Creazy Feelings

Creazy Feelings EXCEED YOUR LIMITS, ERASE YOUR EXISTENCE

14/10/2024

পুরুষের যত্ন অনেক সুন্দর
যে পায় সে মেয়ে উগ্র থেকে হয়ে উঠে ওই পুরুষের কাছে কোমল পদ্ম ফুলের মতন একজন নারী

13/10/2024
13/10/2024

টিচার ট্রাপিজিয়াম এর উপপাদ্য বুঝাচ্ছেন। সব বুঝানো শেষে আমার কাছে জানতে চাইলেন কোনো প্রশ্ন আছে কি-না?
আমি বললাম, ট্রাফিক জ্যামের সাথে গনিতের উপপাদ্যের কিসের সম্পর্ক?

12/10/2024

বফ অটো চালায় সেজন্য বাবা তাকে মেনে নিচ্ছে না, বললাম CNG কিনে দেখো মেনে নেয় কিনা!!!
সেজন্য বফ বাবার পকেট থেকে টাকা নিয়ে তাকে দিতে বলে..
একটা করা কি আমার উচিৎ হবে...?

13/07/2024

ভালো রূপের চেয়ে, ভালো ভাগ্যবতী হওয়া জরুরি

09/07/2024

ভালোবাসা লাগবেনা,কেউ
একটু ফ্লার্ট করো বোরিং লাগতেছে

02/07/2024

সে আমার না হলে
মাবুদ তোমার করে নাও

01/07/2024

ছোট বোন হতে প্রথমে ৫০০ নিছিলাম,তারপর একসঙ্গে ১০০০ হাজার দেবো বলে আরো ৫০০ নিছিলাম, তারপর এক সাথে ২ হাজার দেবো বলে আরোও এক হাজার চাইলাম, সে বললো কুত্তা তর টাকা আমার লাগবো না তরে আমি ১ হাজার ভিক্ষা দিয়া দিছি যা😡😡
আমিও খুশিমনে নিজেকে হাজার টাকার ভিক্ষুক হিসেবে মেনে নিয়েছি🐸🐸

29/06/2024

দীর্ঘদিন পেইজে আছেন।
কোন অভিযোগ, বকা,
উপদেশ দেওয়ার থাকলে দেন।💙

কিছু বাস্তবতা গল্পকেও হার মানায়। ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিয়ায় ফুটবল একাডেমি প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। প...
28/06/2024

কিছু বাস্তবতা গল্পকেও হার মানায়। ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিয়ায় ফুটবল একাডেমি প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। প্রায় এক দশক পর জর্জিয়া সেই একাডেমি থেকে বেড়ে ওঠা ১১ জন খেলোয়াড়ের দল নিয়ে এবার প্রথমবারের মতো ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিল। খেলা শেষে উল্লাস করা থামিয়ে জর্জিয়ার খেলোয়াড়দের রোনালদোকে জড়িয়ে ধরতে দেখা গেছে। যে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে সে তার পুরস্কার রোনালদোর জার্সির সাথে রেখে ছবি পোস্ট করেছে। খেলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু সব কিছু ছাপিয়ে জীবন আরও অনেক বড়। অন্তত আমার চোখে এটা খেলোয়াড় রোনালদোর পরাজয় হলেও মানুষ হিসেবে রোনালদোর অসাধারণ এক বিজয়। ভাল খারাপ মিলিয়ে মানুষ, আমি সবসময় খারাপটা বাদ দিয়ে মানুষের ভালোটা গ্রহণ করার চেষ্টা করি। রোনালদোর বহু ত্রুটি থাকতে পারে, কিন্তু তার অবিশ্বাস্য কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার পাশাপাশি অন্যকে সাহায্য করার এমন বহু ঘটনা আমাকে বরাবরই অনেক অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের সফলতার পিছনে পরিচিতি এবং অপরিচিত নানান মানুষের প্রভাব থাকে। আমার জীবনে রোনালদো সেই অপরিচিত মানুষগুলোর একজন। ❤️

27/06/2024

যে সুর পুরনো ব্যাথা মনে করে দেয়😥😥

26/06/2024

একটা সময় পর মানুষ ই মানুষের কাছ থেকে পালাতে চায়...

