Google-tech'

Google-tech' New page
(4)

12/01/2024

কি/ড/নী টাচিং গল্প 🐸

🥲😓ছোট-বেলায় "টিয়া" পাখি কিনে দিবে বলে

আব্বু আমাকে বাজারে নিয়া গেছিলো;

তারপর দেখি; হাসপাতালে নিয়া আমার

"সোনা পাখি" -টাই কে/টে দিলো🤨

আমি তো ভয়ে কেঁন্দে দিয়েছি🥺🥹🥹

😥😥😥😥🖋️  O M A L ツ 🖋️😥😥😥

29/12/2023
26/12/2023

😭মিম তোমাকে কিনা দিমু আমি কয়েক কেজি ডিম😌

রাইসা তোমার সাথে দেখা করতে গিয়ে আমি গেছি ফা*ইসা😭

রিয়া তুমি আমার করবানি বিয়া🥰

সুমাইয়া তোমার সাথে থাকুম আমি ঘুমাইয়া🤭

রাখি প্লিজ দিও না আমায় ফাকি😭

বৃষ্টি তোমার জন্যই হয়েছি আমি সৃষ্টি🤗

মৌ তুমি হবানি আমার বউ😎

সুইটি তুই যদি মোর হইতি😁

সোনিয়া থাকো না তুমি আমার জীবন এর সাথে জড়িয়া💖💖💖

সামিয়া তোমার বাপরে কইয়ো তোমারে করমু আমি বিয়া🤩

ফারিয়া তুমি মোর না হইলে চান্দে গিয়া মোর জীবনডা দিমু ছাড়িয়া😭😭

তৃষা তোমার জন্য করতাছি উগা/ন্ডা যাওয়ার ভি/শা✈️✈️

নুসরাত তুমি যদি হও রাজি তোমার জন্য আমার জীবন রাখমু বাজি🥰

মারিয়া তোমার জন্য সবাইরে দিমু আমি ছাড়িয়া😍

প্রিয়া তোমার জন্য কান্দে আমার হিয়া🥺😭

জান্নাত তোমারে আমার ঘরের বউ কইরা আনিমু💞✅🙈

🤣🤣🤣🖋️🥀 #🥀🖋️🤣🤣🤣

মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে

এক হাড় কিপটে বাবা, ছেলে বল্টুকে নতুনজুতা কিনে দিয়ে বললোসিঁড়ি দিয়ে ওঠার সময়দুটো করে সিঁড়ি উঠবি!এতে জুতার উপর চাপ কমব...
25/12/2023

এক হাড় কিপটে বাবা, ছেলে বল্টুকে নতুন
জুতা কিনে দিয়ে বললো
সিঁড়ি দিয়ে ওঠার সময়
দুটো করে সিঁড়ি উঠবি!
এতে জুতার উপর চাপ কমবে,
ও জুতো বেশিদিন টিকবে!
****************
কিন্তু ছেলে বাবার চেয়ে আরো এক
ডিগ্রী উপরে!
******-------
সে বাবাকে খুশি করার জন্য
তিনটে করে সিঁড়ি উঠছে!
**********
উপরে উঠার পর বল্টুর বাবা বল্টুর
গালে মারলো জোরে এক চড়!
********
ছেলের কান্নার চিৎকারের শব্দে পাশের বাসার এক মহিলা এসে বললেন,

এতটুকু বাচ্চাকে কেউ এইভাবে মারে?
কেন মারলেন?
*********-
বল্টুর বাবা বলল
ওকে বলেছি দুটো করে সিঁড়ি উঠবি তাহলে জুতো বেশিদিন টিকবে!
আর ও উঠলো কিনা তিনটে করে!
****:;;;;;;;
মহিলা : - ও তো ঠিকই করেছে!
আপনার তো খুশি হওয়ারই কথা!
******-;
বল্টুর বাবা: খুশি হব, কিভাবে বলেন,
ও ২০০ টাকার জুতার তলা বাঁচতে গিয়ে ৮০০ টাকার দামের প্যান্টের তলা ফাটিয়ে ফেলেছে😜😜😜

