Shekh Farid

Shekh Farid ইসলামের দাওয়াত
(1)

🥺🥺
17/07/2024

🥺🥺

17/07/2024

এ যেন ফিলিস্তিনের একটি খন্ড।☹️🙂

03/06/2024

দুঃখ কষ্ট বিহীন দুনিয়া হয়না।

22/05/2024

অন্তরঙ্গ বন্ধু হতে টাকার প্রয়োজন 🙂

22/05/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Papiya's Vlog, Md Alauddin Azad, Warehs All, Md Juwel Miah, Md Nasir, Abdullah Al Mamun, Md Khalek Miya, Sohel Sohel

21/05/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

19/05/2024

সুখ, দুঃখ দুটি মিলেই জীবন তাই কখনো কষ্ট মনে করা যাবেনা কখন যেটা আসে সেটাকে উপভোগ করতে হবে😌

16/02/2024

তোমাকে না পেয়েও পেয়েছি--

কারন তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি!!!
- কিছু না পাওয়া'র আক্ষেপ মানুষকে সুন্দর করে বাঁচতে শেখায়.!'🖤🥀

@followers

14/01/2024

আমি কালোকে কখনো কুৎসিত বলি না।
__ অমাবস্যা অন্ধকার কালোকে যেমন তাঁরারা সুন্দর করে তোলে ঠিক তেমনি মানুষের সুন্দর আচরণ,মন মানসিকতা, মিষ্টি ব্যবহার কালোকেও আমার কাছে সুন্দর করে তোলে।

ভিতরের মনটাই আসল হোক সে সাদা কিংবা কালো বা শ্যামবর্ণের মানুষ !

12/01/2024

মন থেইকা যেই ভালোবাসছে সেই জ্বলছে,পুরছে, জন্মের মরা মরছে- 💔🥀

03/01/2024

ছায়ায়, আমার হৃদয় নীরবে বুনেছে, আকাঙ্ক্ষার একটি ট্যাপেস্ট্রি, যেখানে প্রেম গর্ভধারণ করে। অযাচিত ফিসফিস, মৃদু স্রোতের মতো, তবুও, তোমার দৃষ্টি একটি দূরের স্বপ্ন থেকে যায়। সময়ের পৃষ্ঠায়, আমার আবেগ উদ্ভাসিত হয়, একটি একক নৃত্য, একটি একাকী ঘূর্ণন। আশার বাগানে, আমার অনুভূতি প্রস্ফুটিত, যদিও ফিরে না আসে, তারা অন্ধকারকে অস্বীকার করে। আমার আত্মার প্রকোষ্ঠে তোমার নাম প্রতিধ্বনিত হয়, ভালবাসার একটি সুর যা তার লক্ষ্য খুঁজে পায় না। একতরফা, তবুও আমার হৃদয় আকুল হয়ে থাকে, এই অপ্রকাশিত ভালবাসায়, আমি চিরতরে স্থগিত করব।

28/12/2023

ভালোবাসা হচ্ছে পৃথিবীর শুদ্ধতম ভুল।

সেই ভুল যখন মানুষ বুঝতে পারে তখন নিজেকে আঘাত করা ছাড়া উপায় থাকে না।

মানুষ কি তীব্র আবেগে আরেকটা মানুষের সাথে নিজের জীবন জড়িয়ে ফেলে! তারপর একদিন আবিষ্কার করে সেই মানুষটা আসলে কখনো তাকে ভালোবাসে নাই।

বরং নিজের ভালোবাসা বিলাতে বিলাতে, অন্যায় আবদার মানতে মানতে, সবকিছু এডজাস্ট করে নিতে নিতে নিজের আত্মসম্মান একেবারেই হারিয়ে ফেলে।

ভুল মানুষকে ভালোবাসার চরমতম শাস্তি তো নিজেই নিজেকে দিতে হয়।

© মুহাম্মদ আরিফ হোসাইন

25/12/2023

শুধু মৃত্যুই মানে শেষ নয়-
___মানুষ শেষ হয়েও বেঁচে থাকে!

11/12/2023

ভালোবাসার মানুষ ছাড়া বাঁচা যায় -

____ভালোবাসা ছাড়া বাঁচা যায় না!

10/12/2023

ঘুরে ফিরে তুমি একই কথা বলো ভেঙে যায় হৃদয় আমার তুবুও করি শুরু -
জীবন তো একটাই, ছোট পরিসর।
ভালোবেসে কাটালাম নাহয় ছোট্ট এ সময় -🔥

সময় বদলায়, বদলায় প্রকৃতির রূপ।
বদলাই না শুধু আমি যত দিয়ে যাও দুঃখ!☺️

ভালোবাসতে কাউকে থাকতে হয় না তার জীবনে,দূর থেকেও ভালোবাসা যায় একাকি নিভৃতে-💔

অবশেষে ভালো থেকো,সুখে থাকো তুমি।
তবেই তো দূর থেকে সুখ কুঁড়াবো আমি-🙂

@followers@highlight

09/12/2023

কিসের অফার চালু হয়েছে ২৫০-৩০০৳ এর মধ্যে?

06/12/2023

হ্যাঁ-

05/12/2023

ভালোবাসা ব্যাপারটা নিঃস্বার্থ একটা ব্যাপার, নিষ্কাম একটা অনুভূতি। এখানে কোনও চাওয়া-পাওয়ার ব্যাপার নেই। ভালোবাসার মানুষটিকে পেলে তো ভালো, আর না পেলেও কিন্তু ভালোবাসা স্পষ্টভাবে টিকে থাকে। হয়তোবা, প্রেম টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে না; কিন্তু ভালোবাসাটা ঠিক‌ই টিকে থাকে। যাকে একবার ভালোবাসা যায়, কখনও তার কোন‌ও ক্ষতির কথা চিন্তা করা যায় না, কখনও তাকে নিয়ে কোন‌ও বাজে ভাবনা মানুষের মাথায় আসে না।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

Address

Fulbaria
KURIGRAM

Telephone

+8801796166138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shekh Farid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shekh Farid:

Videos

Share