Entertainment by Sarmin

Entertainment by Sarmin সবাই লাইক কমেন্ট করবেন, আপনাদের একটি লাইক, কমেন্ট, আমার জন্য অনেক কিছু ধন্যবাদ লক্ষ আমার যাবো বহুদূরে

Feroza Law House's owner, Ma'am Feroza Daizy, her son Fardim Hossain Dipu Bhai has been promoted to the rank of Major, c...
30/12/2024

Feroza Law House's owner, Ma'am Feroza Daizy, her son Fardim Hossain Dipu Bhai has been promoted to the rank of Major, congratulations Bhai.........
Ma'am, you are a successful mother, this is a great achievement for you, I pray for you from the bottom of my heart, Ma'am, and Major Fardim Hossain Dipu Vaiya.
Wish you all the best for Vaiya.






29/12/2024
17/12/2024

গত 13/12/2024 ইং তারিখে আমার নানি দুনিয়ার মায়া ত্যাগ করেন আল্লাহ তাকে জান্নাত নছিব করুন🤲🤲🤲🤲🤲

17/10/2024

আল্লাহ মাফ করো🤲🤲🤲🙏🙏

16/09/2024

আজকে রোজ সোমবার প্রিয় নবী হযরত মোহাম্মদ(ﷺ) এর জন্মদিন খুশি হয়ে থাকলে..♡🪶
Alhamdulillha..💙🌻

29/08/2024

আজকে একটি কথার পরিপ্রেক্ষিতে আমার বাবাকে বললাম বাবা মেয়েরা কি বাবার মাথার বোঝা হয়, বাবা আমাকে বললো মা রে মেয়েরা বাবার বোঝা না মেয়েরো বাবার মাথার মুকুট, তখন চোখ দুটো পানিতে ভরে গেলো। বেচে থাকুক পৃথীবির সকল বাবা।❤❤❤❤

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে এয়ারপোর্টে যাত্রীদের জন্য ১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্...
29/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে
এয়ারপোর্টে যাত্রীদের জন্য
১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। ডক্টর ইউনুস স্যার 💗🫡

25/08/2024

এই সংকটের মধ্যে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন, তারা দেশের শত্রু এবং জাতির শত্রু। বিশেষ করে দেখলাম আমাদের পটুয়াখালীর সহ আরো কিছু জেলাতে আনছার বাহীনি আন্দোলন করছে। এমন সময় আপনারা সরকারকে এমন দাবী দিতেপারেন না । আপনাদের উচিত এখন যে এলাকাগুলোর মানূষ অসহায় পানিতে ডুবুডুবু করছে বাকী বাহীনিদের সাথে তালমিলিয়ে তাদের পাশে থাকা। আর আমার মনেহয় আন্দোলন চালিয়ে যেতে থাকলে আপনারা কী? আওয়ামীলীগ এর একটি দল ।

23/08/2024

আমার দেশ বাংলাদেশ ❤️এই তো সেই বাংলা, যেখানে আমরা সবাই এক।এটাই তো চেয়ে ছিলাম। ধন্যবাদ ইন্ডিয়া,আবার ঐক্য ফিরিয়ে আনার জন্য। তোমরা যা পারো করো, এই প্রজন্মের যে দেশ ভক্তি জেগেছে,পানি তো দূরে থাক মিছাই দিয়াও এই ভক্তি এক বিন্দুও কমানো যাবে না। শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের সজনদের রক্ষা করবো।ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।ইনশাআল্লাহ।

Let us all stand by them🥲🙏🙏🙏
22/08/2024

Let us all stand by them🥲🙏🙏🙏

ড. ইউনূস  এবার  টের  পাচ্ছেন, কত  বড়ো  অজ্ঞ, নির্বোধ  আর  অকৃতজ্ঞ  জাতির  ভাগ্য  পরিবর্তনের  ভার  নিজ  কাঁধে  তুলেছেন। এ...
22/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।

একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,

১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,

সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,

একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,

হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,

এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,

রক্তের দাগ এখনো শুকায় নাই ।

এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।

বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?

১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?

আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।

লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?
দেশ তো ঠিক হবেই ইনশাআল্লাহ কিছু মানুষ এবং কিছু জাতের ব্যবহার সারাজীবন মনে থাকবে। সংগ্রাম না করে নতুন সরকারের পাশে থাকেন দেশের নাগরিক হিসাবে পাশে থাকেন ভালো বেসে পাশে থাকেন একটি দেশ সুন্দর করার উদ্দেশ্যে পাশে থাকেন। দেখবেন একটা সময় সব এই ডাঃ ইউনূস স্যারের হাত ধরে দেশটি অনেক সম্মামনা লাভ করবে।
দেশের

বাংলাদেশের স্টুডেন্টরা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের দেশকে স্বাধীন করতে হয়..✊পাকিস্তান জিন্দাবাদ। ইসলাম জি...
16/08/2024

বাংলাদেশের স্টুডেন্টরা সারাবিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের দেশকে স্বাধীন করতে হয়..✊
পাকিস্তান জিন্দাবাদ। ইসলাম জিন্দাবাদ।
পাকিস্তান ভাই-বোনদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা রইলো ইনশাল্লাহ বিজয় তোমাদের হবে

Yaa Allah save pakistan student..🤝🥹🇧🇩🇧🇩🇧🇩🇵🇰🇵🇰🇵🇰
Students of Bangladesh have shown the whole world how to make their country independent..✊
Long live Pakistan. Long live Islam.
Many prayers and love to Pakistan brothers and sisters, inshallah victory will be yours
Pakistani News Anchors
Pakistan Views
Pakistani Drama Posting BD 🇧🇩 (PDA backup)
Pakistan Problems

হাসু আপা কেদে কেদে বলছিলো মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিনশো কোটি কিন্ত স্বাধীন পরিচালক বলছেন ৫০ কোটির বেশি ...
15/08/2024

হাসু আপা কেদে কেদে বলছিলো মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিনশো কোটি কিন্ত স্বাধীন পরিচালক বলছেন ৫০ কোটির বেশি কোনো ভাবেই না।
আপা এবং কাউয়া কাদের সমস্বরে বলেছিলো ১ বছরেও মেট্রোরেল চালু করা সম্ভব না, কিন্ত পরিচালকরা বলছেন আগামী শনিবার অর্থাৎ ১৭ ই আগস্ট থেকেই চালু করা সম্ভব মেট্রোরেল।
আপার জন্য মিথ্যাচারের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথবা মিথ্যাতে নোবেল পুরষ্কার বরাদ্দ করার জোর দাবী জানাচ্ছি। হাসু আপাকে এবং তার সাথে যারা ছিলো তাদেরকে মিথ্যা বলতে বলতে দেশটাকে একেবারে লাড্ডু বানাই ফেলছে😡😡😡

আল্লাহ সবার উপর রহমত দেন না ( রহমতের বৃষ্টি)@highlight তরুন প্রজন্মের ভরসা আলহামদুল্লিাহ
13/08/2024

আল্লাহ সবার উপর রহমত দেন না ( রহমতের বৃষ্টি)
@highlight তরুন প্রজন্মের ভরসা আলহামদুল্লিাহ

ট্রাফিকের ভূমিকায় তাদের সাথের সময়, আমার দেশেকে আমি অনেক ভালোবাসি আমার দেশ আমার জন্মভূমি।।।।
12/08/2024

ট্রাফিকের ভূমিকায় তাদের সাথের সময়, আমার দেশেকে আমি অনেক ভালোবাসি আমার দেশ আমার জন্মভূমি।।।।

এটা ভাবা যায় ৫০ থেকে ৬০ বছরের সচিবরা স্যার বলে ডাকেন আল্লাহ পাক যাকে ইচ্ছে সম্মান দান করেন, কে তাকে দমিয়ে রাখতে পারে মাশ...
11/08/2024

এটা ভাবা যায় ৫০ থেকে ৬০ বছরের সচিবরা স্যার বলে ডাকেন আল্লাহ পাক যাকে ইচ্ছে সম্মান দান করেন, কে তাকে দমিয়ে রাখতে পারে মাশআল্লাহ 25 বছর বয়সে মন্ত্রী বাংলাদেশে প্রথম অভিন্দন আরো একবা ভাই Asif Mahmud

Address

Uttara
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment by Sarmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment by Sarmin:

Videos

Share

Category