টুকটুকে লাল গোলাপ! 🥰❤️✨
24/12/2023

টুকটুকে লাল গোলাপ! 🥰❤️✨

দোকানদারঃ কি নিবেন ভাইয়া আমিঃ কোক দেন দুই লিটার🙂দোকানদারঃ নেন 😇আমিঃ থাক কোক নিবো না এটার বদলে জুস দেন🤐দোকানদারঃ  আচ্ছা ন...
23/12/2023

দোকানদারঃ কি নিবেন ভাইয়া
আমিঃ কোক দেন দুই লিটার🙂
দোকানদারঃ নেন 😇
আমিঃ থাক কোক নিবো না এটার বদলে জুস দেন🤐
দোকানদারঃ আচ্ছা নেন
আমি দোকান থেকে বের হয়ে গেলাম
দোকানদার পিছু পিছু দৌড়ে বের হলো ভাইয়া টাকা না দিয়ে কই যান 🤔
আমিঃ কিসের টাকা🙄
দোকানদারঃ এই যে জুস নিলেন
আমিঃজুস তো কোকের বদলে নিলাম ☹️
দোকানদারঃ তাহলে কোকের টাকা
আমিঃকোক তো নেই নাই
দোকানদারঃ তাহলে জুসের টাকা
আমিঃ আরে জুস তো কোকের বদলে নিলাম আজব তো 👿
দোকানদারঃতাহলে কোকের টাকা
আমিঃ কোক তো নেই নাই 🤕
দোকানদার বেহুশ😒😒😒😒😒
©

নতুন নতুন গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।

page t khob valo sobai support  korwn
21/12/2023

page t khob valo sobai support korwn

🤣বনের পশুদের মধ্যে চ্যাট হচ্ছেঃমুরগি: মনটা খুব খারাপ।যতই ডিম পারি, মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়।🐓🥺হাঁস: ঠিকই ...
19/12/2023

🤣বনের পশুদের মধ্যে চ্যাট হচ্ছেঃ

মুরগি: মনটা খুব খারাপ।
যতই ডিম পারি, মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়।🐓🥺
হাঁস: ঠিকই বলেছিস।🦢😒
টিকটিকি: আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না?
কই, আমার ডিমতো ওরা বিক্রি করে না।🦎🥴
শিয়াল: খুবই খারাপ কথা, মুরগি ভাই। তুমি আজ
সন্ধার পর বাগানের শেওরা গাছটার নিচে এসে আমার সঙ্গে দেখা করবে, কেমন!!🦊😜
কুকুর: শেয়ালের কথায় কান দিও না, মুরগি ভাই।
বেটা এক নম্বর ধান্দাবাজ।🦮😏
বিড়াল: ভাগ্য ভালো যে আমি ডিম পারি না।🐈😀
ছাগল: তোরা মানুষের বদনাম করছিস কেনো?
ওরা কতো ভাল আমি জানি। আমাদের কতো আদর করে ঘাস-পাতা খাওয়ায়।🐐😃
গরু: ছাগল রে তুই ছাগলই রইয়া গেলি। পরে
বুঝবি এতো আদর কেনো করে!🐃🤨
কুকুর: আমি ছাগলের সাথে একমত।🦮🙂
মুরগি: কুকুর তুই এত ঘ্যান ঘ্যান করিস না। মানুষ তোকে
আমাদের মতো খায় না তো, তাই এত বকবক করছিস।🐓😤😤
কুকুর: মানুষ আমাদের খায় না তোকে কে বললো??
সাধে কি আমি চাইনিজ লোক দেখলে লেজ তুলে
দৌউর লাগাই??🦮😤😤
কচ্ছপ: hi guys sign in করতে একটু দেরি হয়ে গেলো।
কেউ কিছু মনে করো নি তো!!🐢🥴
হায়না: তুই তো এমনিতেই ধীরুস সেটা আমরা জানি। মনে
করার কি আছে??🐆🙄
হাতি: হায়না ভাই, এটা কিন্তু ঠিক না। তুমি একটু জোরে দৌড়াও বলে অন্যদের গতি নিয়ে হাসাহাসি করবে??🐘😒
কচ্ছপ: আমি ধীরুস কে বললো??
ভুলে গেলে যে খরগোশকে দৌড়ে হারিয়ে ছিলাম আমি।
খরগোশ কই কিছু বলছো না যে!!🐢😏
জিরাফ: খরগোশ এর মোবাইল ফোনে নেট প্যাকেজ শেষ। তাই চ্যাটে আসতে পারছে না। তোরা কেউ ওকে একটু এমবি ধার দে।🦒😁
সিংহ: আমি বনের রাজা, অথচ আমাকে ছাড়াই তোরা চ্যাটিং শুরু করেছিস কোন আক্কেলে??🐯😡😡
হাতি: উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করিস না কিন্তু। নইলে তুলে এমন আছার মারবো যে রাজা গিরি ছুটে যাবে।🐘😤😤
কুমির: হি হি হি! হাসতে হাসতে চোখে জল এসে গেলো।🐊😁😁
বানর: তবে তোরা যে যাই বলিস, আমার মোবাইলের নেটওয়ার্ক কিন্তু তোদের চেয়ে স্ট্রং।🙉
বাঘ: তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার দাত স্ট্রং। গাছ থেকে নেমে আয় প্রমান দেখাচ্ছি।🐯
শিয়াল: আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে।
আর তাই শান্তির স্বার্থে আজকের মত গ্রুপ চ্যাট শেষ করলাম সবাইকে
ধন্যবাদ।🦊🦊


মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন

বল্টু যখন কেল্টু  কে ভয় দেখাই🤣🤣বল্টু : কেল্টু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে শুনবি '!🫠🫠কেল্টু : অবশ্যই অবশ্যই "! কি এমন বিষয়...
17/12/2023

বল্টু যখন কেল্টু কে ভয় দেখাই🤣🤣

বল্টু : কেল্টু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে শুনবি '!🫠🫠

কেল্টু : অবশ্যই অবশ্যই "! কি এমন বিষয় বলে ফেল তাড়াতাড়ি! " 🤨😳

বল্টু : বললে যদি তুই ভয় পাস! " তখন কিন্তু আমার কিছু করার নাই! " বলে দিলাম"!🙂

কেল্টু : আরে পামু না বল তো আগে "! কি এমন গুরুত্বপূর্ণ বিষয়! " 😳

বল্টু : শুন তাহলে "!🤨 সাবধানে থাকিস"! 🙂
আগামী "৩১ ডিসেম্বর" রাত ১১:৫৯ মিনিটে ওয়াশরুম যাবি না, গেলে কিন্তু ২০২৪ সালের আগে বের হতে পারবি না! "🤕🤕

কেল্টু : সত্যি এইসব কি বলিস রে! " 🥹🥹 কি ভয়ানক বিষয়! "🙃🙃 আমি তাইলে ঐ দিন ওয়াশরুমেই যামু না এইটা বলমু ভাবছোস রে বল্টু! " 🤣😁 আমাকে বোকা ভাবছোস নাকি! "🤣😁 আমি জানি কি হবে 😁😁🤣🤣

কেল্টু তো বুঝে গেলো ঐ দিন কি হবে 😍 আপনারা ফলোয়ার রা কি বুঝতে পারছেন ঐদিন কি হবে!" 🤔🤔 বুঝলে কমেন্টে জানাইয়া যাইয়েন😁😁 নাকি আপনারা ও ভয় পাইছেন🤨🤨

লেখক আমি

নিয়মিত গল্প পেতে পেইজ টি ফলো করে রাখুন 😍🥀

🤣😹চেয়ারম্যান: আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দিব🥰 গ্রামের মানুষ : এই গ্রামে তো কোনো খাল...
16/12/2023

🤣😹চেয়ারম্যান: আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দিব🥰

গ্রামের মানুষ : এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কিভাবে?
চেয়ারম্যান: …প্রথমে খাল করব তারপর ব্রিজ করব!😕👹

জনগণ বে/হু/শ 🐸

ওরে চেয়ারম্যান 🤣😹🤣😹🤣😹🤣😹🤣😹🤣😹

🖋️

নিয়মিত মজার গল্প পেতে তাড়াতাড়ি আইডিটা ফলো করুন 😽

#অনুগল্প

13/12/2023

ভিডিও টা ভালো লাগলে পেইজ টা ফলো দিয়ে পাশে থাকুন।

11/12/2023

পাঁচ দিনে পাঁচ হাজার ফলোয়ার বাড়ানোর নিন্জা টেকনিক

11/12/2023

🤣🤣 পি'স্ত'ল'টা লুকাইয়া রাখছিলাম 🤣🤣

এক ব্যাংকে ডা'কা'তি হয়েছে। এরপর ব্যাংক ম্যানেজার বললেন-
ম্যানেজার : টাকা-পয়সা ডা'কা'তে নিলো কিভাবে?😤 তোমার কাছে পি'স্ত'ল ছিলো না।😕

