Md Kawser Hossain

Md Kawser Hossain how are you

30/08/2024
আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।যাকে হিকমাহ দান করা...
09/06/2024

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা।
আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না।
কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন।
(আমীন)

07/03/2024
07/03/2024

বিশ্ব পুলিশ শীর্ষ সম্মেলন | মিডিয়া পার্টনার
বিশ্ব পুলিশ শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী 230 টিরও বেশি সরবরাহকারীর কাছ থেকে সর্বশেষ অত্যাধুনিক পুলিশিং, নিরাপত্তা এবং জননিরাপত্তা প্রযুক্তি, পরিষেবা এবং সমাধানগুলিকে একত্রিত করে৷

হল দুবাই ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি যা AI-চালিত বিপণন সমাধান, CRM, আন্তর্জাতিক ব্যবসা সমাধান এবং অনুরূপ সফ্টওয়্যার তৈরি করে। কোম্পানিটি দুবাইয়ের বুর্জ খলিফাতে সদর দফতরের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং মিশরে অফিস পরিচালনা করে।

#অপ্যাসিভ
অধিক তথ্য
o-trim.co/Newgoldenonpassive

07/01/2024
✅👉  এর কিছু প্রোডাক্টের ধারনা নেয়া যাক! 👎👎👎👎👎👎👎👎👎☑️👉  👉 অডিও / ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম। ☑️👉   👉 ডিজিটাল অবস্থান সনাক...
08/11/2023

✅👉 এর কিছু প্রোডাক্টের ধারনা নেয়া যাক!
👎👎👎👎👎👎👎👎👎

☑️👉 👉 অডিও / ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম।
☑️👉 👉 ডিজিটাল অবস্থান সনাক্ত করন প্লাটফর্ম।
☑️👉 👉 ইমেইল প্লাটফর্ম।
☑️👉 👉 সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম।
☑️👉 👉 URL Shortener প্লাটফর্ম।
☑️👉 👉 ডিজিটাল মানি ট্রান্সফার প্লাটফর্ম।
☑️👉 👉 শিক্ষামূলক ই-লার্নিং প্লাটফর্ম ।
☑️👉 👉 ক্রাউড ফান্ডিং তথা অসহায়, গরীব মানুষের সাহায্যের জন্য তৈরি প্লাটফর্ম।
☑️👉 👉 ডোমেইন হোস্টিং প্লাটফর্ম।
☑️👉 👉 অনলাইন ডিজিটাল Shop প্লাটফর্ম।
☑️👉 👉 ভার্চুয়াল সহকারী ডিজিটাল চ্যাটবট প্লাটফর্ম।
☑️👉 👉 HR ম্যানেজমেন্ট সফটওয়্যার প্লাটফর্ম।
☑️👉 👉 যে কোনো জায়গা থেকে সার্বজনীন ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগ সুরক্ষিত করার প্লাটফর্ম।
☑️👉 👉 বার্তা,ছবি, ভিডিও ইত্যাদি আদান-প্রদান প্লাটফর্ম।
☑️👉 👉 অনলাইন একাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্লাটফর্ম।
☑️👉 👉 গ্রাফিক্স ডিজাইন সহ ছবি, ভিডিও এডিটিং প্লাটফর্ম।
☑️👉 👉 কাস্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্ট প্লাটফর্ম।
☑️👉 👉 অনলাইন লাইভ অডিও ভিডিও রেকর্ডিং প্লাটফর্ম।
☑️👉 👉 অনলাইন ব্যবসা বানিজ্য প্লাটফর্ম, যেখানে B2B & B2C সংযোগ প্লাটফর্ম।

✅16th October to 20 October It is going to be a very special day for all of us because our company will be representing ...
16/10/2023

✅16th October to 20 October It is going to be a very special day for all of us because our company will be representing to the whole world through

💥JOIN US:WWW.ONPASSIVE.COM💥

আমরা আনুষ্ঠানিকভাবে অন প্যাসিফিক এবং সুপার কার মজলিসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আনন্দিত, যা...
03/10/2023

আমরা আনুষ্ঠানিকভাবে অন প্যাসিফিক এবং সুপার কার মজলিসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আনন্দিত, যাতে আমাদের দক্ষতা উদ্ভাবন এবং সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে ছেদ করে, নতুন সম্ভাবনার পথ প্রশস্ত করে যা অসম্ভবকে জানে না, যার আলোকে আমরা বিশ্বকে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি দ্বারা চালিত উদ্ভাবনী সমাধান সরবরাহ করি এবং একটি ডিজিটাল বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি যা দ্রুত এবং স্মার্ট। একেবারে।

#চুক্তি #সহযোগিতা ্যাসিফ #উদ্ভাবন #কার #কৃত্রিম_বুদ্ধিমত্তা #প্রযুক্তি #গতি #ডিজিটাল_ওয়ার্ল্ড #সৃজনশীলতা

Intelligence #স্পীড

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Md Kawser Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Fulbaria

Show All