JHS tv

JHS tv JHS tv চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন,,,,,,

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন, বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কা...
23/10/2024

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন, বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। তিনি বলেন, বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে বিভিন্ন এনজিও।

বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের জনসংখ্যার নতুন এই চিত্র প্রকাশ করেন বিশ্ব জরিপ সংস্থা।

আকতার ই-কামাল বলেন, ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। এরপর থেকে বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেয়া হচ্ছে। তারপর প্রত্যেক সরকারই বাংলাদেশের জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকিয়ে রাখতে চেয়েছে। এর পেছনে সরকারের পাশাপাশি কাজ করেছে বিভিন্ন এনজিও। দেশের জনসংখ্যা কমাতে বিদেশী দাতা সংস্থা কর্তৃক দেয়া তহবিলের সঠিক ব্যবহার হয়েছে এটা প্রমাণ করাই ছিল জনসংখ্যা কম দেখানোর আসল উদ্দেশ্য। জনসংখ্যা কমানো যায়নি বা জনসংখ্যা বেশি দেখালে বিদেশী তহবিল আসা বন্ধ হয়ে যাবে-এমন আশঙ্কা থেকেই জনসংখ্যার প্রকৃত সংখ্যা লুকানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

স্বাধীনতার পর থেকে জনসংখ্যা কত গুণ বেড়েছে তার একটা হিসাব আমরা এখানে তুলে ধরছি- "পাকিস্তান আমলে মোট জনসংখ্যা ছিল ৯ কোটি। তখনকার হিসাবে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৫ কোটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ সাহেব বললেন- বাংলাদেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি। (স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি ১৯৭৪ অনুযায়ী- বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।)

এরপর জিয়াউর রহমান (১৯৭৭ সাল) ক্ষমতায় আসার পর বললেন- বাংলাদেশের জনসংখ্যা ৯ কোটি। এরপর এরশাদ (১৯৮২ সাল) ক্ষমতায় বসার পর বললেন- বাংলাদেশের জনসংখ্যা ১১ কোটি। এরপর ১৯৯১ তে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দিলেন, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। তারপর ১৯৯৬ তে আওয়ামীলীগ

সরকার ক্ষমতায় এসে বললেন, 'বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি'। সেই ১৭ কোটি থেকে দেশের জনসংখ্যা কি আর বাড়েনি? প্রশ্ন রাখেন বিশ্ব জরিপ সংস্থা। আমরা যদি ১৯৬৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তৎকালীন ২৭ বছরের জনসংখ্যা বৃদ্ধির হার দেখি, তাহলে সেটা দেখতে পাই সোয়া তিন গুণেরও (৩.২৬ গুণ) বেশি। তাহলে ১৯৯৬ থেকে ২০২৪ সালের এই ২৮ বছরেও জনসংখ্যা বৃদ্ধির হার ৩/৪ গুণ বাড়ার কথা। কারণ পূর্বের চেয়ে গড় আয়ু বেড়েছে। বর্তমানে ৪০ কোটি জনসংখ্যা ধরলে সেটা আড়াই গুণেরও কম (২.৩৫ গুণ) ধরা হয়। কাজেই বাস্তবতা হচ্ছে- বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে গেছে। আর সোয়া তিন গুণ হিসাব করলে জনসংখ্যা হয় প্রায় ৫৫ কোটি। বিবৃতিতে আদমশুমারী সম্পর্কে সরকারী তথ্য প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভুল ও প্রতারণামূলক বলেও উল্লেখ করা হয়।

13/09/2024

আমি তো পদত্যাগ করিনি...