রাব্বি : স্যার, পি'স্ত'ল'টা নিতে পারে নাই।😀

ম্যানেজার : কেন?😕

রাব্বি : স্যার, আমি বুদ্ধি কইরা পি'স্ত'ল'টা আমার মোজার ভেতরে লুকাইয়া রাখছিলাম।😀

ম্যানেজার : তোমার কাছে পি'স্ত'ল থাকতেও তুমি কিছুই করতে পারোনি 😕 তুমিই দেশের ভবিষ্যৎ তোমার আর চাকরি করতে হবে না বাসাই যাও, নাহলে এখন তোমারি জী'ব'ন টা যাবে 😤😤😤

রাব্বি : এদেশে ভালো মানুষের দাম নাই 🤧🤧🤧

🤣🤣🤣🤣🤣🤣🤣


নিয়মিত বিনোদন পোস্ট পেতে আইডি টা ফলো করে রাখুন

টিনাদের বাসায় নতুন কাজের ছেলে  রাখা হয়েছে। 🥹🫰তো একদিন কাঁচের প্লেট ধুইতে ধুইতে ছেলেটা একটা প্লেট ভে/ঙে ফেললো।😑😑টিনা রেগ...
10/12/2023

টিনাদের বাসায় নতুন কাজের ছেলে রাখা হয়েছে। 🥹🫰

তো একদিন কাঁচের প্লেট ধুইতে ধুইতে ছেলেটা একটা প্লেট ভে/ঙে ফেললো।😑😑

টিনা রেগে গিয়ে বললো-

টিনা : এই হা/রা/মজা/দা, প্লেট দেখে ধুতে পারিস না..!😬😬

বল্টু : মামণি, হা/রাম/জা/দা কী..!😟😟

টিনা : বাবা, যার গায়ে অনেক শক্তি, তাকে হা/রাম/জা/দা বলে।🤗🤗

পরেরদিন আবার কাজের ছেলেটা একটা দামি ফ্লাওয়ার ভাস ভে/ঙে ফেললো। 🙂🙂

টিনা রে/গে গিয়ে বললো-

টিনা : এই জমিদারের পু/ত, সাবধানে কাজ করতে পারিস না?😩😩

বল্টু : মামণি, জমিদারের পু/ত কী..!🥹🥹

টিনা : বাবা, যার গায়ে জো/র নেই, তাকে জমিদারের পু/ত বলে..!🙊🙊

এবার বল্টুর বাবা মন্টু খুব অসু*স্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

-বল্টুর ক্লাসের বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে..🤨🤨

বন্ধু : তোর বাবার কী হইছে বল্টু..!😊😊

বল্টু : আরে বাবা আগে অনেক হা/রাম/জা/দা ছিল..!😒😒

-কিন্তু এখন এমন জমিদারের পু/ত হইছে যে বিছানা থেকে উঠতেই পারে না..!

মজার মজার গল্প পড়তে ফলো করে রাকতে পারেন T O M  A L ツT O M  A L ツT O M  A L ツ

এক লুচ্চা ম্যাডাম বল্টুকে কিছু প্রশ্ন করছে...🥹🫰ম্যাডাম : বল, তোর পেন্টের ভিতর কী আছে যা আমার শারির ভেতর নাই!•বল্টু:পকেট।...
09/12/2023

এক লুচ্চা ম্যাডাম বল্টুকে কিছু প্রশ্ন করছে...🥹🫰

ম্যাডাম : বল, তোর পেন্টের ভিতর কী আছে যা আমার শারির ভেতর নাই!

•বল্টু:পকেট।🥲🥲

ম্যাডাম:- বল, গাভীর 4টা আর আমার দুইটা কী!

•বল্টু:পা।🥵🥵

ম্যাডাম: বল, কোন কাজটা খাটে শুয়ে মজাও আরাম!

