গাইবান্ধা পরিবার

গাইবান্ধা পরিবার News, warning, awareness, social works, voting etc.

বিজয় দিবস উদযাপনে আকাশে প্লেন চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট! ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সে...
17/12/2024

বিজয় দিবস উদযাপনে আকাশে প্লেন চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট!

ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সেসনা ১৭২ নামক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেনে। মোট ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে তিনি আকাশে বাংলাদেশের মানচিত্রের লাইন বরাবর বিমান চালিয়ে এই কাজটি করেছেন। তার এই গতিপথ ফ্লাইট রাডারে বাংলাদেশের মানচিত্র হিসেবে ধরা দিয়েছে। এই সময়ে তিনি মোট ২৯০ নটিক্যাল মাইল ( প্রায় ৫৩৭ কিলোমিটার) পথ অতিক্রম করেন!

একটি মানবিক আবেদন... Dariapur Aman Ullah High School, Gaibandha. (এসএসসি  2014 ব্যাচের) প্রাক্তন শিক্ষার্থী ও দারিয়াপুর...
11/12/2024

একটি মানবিক আবেদন...
Dariapur Aman Ullah High School, Gaibandha. (এসএসসি 2014 ব্যাচের) প্রাক্তন শিক্ষার্থী ও দারিয়াপুর বন্দর ব্যবসায়ী মিজান ইন্টারনেট এন্ড কম্পোজ-এর স্বত্বাধিকারী Mizan Hasan Siddik এর ছেলে (বয়স ১.৫ বছর) হার্টের সমস্যাজনিত কারনে গত একমাস থেকে ঢাকা হৃদ রোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি আছে। অতিশিঘ্রই অপারেশনের জন্যে প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন। এমতাবস্থায় তার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তাই আমরা সকলে মিলে যার যার সামর্থ অনুযায়ী তাকে আর্থিকভাবে সহায়তা করে তার ছেলের অপারেশন করার পথ সহজ করতে এগিয়ে আসি। সকলের সহায়তা কামনা করছি।

সহায়তার জন্যে~~~ মিজান (01773041838) বিকাশ,রকেট,নগদ।

যেনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি টাকা পাঠাবেন
Reference Example: Nahid14 (এভাবে লেখার জন্য বলা যাচ্ছ)

ব্যাংক একাউন্টের তথ্য:
ব্যাংকের নাম: পূবালী ব্যাংক (পার্ক রোড শাখা, গাইবান্ধা
Account Number: 2022101049953 (Savings)
Routing Number: 175321151
Account Name: MD. MIZAN HASAN SIDDIK


11/12/2024

" যদি নিজের ব্যথা টের পাও
তাহলে তুমি জীবিত,
আর
যদি অন্যের ব্যথা টের পাও
তাহলে তুমি মানুষ "

সাবধান.... দিনের আলোতেই গাইবান্ধা নতুন নিয়মে    ভয়ংকর ছিনতাইকারীর আবির্ভাব হয়েছে কিছু সুনসান রাস্তায় বা যানবাহনে ।   ...
09/12/2024

