02/10/2024
৫৮ দিন চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত ও শেখ হাসিনা পলায়িত।
গত ৫৮ দিনে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি,কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ,মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটুও অনুতপ্ত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা দুঃখিত !
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে,বিচার বহির্ভূত গুম,খু'ন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার দুঃখজনক !
হ্যাঁ এটাও ঠিক আন্দোলনে আওয়ামীলীগের কিছু ছাত্রলীগ মারা গেছে।আর আন্দোলনের পর আওয়ামীলীগের এমনও কিছু নেতা বা নেত্রীবৃন্দ আছে যাদের উপর অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আর হয়রানি করা হয়েছে।
তবে এটাও মনে রাখতে হবে,তোমরা ১৫ বছর ক্ষমতায় ছিলা।১৫ বছর ধরে পক্ষ-বিপক্ষ বহু মানুষের উপর তোমরাও কম নির্যাতন,খুন,রাহাজানি,গুম করো নাই।তোমরা ক্ষমতায় ছিলা বলে সেটা প্রকাশ করার সাহস কেউ পায় নাই।বাংলাদেশে বেশি উল্লেখিত দুইটা দলের একটা দলও ভালো না।দুইটার মধ্যে একই সাপের বিষ চলাচল করতেছে।
আর কিছু আম পাবলিক আছে যাদের কি না ১৫ বছর পর চোখ ফুটেছে,মুখ ফুটেছে।মানলাম ভাই বাক-স্বাধীনতার পাশাপাশি অন্যান্য স্বাধীনতাও অর্জন করছো।তাই বলে কি মুখ ফোটার সাথে সাথেই ম্যা ম্যা করতে হবে?না মানে একজন এসে বসছে তাকে সময় দিবো না।আজকেই আমার দাবি পূরণ করতে হবে।নয়তো বসলাম,শুইলাম রাজ পথে মরবো আজকে দাবি না মানলে।কেনোরে ভাই গত ১৫ বছর কি হাতে চুরি পরে ছিলা নাকি?তখন নিজের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে শুয়ে মরতে আসলা না কেন?নাকি মলম বিক্রেতাদের হকারী শুনে নিজের দাবি পূরণে আসছো?শুনো মলম বিক্রেতাদের কথা ছন্দে মেশানো মনের মধ্যে গেথে যাবে কিন্তু মলমটি কিন্তু দুই নাম্বার থাকে এইটা মনে রেখো।তাদের উসকানি কথায় নিজের বিবেকবোধ হারিয়ে ফেলিও না।
দেশটাকে সবাই মিলে আবার নতুন করে স্বাধীন করেছি আমরা সবাই।তাই এই স্বাধীনতা আমাদেরই মিলে মিশে রক্ষা করতে হবে।
এদেশ তোমার আমার আমাদের সকলের।দেশকে ভালো রাখার দায়িত্বটা আমাদের দেশের সকল হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ অন্যান্য সবার।আমার কথা হলো,ভাই ১৫ বছর তো অনেক কিছু দেখলা ধৈর্য ধরে।তাহলে এখন একটু ধৈর্য ধরতে পারতেছো না কেন?
প্রধান উপদেষ্টাতো বলেছে,"আপনারা ধৈর্য ধরুন।আপনাদের সবার যৌক্তিক দাবি পূরণ করা হবে।আমাকে একটু সময় দিন।"
আমি শুধুই বলতে শুনেছি,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"!
"আগের সরকারই ভাল ছিল"!
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"!
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"!
আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক??
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি,আমার কোন বিবেক থাকবেনা,আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে,দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি,আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে??
ধিক্কার ঐ সমস্ত আম পাবলিক এবং দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী,নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।পাগল গুলো শুধু ভাবে ৫৮ দিনে দেশ কেন আমেরিকা হয়ে জায় নাই।
আরো অনেক কিছু বলার আছে।তবে আজকে না আবার একদিন বলবো ইনশাআল্লাহ।