•বল্টু:ঘুম।😗😗

ম্যাডাম:- বল, কোন জিনিষ যার আছে সে হা/ত দিয়ে নারে চারে যার নাই সে আ/ঙ্গুল দিয়ে করে!

•বল্টু:ট্রুথব্রা/শ।😌😌

ম্যাডাম :- বল, কোন জিনিষ কারো ভিতর ডু/কে শ/ক্ত হয় আর বের হয় নর/মও আঠালো হয়ে!

•বল্টু: চুইংগাম।🫠🫠

ম্যাডাম:- বল, ছেলেরা উ?ত্তেযিত হলে তাদের শরিরের কোন অ/ঙ্গ ছোট থেকে বড় হয়!

•বল্টু:হৃ/দপিন্ড!🙂🙂

ম্যাডাম: বল, মেয়েরা জুরে শ্বা/স নিলে কি ফুলে যায়!

•বল্টু:- ফুশ/ফুশ।🥹🥹


মজার মজার গল্প পড়তে ফলো করে রাকতে পারেন 🥰

বলুন তো এদের মধ্যে... সেরা ব/ল/দ কে ? 🤣🤣১:_আবুল:- বৃষ্টির মধ্যে তার... বাগানে পানি দিচ্ছিলো !🐸২:_বল্টু:- গাছের আম পাকা ক...
06/12/2023

বলুন তো এদের মধ্যে... সেরা ব/ল/দ কে ? 🤣🤣

১:_আবুল:- বৃষ্টির মধ্যে তার... বাগানে পানি দিচ্ছিলো !🐸

২:_বল্টু:- গাছের আম পাকা কিনা... সেটা দেখা জন্য গাছে উঠে নিশ্চিত... হলো তার পর নেমে ডিল দিয়ে আম... পারতে লাগলো !🤣

মফিজ:- হেঁটে যাচ্ছিল হঠাৎ... পা সামনে গোবরের মত কি
যেন...
দেখলো নিশ্চিত হওয়ার জন্য তা... আঙুলে নিয়ে মুখে চেখে দিয়ে বলে... "উ উহ বাঁচলাম একটুর...
জন্যে গোবরে পা দিলাম না🥹🥹

😹😹😹😹😹 😹😹😹😹😹T O M  A L ツツ

আমি : আম্মু 🥰আম্মু : কি হয়েছে বল? 🙄আমিঃ- পড়া শেষ!😌আম্মুঃ- তাহলে এখন বই এর ভিতর থেকে মোবাইলটা বের করে চার্জে দে.?😠😠😡লে আম...
05/12/2023

আমি : আম্মু 🥰

আম্মু : কি হয়েছে বল? 🙄

আমিঃ- পড়া শেষ!😌
আম্মুঃ- তাহলে এখন বই এর ভিতর থেকে মোবাইলটা বের করে চার্জে দে.?😠😠😡

লে আমি ::🤨🤨😮😮 ব

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

নতুন নতুন গল্প পেতে ফলো করে রাখুনT O M  A L ツT O M  A L ツT O M  A L ツ

পিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব!'🙁পিংকির মা কেঁদে কেঁদে বলল, আমি তোর বাবার সাথে পালিয...
05/12/2023

পিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব!'🙁

পিংকির মা কেঁদে কেঁদে বলল, আমি তোর বাবার সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিম ওয়ালার সাথে, তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে!'😪

তোর চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে, তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে, তোর ফুপি ভেগেছে মালির সাথে!🐸

তোর চাচাতো বোন রিংকি ভাগ-ল কাশেমের সাথে, তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল পাশের বাসার করিমের বউয়ের সাথে!'🥴

এখন তুই ও পালিয়ে গেলে আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না!

#অনুগল্প  O M  A L ツ

নিয়মিত বিনোদন পেতে আইডিটা তাড়াতাড়ি ফলো করুনGoogle-tech''

বল্টু, পল্টু, মন্টু, কেল্টু ৪ জন 5 Star হোটেলে ডিনার করছে।🥹🫰ডিনার শেষে ৪ জনই বিল দেওয়া নিয়ে তর্ক করছে..!🥲🥲এ বলে..আমি ব...
04/12/2023

