MRI NAFIZ

MRI NAFIZ MRI NAFIZ Created for Personal Activities & Educational Purpose. Life for Learning. Join now and take your educational knowledge to the next level!
(9)

MRI NAFIZ educational page is an online platform designed specifically for BBA Professional students. However, it is not limited to just this student group and provides valuable information for all students. The page offers a comprehensive education system that covers all the essential aspects of the BBA program and beyond. From basics to advanced knowledge,MRI NAFIZ educational page provides in-d

epth information on a variety of topics to help students enhance their learning experience. The platform is easy to use and is constantly updated with the latest information to keep students informed and up-to-date. Whether you are looking to strengthen your knowledge in a specific area or want to learn more about a new subject, MRI NAFIZ educational page is the perfect solution. Life For Learning.

নদ- নদী নিয়ে অসাধারণ হ্যান্ড নোট।©10 minute School.
19/10/2024

নদ- নদী নিয়ে অসাধারণ হ্যান্ড নোট।
©10 minute School.

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগ...
29/06/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট

20/05/2024

এখন থেকে ১৫ দিনের মধ্যেই বিসিএস প্রিলির ফল প্রকাশ করবে পিএসসি।
প্রিলির ফল দ্রুত দিয়েই আমরা ১৫ দিনের গ্যাপ দিয়ে আবার লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করবো।
- পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

12/05/2024

জেনে রাখা খুব জরুরি!
জিপিএ ৫ = a 5 GPA or a GPA of 5
জিপিএ ৩ = a 3 GPA or a GPA of 3
আমি জিপিএ ৫ পেয়েছি।
I have got/achieved/obtained/secured a 5 GPA/
a GPA of 5.
আমি ৫ এর মধ্যে জিপিএ ৩.৯ পেয়েছি।
I have got a 3.9 GPA out of 5.
Out of 5, I have got a 3.9 GPA.
I have got a GPA of 3.9 out of 5.
Out of 5, I have got a GPA of 3.9.

৫ এর মধ্যে আমি GPA 4.8 পেয়েছি। [HSTU 10-11]
A. I have got GPA 4.8 from 5.
B. I have got GPA 4.8 among 5.
C. Out of 5, I have got GPA 4.8
D. Out of 4.8, I have got GPA 5.
অপশন অনুসারে উত্তর C
কিন্তু সঠিক উত্তর হবে
Out of 5, I have got a 4.8 GPA.
Out of 5, I have got a GPA of 4.8.

সাধারণত noun এর আগে pronoun এর পরে not বসে।
কিন্তু Auxiliary verb এর contracted হয়ে গেলে noun/pronoun উভয়ের আগেই বসে।
সে কি মাছ পছন্দ করে না? [MBSTU A 12-13]
Does he not like fish? (Does not he নয়)
অথবা, Doesn’t he like fish? (অপশনে এটাই ছিল)
অনুরূপ:
Active : Do not do it.
Passive : Let it not be done.
কিন্তু Let not it be done এটা ভুল।
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

শুধু সিট প্ল্যান নয়, কোন স্কুল/কলেজ, কোন ভবন, কোন রুম, কত নং সিট সেটিও দেখতে পারবেন।পোস্টে দেওয়া লিংকে ক্লিক করে শুধু ...
23/04/2024

শুধু সিট প্ল্যান নয়, কোন স্কুল/কলেজ, কোন ভবন, কোন রুম, কত নং সিট সেটিও দেখতে পারবেন।
পোস্টে দেওয়া লিংকে ক্লিক করে শুধু আপনার রোল দিয়েই খুঁজে নিন সিট প্ল্যান।
পিএসসি দারুণ একটা কাজ করেছে, ধন্যবাদ পিএসসি।

লিংক: http://bpsc.teletalk.com.bd/bcs46/options/schedule.php

কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সইপাঁচ চুক্তির মধ্যে আছে—১। উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান...
23/04/2024

কাতারের সঙ্গে ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

পাঁচ চুক্তির মধ্যে আছে—
১। উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত চুক্তি,
২। দ্বৈতকর পরিহার ও কর ফাঁকিসংক্রান্ত চুক্তি,
৩। আইনগত বিষয়ে সহযোগিতাসংক্রান্ত চুক্তি,
৪। সাগরপথে পরিবহনসংক্রান্ত চুক্তি এবং
৫। দু’দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠনসংক্রান্ত চুক্তি।

পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে—
১। কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক,
২। উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণাসংক্রান্ত সমঝোতা স্মারক,
৩। যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক,
৪। শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং
৫। বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।

19/04/2024

বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকার নকশাকার 'শিব নারায়ণ দাশ' কিছুক্ষণ পূর্বে ইহলোক ত্যাগ করেছেন।

05/04/2024

💥💥খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার Short Suggestion

👉পরীক্ষাগুলো মূলত অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ও বড় বড় জেলাশহরে । "উপ-খাদ্য পরিদর্শক" ও "সহকারী উপ-খাদ্য পরিদর্শক" নিয়োগ পরীক্ষা হবে MCQ টাইপের ১০০টি MCQ ১০০ মার্কসের এবং সময় ৯০ মিনিট (দেড় ঘণ্টা) । পরীক্ষার প্রশ্নে যদি "ভুল উত্তরের জন্য নাম্বার কাটার" কথা উল্লেখ না থাকে, ধরে নিতে হবে যে নেগেটিভ নাম্বার নেই। [আগের পরীক্ষাগুলোতে নেগেটিভ নাম্বার ছিল না, আমি যতটুকু দেখেছি।]

*** পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো। যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে ৮০টি এবং সময় থাকে ৬০ মিনিট। তবে প্রশ্নের প্যাটার্ন একই বলা চলে। তাই যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আলাদাভাবে খাদ্য অধিদপ্তরের প্রস্তুতির নেয়ার প্রয়োজন নেই বলে মনে করি ।

✍️খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষার মতো এতো একটা কঠিন হয় না, তাই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই।

✍️খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই টপিকগুলো এখানে দিলাম-

*♦️♦️সবার আগে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সমন্ধে কিছুটা ধারণা নেয়া যাক-

১। বাংলা- ৩০ বা ২৫
২। ইংরেজি - ৩০ বা ২৫
৩। গণিত- ২০ বা ২৫
৪। সাধারণ জ্ঞান- ২০ বা ২৫
= মোট : ১০০ নাম্বার।

🟨তো এবার আসুন কোন বিষয়ের জন্য কী কী পড়বেন
= সর্বপ্রথম বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন সমাধান করুন, কেবল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান ও ICT ( বিশেষ করে ৩৫- ৪৫তম পর্যন্ত) বাকি সাবজেক্টগুলো বাদ দিন। এখন ব্যাখ্যাসহ না পড়ে কেমল প্রশ্ন ও উত্তরসহ ভালোভাবে রিডিং পড়ুন।
এবার আসি সাবজেক্ট অনুসারে কী পড়বেন-

♦️♦️♦️১। ইংরেজি: এই অংশের জন্য অনেকে ভয় পায়। ভয়ের কিছু নেই।

এখান থেকে সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়লে:

১। প্রথমে ভালোভাবে পড়ে ফেলুন Right Form of Verbs ও Subject-Verb Agreement, কারণ বিগত সালে প্রশ্ন Analysis করে দেখিছি আমরা এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে। এই টপিকগুলোর সাথে
পড়বেন Condition Sentence. এটি মূলত Right Form of Verbs ও Subject-Verb Agreement এর অংশ
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ৩-৪টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে।
৬। Identification of Parts of Speech. এখান থেকে ১-২ থাকে
*ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। এর জন্য শুধু ৩৫-৪৫তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়লেই হবে আশা করি
♦️♦️♦️২। বাংলা: এই অংশে বাংলা ব্যাকরণ ও সাহিত্য দুটি মিলেই প্রশ্ন আসে।
ব্যাকরণ থেকে কোন কোন টপিক গুলো পড়বেন?
যে টপিকগুলোর নাম বলছি তা ধরে ধরে পড়বেন।

১। শুদ্ধ শব্দ। বাক্য শুদ্ধিকরণ এখন আর পড়ার দরকার নেই। এই টপিক থেকে ২-৩ পেতে পারে।
২। সমার্থক/প্রতিশব্দ। এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ। এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস। ১-২ থাকে।
৬। সন্ধি। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৮। এক কথা প্রকাশ। ১-২ থাকে। এখন শুধু বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়ুন।
৯। কারক-বিভক্তি। ২-৩ থাকে।
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয় পড়ুন ভালো করে। পড়া অল্প কিন্তু ১ থাকে সাধারণত এখন থেকে।
১১। বাগধারা। ১-২ থাকে। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়লেই হবে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ। ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ।
১৪। উপসর্গ

*বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন-
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে।]
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি।

♦️♦️♦️ #গণিত:
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৬। অনুপাত ১-২ টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।

♦️♦️♦️ #সাধারণ জ্ঞান:
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়।

তাই এখন পড়ুন-
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন।
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, মুজিবনগর সরকার।
৪। ৬ দফা, যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ এর গণ অভুত্থান, ১৯৭০ এর নির্বাচন, আগরতলা ষড়যন্ত্র মামলা।
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ৭ ই মার্চের ভাষণ, ২১ ফেব্রুয়ারি ও সুন্দরবনের স্বীকৃতি।
৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৮। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
৯। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধি
১০। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা।
১১। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১২। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১৩। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১৪। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৫। ক্রিকেট খেলা ও বিশ্বকাপ ফুটবল-২০২২।

__________________

03/04/2024

💥💥ঈদে সবাই সাবধান থাকবেন বিশেষ করে যারা ঈদের ছুটিতে বাড়ি যাবেন:
______________________________

📌যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে।

📌 এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়।

📌যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।
_____________________
✍️জনস্বার্থে পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন।

©OC HASANUJJAMAN.

29/03/2024

When you finally realize what dua actually means, it will be a life changing moment for you. It will be like a addiction. Whenever you need something, you'll make Dua to Allah. You won't need anyone's attention anymore. You'll get everything, if you make Dua to Allah. You'll just need to be closer to Allah to feel his blessings. I myself is a proof of this blessing!
©Alhamdulillah

29/02/2024

ইতিহাসে একবারই এসেছিল ৩০ ফেব্রুয়ারি
সাল ১৭১২!

💙গণিতের লাভ-ক্ষতির ওপর অসাধারণ নোটসকল চাকরির পরীক্ষায় কাজে লাগবে 💙
27/02/2024

💙গণিতের লাভ-ক্ষতির ওপর অসাধারণ নোট
সকল চাকরির পরীক্ষায় কাজে লাগবে 💙

❤️বাংলা বানান শুদ্ধিকরণের এক্সক্লুসিভ নোট❤️সকল চাকরির পরীক্ষায় কমন পাবেন (শেয়ার করে সংগ্রহে রাখুন)
23/02/2024

❤️বাংলা বানান শুদ্ধিকরণের এক্সক্লুসিভ নোট❤️
সকল চাকরির পরীক্ষায় কমন পাবেন

(শেয়ার করে সংগ্রহে রাখুন)

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ প্রকাশিত📅 পরীক্ষার তারিখ: ১৫ মার্চ, ২০২৪⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⏰ সকাল ৯:৩০ মিনিটে ⎯ স্কুল ও স্কুল ...
24/01/2024

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ প্রকাশিত📅
পরীক্ষার তারিখ: ১৫ মার্চ, ২০২৪
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
⏰ সকাল ৯:৩০ মিনিটে ⎯ স্কুল ও স্কুল পর্যায় - ২
⏰ বিকাল ৩:৩০ মিনিটে ⎯ কলেজ পর্যায়।

❤️সকল চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানে ৩/৪ মার্কস কমন উপযোগী সেরা নোট❤️সকলে শেয়ার করে সংগ্রহে রাখুন । নিয়মিত ফ্রি নোট ...
19/01/2024

❤️সকল চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানে ৩/৪ মার্কস কমন উপযোগী সেরা নোট❤️

সকলে শেয়ার করে সংগ্রহে রাখুন ।
নিয়মিত ফ্রি নোট পেতে ফলো করুন

🔊 ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ প্রকাশিত!🎯 পরীক্ষার তারিখ: ৯ মার্চ, শনিবার,  ২০২৪।
18/01/2024

🔊 ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ প্রকাশিত!

🎯 পরীক্ষার তারিখ: ৯ মার্চ, শনিবার, ২০২৪।

গণিতের ভয় করুন জয় (সকলে শেয়ার করে রাখুন)।।। ❤️সকল চাকরির পরীক্ষার জন্য শটকার্ট টেকনিকের স্পেশাল নোট❤️
07/01/2024

গণিতের ভয় করুন জয় (সকলে শেয়ার করে রাখুন)।।।

❤️সকল চাকরির পরীক্ষার জন্য শটকার্ট টেকনিকের স্পেশাল নোট❤️

Address

Dhaka
Fulbaria

Telephone

+8801634653817

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRI NAFIZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category