Bangoly Lifestyle

Bangoly Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangoly Lifestyle, Digital creator, Fulbaria.

27/11/2024

এজন্যই তো বলি দিন দিন সবজির দাম এত বাড়ে কেন??
19/10/2024

এজন্যই তো বলি দিন দিন সবজির দাম এত বাড়ে কেন??

21/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

বাংলায় আগমন করা প্রথম মানবগোষ্ঠী ছিলো নেগ্রিটো। আগমনের ক্রম বিবেচনায় জাতিগোষ্ঠীর তালিকা হলো:১. নেগ্রিটো ২. অস্ট্রিক৩. দ্...
21/09/2024

বাংলায় আগমন করা প্রথম মানবগোষ্ঠী ছিলো নেগ্রিটো। আগমনের ক্রম বিবেচনায় জাতিগোষ্ঠীর তালিকা হলো:
১. নেগ্রিটো
২. অস্ট্রিক
৩. দ্রাবিড়
৪. মঙ্গোলীয় বা ভোটচীনীয়
নেগ্রিটো এবং অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকেই বাঙালি জাতির উৎপত্তি। আজকের পাহাড়ি জনগোষ্ঠীর উৎপত্তি চতুর্থ পর্যায়ের মঙ্গোলীয় জনগোষ্ঠী থেকে।

সুতরাং, উৎপত্তি বিবেচনায় বাংলার প্রাচীনতম ও প্রধানতম নৃতাত্ত্বিকগোষ্ঠী আমরা বাঙালিরাই। বাংলায় আদিবাসী পরিচয় দেয়ার অধিকার বাঙালিদের।

পাহাড়িদের পরিচয় তারা উপজাতি। চাকমারা মূলত চম্পকনগর নামে একটি রাজ্যে বাস করত। চম্পক নগর ত্রিপুরা রাজ্যেরই কাছাকাছি কোন জায়গায় অবস্থিত ছিল। চাকমারা সেখানে আনুমানিক দুশ থেকে আড়াইশ বছর কাল অতিবাহিত করার পর পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে উত্তর ত্রিপুরা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বদিকে সরে আসতে থাকে এবং পঞ্চদশ শতকের শেষ দিকেই পার্বত্য চট্টগ্রামের কর্ণফুলী এবং তার উপনদীসমূহের উপত্যকা ভূমিতে ছড়িয়ে পড়ে।

চম্পক নগর কি বাংলাদেশে? উপজাতিরা প্রথম শুরু করলো গ্রাফিতি নিয়ে। এরপর শুরু করলো কল্পনা চাকমা কাহিনী, তারপর আদিবাসী কেন ডাকা হয় না সেটা নিয়ে। তারপর বললো পাহাড়ে সেনা থাকতে পারবে না।

পাহাড়ীদের হাতে এক বাঙালি হত্যার অভিযোগ উঠে তাহলে এখন বলেন দোষটা কার? ৫ আগস্ট থেকে পাহাড়ে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। স্বাধীন দেশের নাম দিয়েছে জুম্মুল্যান্ড। আপনি বাঙালিকে খুন করে টরে পরে সেনাবাহিনী আসলে বলবেন শান্তি চাই, এইটা কোন লেভেলের বলদামি?

পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড করবেন আর ধরা পড়লে নিরীহ ট‍্যাগ ব্যাবহার করবেন? পাহাড় আপনাদের হইল কবে? কোন ক্ষমতা বলে পাহাড় নিজেদের দাবি করেন? পাহাড় কি কারো বাপের সম্পত্তি? বাঙালিরা কেন ওখানে থাকবেনা, সেটেলার কেন হবে একটা দেশের মধ্যে সেই দেশের মানুষ?

আমাদের বলা হচ্ছে সেটলার। অথচ পাহাড় আমাদের। সবসময় আমাদেরই ছিলো। পাহাড়ে বাঙালী ও থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ও থাকবে। দেশের স্বার্বভৌমত্বের প্রশ্নে কোন ‘জটিলতা’ নেই। দেশ ‘বিভাজনের’ প্রশ্নে কোন আপোষ নেই। অধিকারের প্রশ্নে যতই মাত্রা থাকুক না কেন, কেউ যদি বাংলাদেশ ভেঙ্গে স্বাধীন ‘জুমল্যান্ড’ বানানোর ইচ্ছাও প্রকাশ করে। সে নিঃসন্দেহে দেশদ্রোহী |. পোস্টটি শেয়ার করে সকলকে সঠিক তথ্য জানানো জন্য অনুরোধ রইল।
Collected post

28/08/2024

বিড়ালটি অনেক অলস, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত, এখনও ঘুমাচ্ছে 🐈🐈🐈🐱🐱🐱

20/08/2024

পিপড়াদের মধ্যে যে একতা আছে, আমার মনে হয়না পৃথিবীতে কোন প্রানীর মধ্যে আছে। আপনাদের কি মনে হয়?????

~কুসংস্কার~ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডা...
12/07/2024

~কুসংস্কার~
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................
সংগৃহীত,

# #

ট্রন্সলেশন কারে কয়😛😆😛😆😁😁😆😆
19/06/2024

ট্রন্সলেশন কারে কয়😛😆😛😆😁😁😆😆

01/05/2024
😂pic collected
21/04/2024

😂

pic collected

😁😁😁😆
07/04/2024

😁😁😁😆

05/04/2024

এমনটা যদি বাংলাদেশে হইতো🌹🌹🌹

😁😆😁😆🫣🫣
04/04/2024

😁😆😁😆🫣🫣

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি...
27/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।🥰🙂


©️ প্যারা ভাই

আপনার জন্য কোনটা,,,🌹🌹🌹
20/02/2024

আপনার জন্য কোনটা,,,🌹🌹🌹

বন্ধুত্ব কাকে বলা হয়? নিজেই দেখে নিন 😇মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়!সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে ...
19/02/2024

বন্ধুত্ব কাকে বলা হয়? নিজেই দেখে নিন 😇

মধু মিয়া! আজ চেম্বারে এসেই তোলপাড়!
সিরিয়াল নাই! তাই এ্যাটেন্ড্যান্ট চেম্বারে ঢুকতে দিচ্ছিলো না। অনেকটা জোর করেই চেম্বারে ডুকে বলে ফেললো-'তর চেম্বারে ঢুকতে কি সিরিয়াল লাগেরে?'

তুই তুকারী! চেম্বারের ভিতরের প্রায় সবাই হতবিম্ব!

বললাম-' দোস্ত, আমার চেম্বারে ঢুকতে তর কোন প্রকার সিরিয়ালের দরকার নাই।'

এ্যাটেন্ড্যান্ট এর তাকিয়ে সে এবার বললো-'হুনছস, তর স্যারে কি কইছে?'

মধু হলো আমার বাল্যকালের স্কুলবন্ধু। একসাথে ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। অতঃপর......

প্রাইমারী স্কুল জী্বনের সব বন্ধু-বান্ধবীদেরকে আজ ভীষণ ভীষণ মনে পরতেছে। ভালো থাকুক সব বন্ধুরা।

- ডাঃ এম নূরুল ইসলাম।
Copy post

একেই বলে গণতন্ত্র (Democracy)কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জন...
11/02/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো..!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।


কপি পেস্ট

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangoly Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies