নেশা

নেশা কিছু নির্ঘুম আবেগ আর,
কিছু নির্ঘুম মানুষের আর্তনাদ।

ঐ নিচে তাকিয়ো না,লুটপাট হয়ে যাবে।
04/11/2024

ঐ নিচে তাকিয়ো না,
লুটপাট হয়ে যাবে।

18/09/2023

মানুষিক শান্তি কই পাওয়া যায়...
সারাদিন কাজ শেষ করে বাসায় যাবেন শান্তি পাবেন না! যদিও আমরা বলি ঘর শান্তির জায়গা!
প্রেম-রিলেশনে জড়াবেন কিছু দিন পর সাত দিনের মাঝে ৩/৪ দিন ঝগড়া বেশির ভাগই সন্দেহ প্রবনতা নিয়ে! শান্তি টা গুডবাই..করলেন শান্তির আশায় অশান্তিটাই বেশি হলো।
বিয়ে করে দ্বিতীয় জীবন শুরু করলেন সুখের সংসারের আশায় এক সময় মনে হবে সবছেড়ে যে দিকে দুচোখ যায় চলে যাই! মনে হবে জীবনের সবচে বড় ভূল এটাই ছিল! এর থেকে মুক্তি চাইবেন!
আত্নীয়-স্বজন এর সাথে যোগাযোগ রাখবেন দেখবেন সব দোষ আপনার! সারা গোস্টিতে আপনার মত খারাপ ভেজাইল্যা দ্বিতীয়টা নেই! আপনি জানেনই কি দোষ অপরাধ ছিলো (বলির পাঠা আপনিই) বাট তারা সব জানে এরপরে আর কন্টাক্ট রাখবেন না!
বন্ধুত্ব করবেন মন খোলে কথা বলার মানুষ পাইছেন একটু শান্তি কিছু পর দেখবেন প্রয়োজন ছাড়া বন্ধু আপনার খোঁজ নেয় না! স্বার্থটা যতদিন বন্ধুত্ব ততদিন এটা বুঝার আগেই আপনি তার জন্যে অনেক কিছু করে ফেলবেন! পরে তার কথা মনে হলেই রাগে গা জ্বলবে!
কারো হেল্প করলে নিজের কাছে ভালো লাগে শান্তি লাগে দেখবেন পরে বলবে তার কথা না শুনলেই ভালো হতো! তার কারনে আজকে ক্ষতিটা হলো! গায়ে পড়ে উপকার করছিলেন এখন প্রতিদান পাচ্ছেন!
টাকা ধার দিলেন বিপদের সময় উপকার করে ভালো লাগছে। টাকাটা ফেরত নিতে সম্পর্কটা নস্ট হলো!
তাহলে আমরা কই যাবো কার কাছে যাবো একটু শান্তি কই মিলে কেমনে মিলে!! ছোট থাকতে পড়ছিলাম মানুষ একা বাস করতে পারেনা! বড় হয়ে একটু ভালো থাকার একটু শান্তির আশায় একাই থাকতে হয় যাদের কাছে শান্তি পাবার আশায় আপন ভেবে শান্তি পাবার কথা ছিলো তাদের কাছে থেকে দুরে থাকি একটু শান্তির জন্য....একলাই শান্তি❣️

22/07/2023

যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না।
একখান মানুষ হারাইল্যে আর মানুষ পাইবা না।🖤🥺

11/07/2023

সেক্সপিয়ার একবার বলেছিলেন,
“জগতের সকল মেয়েরাই খুব সুন্দর
বিশেষ করে বাতি নিভানোর পর !
সেক্সপিয়ারের স্ত্রীর উত্তর ছিলো,
“জগতের সকল ছেলেরাও খুবই নিষ্পাপ,
বিশেষ করে বাতি নিভানোর আগে...🌝😎

18/06/2023

কবিতা তার নিজের ছন্দে ব্যস্ত আর কবি? কবিতার নেশায় আসক্ত! 💔

#অমানুষ

18/06/2023

আজ এই পেইজের এডমিন অমানুষের জন্মদিন।
শুভ জন্মদিন ভাই.🖤
আপনার সকল অপূর্ণতা গুলো একদিন ইনশাআল্লাহ পূর্ণ হয়ে আপনার দরজায় কড়া নাড়বে।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

07/06/2023

দশ নারীকে নাচিয়ে বেড়ানোটা কখনোই পুরুষত্ত্বের প্রমাণ দেয়না, আসল পুরুষ তো এক নারীতেই সন্তুষ্ট থাকে!

05/06/2023

বিয়েটা কি ফ্যামিলি পছন্দে করবেন নাকি আমার সাথে প্রেম করে করবেন..?😊

05/06/2023

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে থাকে তাদের শেষটা সুন্দর হোক!

