Khadija Akter

Khadija Akter Hi, I am khadija. I am a freelance & digital marketer

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
10/07/2024

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, কিংবা নাজিরাবাজারের কাচ্চিটা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে শাড়ি পাঞ্জাবি পরে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ঢাকা শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, বান্দরবান যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, চিটাগাং এর ট্রেইন ধরতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।
(সংগৃহীত)

10/05/2024

______আমি চাই না তুমি সাহস হারাও____
মানুষের জন্য সফলতার পথ যেমন কঠিন, তেমনিভাবে এটাও সত্য যে সবার জন্যই নির্ধারিত কিছু কাজ রয়েছে। সেই কাজে সে সফল হবেই। তুমিও হবে। তুমি নিজে এক অদ্বিতীয় সত্তা। সত্যি বলতে তোমার মতো আরেকজন এই দুনিয়াতে নেই। এটাই তো বিশাল কিছু। তোমার মতো করে আরেকজন এই দুনিয়ায় চিন্তা করে না, তোমার মতো করে এই দুনিয়ায় আরেকজন কাজ করতে সক্ষম নয়, তোমার মতো একই মানসিকতা নিয়ে আরেকজন বেড়ে ওঠেনি এই পৃথিবীতে। এটাই তোমার শক্তি। এটাই তোমার উৎসাহের জায়গা। কেননা তুমি বেড়ে উঠেছো অদ্বিতীয় সত্তা নিয়ে। তাই নিজেকে গড়ে তোলো। একটু অন্যভাবে চিন্তা করো। ব্যর্থতা ব্যতীত সফল হওয়া সম্ভব নয়, এটাকে ঘুরিয়ে নিজেকে বলো-আমি কেবল আমার সেরাটুকু দিতে চাই। সফলতা ও ব্যর্থতাকে সংজ্ঞায়িত করার জন্য সময় আছে। দেখবে তোমার মনের চিন্তা অনেকাংশে কমে যাবে। চাপ কমে যাবে। এভাবেই তোমার উচিত নিজের ওপর থেকে চাপ কমানো। চাপ যত কমবে তোমার কাজ তত গতিশীল হবে। নিজের জন্য এই বার্তাটুকু আপন করে নাও 'আমাকে কেবল কাজ করতে হবে'। এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
🗣️:- আর অতি পণ্ডিতদের কথাবার্তা শুনতে নেই।
🗣️:- জ্ঞানপাপীদের কথা শোনা মানো হচ্ছে নিজেকে পিছিয়ে ফেলা।
🗣️:- তারা তোমাকে হতাশ করতে পারবে।
কিন্তু সফলতার পথে একটু এগিয়ে দিতে পারবে না।
🔜সুতরাং তাদের কথা ভেবে নিজেকে বঞ্চিত করো না।
তুমি নিজের পথে মনমতো কাজ করে যাও।
নিজের রাস্তাটা তুমি চেনো। কোথায় কাদামাটি এবং কোথায় পাকা রাস্তা সেটাও জানো। কোথায় তোমাকে থামতে হবে, কোথায় পরিপূর্ণ গতিশীল হয়ে কাজ করতে হবে সবই তুমি জানো।
তাহলে অন্যের কথায় কান দিয়ে লাভ কী বন্ধু? নিজেকে শোনো। নিজের মনের কথা শুনে এগিয়ে যাও। দেখবে সময়ে সময়ে তোমার সামনে একের পর এক সম্ভাবনার দুয়ার খুলতে থাকবে ইনশাআল্লাহ!"

📖: 🗿'বেঁচে থাকতে শিখুন' ধন্যবাদ!

যদি তোমার মাঝ থেকে স্বপ্ন হারিয়ে যায়, তবে কাজ করার শক্তি হারিয়ে ফেলবে |তাই নিজের ভিতর স্বপ্নকে শক্ত করে ধারণ করো, স্ব...
23/12/2023

যদি তোমার মাঝ থেকে স্বপ্ন হারিয়ে যায়, তবে কাজ করার শক্তি হারিয়ে ফেলবে |
তাই নিজের ভিতর স্বপ্নকে শক্ত করে ধারণ করো, স্বপ্ন পূরণের নিমিত্তে এগিয়ে চলো |

Dream big dreams; only big dreams have the power to move men's (boy's/girl's) souls.🖤
24/11/2023

Dream big dreams; only big dreams have the power to move men's (boy's/girl's) souls.🖤

যখন আপনি অনেক বড় স্বপ্ন দেখেন এবং জীবনে সফল হওয়ার পথে এগিয়ে যাবেন তখন আপনার সাথে কি কি করতে পারে...???
17/11/2023

যখন আপনি অনেক বড় স্বপ্ন দেখেন এবং জীবনে সফল হওয়ার পথে এগিয়ে যাবেন তখন আপনার সাথে কি কি করতে পারে...???



যদি পরিবারের ইচ্ছে পূরণ করতে চাও তাহলে চাকরি করো-আর যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে উদ্যোক্তা হও ও ব্যবসা কর-!"বিলগ...
29/10/2023

যদি পরিবারের ইচ্ছে পূরণ করতে চাও তাহলে চাকরি করো-আর যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে উদ্যোক্তা হও ও ব্যবসা কর-!"বিলগেস্ট "
✋আপনার মতামত কি?
তথ্যসূত্র:
🌐Wikipedia!

27/10/2023

কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি ।

02/10/2023

"তাকে বন্ধু বানিয়ো না, যে তোমার দোষ মনে রাখে, আর গুণ ভুলে যায়!"
_হযরত আলী (রা.)

নিজে সচেতন হই অন্যকে সচেতন করি👈
07/09/2023

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি👈

তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!তুমি আমার জায়গায় আসো,দেখবা আমিও ঠিক!'😊
27/08/2023

তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!
তুমি আমার জায়গায় আসো,
দেখবা আমিও ঠিক!'😊

26/08/2023

ফ্রিল্যান্সাররা কোথায় আটকায়...???

শোকাবহ আগষ্ট,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
14/08/2023

শোকাবহ আগষ্ট,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

06/08/2023



#𝗔𝗜 অথবা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মূলত তৈরী করা হয়েছিল মানবজাতির কল্যাণে,কিন্তু বর্তমানে #𝗔𝗜 এর সহজলভ্যতার জন্য তা ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে এবং এটির ভয়ংকর এক উদাহরণ হলো

আপনার যেকোনো ছবি থেকে আপনার 𝗙𝗮𝗰𝗲 এর অংশটুকু নিয়ে যেকোনো ভিডিও বা ছবিতে নিখুঁতভাবে প্রতিস্থাপন করাই এর কাজ।

আপনি,আমরা যদি এখনই সচেতন না হয়,তাহলে মানবজাতির বিনাশ নেমে আসবে এই এর হাত ধরে।


𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂.
[Khadija Akter Khadija Akter ]

LEADER Means:L= Loyal - অনুগত E= Enthusiastic - উৎসাহীA= Active - সক্রিয় D= Duplicable - সদৃশE= Educative - শিক্ষামূলক ...
31/07/2023

LEADER Means:
L= Loyal - অনুগত
E= Enthusiastic - উৎসাহী
A= Active - সক্রিয়
D= Duplicable - সদৃশ
E= Educative - শিক্ষামূলক
R= Responsible - দায়িত্বশীল

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khadija Akter:

Videos

Share