10/11/2022
Amader kurogram a meye
অভিনন্দন
আগামীর সম্ভাবনাঃ মোছাঃ রত্না খাতুন, পিতাঃ মোঃ জামাল উদ্দিন , মাতাঃ মোছাঃ রহিলা বেগম
গ্রামঃ রতি (ডাংরারহাট) ইউনিয়নঃ বিদ্যানন্দ। উপজেলা/থানাঃ রাজারহাট, জেলাঃ কুড়িগ্রাম।
তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি গাবুর হেলান সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে। এরপর সুখদেব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।
এরপর সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ , রাজারহাট এ ভর্তি হয়। এখান থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয় ।
সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ ইংরেজি বিষয়ে মনোনীত হয়েছে।
তার এই সাফল্যের জন্য বিদ্যানন্দ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(BSA) এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা এবং তার এই সাফল্যে আমরা আনন্দিত।
আশা করি, রত্না খাতুন তার শিক্ষাজীবন সুষ্ঠুভাবে শেষ করে পরিবার,দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।