04/06/2023

তুমি বলেছিলে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও,
কখনো হাত ছাড়বেনা!
কিন্তু পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঠিক আছে পৃথিবী। শুধু ঠিক নেই তুমি।
ঠিক নেই তোমার বলা কথা। সময়ের সাথে তোমার কথা ও পাল্টি
খেয়েছে।
তুমি তো আরো বলেছিলে, আমাকে ছাড়া নাকি
তুমি এক মুহূর্ত ও থাকতে পারবেনা। তবে এখন কেমন করে
থাকো? শুধুই কি ভালোবাসার মান রক্ষার জন্য বলেছিলে
কথাগুলো? নাকি ব্যবহার করার জন্য! দিব্যিই তো যাচ্ছে কেটে
তোমার সময় আমিহীনা। রঙ্গ বেরঙ্গের জামা পড়ে হাটছো
ঠিকই অন্য কারো হাতের তালুতে হাত রেখে। তবে কেন
আমার হাত ধরে ছিলে? কেনোই বা স্বপ্নের জাল বুনে
গেলে! কেনই বা মায়ার শিকলে বেঁধে হারিয়ে গেলে! তুমি
তো কখনো বলোনি ছেড়ে যাওয়ার জন্য
ভালোবেসেছো! বরং বলেছিলে আবার যদি কখনো জন্ম
হয় তুমি শুধু আমার পায়ে পা মেলাবে। তবে কি সব মিথ্যে
ছিলো? ছলনার চাদরে মুড়িয়ে ভালোবাসতে তোমার বিবেক
একবার ও কেঁপে ওঠেনি?
হুম! মিথ্যে সব।
নিকৃষ্ট তোমার সেই ভালোবাসা।

02/06/2023

আমি যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি,না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি।

31/05/2023

গভীর হচ্ছে রাত।
ধীরে ধীরে বুকের গভীরে পদর্পণ করছে স্মৃতিরা।
স্মৃতিরা যেতে পুরনো দিনের ক্যালেন্ডারে টহল মারলো।
অতঃপর খুজে পেলো একটা তুমি।
বেরিয়ে এলো একটা সম্পর্ক।
যে সম্পর্কের শুরু হয়েছিলো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে।
নেই আর সেসব পুরনো দিন! নেই সম্পর্ক।নেই তুমিটা।
সেই সব আজকের নির্ঘুম রাতের কারণ।
বড় বড় দীর্ঘশ্বাসের কারণ ছেড়ে যাওয়া।
এমন কি হতে পারতোনা?
তুমি আমার আমিতে মিলিয়ে গেছো।😊😥

25/05/2023

যে শহরের আকাশ জুড়ে ধোয়ার বসবাস..
সে শহরের অলিতে গলিতে আমার দ্বীর্ঘশ্বাস।

23/05/2023

ইংরেজিতে একটা কথা আছে 'You only live once'। ল্যাটিনে আছে 'Carpe Diem' অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে এখনকার মুহুর্ত ভালো করে বেঁচে থাকো। হিন্দি দুইটা মুভির নাম আছে 'কাল হো না হো' আর 'জিন্দেগী না মিলেগি দোবারা'। জেমসের গান আছে 'হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান'। সবগুলা একই বার্তা দেয় কালকে কী হবে কেউ জানে না, ভবিষ্যতে কী আসবে কেউ বলতে পারবে না।

কাউকে কিছু বলার থাকলে সেটা বলে দেন, ভালোবাসলে জানায়ে দেন, কিছু করতে চাইলে করে ফেলেন। প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বেঁচে থাকতে শেখো প্রিয়!