30/08/2024

এই হচ্ছে তাদের অপারগতার চিত্র....😭😭😭

23/08/2024

ইমাম মাহদির আবির্ভাব ও গাজওয়াতুল হিন্দ | Shaikh Tamim Al Adnani

23/08/2024

ফেনী সদর থেকে আধা কিমি পূর্বে জামেয়া রশীদিয়া যাওয়ার রোড আলোকদিয়া কাজী বাড়ীতে দুইটা বিল্ডিং এর ছাদে তিনদিন যাবত ৫০টি পরিবার আটকে আছে। জরুরী।

অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে।খারাতাইয়া, বুড়িচং😭😭😭
23/08/2024

অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে।
খারাতাইয়া, বুড়িচং😭😭😭

23/08/2024

কেউ বলছে বন্যার পানি কমছে, আবার কেউ বলছে বাড়ছে। সঠিক কোনটি😢😢

সব প্রতিশোধ নেওয়া হবে ৷" জনে জনে খবর দেভারত প্রীতির কবর দে"
22/08/2024

সব প্রতিশোধ নেওয়া হবে ৷
" জনে জনে খবর দে
ভারত প্রীতির কবর দে"

ঈ মা নের দাবি...
22/08/2024

ঈ মা নের দাবি...

এমনিতেই মানুষকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দেয়া হয়নি 🥲🥲
22/08/2024

এমনিতেই মানুষকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দেয়া হয়নি 🥲🥲

In Noakhali, the floodwaters from India are raging with such force that no speedboats can reach the people trapped in th...
22/08/2024

In Noakhali, the floodwaters from India are raging with such force that no speedboats can reach the people trapped in their homes. The water keeps rising, and now many are huddled on their rooftops, desperate for help.
There's no other way to save them but by helicopter. I beg all nations, except India, to send helicopters immediately. Women, children, entire families are waiting—time is slipping away.
Please, help us before it's too late.
We can't do this alone.

21/08/2024

কুমিল্লা ইতিহাসের সবচেয়ে
ভয়ংকর রাত শুরু হলো! 💔
😭 গোমতী নদী 😭

সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ২জন প্রতিযোগী ৩০পারা এবং ১৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছে...
21/08/2024

সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ২জন প্রতিযোগী ৩০পারা এবং ১৫ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ।

21/08/2024

ফেনী আর কুমিল্লা মিলিয়ে তিন লাখ পয়ত্রিশ হাজারের মত হিন্দু ভাইদের বসবাস।
বন্যার জলে আপনাদের মন্দির ক্ষতিগ্রস্ত হবেনা?
শাহবাগ কাঁপানো হিন্দুরা কোথাই? ভারত তো পানি ছেরে সব মন্দির আর হিন্দুদের ঘরবাড়ি ডুবাই দিলো। এবার একটু ভারতকে কাঁপাই দেন দেখি !!প্লিজ আপনারা কিছু শাহবাগে আসুন। এসে বলুন আমরা ডুবে যাচ্ছি। দেখি এবার ভারতীয়রা পাশে দাঁড়ায় কিনা।
দাদাদের আমন্ত্রণ জানাচ্ছি তাড়াতাড়ি আসুন🙏

#দেশ নিজেদেরই মনে করে, দেশকে ভালোবাসতে শিখুন। ভারত কে ভালো না বেসে বাংলাদেশকে ভালবাসুন। ভারত প্রেমী হিন্দু না হয়ে বাংলাদেশ প্রেমী হিন্দু হন।

