হতাশার কিছু নেই,
যাকে ছাড়া তুমি বাঁচবেই নাহ!
একদিন দেখবে, তার করা অবহেলা, গুলো-ই তোমাকে,
নতুন করে বাঁচতে শিখিয়েছে
#হাসানমাহামুদ
সহজে ভুলতে না পারা
মানুষগুলো একবার ভুলে
যাওয়ার অসুখ হলে
তারা নিজেকেও আর চিনতে
পারে না|
তুমি নেই
অথচ তোমার মেসেজের
অপেক্ষায় রাত জেগে থাকার
বদ অভ্যাসটা ঠিক আছের
মতোই রয়ে গেছে!
অর্থের শূন্যতার চেয়ে
প্রিয়জনের শূন্যতা
মানুষকে বেশি কাঁদায়
যে শহরে সকালের ভালোবাসা" বিকেলেই হারিয়ে সেই শহরে ভেঙে যায় বিশ্বাস জিতে যায় অভিনয়
স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের আশা করে
আসবে না বলেই
তুমি আসবে না বলেই
পৃথিবী নিষ্ঠুর সুন্দর
তুমি আসবে না বলেই
কাঁপিয়ে দিচ্ছো অন্তর
চারদিক শুধু
ঝড় ঝড় আর ঝড়
একটি পুরুষ তখনই কান্না করে
নিজের জীবন বাজি রেখে
পরিবারের জন্য কঠোর
পরিশ্রম করে
অথচ তাকে বোঝার মতন
কেউ থাকেনা
হাসান মাহমুদ
একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবীতে কোন ভালো বই তোমায় তা শিখাতে পারবে না
মোঃ হাসান মাহামুদ
আঘাত দিয়ে কখনো
সংসারী স্ত্রী পাওয়া যায়না;
কেবলমাত্র ভালোবাসা
দিয়ে সম্ভব ;স্ত্রীকে মনের
মতো করে গড়ে তোলা|
মোঃ হাসান মাহামুদ