমূহ বুঝিয়ে দাওয়া ও সচেতন মূলক পরামর্শ দাওয়া
৬. বাড়িওয়ালাদের করনীয় হচ্ছে ভাড়াটিয়াদের ফ্ল্যাট গুলি দেখে রাখা যাহাতে কোন প্রকার চোরি/ ডাকাতি বা অন্য কোন সমস্যা না হয়

অফিসে করনীয় কাজ সমূহ:

১. অপ্রয়োজনীয় রুম সমূহের সার্কিট ব্রেকার অফ করা
২ . ভিজিল্যান্স টিমকে তাদের কাজ সমূহ বুঝিয়ে দাওয়া
৩. ফায়ার পাম্প ,স্মোক ডিটেক্টর , স্প্রিংকলার , প্যানেল বোর্ড ঠিক মত কাজ করে কিনা তা চেক করা
৪. গ্যাস সংযোগ থাকলে তা অফ করা
৫. সিকিউরিটি গার্ড কে তার কাজ সমূহ বুঝিয়ে দাওয়া ও সচেতন মূলক

মটরবাইক্ করে যারা যাতায়েত করবেন তাদের করনীয় কাজ সমূহ:

১. হেলমেট , জ্যাকেট বা ভেস্ট, হ্যান্ড গ্লাভস, সুরক্ষা গিয়ারস, ব্যাবহার করা
২. দুই জনের বেশি মানুষ না নিয়ে যাতায়েত করা
৩. মটরবাইক্ চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা
৪. মটরবাইক্ চালানোর সময় ওভার স্পিড বা ওভারটেক করার থেকে বিরত থাকুন
৫. মটরবাইক্ চালানোর সময় ছোট বাচ্চা সামনে এবং পিছনে কোলে করে ছোট শিশু নিয়ে যাতায়েত করা থেকে বিরত থাকুন
৬. মটরবাইক্ চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন

প্রাইভেট কার এবং দূরপাল্লার বাসে যাতায়াত করবেন তাদের করনীয় কাজ সমূহ:

১. গাড়ি চালকের সেফটি বেল্ট পরিধান ইনসিওর করা
২. গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত রাখুন
৩. গাড়ি চালানোর সময় ওভার স্পিড ও ওভারটেক করার থেকে বিরত রাখুন
৪. বাসের জানালার বাইরে থেকে মাথা ও হাত ভিতরে রাখুন
৫. তাড়াহুড়ো করে বাসে না উঠা ও নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা
৬. গ্যাস চালিত গাড়ি চেক করুন,গ্যাস সিলিন্ডার, গ্যাস পাইপ, নজেল
৭. গ্যাস চালিত গাড়ি ছায়া ও ঠান্ডা যুক্ত স্থানে রাখুন

ঈদে সবাই সেফ ভাবে বাড়িতে যাই , ঈদের আনন্দ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেয়।

বিঃদ্রঃ: আমাদের অসচেতনতার কারণে যেনো নিজের ও পরিবারের সদস্যদের ঈদ কষ্টের কারণ না হয়,
আমরা সকলেই একে অন্যের জন্য.....!

সবাই কে ঈদের অগ্রীম শুভেচ্ছা
ঈদ মোবারক

Address

Gangni, Meherpur
Gangni
VATPARA

Telephone

+8801797311742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akram Vlogs:

Videos

Share

Nearby media companies