The Travel Talk

The Travel Talk Travel Newspaper in Bangladesh
(1)

31/10/2024
15/10/2024

মৌলভীবাজারে মনিপুরী সম্প্রদায়ের রাস উৎসব দেখতে যাবো।
১৫ই নভেম্বর সকাল থেকে ১৬ নভেম্বর দুপুর ২টা ৩০ পর্যন্ত।

বাজেটে বিদেশ ভ্রমণবিদেশ ভ্রমণের পরিকল্পনা করলে আজকাল বন্ধু আর পছন্দের মানুষদের সাথে সময় মিলে না। তাই পরিকল্পনা কখনো বাস্...
07/10/2024

বাজেটে বিদেশ ভ্রমণ
বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলে আজকাল বন্ধু আর পছন্দের মানুষদের সাথে সময় মিলে না। তাই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হয় না বা হলেও পার হয়ে যায় কয়েক বছর। তাই এমন একটা গ্রুপ দরকার যেখানে বিদেশ ভ্রমণের প্ল্যান হবে। যার যার সময় থাকবে ওই ট্যুরে চলে যাবে। তবে এটা হবে বাজেট ট্যুর মানে গরিবি হালে ট্যুর।(বিলাসীদের দূরে থাকতে হবে) খরচ যা হবে সমান সমান দিবে সবাই। তাহলে কারও জন্য কোন দেশ ভ্রমণে বসে থাকতে হবে না।

বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর)
27/09/2024

বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর)

আগামীকাল বিশ্ব পর্যটন দিবস , সবাইকে  শুভেচ্ছা।
26/09/2024

আগামীকাল বিশ্ব পর্যটন দিবস , সবাইকে শুভেচ্ছা।

https://youtu.be/wDx4LbT7mLc?si=rq929uwENlCfLRn4 Mahbub Hosion Sumon Rafee Rafeuzzaman Ismail Hossain Eliza Binte Elahi ...
25/09/2024

https://youtu.be/wDx4LbT7mLc?si=rq929uwENlCfLRn4 Mahbub Hosion Sumon Rafee Rafeuzzaman Ismail Hossain Eliza Binte Elahi Syfur Rahman Sajib Mohammad Shafiqul Islam Polash Nasir Majumder Khabir Uddin Ahmed Tauhida Sultana Runu DrMokhles Rahman Oronno Abir মোঃ ইউনুছ Nurun Nahar Zahir Helal Syeda Rizwana Hasan Syed Habib Ali Md Imranul Alam

ট্যুর অপারেটরদের আপত্তি উপেক্ষা করে অসামঞ্জস্যপূর্ণ বিধি করার অভিযোগ====================ট্যুর অপারেটরদের আপত্তি উপেক্ষা ক....

শীঘ্রই প্রকাশিত হবে ...
23/09/2024

শীঘ্রই প্রকাশিত হবে ...

16/09/2024

খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পাবলিক সার্ভিস থাকা উচিত। ভারতের বেশির ভাগ রুটেই পাবলিক সার্ভিস আছে। পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পর্যটকরা যাতায়াত করতে পারে। রিজার্ভ করে যাতায়াত অনেক ব্যায়বহুল হয়ে গেছে। অনেক বাজেট ট্রাভেলারের ক্ষেত্রে কঠিন হয়ে যায়।

২০২০  আগস্ট মাসে শুরু হয়  পর্যটন বিষয়ক এই পত্রিকার প্রকাশনা। কিন্তু সমস্ত অনুমোদন পায়  ২০২১ এপ্রিল মাসে। দেখতে দেখতে ...
13/08/2024

২০২০ আগস্ট মাসে শুরু হয় পর্যটন বিষয়ক এই পত্রিকার প্রকাশনা। কিন্তু সমস্ত অনুমোদন পায় ২০২১ এপ্রিল মাসে। দেখতে দেখতে অনেকদিন হলো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন.....

09/08/2024

পর্যটনের প্রকৃত উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন সংস্থা অবশ্যই আমলা মুক্ত করে পেশাদার ও দক্ষ লোক দিয়ে পরিচালনা করতে হবে।

07/06/2024

প্রস্তাবিত বাজেটে বিমান ও পর্যটন খাতে ৫ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মজার ব্যাপার হলো আমরা সবাই জানি এই বাজেটের ৯৫ শতাংশের বেশি খরচ হবে বিমানের জন্য, যা সব সময়ে হয়ে আসছে। কখনো উল্লেখ করা হয় না এ থেকে শুধু পর্যটন কতো পাবে। যদিও পর্যটনের উন্নয়নে বড় সরো ফিরিস্তি দিয়েছেন অর্থমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে চলতি অর্থবছরে ৬৫৪ কোটি কম ধরা হয়েছে। আসুন দেখে নেই কি করার চিন্তা করছে সরকার।
পর্যটন খাতের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, ‘পর্যটনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২৫ বছর মেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি। পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত রোডম্যাপ হিসেবে কাজ করবে। এটি বাস্তবায়িত হলে ২০৪১ সাল নাগাদ জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান হবে ৪৭৭ কোটি মার্কিন ডলার। দেশের আর্থসামাজিক অগ্রগতি এবং দেশি-বিদেশি জনগণের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে দেশে ইকো-ট্যুরিজম, হেরিটেজ ট্যুরিজম এবং বিজনেস ও মাইস ট্যুরিজম বিকাশের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এসব ট্যুরিজম উন্নয়নের জন্য আমরা টাঙ্গুয়ার হাওড়, নিঝুম দ্বীপ, সুন্দরবনের শরণখোলায় ও পাহাড়পুরের সোমপুর মহাবিহারে পর্যটক সুবিধা এবং পদ্মা ব্রিজের মাওয়া প্রান্তে ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে এসব এলাকায় পর্যটক আকর্ষণে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন (ডিএমও) গঠন করা হচ্ছে।
এগুলো হবে বলে কি আমরা বিশ্বাস করতে পারি?????

Address

16/A, Bangabandhu Avenue, Dhaka
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when The Travel Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Travel Talk:

Share

Category

Nearby media companies