**এবারের বন্যা যতটা না প্রাকৃতিক
তার চেয়ে বেশি রাজনৈতিক।**

21/08/2024

লিখেছেন-
মুফতি রেজাউল কারীম আবরার হাফিযাহুল্লাহ।

ফারাক্কা বাঁধ যখন নির্মাণ শুরু হয়, তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি। পাকিস্তানের প্রবল বাধার কারণে হয়তো এ বাঁধ চালু করা সম্ভব হবে কি না, সেটা নিয়ে সংশয় ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো ধরনের পানিচুক্তি ছাড়া ১৯৭৪ সালে মাত্র ৪০ দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়। এরপর ৫০ বছর কোনো ধরনের আইনকানুনের তোয়াক্কা না করে পানি প্রত্যাহার অব্যাহত রেখেছে ভা.রত। ৫০ বছর পার হলেও ৪০ দিনের পরীক্ষা এখনও শেষ হয়নি।
চীন একবার গঙ্গা নদীর উৎসমুখে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চাইলে ভা.রত জাতিসংঘ পর্যন্ত যেতে পিছপা হয়নি। অথচ আমাদের বাংলাদেশে শীতকালে তারা ন্যায্য পানি দেয় না। আবার বর্ষাকালে ভাসিয়ে দেয়। আ.গ্রস.নের আরেকটা দিক হলো, পানি প্রত্যাহার। এক নদীর পানি তারা সংযোগ করে আরেক নদীতে নিয়ে যাচ্ছে। যার কারণে মূল যে নদী বাংলাদেশে প্রবেশ করছে, তাতে পানির স্বল্পতা দেখা দিচ্ছে!
৫০ বছর থেকে ভা.রতের পানি আ.গ্রাস.নের শিকার হচ্ছে বাংলাদেশ। আ.ধিপ.ত্যবাদের কারণে ৫০ বছর কখনো বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি। একদিক থেকে আমাদের অধিকার তারা হরণ করেছে, অপরদিক থেকে তারা একের পর এক সুবিধা বাংলাদেশ থেকে নিয়েছে। করিডোর, বন্দর, ট্রানজিড সবকিছু নিয়েছে। কাঠালরানি বলেছিল, ‘ভা.রতকে এত দিয়েছি, জীবনে ভুলতে পারবে না!’
ফ্যা.সি.বাদের পতনপরবর্তী আমরা নতুন বাংলাদেশে রয়েছি। ভা.র.তের সাথে আমরা আর স্বামী-স্ত্রীর সম্পর্ক দেখতে চাই না। পানি আ.গ্রা.সন নিয়ে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাওয়া হোক। প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে ভা.র.তের সাথে সুসম্পর্ক থাকুক, এটা আমরা সকলে চাই। কিন্তু গো.লা.ম হয়ে থাকার দিন শেষ হয়েছে।
ফ্যা.সিবাদী আওয়ামী লীগ ১৫ বছরে দেশের স্বার্থবিরো.ধী যত চুক্তি করেছে ভা.র.তের সাথে, সব বাতিল করা হোক। পানির ন্যায্য অধিকার পাওয়ার জন্য চোখে চোখ রেখে কথা বলুক বাংলাদেশ। সীমান্তে হ..ত্যা বন্ধ হোক।

18/08/2024

পাকিস্তানের অবস্থা খুবই খা/রা/প।
সবার সাহায্য আজ তাদের দরকার
Pray for Pakistan. 🇵🇰🇧🇩