বল্টু, পল্টু, মন্টু, কেল্টু ৪ জন 5 Star হোটেলে ডিনার করছে।🥹🫰

ডিনার শেষে ৪ জনই বিল দেওয়া নিয়ে তর্ক করছে..!🥲🥲

এ বলে..আমি বিল দেবো ও বলে আমি বিল দেবো।🫤🫤

হোটেলের ম্যানেজার এই কান্ড দেখে মনে মনে হাসছে আর বলছে..!🤭🤭

-পৃথিবীতে এখনো এরকম বন্ধুত্ব দেখা যায়।বিশ্বাস হয় না।😩😩

এক পর্যায়ে ৪ জন মিলে সিদ্ধান্ত নিলো যে..!🥹🫰

একটি দৌড় প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে জয়ী হবে..সে বিল পরিশোধ করবে।🫡

হোটেলের ম্যানেজার বাঁশি বাজালো। ৪ জন একসাথে দৌড় দিলো।🥹

ম্যানেজার তাদের উৎসাহ দিতে লাগল..!🫡

→সেই যে তারা দৌড় দিল আর ফিরে আসে নি।🫤

-ম্যানেজার আজও চেয়ে থাকে সেই গেটের দিকে কখন যেন ঐ ৪ জন বিল নিয়ে ফিরে আসে..!🥹🥹🥹



মজার মজার গল্প পড়তে ফলো করেন রাকতে পারেন 👉 Google-tech'👈Google-tech'

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸১। বাংলা বই বলে : সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়।🤔ফিজিক্স বই বলে : সূর্য ডুবে ও না ওঠে ও ...
03/12/2023

বাংলা বই vs বিজ্ঞান বই!🐸

১। বাংলা বই বলে : সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়।🤔

ফিজিক্স বই বলে : সূর্য ডুবে ও না ওঠে ও নাহ। পৃথিবীটা ঘুরে!🙄

২। বাংলা বই বলে : মানুষের সকল শক্তির আধার হচ্ছে চেতনা ও মুল্যবোধ।😐

জীববিজ্ঞান বই বলে : মানুষের সকল শক্তির আধার হচ্ছে মাইটোকন্ড্রিয়া!😄


৩। বাংলা বই বলে : পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌছে দেও সর্গের শুখ!😌

ফিজিক্স বই বলে : পৃথিবী হচ্ছে কমলালেবুর মত গোল। এর কোন কোনা নাই!😒

৪। বাংলা বই বলে: যারা মানবকল্যানে কোন ভূমিকা রাখতে পারে নাহ, তারা হল অপদার্থ!😭

রসায়ন বই বলে : কোন মানুষই অপদার্থ নয়।😋 সকল মানুষই পদার্থ।😌 কারন মানুষের ভর আছে,জায়গা দখল করে, বল প্রয়োগে মানুষ বাধা প্রধান করে!🤕🤕

৫। বাংলা বই বলে : মানুষকে হৃদয় থেকে ভালবাসো!😘

জীববিজ্ঞান বই বলে : ভালোবাসা অার ভাল লাগায় হৃদপিন্ডের কোন ভূমিকা নাই!😦

🤔 এগুলা কি বই পড়ি??? কোনোটার সাথে কোনো মিল নাই!😋🤣🐸

আজকাল বইও আরেক বইয়ের সাথে শত্রুতা করছে🤣🤣

# #অনুগল্প মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন Google-tech'Google-tech'

🤣এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে-🤣পাগলঃ তুমি কি আমেরিকান?🤔চাইনিজঃ না… আমি চাইনিজ।😒পাগলঃ তুমি আমেরিকান না?🤔চাইনিজঃ না, আ...
02/12/2023

🤣এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে-🤣

পাগলঃ তুমি কি আমেরিকান?🤔

চাইনিজঃ না… আমি চাইনিজ।😒

পাগলঃ তুমি আমেরিকান না?🤔

চাইনিজঃ না, আমি চাইনিজ।🙄

পাগলঃ মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান।🤔

চাইনিজঃ হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?😤

পাগল : কিন্তু চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ🥴🥴🥴

চাইনিজঃ শা/লা তুই থাক আমি পাগলা গারদে যাই

T O M  A L ツ

নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন 👉Google-tech'👈

এক মাতাল একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল| কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়ল | তার পর গরুর ল...
01/12/2023

এক মাতাল একদিন অনেক মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢুকল| কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে গোয়াল ঘরে ঢুকে পড়ল | তার পর গরুর লেজধ রে বলল.

