Mister Siam Tube

Mister Siam Tube আমি তো নয় কবি
তবুও রোজ তোমার নামে
কবি কবিতা লিখি..🙂

  ৫৮ দিন চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা পলায়িত।গত ৫৮ দিনে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি,কথাও ...
02/10/2024



৫৮ দিন চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা পলায়িত।
গত ৫৮ দিনে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি,কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ,মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটুও অনুতপ্ত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা দুঃখিত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে,বিচার বহির্ভূত গুম,খু'ন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার দুঃখজনক !
হ্যাঁ এটাও ঠিক আন্দোলনে আওয়ামীলীগের কিছু ছাত্রলীগ মারা গেছে।আর আন্দোলনের পর আওয়ামীলীগের এমনও কিছু নেতা বা নেত্রীবৃন্দ আছে যাদের উপর অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আর হয়রানি করা হয়েছে।
তবে এটাও মনে রাখতে হবে,তোমরা ১৫ বছর ক্ষমতায় ছিলা।১৫ বছর ধরে পক্ষ-বিপক্ষ বহু মানুষের উপর তোমরাও কম নির্যাতন,খুন,রাহাজানি,গুম করো নাই।তোমরা ক্ষমতায় ছিলা বলে সেটা প্রকাশ করার সাহস কেউ পায় নাই।বাংলাদেশে বেশি উল্লেখিত দুইটা দলের একটা দলও ভালো না।দুইটার মধ্যে একই সাপের বিষ চলাচল করতেছে।
আর কিছু আম পাবলিক আছে যাদের কি না ১৫ বছর পর চোখ ফুটেছে,মুখ ফুটেছে।মানলাম ভাই বাক-স্বাধীনতার পাশাপাশি অন্যান্য স্বাধীনতাও অর্জন করছো।তাই বলে কি মুখ ফোটার সাথে সাথেই ম্যা ম্যা করতে হবে?না মানে একজন এসে বসছে তাকে সময় দিবো না।আজকেই আমার দাবি পূরণ করতে হবে।নয়তো বসলাম,শুইলাম রাজ পথে মরবো আজকে দাবি না মানলে।কেনোরে ভাই গত ১৫ বছর কি হাতে চুরি পরে ছিলা নাকি?তখন নিজের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে শুয়ে মরতে আসলা না কেন?নাকি মলম বিক্রেতাদের হকারী শুনে নিজের দাবি পূরণে আসছো?শুনো মলম বিক্রেতাদের কথা ছন্দে মেশানো মনের মধ্যে গেথে যাবে কিন্তু মলমটি কিন্তু দুই নাম্বার থাকে এইটা মনে রেখো।তাদের উসকানি কথায় নিজের বিবেকবোধ হারিয়ে ফেলিও না।
দেশটাকে সবাই মিলে আবার নতুন করে স্বাধীন করেছি আমরা সবাই।তাই এই স্বাধীনতা আমাদেরই মিলে মিশে রক্ষা করতে হবে।
এদেশ তোমার আমার আমাদের সকলের।দেশকে ভালো রাখার দায়িত্বটা আমাদের দেশের সকল হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ অন্যান্য সবার।আমার কথা হলো,ভাই ১৫ বছর তো অনেক কিছু দেখলা ধৈর্য ধরে।তাহলে এখন একটু ধৈর্য ধরতে পারতেছো না কেন?
প্রধান উপদেষ্টাতো বলেছে,"আপনারা ধৈর্য ধরুন।আপনাদের সবার যৌক্তিক দাবি পূরণ করা হবে।আমাকে একটু সময় দিন।"
আমি শুধুই বলতে শুনেছি,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"!
"আগের সরকারই ভাল ছিল"!
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"!
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"!
আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক??
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি,আমার কোন বিবেক থাকবেনা,আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে,দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি,আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে??
ধিক্কার ঐ সমস্ত আম পাবলিক এবং দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী,নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।পাগল গুলো শুধু ভাবে ৫৮ দিনে দেশ কেন আমেরিকা হয়ে জায় নাই।

আরো অনেক কিছু বলার আছে।তবে আজকে না আবার একদিন বলবো ইনশাআল্লাহ।

08/03/2024

সময় পেলে ভেবে দেখো-😌🙂
সময়,বিশ্বাস আর ভালোবাসা ছাড়া চেয়েছিলামটা কি তোমার কাছে..!🙂😅

02/03/2024

আমরা সহজ হই
ওরা সহজলভ্য ভেবে নেয়..😌

01/03/2024

আমি তো নয় কবি
তবুও রোজ তোমার নামে
কবি কবিতা লিখি..🙂

-সিয়াম

06/02/2024

হ্যাঁ হতেও পারে..🙂🙇

29/01/2024

Some pain are never explain..🙂
চাইলেই যদি আবার সব নতুন করে শুরু করা যেতো তাহলে হাজারো খোলস থাকা অন্তরপুরা মানুষগুলো জীবন্ত হয়ে উঠতো..🙂🙇
তবুও বলবো,"শুধু তোমারই জন্য"..🙇💔

#চাইলেই

07/07/2023

Haha রিয়েক্ট দিস আবার..😏😤

02/07/2023

কিরে বন্ধু আরো বলবি জীবনে যে চান্স দিস একটা..😠😏

Wait For End..😂😂

28/06/2023

এর একি অবস্থা হলো..😂😂
Wait for end..😁

25/01/2023

পাবো কবে ফিরে আর তাহাকে
আশায় আছি তার বোঝাবে কে?
মন তো বুজতে চাই না এ বড়ই কঠিণ কাজ
তবুও বুকে পাথর বেঁধে সয়ে যায় তার সকল আঁছ।
হৃদয় বলে আসবে আসবে অতি শীঘ্রই আসবে সে
আর বাস্তব কর্মকান্ড বলে কোথায় কোথায় সে যে চলে যাচ্ছে বহু দূরে।
পথের ধারে ক্লান্ত,তৃষ্ণার্ত,ক্ষুধার্থ হয়ে পড়ে আছি আমি
কই কই এই বুঝি এলো রে,এসে আমাকে জড়িয়ে ধরে বলবে দেখো আমি এসেছি সেই আগের তোমার হয়ে।
আমি বলবো,চলো যায় অনেক দূরে দুজনায় হারিয়ে যায়
সে বললো,চলো যায় আমার তুমি ছাড়া তৃভূবণে কেহই নাই।
যা ছিলো মোর ফেলে এসেছি সব
আল্লাহর পড়ে তুমি স্বামীই আমার পরম ধন।
এ কথা শোনার পর ওমনি আমার স্বপ্ন গেলো ভেঙে
কাদিয়া কাদিয়া বললাম পথের ধারে গড়িয়ে,
আসো নাকো ফিরে তুমি আসো তুমি তুমি প্রিয় এই সব্য সাচ্যি তোমাকেই যে চাই..😢

@ Siam Hossainn

Address

Fulbaria

Telephone

+8801861531661

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mister Siam Tube posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mister Siam Tube:

Videos

Share

Category