মাসিক নকীব

মাসিক নকীব জাতীয় শিশু-কিশোর পত্রিকা

18/12/2024

নবীনদের লেখালেখির প্রাথমিক প্রস্তুতি যেমন হবে
—মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
ভিডিয়ো সৌজন্য : Studio Rahmat

বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা।

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ও পাঠক ফোরাম  আয়োজিত সাহিত্য কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অবশিষ্ট পুরস্কারগুলোও পাঠানো...
14/12/2024

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ও পাঠক ফোরাম আয়োজিত সাহিত্য কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অবশিষ্ট পুরস্কারগুলোও পাঠানো শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ!

আশা করছি, অতিশীঘ্রই হাতে পেয়ে যাবে তোমরা, ইন শা আল্লাহ!

প্রিয় নকীববন্ধুরা,
মাসিক নকীবের সঙ্গে সৃজন ও সুন্দরের পথে তোমাদের সাহিত্যচর্চা আরো গতিময় হোক!

রহস্যে ভরপুর আর রোমাঞ্চ জাগানিয়া কাহিনি নিয়ে আসছে তোমাদের প্রিয় লেখক Mujib Hasan • মুজিব হাসানের ধারাবাহিক কিশোর উপন্যাস...
14/12/2024

রহস্যে ভরপুর আর রোমাঞ্চ জাগানিয়া কাহিনি নিয়ে আসছে তোমাদের প্রিয় লেখক Mujib Hasan • মুজিব হাসানের ধারাবাহিক কিশোর উপন্যাস 'সীমার খাল রহস্য'।

কুরআনের আলো | মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা
13/12/2024

কুরআনের আলো | মাসিক নকীব
ডিসেম্বর ২০২৪ সংখ্যা

ছড়া | রুহুল আমীন খানমাসিক নকীব | ডিসেম্বর ২০২৪ সংখ্যা
12/12/2024

ছড়া | রুহুল আমীন খান
মাসিক নকীব | ডিসেম্বর ২০২৪ সংখ্যা

গণিত কবি মুসা আল হাফিজ আমি তো গণিতের সমাধান বের করিকিন্তু গণিতবিদরা আমাকেই একটি সমস্যা মনে করেন।কারণ যখন খাতা হাজির করা ...
11/12/2024

গণিত
কবি মুসা আল হাফিজ

আমি তো গণিতের সমাধান বের করি
কিন্তু গণিতবিদরা আমাকেই একটি সমস্যা মনে করেন।

কারণ যখন খাতা হাজির করা হয়, আমি হাজির করি জীবন!

বলা হয়, যোগ করো! আমি যোগ করি আত্মশক্তিকে।
বলা হয়, বিয়োগ করো! আমি বিয়োগ করি পরাজয়কে।
বলা হয়, গুণ করো!
আমি গুণ করি ভালোবাসাকে।
বলা হয়, ভাগ করো! আমি ভাগ করি দুঃখকে।
বলা হয়, সমীকরণ দাও! আমি দিই নিজের মধ্যে সবাইকে।
বলা হয়, মান প্রকাশ করো! আমি প্রকাশ করি সফলতাকে।

তারা বলে, এটি আদৌ কোনো গণিত হয়নি,
তুমি অঙ্কের ব্যাকরণ জানো না!
আমি বলি, এটিই মহোত্তম অঙ্ক এবং
এ জন্য ব্যাকরণ লঙ্ঘণ করে আমিই হয়ে উঠি নতুন ব্যাকরণ!

প্রিয় কবি হাসান রোবায়েতকে অভিনন্দন। সপ্তম শ্রেণির ‘সপ্তবর্ণা’ বই থেকে সেলিনা হোসেনের লেখা ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ গদ্যট...
10/12/2024

প্রিয় কবি হাসান রোবায়েতকে অভিনন্দন।

সপ্তম শ্রেণির ‘সপ্তবর্ণা’ বই থেকে সেলিনা হোসেনের লেখা ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বইয়ে হাসান রোবায়েতের লেখা ‘সিঁথি’ নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সিঁথি
হাসান রোবায়েত

ভাই মরল রংপুরে সেই
রংপুরই তো বাংলাদেশ
নুসরাতেরা আগুন দিল
দোজখ যেন ছড়ায় কেশ।

কওমি তরুণ দাঁড়ায়া ছিল
কারবালারই ফোরাতে
শাহাদাতের আগুন দিয়া
খুনির আরশ পোড়াতে।

লাশের মিছিল, গণকবর
খুনির কাতান শাড়িতে
যাত্রাবাড়ি ডুইবা গেল
আজরাইলের ফাঁড়িতে।

চিরকালই স্বাধীনতা
আসে এমন রীতিতে
কত রক্ত লাইগা আছে
বাংলাদেশের সিঁথিতে।

বই সংগ্রহের নেশা কি ইতিবাচক? আজকাল অনেকেরই অভিযোগ, এত বই বিক্রি হচ্ছে, এত কেনাকাটা হচ্ছে—কিন্তু বই আসলে লোকে পড়ে না। বই ...
10/12/2024

বই সংগ্রহের নেশা কি ইতিবাচক?