✅ ✅


✅ ✅
✅ ✅
✅ ✅
✅ ✅ ✅

পাকিস্তান দেশ টা ও জিতুক। আমিন।

16/08/2024

"কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে, বাসায় জানে?"
শুনে চমকে উঠলাম। হাতে তখন আবু ইসহাকের পদ্মার পলিদ্বীপ। এক রাশ আতঙ্ক নিয়ে পেছনে তাকিয়ে দেখি, হাফিজুর ভাই।
আমার মুখে হাসি চলে আসে। হাফিজুর ভাই আর যাই হোক, বই পড়ার জন্য বাসায় বিচার দেবে না, আমি জানি।
লাইব্রেরিতে জোরে কথা বলা যায় না। ফিসফিস করে বললাম, চলো বাইরে যাই। পড়তে বিরক্ত লাগতেসে।
রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রী কলেজের পাশেই। বহু পোলাপাইন এখানে বসে ফোন টিপতে আসে, প্রেম করতে আসে। আমি সত্যিকার অর্থেই বই পড়তে আসতাম।
বই পাইলে আমার মাথা কোনকালেই ঠিক থাকতো না।
তবে হাফিজুর ভাই ছিলো বইয়ের চেয়েও ইন্টারেস্টিং। এলাকার বড় ভাই। কলেজের বড় ভাই। তবে রাজনীতি করতেন আমার উল্টোটা। আমি তখন অনিমেষ পড়ে বাংলাদেশে বা-ম বিপ্লবের স্বপ্ন দেখি। আর হাফিজুর ভাই শি-বির করে দেশে ইরা★নি স্টাইলে ইস★লামি বি-প্লবের স্বপ্ন দেখেন।
কঠিন তর্ক করতাম সেই সময়। বেশিরভাগ সময়ই হাফিজুর ভাই আমার সাথে তর্কে হেরে যেতেন। তখন তো বুঝি নাই, এখন বুঝি উনি ইচ্ছা করে হারতেন আমাকে খুশি করার জন্য।
একবার কোন এক কারণে ইস্কুল থেকে বাসায় আসবো। রিকশা নাই। হাফিজুর ভাই দেখে বললেন, আমার সাইকেলে উঠো। দিয়ে আসি। আজকে ধর্মঘট। রিকশা পাবা না।
ছোটবেলা থেকেই আমি নাদুস নুদুস। সেই আমাকে নিয়ে গ্রীষ্মের দুপুরে ভাই হাপাতে শুরু করলেন। থামলেন দুইবার। আমার খটকা লাগলো। ভাইয়ের শক্তি এতো কম কেন?
বাসায় এসে দেখি আব্বুও আমাকে নিতে গেছে। আমি চলে এসেছি। আম্মু বললো, কীভাবে এলি? আমি বললাম হাফিজুর ভাই এর সাইকেলে।
আম্মু আতকে উঠলো। ওর সাইকেলে তুই উঠেছিস কেন? জানিস না ওর ক্যা-ন্সার?
আমি কিছু বলি না। এতো হাসিখুশি মানুষেরও ক্যান্সা-র থাকে? কই কোনদিন বলেনাই তো?
হাফিজুর ভাই মূলত ছিলেন লিউ-কোমিয়ার রোগী। তিনমাস পর পর রক্ত চেঞ্জ করতে হতো। অথচ এই লোকটা কত বড় অভিনেতা চিন্তা করেন, আমাদের কাউকে কখনও জানতে দেয় নাই।
এরপর ঐ লাইব্রেরির কাহিনী।
লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা একটা ঘর দেখালেন। বললেন, কোচিং দিচ্ছি। তুমি তো সায়েন্স এ থাকবা, আর্টসে গেলে পড়তে পারতা।
ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক এডমিনস্ট্রেশনে।
আমি ভাবলাম, যাক। আড্ডার আর ঝগড়ার আরেকটা জায়গা আমাদের হলো।
আমি যখনই বা-ম বিপ্লব নিয়ে কোন বই পড়তাম, ভাইকে বিপরীতে কল্পনা করতাম। কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম।
এমনই একদিন হুট করে আব্বু এসে বললো শালবাগানে রাবির এক টিচার খু★ন হয়েছে।
সারাদেশে হইচই পড়ে গেল। আমরা আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম। আব্বু বাজার না করেই চলে এসেছে। পরদিন আম্মু বললো ডিম নিয়ে আয় দোকান থেকে।
আমি ডিম আনতে গেছি। দোকানে অনেক ভীড়। সম্ভবত বাংলাভিশনে বলা হলো, রাবির টিচার হ★ত্যা মামলায় হাফিজুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
আমি বাসায় আসলাম দৌঁড়াতে দৌঁড়াতে। আম্মুকে বললাম, হাফিজুর ভাইকে পুলিশ ধরেছে। আম্মু বললো ধুর, এইটা এই হাফিজুর না। অন্য হাফিজুর। যে ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না, তারে পুলিশ কেন ধরবে?
অথচ আম্মুর জানা ছিলো না, একটা মাছি না মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসি-নার পুলিশ ধরতে পারে।