সাবধান....
দিনের আলোতেই গাইবান্ধা নতুন নিয়মে ভয়ংকর ছিনতাইকারীর আবির্ভাব হয়েছে কিছু সুনসান রাস্তায় বা যানবাহনে ।
এদের প্রধান টার্গেট হলো আমাদের সহজ-সরল মা-বোন-ভাবি-ফুপুরা.....
ছিনতাইকারীরা একা বা কোনো একটা গ্রুপ আকারেও থাকতে পারে। প্রথনে মাটি থেকে পড়ে থাকা বা যানবাহনে উঠে সেখানে পড়ে থাকা টাকা বা সুন্দর ভাঁজ করা কাগজ পাওয়ার ভান করবে। এর পর ভিকটিম এর সামনেই সেই টাকা বা কাগজে মোড়ানো একটা সোনার বার পাওয়ার এমন ভাব করবে যেনো সে এখোনি লাখোপতি হয়ে গেলো (আর যে কেউ সহজেই তা বিশ্বাস করতে পারে এমন অভিনয় করবে)। এটাকে সাপোর্ট দেওয়ার মতো আবার আরো ১/২জন থাকে। এর পর কৌশলে ঐ মোড়ানো কাগজে থাকা ছোট্ট একটা চিরকুট বের করে সে পড়াশোনা জানে না এমন ভাব করে ভিকটিমের সাহায্য নিয়ে পড়তে বলে। ছোট অক্ষরে লেখা কাগজে কিছু লেখা পড়তেই ভিকটিম সম্মোহিত হয়ে যায় এবং তাকে যা বুঝানো হয় তাই বোঝে, এক সময় নানার কথার মায়ায় তাকে সেই সোনার বার-টি হাতে দিয়ে লোভে ফেলিয়ে বোকা বানিয়ে ভিকটিমের পরনে থাকা কানের দুল+নাকফুল+চেন+বালা+আংটি ও নগত অর্থ সহ সব কিছু ছিনতাইকারী নিয়ে নেয়।😥 যখন তার হুশ হয় ততক্ষনে ছিনতাইকারী সেখান থেকে পালিয়ে যায়।
এমন ঘটনা গুলো মূলত ঘটছে:
সাদুল্যাপুর> নলডাঙ্গা> বামনডাঙ্গা রোড,
গোবিন্দগঞ্জ ও তার আশেপাশের নির্জন কিছু রাস্তা,
মজুমদার> হাতিয়া চৌরাস্তা,
গাইবান্ধা> লক্ষীপুর> বালাঃছীরা> সুন্দরগঞ্জ রোড
মীরগঞ্জ > চৌধুরানী,
গাইবান্ধা> সাঘাটা-ফুলছড়ি রোড,
গাইবান্ধা> নাকাইহাট> গোবিন্দগঞ্জ রোড সহো আরো অনেক ফাঁকা রাস্তা গুলোতে প্রায়ই এমন ঘটনার কথা শোনা যায়।
কিন্তু এই ব্যপারে প্রশাসনের সহায়তা না চাওয়ার মূল কারণ হলো লোক-লজ্জা ও নিজের করা ভূল (লোভে পরার বিষয়টা) প্রাধান্য দিয়ে ভিকটিম কারো কাছে প্রকাশ করতে পারে না। ফলে আইনি সহায়তা পাবার সম্ভাবনা কমে যায়।
তাই সবাই সচেতন হোন এবং এমন কিছু হলেই পুলিশকে জানান। আপনার দেওয়া তথ্য-ই হয়তো এসব চক্রকে আইনের আওতায় আনতে সহায়তা করবে।
'tBeFooled

26/11/2024

১৭ বছরে শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে
তা এখন প্রকাশ পাচ্ছে।

রাস্তা দখল না করেও কিভাবে বাড়ি করা যায় এই বাড়ির মালিককে দেখে শেখা উচিত 🙂🤣
22/11/2024

রাস্তা দখল না করেও কিভাবে বাড়ি করা যায় এই বাড়ির মালিককে দেখে শেখা উচিত 🙂🤣

05/11/2024

সচিবের বউ বললো ১০/২০ টাকা বাজার থেকে রেখে উনি ১ কোটি ৯ লাখ টাকা জমিয়েছে। এভারেজ ১৫ টাকা করে প্রতিদিন জমালে সময় লাগে প্রায় ২০০০ বছর। উনি কি তাহলে ঈসা নবীর উম্মত?

ঐদিকে পলক সাহেবের সহধর্মিণী বলতেছে সংসার চালানোর এবিলিটি নাই, কিছুদিন আগে বল্লো টিউশনি করে কোটি টাকার মালিক হইছে।

এখন কই যামু

03/11/2024

বাতিল করা হবে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম।

০৭ দিনে পাসপোর্ট হাতে পাবে সবাই।।

পল্লী বিদ্যুৎ মিটার ও সার্ভিস বিনামূল্যে?!!👍সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্যঃ- বার্তা০১। গ্রাহক প্রান্তে পল্লী বিদ্যুতের ...
03/11/2024

পল্লী বিদ্যুৎ মিটার ও সার্ভিস বিনামূল্যে?!!👍

সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্যঃ- বার্তা

০১। গ্রাহক প্রান্তে পল্লী বিদ্যুতের সংযোগের জন্য মিটার, সার্ভিস ড্রপ সম্পূর্ণরুপে বিনামূলো পল্লী বিদ্যুৎ সমিতি হতে প্রদান করা হয়;

০২। পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগের ক্ষেত্রে ১ পোল, শিল্প সংযোগের জন্য ২ পোল ও ৮০ কিলোওয়াট লোড পর্যন্ত ট্রান্সফরমার সম্পূর্ণরূপে বিনামূলো পল্লী বিদ্যুৎ সমিতি হতে প্রদান করা হয়;

০৩। প্রাকৃতিক ও কারিগরী ত্রুটিতে মিটার এবং সার্ভিস ড্রপ নষ্ট হলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিস্থাপন করে দেয়া হয়। সার্ভিস ড্রপ তার পল্লী বিদ্যুৎ সমিতিতে মজুদ না থাকলে নির্ধারিত মানের তার গ্রাহক নিজে ক্রয় করবে এবং পরবর্তীতে ক্রয়ের মূল্য নিয়মানুযায়ী গ্রাহকের বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করে ফেরৎ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি;

