Online BD Channel

Online BD Channel সত্যের আওয়াজ কানে বাজিয়ে দাও, একদিন তা নাড়া দিবেই

14/01/2025
10/01/2025

মাওঃ সাখাওয়াত হোসাইন রাজি হাফি:

সিয়ামের ফযীলত (১০৩২) আবু হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্...
11/03/2024

সিয়ামের ফযীলত

(১০৩২) আবু হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযযা অজাল্ল বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য; তবে সিয়াম নয়, যেহেতু তা আমারই জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব। সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং তোমাদের কারো সিয়ামের দিন হলে সে যেন অশ্লীল না বকে ও ঝগড়া-হৈচৈ না করে; পরন্তু যদি তাকে কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়তে চায় তবে সে যেন বলে, আমি সিয়াম রেখেছি, আমার সিয়াম আছে। সেই সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ আছে! নিশ্চয়ই রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুবাস অপেক্ষা অধিকতর সুগন্ধময়। রোযাদারের জন্য রয়েছে দু’টি খুশী, যা সে লাভ করে; যখন সে ইফতার করে তখন ইফতারী নিয়ে খুশী হয়। আর যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন তার সিয়াম নিয়ে খুশী হবে।

(বুখারী ১৯০৪, মুসলিম ২৭৬২) হাদিসের মানঃ সহিহ

হাদীস সম্ভার | অধ্যায়ঃ ৮/ সিয়াম |

04/02/2024
মসজিদুল হারামের সীমানা কতটুকু?❓✅মহান আল্লাহ পবিত্র মক্কা নগরীর নির্দিষ্ট সীমানাকে হারাম (সম্মানিত) ঘোষণা করেছেন, এবং নির...
15/11/2023

মসজিদুল হারামের সীমানা কতটুকু?❓
✅মহান আল্লাহ পবিত্র মক্কা নগরীর নির্দিষ্ট সীমানাকে হারাম (সম্মানিত) ঘোষণা করেছেন, এবং নিরাপদ ভূমি বলে আখ্যা দিয়েছেন। এখানে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ হয়ে যায়। হারাম শরিফে প্রতিশোধ নেওয়া ও রক্তপাত নিষিদ্ধ। হারামের ভূমিতে শিকার বধ করাও জায়েজ নয়। বৃক্ষ কর্তন করা বৈধ নয়। এখানে পশুপাখিরাও নিরাপদ। পবিত্র কোরআনের ঘোষণা—‘আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর রবের ইবাদত করতে, যিনি একে করেছেন সম্মানিত। সব কিছু তাঁরই। আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।’ (সুরা নামল, আয়াত : ৯১)

✅হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই এই শহর (মক্কা) যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিনই হারাম (সম্মানিত) ঘোষণা করেছেন। এটা আল্লাহর হারাম করার কারণে কিয়ামত পর্যন্ত হারামই থাকবে।’ (বুখারি, হাদিস ৩১৮৯)

✅হারামের সীমানা কী হবে, সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা জিবরাইল (আ.)-এর মাধ্যমে ইবরাহিম (আ.)-কে হারামের সীমানা দেখিয়ে দেন। তিনি জিবরাইলের নির্দেশনা মতে সীমানা স্তম্ভ স্থাপন করেন। মক্কা বিজয় পর্যন্ত এ অবস্থাতেই সেটি অপরিবর্তিত ছিল। ওই বছর রাসুলুল্লাহ (সা.) তামিম ইবন আসাদ আল-খুজায়ি (রা.)-কে প্রেরণ করে তা সংস্কার করেন। এরপর উমর (রা.) তাঁর খিলাফতকালে চারজন কুরাইশ ব্যক্তিকে পাঠিয়ে আবারও তা সংস্কার করেন।

✅হারামের সীমানা মক্কার চারপাশব্যাপী বিস্তৃত। তবে সবদিকের দূরত্ব এক সমান নয়। বর্তমানে মক্কা প্রবেশের সদর রোডে হারামের সীমারেখার একটি নির্দেশনা লাগানো আছে, যা নিম্নরূপ—

পশ্চিম দিকে জেদ্দার পথে ‘আশ-শুমাইসি’ নামক স্থান পর্যন্ত। যাকে ‘আল হুদায়বিয়া’ বলা হয়। এটি মক্কা থেকে ২২ কিমি দূরত্বে অবস্থিত।

দক্ষিণে ‘তিহামা’ হয়ে ইয়েমেন যাওয়ার পথে ‘ইজাআত লিবন’ নামক স্থান পর্যন্ত, যা মক্কা থেকে ১২ কিমি দূরত্বে অবস্থিত।

পূর্বে ‘ওয়াদিয়ে উয়ায়নাহ’ নামক স্থানের পশ্চিম কিনারা পর্যন্ত, যা মক্কা থেকে ১৫ কিমি দূরত্বে অবস্থিত।

উত্তর-পূর্ব দিকে ‘জি-ইরানাহ’ এর পথে। শারায়ে মুজাহেদিনের গ্রাম পর্যন্ত, যা মক্কা থেকে ১৬ কিমি দূরত্বে অবস্থিত।

উত্তরে ‘তানঈম’ নামক স্থান পর্যন্ত। এটি মক্কা থেকে ৭ কিমি দূরত্বে অবস্থিত। বর্তমানে এখানে একটি মসজিদ আছে, যা মসজিদে আয়েশা নামে বিখ্যাত।

মাসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে শায়খ ইয়াসীর দোসারী হাফিজাহুল্লাহ কে।হারামের সকল ইমামদের ...
08/10/2023

মাসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে শায়খ ইয়াসীর দোসারী হাফিজাহুল্লাহ কে।

হারামের সকল ইমামদের মধ্যে শেখ সুদাইস এর পরে শায়খ ইয়াসীর দোসারীর তেলাওয়াত ও আমার সবচাইতে পছন্দ ছিলো। যারা হারামে শায়খের তেলাওয়াত সরাসরি শুনেছেন তারাই জানেন উনার তেলাওয়াতে দিলে কতোটা প্রশান্তি পাওয়া যায়।

শায়খের অব্যাহতি প্রসঙ্গে বলা হয়েছে- মসজিদে হারামে চার বছর দায়িত্ব পালনের চুক্তি সম্পন্ন করেছন তিনি । এরপর আর নতুন করে চুক্তি নবায়ন করা হয় নি। (সূত্র: ইনসাইড দ্যা হারামাইন ফেইসবুক পেইজ )

কয়েকমাস আগে শায়খ সউদ আশ শুরাইম কেও ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দুইজন শায়খই আমার অত্যন্ত পছন্দের, তাদের তেলাওয়াত প্রতিনিয়ত শুনি। তাদের সুমধুর কণ্ঠের তেলাওয়াত ও সুরের ঝংকার হারামের চত্ত্বরে আর শুনা যাবে না!

আল্লাহ তায়ালা তাদেরকে হেফাজত করুন।

উমরাহ করে নিজের মনকে গড়ে তুলুন প্রফুল্ল।
08/09/2023

উমরাহ করে নিজের মনকে গড়ে তুলুন প্রফুল্ল।

14/06/2023

মুফতি আবু সাঈদ মিসবাহ

05/06/2023

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"

🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানী ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন।

Address

Fulbaria

Telephone

+8801886906612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online BD Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online BD Channel:

Videos

Share

Category