কিগো ময়নার মা ,প্রতিদিন দুটো বেণী কর , আজ একটা কেনো?....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন অঁনুগঁল্পGoogle-tech''

রচনাঃ চুমু 😁********* ছোট বাচ্চাকে আদর করে কপালে ঠোঁট দিয়ে আলতো করে ছুয়ে দেয়াকে "চুমু" বলে।চুমু দুই প্রকার। যথাঃ ১. ছোটদ...
30/11/2023

রচনাঃ চুমু 😁
*********

ছোট বাচ্চাকে আদর করে কপালে ঠোঁট দিয়ে আলতো করে ছুয়ে দেয়াকে "চুমু" বলে।

চুমু দুই প্রকার। যথাঃ

১. ছোটদের কে আদর করে দিয়ে থাকে।
২. বড় হয়ে ভালোবেসে মনের মানুষ, বউ, গার্লফ্রেন্ড'কে দিয়ে থাকে।

চুমুর আরও অনেক প্রকারভেদ রয়েছে। যেমন—

জোর করে চুমু দেয়া,
ভালোবেসে চুমু দেয়া,
বাচ্চাদের আদর করে চুমু দেয়া,
বউয়ের রাগ ভাঙাতে চুমু দেয়া,
গার্লফ্রেন্ড কে খুশি করতে চুমু দেয়া।

চুমুর প্রতিক্রিয়া সম্পর্ক ভেদে অনুভব করা হয়।

চুমু এক প্রকার ঔষধের মতো, ইহা প্রেমিকা ও বউ এর মন খারাপের রোগ ভালো করতে সক্ষমতা রাখে।

চুমু যতটা উপকারী তেমনি চুমু সঠিক জায়গায় প্রয়োগ না করলে অনেক সময় দূর্ঘটনাও ঘটে যেতে পারে।

যেমন— অন্যের বউকে চুমু দিতে যাবেন না। গণধোলাইয়ের আশংকা রয়েছে।

চুমু একটি আমিষ জাতীয় খাবার, সময় সুযোগ ও সম্পর্ক বুঝে ইহা প্রয়োগ করা হয়।

ধন্যবাদ। 😂😁🤣T O M  A L ツ

নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন অঁনুগঁল্প👉Google-tech'👈

আমার বান্ধুবি রাত ১১ টার দিকে তার bf এর সাথে কথা বলতেছিল ফিসফিস করে। 😶‍🌫️তো ওর আম্মু হঠাৎ বান্ধবীর রুমে এসে  বান্ধবীর কথ...
29/11/2023

আমার বান্ধুবি রাত ১১ টার দিকে তার bf এর সাথে কথা বলতেছিল ফিসফিস করে। 😶‍🌫️

তো ওর আম্মু হঠাৎ বান্ধবীর রুমে এসে বান্ধবীর কথা শুনে ফেলে।

দরজা লক করা ছিল না। এমন সময় তার আম্মু রুমে ঢুকে বলে- কার সাথে কথা বলছিস? তো সে বলে কই না তো আম্মু কারো সাথে কথা বলি না।

তড়িঘড়ি করে কল কাটতে গিয়া লাউড দিয়া ফোনটা পাজামার ভিতরে লুকাইয়া রাখছে। এদিকে তার বফ সালায় হ্যালো হ্যালো করেই যাচ্ছে। 🤫😷

লে বান্ধুবির আম্মু - এই তোর পাজামার ভিতরে কারে লোকাইয়া রাখছোস?🐸

🤣🤣🤣🤣🤣🤣🤣

#অনুগল্প নিয়মিত মজার মজার গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন

T O M  A L ツT O M  A L ツT O M  A L ツ

মামতো বোনকে __বুঝালাম___শোন_____আমাদের বাড়ির বউ হবে__😌আমার কথা শুনে মামাতো বোন বললো : মামতো বোন__ তোমাদের বাড়ির বউ হলে ক...
29/11/2023

মামতো বোনকে __
বুঝালাম___
শোন__

___আমাদের বাড়ির বউ হবে__😌
আমার কথা শুনে মামাতো বোন বললো :

মামতো বোন__ তোমাদের বাড়ির বউ হলে কি আমাকে আদরে রাখবে।
আমি__আরে হ্যা অনেক আদরে রাখবো।
কোন কাজ করতে হবেনা।
অনেক সুখে থাকবে।🙂
পায়ের উপর পা তুলে খাবে।☺️