০৪। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি জনগনের সেবক। রশিদ ব্যতীত কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না;

০৫। যেকোন প্রয়োজনে আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করুন। ২৪ ঘন্টা সহযোগিতা ও তথ্য সেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন- ১৬৮৯৯ নাম্বারে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে।

জুলাই গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ...
17/10/2024

জুলাই গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ।

17/10/2024
নার্সিং কলেজ গাইবান্ধা।হয়তো খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু হবে।
16/10/2024

নার্সিং কলেজ গাইবান্ধা।
হয়তো খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু হবে।

কামারজানি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডআগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট👇বিস্তারিত কমেন্টে⤵️
15/10/2024

কামারজানি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট
👇বিস্তারিত কমেন্টে⤵️



এদের  দিয়ে হাল চাষ করা ছাড়া আর কিছু করানো সম্ভব নয়।
13/10/2024

এদের দিয়ে হাল চাষ করা ছাড়া আর কিছু করানো সম্ভব নয়।

12/10/2024

ফেরাউনের অনুসারীদের কাছে ফেরাউন শ্রেষ্ঠ ছিল। এর মানে এই না যে,
ফেরাউনই শ্রেষ্ঠ ছিল, আসলে অনুসারীরা অন্ধ ছিল..😎

গাইবান্ধায় সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুরগাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় গাইবান্ধা-২ (সদর...
11/10/2024

গাইবান্ধায় সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন তার রিমান্ড না মঞ্জুর করেন।বুধবার সকালে কড়া নিরাপত্তায় মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা জেলা আদালতে হাজির করা হয়। এসময় তার রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক হুইপ গিনিসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই। পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে একই মামলায় তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।

#বাংলাদেশ

সিনেমার অভিনয় করলেও আজ পর্যন্ত ঢালিউড কুইন সাদিয়া আয়মানকে দেখার সৌভাগ্য হয়নি কারো। জি এটা সত্য ঘটনা। সাদিয়া আয়মান নামে আ...
11/10/2024

সিনেমার অভিনয় করলেও আজ পর্যন্ত ঢালিউড কুইন সাদিয়া আয়মানকে দেখার সৌভাগ্য হয়নি কারো। জি এটা সত্য ঘটনা।

সাদিয়া আয়মান নামে আমরা যে মেয়েটিকে চিনি এই মেয়েটি আসলে সাদিয়া আয়মান নয়। আসল সাদিয়া আয়মান পর্দার সাথে চলাফেরা করে। আর আমরা যাকে পর্দায় দেখি এই মেয়েটি মূলত একজন এলিয়েন ভিনদেশী নারী।

আপনারা সাদিয়া আয়মানের কন্ঠ বলে যে কন্ঠটি চিনেন এটাও আসল সাদিয়া আয়মানের কন্ঠ নয়। আসল সাদিয়া আয়মান তার কন্ঠ পরপুরুষদের শোনান না। এটা এআই দিয়ে করা একটা মেয়ের কন্ঠ।

আসলে আসল সাদিয়া আয়মান একজন অনেক পরহেজগার মানুষ। সে সবসময়ই পর্দা করেন, কোন পরপুরুষের সাথে দেখা করেন না। কিন্ত উনার অভিনয় করার অনেক শখ সেজন্য উনি ভিনদেশী একটা মেয়েকে দিয়ে নিজের নামে অভিনয় করান এবং কন্ঠ দেন।

সাদিয়া আয়মান অনেক সময় নিজের ছায়া দিয়েও অভিনয় করেন যাতে তার সঠিক পর্দাটা ঠিক থাকে। আসলে ঢালিউড ইন্ডাস্ট্রিতে এখনো এত দীনদার অভিনেত্রী পাওয়া যায় না।

সাদিয়া আয়মান এদেশের পর্দা করা মেয়েদের আয়কন। সে দেখিয়ে দিয়েছে পর্দা করে চললেও ইচ্ছা থাকলে কাউকে দমিয়ে রাখা যায়না। সাদিয়া আয়মানকেও দমিয়ে রাখা যায়নি। আজকে সে এশিয়া মহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী। যার নামেই সিনেমা হয় ব্লকবাস্টার।

বাংলাদেশের একমাত্র বাস টার্মিনাল যেটা পাহাড়ের ভিতর
11/10/2024

বাংলাদেশের একমাত্র বাস টার্মিনাল যেটা পাহাড়ের ভিতর

Address

গাইবান্ধা জেলা
Gaibandha

Telephone

+8801767042496

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাইবান্ধা পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাইবান্ধা পরিবার:

Share