Sunny 2.0

Sunny 2.0 "আয়াতুল কুরসি" is medicine for sadness ! ���

16/08/2024

New mask 🎭 Same task 💔

11/07/2024

!💚🥀স্ট্যাটাস দিছে প্রয়োজনে আমাকে খাও – কিন্তু সিগারেট খেয়ো না বাবু 🥴

12/11/2023

Never search your happiness in others, it will make you feel alone. Search it in yourself, you will feel happy even when you are left alone. 🖤

21/07/2023

যার কাছে যার শান্তি মিলে,
তার কাছে তার ঠাই হোক, পূর্ণতা পাক সকল ভালোবাসা.!

09/06/2023

ভালবাসা রে

07/05/2023

ছায়া হয়ে থাকবো পাশে💔🥀
partঃ 1

চার বছর পর নিজের বাসায় ফিরছে আহান।
বাসার কলিংবেল বাজাতেই সাথে সাথে একটা মেয়ে দৌড়ে এসে দরজা খুলে দিল.
দরজার সামনে অপরিচিত কাউকে দেখতে পেয়ে কিছু বলতে যাবে হঠ্যাৎ আহান খেয়াল করলো
মেয়েটির পুরো শরীর ময়দা দিয়ে মাখা মাখি।
মনে হচ্ছে একটু আগেই ময়দা দিয়ে গোসল করে উঠেছে।
আহানঃ এই মেয়ে তুমি কে??(কৌতুহল হয়ে)
মেয়েটিঃ আমার কথা বাদ দেন। আগে সেটা বলুন আপনি কে(কোমড়ে হাত রেখে)
আহানঃ তুমি জানো না আমি কে।তাই আমাকে এই ভাবে প্রশ্ন করার সা্হস পাচ্ছো।এখন দরজা সামনে থেকে সরো। আমায় যেতে দাও ভিতরে।(রাগি কন্ঠে)
মেয়েটিঃ ইস রে মামা বাড়ির আবদার। উনি বললেন আর আমি যেতে দিলাম(মুখ ভেংচি কেটে)
মেয়েটির কথা শুনে বেশ রাগ আসে আহানের।
তাই মেয়েটির পাশ কাটিয়ে ভেতরে ঠুকতে নিলে
মেয়েটি শক্ত করে জরিয়ে ধরে আহানকে।
আহানঃ এই মেয়ে কি করছো কি। ছারো আমায়।
মেয়েটি আহানের কথা শুনে আরও শক্ত করে জরিয়ে ধরলো।
মেয়েঃ কাকি মা জলদি আসো। চোর ঠুকেছে বাসায়।
আহানঃ ওয়াট চোর।তা আবার আমি।
মেয়েটির ডাক শুনে সাবিনা খান দৌড়ে আসলেন ছাড়ু হাতে নিয়ে।
সাবিনাঃ কই কই চোর কই (চারু)
চারুঃ এইতো শক্ত করে ধরে রেখেছি।তুমি তারাতারি
করে পুলিশকে খবর দাও।
আহানঃ মা.....
মিসেস সাবিনা তার ছেলের কন্ঠ শুনে চমকে উঠলেন। হাত থেকে ছাড়ু ফেলে দিয়ে -
দরজার সামনে গিয়ে দেখলেন ছেলেটি আর কেউ নয় তার আদরের ছোট ছেলে আহান।
সাবিনা খান চারুর থেকে নিজের ছেলেকে ছাড়িয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় মেরে বসলেন ।
থাপ্পড় টা এতোই জোড়ে ছিলো যে চারু তাল সামলাতে না পেরে দেয়ালে সাথে ধাক্কা খায় যার কারনে চারুর কপাল বেয়ে রক্ত পরতে থাকে।
সাবিনা ঃতোর সাহস কি করে হয় হতভাগিনি আমার ছেলেকে চোর বলার।
আহানঃ উফফ মা তুমি ওকে বকে তোমার প্রেসার বারিয়ো না তো। আর তাছাড়া মেয়েটি কে মা?
সাবিনা ঃ বোঝা ছারা আর কিছুই না।তুই তো জানিস তোর বাবার স্বভাব। তার কোন বন্ধু নাকি রোড এক্রিডেনট করে মারা গেছে তাই তোর বাবা তার মেয়েকে আমাদের ঘরে এনে রেখেছেন।
চারু সাবিনার কথা শুনে সইতে না পেরে কান্না করতে করতে চলে যায় সেইখান থেকে।
আহান অপলক দৃশটিতে চেয়ে থাকে চারুর চলে যাওয়ার দিক এ।
সাবিনা ঃ চল বাবা ঘরে চল।ফ্রেশ হয়ে আস।তারপর সবাই মিলে ডিনার করবো।
আহান তার মায়ের কথা মতো তার রুমে চলে যায়
ফ্রেশ হতে।