26/06/2024

যে বাংলাদেশের ক্রিকেট খেলা বুঝে না সে সবচেয়ে সুখী মানুষ

26/06/2024

বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড সম্পর্কটার মধ্যে একটা স্যাইকোলজিকাল ব্যাপার-স্যাপার আছে,
একজন সাইকো অন্যজন লজিক্যাল,
এবার বলেন কে সাইকো কে লজিক্যাল?😐

প্রাক্তনদের নাম অনুযায়ী আপনার নাম্বার কত?🤭🤭🤪🤪
24/06/2024

প্রাক্তনদের নাম অনুযায়ী আপনার নাম্বার কত?🤭🤭🤪🤪

22/06/2024

মানুষ অতীত হয় না,, অতীত হয় সময়....

আপনাদের এখানে বৃষ্টি নাই তাই গাছ পানি দেওয়ার জন্য আমাদের এলাকায় নিয়ে যাচ্ছিলাম,,লাইট মারার কি আছে😬
21/06/2024

আপনাদের এখানে বৃষ্টি নাই তাই গাছ পানি দেওয়ার জন্য আমাদের এলাকায় নিয়ে যাচ্ছিলাম,,লাইট মারার কি আছে😬

17/06/2024

গত ঈদে যে মানুষটা সাথে ছিল এই ঈদে কি সেই মানুষটা সাথে আছে.?❤️

ঈদ মোবারক।
16/06/2024

ঈদ মোবারক।

16/06/2024

কাল আমার বিয়ে
যে করবেন চলে আসবেন 😘😘

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম। ২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস,...
14/06/2024

"ট্রুথ অর ডেয়ার" গেমে একবার একজনকে অদ্ভুত একটা ডেয়ার দিছিলাম।

২৪ ঘন্টা সে আমার সাথে যোগাযোগ করতে পারবে না। টেক্সট, ভয়েস, কল কিছুই না। সে এক্সেপ্ট করলো। তবে, ১৭ ঘন্টা পর ঠিকই টেক্সট দিলো। তার কাছে মনে হয়েছিলো, এসব ডেয়ার ফেয়ার মানার চেয়ে আমার সাথে যোগাযোগ করাটা- মনের জন্য শান্তির। অথচ সেই মানুষের সাথে আমার বহুকাল কথাই নেই। সে সবশেষ কবে টেক্সট দিয়েছে, সেটা দেখতে গেলে দুএকটা ক্যালেন্ডার উল্টে পাল্টে ফেলা লাগবে।

এ কথা বলার একটাই উদ্দেশ্য, মানুষ পরিবর্তনশীল। এটা মাথার ভেতর ভালোমতো গেঁথে নেওয়া জরুরি, সবার জন্যই। আজ আপনার ঠান্ডা জ্বরেও যে চিন্তিত, একদিন হয়তো আপনার মৃত্যুও তাকে কাঁদাবে না। যার সমস্ত ছটফটানিতে আপনার অস্তিত্ব, কখনো দেখবেন- সে ছটফটানি এখন অন্য কারো জন্য। আজ যার সাথে নানা দুঃখের গল্প শেয়ার করছেন, হুট করে একদিন সে নিজেও হয়ে যাবে 'দুঃখের গল্প'!
আপনার দিক থেকে সব ঠিক থাকলেও, কিছু মানুষ বদলে যাবে। পরিবর্তন হয়ে যাবে। যার যে ভার্সনটা আজ দেখছেন- সেটা সবসময় দেখার প্রত্যাশা রাখলে, কষ্ট পেতে পারেন... মানুষ কিন্তু সত্যিই পরিবর্তনশীল!

06/06/2024

নিজের আইডি তে ব্লক করার অপশন থাকে, তারপরও প্লিজ আমাকে ব্লক করে দাও বলে কেনো? 🙂

একসময় মানুষ জ্ঞানী ছিলো গুরুত্বের সাথে সম্পর্ক গুলো টিকিয়ে রাখতো। এরপর তারা বাস্তববাদি হয়ে যায় আর সম্পর্কের মাধ্যমে নিজে...
21/05/2024

একসময় মানুষ জ্ঞানী ছিলো গুরুত্বের সাথে সম্পর্ক গুলো টিকিয়ে রাখতো। এরপর তারা বাস্তববাদি হয়ে যায় আর সম্পর্কের মাধ্যমে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টায় থকতো।

আর এখন মানুষ পেশাদার হয়ে গিয়েছে স্বার্থ আগে দেখেই কারো সাথে সম্পর্কে জরায়।

GF এর কাছে id Password চাইছিলাম, ব্রেকাপ কইরা দিলো কিন্তু ও জানেনা আমি এটাই চাইছিলাম!🙂
13/05/2024

GF এর কাছে id Password চাইছিলাম, ব্রেকাপ কইরা দিলো কিন্তু ও জানেনা আমি এটাই চাইছিলাম!🙂

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creazy Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Fulbaria

Show All