বিয়ের পর অনেক জায়গায় ঘুরতে জাবে।
সোনা দানা টাকা পয়শা পাবে।

কোন কিছুর অভাব হবেনা।
মামাতো__বোন তাই কিন্তু আমিতো রান্না করতে পারিনা।
আমি__আরে পাগল নাকি রান্না করতে হবেনা।
দরকার হয় ৩ টা কাজের লোক রাখবো।

এখন বলো আমাদের বাড়ির বউ হবে।
মামাতো বোন __তাই ওকে হবো।

মামাতো বোনকে অনেক বুঝিয়ে পটালাম আমাদের বাড়ির বউ হবার জন্য।।

___কিছুদিন পর মামতো বোন ঠিকি আমাদের বাড়ির বউ হলো " কিন্তু সেটা আমার না আমার ছোট ভাইয়ের বউ। 🤣

আমার ছোট ভাই ও মামাতো বোন ওই হারামজাদা দুইটা রিলেশন করতো অনেক আগে থেকে!!

হুদাই মামাতো বোনকে পটাতে গেছিলাম। 😐

এখন দর্শক হলে ওদের ভালোবাসা দেখি।।😭😂
©
যারা এখনো আমাদের পেইজে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের পেইজে জয়েন হয়ে নিন। নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 👉Google-Google-tech'

স্ত্রী : তুমি আমাকে কতটুকুভালবাস ???🥹😨স্বামী : সবচেয়ে বেশি.😊🤕স্ত্রী : প্রমান কি ???🙈স্বামী : জানু, উপরওয়ালা যদি আমাকে ...
29/11/2023

স্ত্রী : তুমি আমাকে কতটুকুভালবাস ???🥹😨

স্বামী : সবচেয়ে বেশি.😊🤕

স্ত্রী : প্রমান কি ???🙈

স্বামী : জানু, উপরওয়ালা যদি আমাকে আমার কোন প্রিয় জিনিস কো/রবা/নি করতে বলে,তাহলে বিশ্বাস কর,আমি তোমাকেই কোরবা/নি করব!আই লাভ u সো মাচ জানু 🐸

স্ত্রী : 😨😡


#অনুগল্প নিয়মিত মজার মজার গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন 😺👉Google-tecGoogle-tech'

😹🐸প্রশ্নঃ- প্লাজু কি....??🐸😹..!༆সাইন্স এর স্টুডেন্টঃ-   লুঙ্গি'কে কেন্দ্র করে উ*ল্টা পা*ল্টা ব্যাসার্ধ নিয়ে তৈরিকৃত   কা...
28/11/2023

😹🐸প্রশ্নঃ- প্লাজু কি....??🐸😹..!

༆সাইন্স এর স্টুডেন্টঃ-
লুঙ্গি'কে কেন্দ্র করে উ*ল্টা পা*ল্টা ব্যাসার্ধ নিয়ে তৈরিকৃত
কাপড়'কে প্লাজু বলে.....!!😜🤩🤭..!

কমার্স এর স্টুডেন্টঃ-
১ টি গার্মেন্টসের অ*দক্ষ কর্মী দ্বারা লু*ঙ্গি তৈরি করতে গিয়ে
বাট্রা এবং জাবেদা'কে একত্র করে যা বানাইছে তাকে প্লাজু বলে...!!😂🤭🤒..!

আর্টস এর স্টুডেন্টঃ-ইতিহাসের খ্যাত-বিখ্যাত প্রাচিন কালের নাটক আলিফ লায়লা'র বিশেষ চরিত্র জ্বি*নের জামা থেকে . অনুপ্রানিত বানানো এক বিশেষ ধরনের পোশাক'কে প্লাজু বলে....!🐸🐸..!

😹😹😹 আপনি কোন গ্রুপের 😹😹😹

#অনুগল্প

নিয়মিত মজার গল্প পেতে আইডিটা ফলো দিয়ে রাখুনGoogle-tech'Google-tech'

Address

Fulbaria

Telephone

+8801704471555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Google-tech' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Google-tech':

Videos

Share