ডায়নিং টেবিল এ.......
সবাই বসে ডিনার করলে হঠাৎ সাবিনা জোড়ে চিৎকার দিয়ে বলে উঠলেন কি রে চারু কোথায় মরে গেলি রে।
সাবিনা ডাক শুনে চারু দৌড় দিয়ে রান্না ঘর থেকে ছুটে আসলো।
চারুঃ জ্বি কাকিমা বলুন।
এই বার আহান চারুর দিক এ ভালো ভাবে তাকালো।
চারুকে দেখে কোনো ভাবেই নিজের চোখ ফেরাতে পারছেন আহান।হা করে তাকিয়ে আছে ওর দিকে
আহানঃ কোনো মেয়ে এতো সুন্দর হয় কিভাবে।
মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে মেয়েটিকে বানিয়েছে।মনে মনে
হঠ্যাৎ মার কথা শুনে ধ্যান ভাঙে আহানের।
সাবিনা ঃ কি রে নবাবজাদি খাবার বেরে দিবে কে শুনি।
মিরাজ খান তার বউ এর কথা শুনে
উফফ সাবিনা তুমি সব সময় এতো বেশি বাড়াবারি করো কেন বলোতো।
মিরাজঃ চারু মা বসো আমাদের সাথে ডিনার করো।
চারু মিরাজ সাহেব এর কথা শুনে একটা চেয়ার নিয়ে যেই বসতে যাবে।
তখনি মিসেস সাবিনা বলে উঠলেন এই মেয়ে তোর তো সাহস কম বড় নয় সে বললো আর তুই বসে পরলি
মায়ের কথা শুনে বেশ রাগ আসে আহানের কিন্তু নিজের রাগ কন্টোল করে সে চেয়ার থেকে উঠে গিয়ে
আহানঃ মা আমার একটা জরুরি ফোন করতে হবে তাই ডিনার
নিজের রুমেই করবো।
আহান চারুর দিক এ তাকিয়ে
এই মেয়ে মা কি বললো শুনতে পাওনি।
চেয়ারে বসে না থেকে আমার রুমে আমার জন্য খাবার নিয়ে আসো। কথাটি বলে চলে যায় আহান
কিছুক্ষ পর চারু খাবার নিয়ে আহানের রুমে সামনে আসলে। খাবার হাতে নিয়ে
চারুঃ ভাইয়া আসবো।
আহানঃ হুম আসো।
অনুমতি পেয়ে চারু আস্তে আস্তে আহানের রুমে প্রবেশ করে।
চারুঃ ভাইয়া খাবার।। এন্ড সরি সকালের জন্য। আমি বুজতে পারিনি। আপনিই আহান(মাথা নিচু করে)
আহানঃ খাবার টেবিলে রাখো।
চারু আহানের কথা মতো খাবার টেবিল এ রেখে যেতে নিবে ঠিক তখনি আহান বলে উঠে
এই মেয়ে আমি তোমাকে যেতে বলেছি।?
চারুঃনা মানে ভাইয়া।
আহান চারুর সামনে গিয়ে চারুকে সোফায় বসিয়ে দেয়।
আলমারি থেকে ফাস্ট এট বক্স বের করে চারুর সামনে হাটু গেড়ে বসে ব্যান্ডেজ করতে নিবে
চারু বলে উঠে
ভাইয়া কি করছেন কি
আহানঃ দেখতে পাচ্ছো না ব্যান্ডেজ করছি। কতো খানি কেটে গেছে। চারুর কপালে হাত রেখে।
চারু আহানের হাত ওর কপাল থেকে সরিয়ে
ভাইয়া আমি করে নিবো।
আহানঃ এই মেয়ে চুপ করে বসো। না হলে থাপ্পড় মেরে সব দাত ফেলে দিবো।
চারু আহানের কথা শুনে ভয় পেয়ে চুপ হয়ে থাকে।
তারপর আহান চারুর কপালে ব্যান্ডেজ করে দেয়।
আহানঃ খাবার টা কে বানিয়েছে?(শান্ত গলায়)
চারুঃ আমি।
চারুর কথা শুনে মুচকি হেসে আহান খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেতে শুরু করে।
এক লানা ভাত মুখে দিয়ে-
আহানঃ ইয়াক ছি। কথাটি বলে মুখ থেকে খাবার ফেলে দেয় আহান।
এইটা খাবার নাকি বিশ।
এই মেয়ে কি বানিয়েছো তুমি।এই সব খাবার মানুষ খায়?? এইগুলা খাইয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে?
চারুঃ ভাইয়া আমি সব সময় যেভাবে রান্না করি সেইভাবে করেছি।( কান্নার কন্ঠে)
আহানঃ তুমি এক বার খেয়ে দেখো।এইটা খাবার না অন্য কিছু।
চারু আহানের কথা মতো এক লানা ভাত নিজে খেয়ে দেখলো।
চারুঃ ভাইয়া খাবার তো ঠিকই আছে।নিন আপনি আরেকটু খেয়ে দেখুন।
আহানঃ ওয়াট তোমার মুখের ভাত আমি খাব?
মাথা ঠিক আছে তোমার। এই ভাত এখন তুমি খাবে।
তারাতারি খেয়ে বের হও আমার চোখের সামনে থেকে।চলবে......৷

