আমরা নকীব আমরা আলো
আলোর মিছিলে ডাকি
আমরা অগ্রজ আমরা সেনানী
জীবন স্বপ্ন আঁকি।
শব্দ নিয়ে আমরা খেলি
আমরা রঙিন ঘুড়ি
ইতিহাসে ডানা মেলে
তেপান্তরে উড়ি
আমরা শিশু আমরা কিশোর
আমরা ভোরের পাখি।
মনজুড়ে হৃদয়ের ক্যানভাসে
লাল সবুজের পতাকা
প্রিয় নকীব ভালোবাসা আর
বাংলার স্বাধীনতা
কলম দিয়ে গল্প লিখি
স্বপ্ন তুলিতে আঁকি।
আমরা নকীব আলোর কাফেলা
কণ্ঠে তুলেছি সুর
সুস্থ ধারা সত্যের ডাকে
আসবে নতুন ভোর...
তুমি জাগো বন্ধু, এসো আমরা সবাই জাগি।
*
মাসিক নকীব অফিসিয়াল থিম সং [Lyrical]
লিরিক্স : জিয়াউল আশরাফ
নির্বাহী সম্পাদক, মাসিক নকীব
এবারের ইসলামি বইমেলা একেবারে অন্যরকম। এতো সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন এবং উৎসবমুখর হবে ভাবিনি। অথচ সব কিছু হয়েছে স্বল্প সময়ের নোটিশে। আগামি বছর মেলার চেহারাটি কী যে হবে, ভাবতেই আনন্দ হচ্ছে।
মেলায় যাওয়া নানা দিক দিয়ে অর্থবহ:
● দরকারি বইগুলো দেখে দেখে ইচ্ছে মতো কেনা যায়।
● এখন কিনব না, কিন্তু কেনা লাগতে পারে, এমন বহু বইয়ের সাথে পরিচিত হওয়া যায়।
● একসাথে অজস্র বইয়ের সাক্ষাত ও সংস্পর্শ স্মৃতি ও মননকে সমৃদ্ধ করে।
● বড়দের সহজ সাক্ষাত পাওয়া যায়।
● নিজের সামাজিক অস্তিত্বের সুন্দর একটি দিককে গভীরভাবে উপলব্ধি করা যায়।
● সাথীসঙ্গী বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাত ও গল্প হয়।
● আমাদের ভার্চুয়াল যোগাযোগগুলো সুন্দর একটি স্থিতি পায়।
● অনেক নতুন বন্ধু তৈরী হয়। এবং সামগ্রিকভাবে আমাদের যোগাযোগ ও সম্পর্কগুলোর মেরামত হয়।
● লেখতে ইচ্ছুক মানুষেরা লেখক প্রকাশকদের সাথে স
প্রাণবন্ত ইসলামী বইমেলা ২০২৪ | বাইতুল মোকাররম পূর্ব চত্বর
আমরা নকীব আমরা আলো আলোর মিছিলে ডাকি
আমরা নকীব আমরা আলো
আলোর মিছিলে ডাকি
আমরা অগ্রজ আমরা সেনানী
জীবন স্বপ্ন আঁকি।
শব্দ নিয়ে আমরা খেলি
আমরা রঙিন ঘুড়ি
ইতিহাসে ডানা মেলে
তেপান্তরে উড়ি
আমরা শিশু আমরা কিশোর
আমরা ভোরের পাখি।
মনজুড়ে হৃদয়ের ক্যানভাসে
লাল সবুজের পতাকা
প্রিয় নকীব ভালোবাসা আর
বাংলার স্বাধীনতা
কলম দিয়ে গল্প লিখি
স্বপ্ন তুলিতে আঁকি।
আমরা নকীব আলোর কাফেলা
কণ্ঠে তুলেছি সুর
সুস্থ ধারা সত্যের ডাকে
আসবে নতুন ভোর...
তুমি জাগো বন্ধু, এসো আমরা সবাই জাগি।
*
মাসিক নকীব অফিসিয়াল থিম সং
লিরিক্স : জিয়াউল আশরাফ
নির্বাহী সম্পাদক, মাসিক নকীব
সেপ্টেম্বর -অক্টোবর সংখ্যায় থাকছে নকীব কুইজ- ২০২৪
ছড়া ছড়া ছড়া
নিয়ম মেনে লিখবে তুমি ছন্দ দিয়ে গড়বে
হাজার শিশু মুগ্ধ হয়ে তোমার ছড়া পড়বে।
স্বপ্ন হারাবে না, হারবে না।
স্বপ্নরা ফুল হয়ে ফোটবে।
নকীবের কুইজ প্রতিযোগিতা চলছে, অংশগ্রহণ করতে সেপ্টেম্বর সংখ্যা সংগ্রহ করুন।
কুইজ প্রতিযোগিতা নিয়ে পাংকিবয়েসের চমৎকার পরিবেশনা।
ধন্যবাদ
নকীববন্ধুর নকীবানুভূতি
ঈদসংখ্যার সাথেই কাটুক তোমার ঈদুল ফিতর