Mad Adventure Bd

Mad Adventure Bd this page is Content make,,and Blog making page

10/08/2024

রাজপথ থেকে বলছি

লেখক:অনিক খান নিরব।

পরন্ত দুপুরের বাবা আফসোসের সুরে।
হাতে নিয়েছিলাম অস্র তোমার বয়সে।
তুমি কেনো ঘুড়ে বেড়াও অবচেতন মনে।
আমার পাশের বাড়ির জলিল সাহেব বলে।
তার ছেলে বিদেশ থাকে গুড়ে কতোখানে ।
আমি কেনো বেকার ছেলে ঘুড়ি মাঠে ঘাঠে।

বাবা কাদছো কেনো দেখো আমি করেছি কিছু বিশাল।
আমার নামে বিচলিত সকল সইরাচার।
যখন আমি দাঁড়িয়ে ছিলাম আমার বুকটি পেতে।
তোমার কথা গুলো বাজছিলো কানে।
রনসংগীতের সূরে।

বাংগালী দেহ লিকলিকে শরীর।
ভেবো না আমি রাজাকার।
রক্ত আমার এখনো গরম।
তোরা সইরাচার।
আমার গায়ের রক্ত দিয়ে লিখবো নতুন ইতিহাস।
মেধা দিয়ে চাকরি নিও।
করোনা কোটার উপহাস।

যখন আমি সামনে ছিলাম কোটা আন্দোলনের মাঝে।
হঠাৎ কোন শব্দ তে পা থমকে উঠে।
আমার ভাইয়েরা পিছু হাতে হাইনাদের ভয়ে।
আমি বাবা দাঁড়িয়ে ছিলাম শিনা টান টান করে।

দেখো বাবা তোমার ছেলে করেছে নাম বড়।
আমার জানাজা পড়তে এসেছে ছোট থেকে বুড়ো।
আমায় নিয়ে গর্ব কইরো আমি তোমার ছেলে।
তোমার গর্বে বেচে রবো হাজার বছর ধরে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Mad Adventure Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category