07/05/2023

😅😅😅😅

❤️❤️❤️
28/03/2023

❤️❤️❤️

25/03/2023

~ছেড়ে যাওয়া শহরে
ধরে রাখার একটা মানুষ হোক..!!🖤🦋🌸
– হোক না সে যেমন তেমন,
গড়ে নেবো মনের মতন...!!🖤🦋🌸

25/03/2023

যে যত 'মিশুক' হয়, মানুষ তাকে তত 'সস্তা' মনে করে!❤️

25/03/2023

I can smile , I can laugh
But When The Night Comes
I Feel So. Empty 💔

24/03/2023

কোনো ছেলে নক দিলে জীবনে রিপ্লাই তো দূরের কথা সীন পর্যন্ত করস না। কেই প্রেমের প্রস্তাব দিলে সাথে সাথে ব্ল-কলিস্টে রাখোস, আবার বলোস "আজ কেউ নেই বলে!"

বইন তুই একটু সাইডে আয়, কথা আছে!🙂

23/03/2023

Assalamualaikum Ramadan Mubarak to all my Muslim Brothers and Sisters ✨🌙

23/03/2023

চারদিকে রমজানের সুগ*ন্ধ। এটা সাধারন কোনো অনুভূতি না। একটা সুন্দর অনুভূতি। রমজান, সাহরি, তাহাজ্জুদ, ইফতার এবং ঈদুল ফিতর। একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে।

আলহামদুলিল্লাহ!'🖤🌸

Address

Fulbaria

Telephone

+8801742382796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunny 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunny 2.0:

Videos

Share

Category