হাফিজুর ভাইয়ের বাবার ভাষ্য ছিলো, ফজরের নামাজ পড়ে ভাই ঘুমাইছিলো। বাসা থেকেই ডিবি তারে তুলে নিয়ে যায়। ইভেন প্যান্ট পরার সুযোগ তারে দেওয়া হয়নি। টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থাতেই তাকে তুলে নেওয়া হয়।
সবচে বড় কথা, একজন ক্যা-ন্সারের রোগীকে ওষুধ নেওয়ার সুযোগও পুলিশ তাকে দেয়নাই।
তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছিলো যতদূর মনে পড়ে।
দুইদিনের মাথায় অনেক চেষ্টা চরিত করে ভাইয়ের বড় ভাই ওষুধ নিয়ে সেলে যাইতে পারছিলেন।
বাট তার আর দরকার হয় নাই।
কারণ এর কিছুক্ষণ পরেই হাফিজুর ভাই পুলিশ হেফাজতে মারা যান। বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন, তাকে ওষুধ দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয় নাই।
হাফিজুর ভাইয়ের লাশ আসার পর অদ্ভুতভাবে বৃষ্টি নামলো। এলাকার সমস্ত মানুষ হাউমাউ করে কানতে লাগলো। আমার দাদির মৃত্যুর পরেও আব্বুরে আমি কানতে দেখিনি। অথচ সেইদিন আব্বুও পারলো না, বললো, এই ছেলেটারেও এমনে মেরে ফেললো?
হাফিজুর ভাইয়ের বড় ভাই বললেন, ছোটবেলা থেকেই আমাকে খুব জ্বালাইসে। তিন মাস পর পর রক্ত দিতে হতো, কত ঝামেলা। আমার আর কোন ঝামেলা থাকলো না। বলে শিশুর মতো কানতে লাগলেন।
আমি দেখলাম, লাশ নিয়ে আসা পুলিশ সদস্যরা রুমাল দিয়ে চোখ মুছতেসে।
এই মৃত্যুর পর এই পরিবারটাই তছনছ হয়ে গেল। ভাইয়ের বাবা স্ট্রো-ক করলেন, মা প্যারা-লাইজ হলেন। এতো জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি, মানুষ কতই বা আর পারে?
রেজাউল করিম হ★ত্যা মামলা নিয়ে সবার আগ্রহ শেষ হলেও আমার হয়নি। আমি শেষদিন পর্যন্ত এই মামলার খোঁজ খবর রেখেছি।
চার্জশিট দেওয়া হয়েছে। অপরাধীদের সেই লিস্টে সম্ভবত সাতজনের নাম ছিলো। না, সেখানে হাফিজুর রহমান নামে কোন নাম ছিলো না।
এর অর্থ হলো, ইভেন হাসি-নার বানানো করাপ্টেড কোর্টও এই মামলার সাথে তার নূন্যতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি।
তাহলে আমার হাফিজুর ভাইকে ম-র-তে হলো কেন? এই প্রশ্নের উত্তর দূরের কথা, এই প্রশ্ন করার স্বাধীনতাও আমরা পাইনি কোনদিন।
৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর অনেকেরই অনেকের কথাই মনে পড়েছে। আমার মনে পড়েছে হাফিজুর ভাইয়ের কথা ।
কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে, বাসায় জানে?
আমি খুব শক্ত ছেলে। অথচ যতবার এই কথাটা মনে পড়ে, আমি আর চোখ খোলা রাখতে পারি না।
হাফিজুর ভাই হিরো নন। ছিলেন না কোনদিন। তিনি অনিমেষ ছিলেন না, ক্ষুদি★রাম ছিলেন না, ছিলেন একজন ক্যা-ন্সারের রোগী। সাধারণ রাজনীতি করা পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র।
সেই মানুষটাকেও শেখ হাসি-না খু★ন করিয়েছিলেন। তাকে ওষুধ তো দূরের কথা, পানিও খাইতে দেওয়া হয়নি।
আজকাল বিকেলে বৃষ্টি হলেই হাফিজুর ভাই এর কথা মনে পড়ে খুব। মনে পড়ে, ক্যান্সা-র আক্রান্ত একটা হাসিখুশি মানুষ নিজের অসুস্থতা ভুলে একটা রুম নিয়েছিলো কোচিং সেন্টার চালাবে বলে।
কিন্তু সেই কোচিংটা তিনি আর কখনও খুলতে পারেননি।
ভয়ঙ্কর খু★নি ড্রাকুলা হাসি-নার কাছে থেকে রক্তশূন্য একজন লিউকোমিয়ার রোগীও ছাড়া পায়নি।
লিখেছেন: সাদিকুর রহমান খান!

14/08/2024

আল্লামা মামুনুল হক সাহেবের আজকের বক্তব্য
#মামুনুল_হক

Address

Fulbaria

Website

https://youtube.com/@JHStv

Alerts

Be the first to know and let us send you an email when JHS tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JHS tv:

Videos

Share

Category