21/05/2023

প্রিয় 💔
তোমায় নিয়ে হাজারটা কবিতা/উপন্যাস লিখলেও, এ
মনের কলম ক্লান্ত হবেনা। বরাবরের মত আজ ও লিখতে
বসেছি তোমাকে নিয়ে। এ লিখা তোমার চোখে পড়ুক বা
নাই পড়ুক! তোমার অন্তর কেঁপে উঠুক বা নিস্তব্ধ থাকুক,
আমার তাতে নেই কোনো আপত্তি। তুমিটা যখন কোনো
আমি থেকে চলে যায়! তখন আমিটা ভুলে যাওয়ার
সংগ্রামে সংগ্রামী হয়ে ওঠে। আমার বেলায় তুমি
বিপরীত। চলে যাবে তুমি। অবশ্য গিয়েছো চলে বটে। দিন যাচ্ছে, সময়ের সাথে ক্ষতটা শুকোচ্ছে। একটু একটু
করে সরে যাচ্ছো মস্তিষ্কের ভাবনার দেয়াল থেকে।
বিশ্বাস করো প্রিয়ো? - আমি তোমাকে ভুলে যেতে
চাইনা। এই নিশ্বাসের সাথেই তুমি নামের অস্তিত্বটা
বাঁচিয়ে রাখতে চাই। অতীতের স্মৃতির পৃষ্ঠাগুলো বার
বার উল্টো পাল্টে ক্ষত থেকে রক্তক্ষরণ করে তোমাকে
আমার লিখা গল্পে স্থান দেই। কষ্ট হয় খুব। কিন্তু শামলে
নেই সবটা। কাউকে বুঝতেই দেইনা বুকের মাঝে এতো
শুন্যতা। এক টুকরো জোর করা হাসি দিয়ে বলি, ভালো
আছি। যদি আমি কবি হতাম, তবে হয়তো আমার
প্রত্যেকটা লুকানো গভীর অনুভূতি অক্ষরে অক্ষরে
প্রকাশ পেতো! কিন্তু সবটা হয়না লিখা। শিরোনামের
মতো জটিল খন্ড বাক্য দিয়ে কষ্টগুলো ফেসবুকের
নিউজফিডে উড়িয়ে দেয়। অবশ্য এই আবেগ, এই যন্ত্রণা
যখন যাস্ট নাও হবে তখন অনেকেই কয়েকটা রিয়েক্ট
দিয়েই অনুশোচিত হবে। কমেন্ট বক্সে উপাধি আসবে
ছেকাখোর/ দেবদাস। ওরা শুধু আবেগ দেখলো!
দেখলোনা এত ঝড় সয়ে ও কেমন নির্জীব গাছটার মতো
দাঁড়িয়ে আছি। দুর্যোগে নুয়ে পড়ছি তবু ও নিঃশ্বেস
হচ্ছিনা। আফসোস ওরা বলেনি আমি বীর। ওরা বলেনি
আমাকে যোদ্ধা! তাছাড়া কদর তো তখন থাকেনা, যখন
আমার প্রাণ আছে।
আচ্ছা প্রিয়র!
এই যে এত অভিযোগ, এত অনুযোগ,এত
অভিমান তার কি কোন কারণ নেই? সম্পর্ক তো নেই আর!
তারপর ও কেন এসব বলতে পারিস? সবই কি এড়িয়ে যাস!
নাকি সময়ই হয়না? হয়তো সময়ই নেই। আচ্ছা থাক এসব।
জানিস? - নির্ঘুম রাতগুলোতে গ্যালারিতে তোকে
দেখেই নিঃসৃত হয় চোখের জল। খুব কাছ থেকে দেখি জুম
করে। তবু ও যে তৃপ্তি মেটেনা। পুরোন ছবিগুলো বারবার
ঘুরিয়ে দেখি। এখন যে পিক চাওয়ার অধিকার নেই আর!
তোকে দেখার অদম্য ইচ্ছেটা পূরণ করি ঘুমের দেশের
স্বপ্নলোকে।
ছোট্ট একটা জীবন। মুসাফিরের মতো চলা এই ভবে। এই
ক্ষণিক সময়ের ভবে তোকে না পাওয়ার বেদনাটা ব্যাপক
বাড়তি। তবে ব্যর্থতার খাতায় একদিন সফলতা আসবে।
সে যেমন করেই হোক! হোক পরকাল হোক এই কাল। দুই
কালেই যে আমি তোর।
থাকনা হৃদয়ের দাগগুলি! রয়ে যাক মাটিতে লুটিয়ে পড়া
অবধি এই ভালোবাসা। দিব না ভুলিতে তোকে আমি
থেকে!
ভালোবাসি যে তোকে ভীষণ প্রিয়।💔

21/05/2023

আজ পর্যন্ত গিরগিটির রূপ বদলানোর দৃশ্য নিজ চোঁখে দেখার সৌভাগ্য হয়নি।তবে আমি মানুষ দেখেছি অনেক!

19/05/2023

কখনও কি ইচ্ছে হয়না কয়েকপা পিছিয়ে এসে দুনিয়াটা
দেখতে?
যেই মানুষটাকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি
দিয়েছিলে তার অগোছালো দিন গুলোতে একবার চোখ
বোলাতে ইচ্ছে হয়নি কখনও?
যেই বুকে কখনও অভিমানে সাজানো খুনসুঁটির আচর কেটে
গিয়েছো সেই বুক পাঁজরের আর্তনাদ তোমাকে ঘুমাতে
দেয়?
কখনও স্মৃতির শহরটা হাতড়ে দেখেছো?সেখানে তো শুধুই
তুমি আর তুমি।
অভিযোগ পত্র গুলো পড়ে দেখার সময় কি তোমার হয়ে
উঠবে।নাকি এদের ও আমার মত করে ছুড়ে ফেলে দেবে
চৌকাঠের বাহিরে।তবে অন্তিম কালে ভুল করে হলেও
একবার এসো।সেদিন নাহয় মিথ্যে করেও একটু
ভালোবেসো।এক পৃথিবী অপ্রাপ্তিতে ডুবে থাকা চোখ
দু'টো সেদিনও তোমার অপেক্ষায় থাকবে।

#পাপি

27/04/2023

বাংলার জমিনে এমন একটা ছেলে মেয়ে দেখান
যে-কোনদিন প্রেম করেনি!'🙂

Address

Gafargaon

Telephone

01904535120

Website

Alerts

Be the first to know and let us send you an email when নেশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share