আজকাল অনেকেরই অভিযোগ, এত বই বিক্রি হচ্ছে, এত কেনাকাটা হচ্ছে—কিন্তু বই আসলে লোকে পড়ে না। বই যদি পড়তই, তাহলে তো সমাজের এত দুরবস্থা থাকে না।

বই কেনে, সংগ্রহ করে কিন্তু পড়ে না—কেন?

জাপানি ভাষায় এই ধরনের অভ্যাসের একটা নাম আছে—তসুন্দোকু। মানে যত সংগ্রহ করা হয় ততটা না পড়া। অবশ্য, যারা শুধু কেনে, মোটেও পড়ে না, তাদের আসক্তিকে বলে ‘বিব্লিওম্যানিয়া’।

এমনিতে বইপ্রেমীদের একটি সাধারণ অভ্যাস হলো ক্রমাগত পড়ার তালিকা বাড়ানো। একটি বই পড়ে শেষ করার পর, তালিকায় নতুন পাঁচ বা দশটি বই যোগ করা যেন এক অনিবার্য প্রক্রিয়া।

প্রশ্ন হলো, এটি কি ভালো অভ্যাস, না খারাপ? জাপানি সংস্কৃতিতে তসুন্দোকু শব্দটি নিরপেক্ষ। তবে কেউ যদি একগাদা অপঠিত বইয়ের মালিক হন, তবে তা নিয়ে সামান্য পরিহাস তো করাই যায়। একইসঙ্গে জীবনের সীমাবদ্ধতাকেও তুলে ধরে।

কেন আমরা পড়ার সুযোগ না পেয়েও বই জমাই?

যারা বই সংগ্রহ করেন কিন্তু পড়েন না, তাদের পিছনের কারণগুলো নানা রকম:

হয়তো আত্মপ্রদর্শন; ১৯শ শতকে ব্যক্তিগত গ্রন্থাগার মর্যাদার প্রতীক ছিল। আজও, অনেক বই থাকা কাউকে বুদ্ধিমান মনে করে।

অথবা সংগ্রহের আনন্দ; কেউ কেউ বিরল বই বা প্রিয় লেখকের কাজ খুঁজে বের করার জন্য বই সংগ্রহ করেন। বিশেষ কিছু বই হয়তো জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক। তা ছাড়া বইপ্রেমীদের সঙ্গে সম্পর্ক গড়া বা নিজের পরিচয় তুলে ধরার মাধ্যম হিসেবেও বই সংগ্রহ করা হয়।

তবে বেশিরভাগ ক্ষেত্রে তসুন্দোকু আসে বইয়ের প্রতি ভালোবাসা থেকে। এটা অনেকটা রেস্তোরাঁয় গিয়ে মেনুর প্রতিটি আইটেম চেখে দেখার মতো, সাধ্যে কুলায় না বলে বা পেট ভরা থাকায় সবগুলো নেওয়া সম্ভব হয় না।

তাই বলে অপঠিত বই কি অপ্রয়োজনীয়?

অনেকে তা-ই মনে করে। তবে নাসিম নিকোলাস তালেব তার বই ‘ব্ল্যাক সোয়ান’-এ বলেছেন, অপঠিত বইগুলো আসলে আমাদের শেখার আকাঙ্ক্ষার প্রতীক। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা কত কিছু জানি না।

পড়ার ইচ্ছায় যারা বই সংগ্রহ করেন, তারা অপঠিত বইয়ের দিকে তাকিয়ে বিনম্র বোধ করেন। এটি এক ধরনের আত্মশিক্ষা—আমরা যতই শিখি, ততই বুঝি কত কিছু রয়ে গেছে শেখার।

বই সংগ্রহের সুপ্ত কিছু সুবিধাও আছে।

গবেষণায় দেখা গেছে, যেসব পরিবারে বই বেশি থাকে, সেখানে বেড়ে ওঠা শিশুদের ভাষাগত, গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা বেশি উন্নত হয়।

