আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক, আমায় ছাড়া কিছু না বুঝুক, ভোর-সন্ধ্যায় পাগলের মতো আমারে খুঁজুক!!
#তুমিআসবেবলে #প্রিয়তমা #ভালবাসুক
#fbreelsvideo #FIFAWorldCup2022
একটা মুসলিম প্রধান দেশে নবীর ইজ্জতের উপর বার বার আঘাত হয়। তা পরেও দৃষ্টান্ত মূলক কোন শাস্তির মুখোমুখি হয় না, ধর্মীয় গ্রন্থ কোরানের অবমাননা হয়, তার কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এই জাতী হিসাবে লজ্জায় মরেযেতে ইচ্ছে হয়। কী জাবাব দিব কী মুখ নিয়ে রাসুলুল্লাহ সাঃ এর সামনে তার উম্মত হিসাবে পরিচয় দিব!
শুধু এই ফেসবুক পোস্ট আর কয়দিন সাধারণ মানুষের প্রতিবাদ এরপরেই নতুন ইসু আসবে এসব ঢাকা পড়ে যাবে।
আসলে এই দেশে কারও বাপের নমে, দলের নামে ব্যাক্তির নামে কোন ধরনের মন্তব্য করলে দ্রুত বিচারের আওতায় আনা হয়।
এসবের প্রশ্রয় দিয়ে তারা কী বোঝাতে চাই কাদের কে সন্তুষ্টি করতে চাই। এরা কখনই মুসলিম উম্মার বন্ধু হতে পারে না।
হৃদয়ের পো ড়া ক্ষ ত মেরামতের আদলে মস্তি ষ্কের তীব্র য ন্ত্র ণা!
ভালোবাসার মানুষটা পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক।🌼 🖤
ভালোবাসলে, ভালোবাসার মানুষটার চোখেই পুরো পৃথিবীটা চলে আসে! 💜🖤
লেখাঃ হুমায়ূন আহমেদ ("এইসব দিন রাত্রি" )
ভিডিওঃ "এইসব দিন রাত্রি" নাটক।
কন্ঠেঃ Jarin Sultana & Md Shahriar Rana Niloy
(Use headphones for better Sound Quality. 🖤)
#fbreels #fbreelsvideo #dhakacity #humaionahamed #RonaldoCR7 #poetry #poem #FIFAWorldCup2022
ভালোবাসার মানুষটা পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক।🌼
তুমি পাশে থাকলে, আমি বিশ্বজয় করতে পারি। 💜🖤
লেখাঃ হুমায়ূন আহমেদ ("এইসব দিন রাত্রি" )
ভিডিওঃ "এইসব দিন রাত্রি" নাটক।
কন্ঠে: অপূ(Original Voice) & Md Shahriar Rana Niloy
(Use headphones for better Sound Quality. 🖤)
#fbreels #fbreelsvideo #Dhaka #friendsforever #dhakacity #poetry #poem #FIFAWordcup2022
Morning of Dhanmondi Lake
#তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে
ছেড়ে যাওয়া কিংবা ভুলে যাওয়ার জন্য মানুষ অন্তত কাউকে ভালো না বাসুক। 🖤🌼
পুরো দুনিয়ার অবহেলা একদিকে, আর সে মানুষটার ভালোবাসার পরিমাণ একদিকে, ভালোবাসা আসলেই সুন্দর,যদি মানুষটা সঠিক হয়! 🤍
সত্যিকারের ভালোবাসাগুলো দেখতেও ভাল্লাগে.. ❤️🥰
🎬 অপুর সংসার // চারুলতা-১৯৯৪