এ ছাড়া, বই সংরক্ষণ করার ফলে জ্ঞান হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে। পুরোনো গ্রন্থাগারগুলো আমাদের তা-ই জানায়। এমনকি যদি প্রতিটি বই পড়া নাও হয়, তবুও সেই স্তূপ একদিন কাজে লাগবেই।

তসুন্দোকু আমাদের শেখায়, বইয়ের সংগ্রহ শুধু শখ নয়; এটি সম্ভাবনার, শিক্ষার ও বিনম্রতার প্রতীক। আমাদের অপঠিত বইগুলোও আমাদের জীবনের অংশ।

কনটেন্ট কার্টেসি: রকমারি।
ফটোগ্রাফি : ridi zilsana

সম্পাদকীয় | মাসিক নকীব ডিসেম্বর সংখ্যা ২০২৪
10/12/2024

সম্পাদকীয় | মাসিক নকীব
ডিসেম্বর সংখ্যা ২০২৪

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব জানুয়ারি ২০২৫ সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।শিশু-কিশোর মনন উপযোগী ছড়া-কবিতা, গল...
10/12/2024

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব জানুয়ারি ২০২৫ সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।

শিশু-কিশোর মনন উপযোগী ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ, রোজনামচা, সাধারণ জ্ঞান, কৌতুকসহ শিক্ষনীয় ও মজাদার যে কোনো মননশীল লেখা পাঠাতে পারেন।

> নিয়মাবলী:
লেখা ছোট হলে ভালো।
গল্প, প্রবন্ধ, ভ্রমণ অনূর্ধ্ব ১০০০ শব্দ।
ছড়া-কবিতা অনূর্ধ্ব ১৬ লাইন ।
শুধুমাত্র মেইলেই লেখা পাঠানো যাবে।
লেখার সাথে নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে।
সকল লেখকের জন্য থাকবে লেখক-সৌজন্য ও লেখক-সম্মানি ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর, ২০২৪।

লেখা পাঠানো যাবে এই ঠিকানায় :
ই-মেইল : [email protected]

09/12/2024

ওয়াফিলাইফ | Wafilife.com থেকে অনলাইনে মাসিক নকীব কিনো দেশের যেকোনো প্রান্ত থেকে। সেরা অফার এবং সেরা ছাড়ে।
পত্রিকা হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে। নকীব হাতে পাওয়ার পর যে কোন সমস্যায় রয়েছে সহজ রিটার্ন পলিসি।

বিজয়ের মাসে পড়ো মুক্তিযুদ্ধের গল্প।মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা।
08/12/2024

বিজয়ের মাসে পড়ো মুক্তিযুদ্ধের গল্প।
মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা।

ছড়া | মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা
06/12/2024

ছড়া | মাসিক নকীব
ডিসেম্বর ২০২৪ সংখ্যা

কিশোর গল্প | মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা
05/12/2024

কিশোর গল্প | মাসিক নকীব
ডিসেম্বর ২০২৪ সংখ্যা

মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা তোমার কপিটি আজই সংগ্রহ করো!অর্ডার করতে ক্লিক করো:https://www.wafilife.com/mashik-nokib-d...
05/12/2024

মাসিক নকীব ডিসেম্বর ২০২৪ সংখ্যা
তোমার কপিটি আজই সংগ্রহ করো!

অর্ডার করতে ক্লিক করো:
https://www.wafilife.com/mashik-nokib-december/dp/1170785

ওয়াফিলাইফ | Wafilife.com থেকে অনলাইনে নকীব কিনো দেশের যেকোনো প্রান্ত থেকে। সেরা অফার এবং সেরা ছাড়ে। পত্রিকা হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে। নকীব হাতে পাওয়ার পর যে কোন সমস্যায় রয়েছে সহজ রিটার্ন পলিসি।

প্রচ্ছদ রচনা | মাসিক নকীব ডিসেম্বর সংখ্যা ২০২৪
04/12/2024

প্রচ্ছদ রচনা | মাসিক নকীব
ডিসেম্বর সংখ্যা ২০২৪

লেখক সূচী | মাসিক নকীব ডিসেম্বর সংখ্যা ২০২৪
02/12/2024

লেখক সূচী | মাসিক নকীব
ডিসেম্বর সংখ্যা ২০২৪

Address

৫৫/বি নোয়াখালী টাওয়ার (তৃতীয় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক নকীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাসিক নকীব:

Share

Category