BTN News MEDIA

BTN News MEDIA Social Awareness and News Related Pages Stay with us by liking and sharing our page.

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান...
16/12/2023

এক বৃদ্ধ লোক তার গরুটিকে জবাই করে আস্ত গরুর কাবাব তৈরি করলো। এরপর তার কন্যাকে ডেকে বললো-“আমাদের যত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, ডাকো। একসাথে বসে খানাপিনা করি।

কন্যাটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো-“আমাদের বাড়িতে আগুন লেগেছে! দ্রুত আসুন সবাই। আগুন নিভাতে সহায়তা করুন!”
সবাই এলো না। কেউ কেউ ঝামেলা মনে করলো।
কেউ কেউ দৌড়ে এলো পানির বালতি নিয়ে।

বিকেলে খেতে বসে আশপাশে তাকিয়ে বৃদ্ধ অবাক। কাউকেই তো চেনেন না তিনি। এরা কারা?

কন্যা বাবাকে বললো-”বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন সহায়তা করতে তারাই আমাদের আপনজন। আত্মীয় কিংবা বন্ধু তারাই। তাই তাদেরকেই দাওয়াত করেছি।

একটা কথা সবাই মনে রাখবেন-“যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাবার যোগ্যতা রাখে না, বাস্তব কথা এটা👈

সামান্য কিছু ফি এর জন্য  অদক্ষ আমিন দিয়ে জমি পরিমাপ করলে লক্ষ টাকার ক্ষতি হতে পারে৷  লক্ষ টাকার বাগান এক টাকার ছাগল দিয়ে...
03/12/2023

সামান্য কিছু ফি এর জন্য অদক্ষ আমিন দিয়ে জমি পরিমাপ করলে লক্ষ টাকার ক্ষতি হতে পারে৷

লক্ষ টাকার বাগান এক টাকার ছাগল দিয়ে নষ্ট করাবেন না।

একজন দক্ষ সার্ভেয়ার কখনোই ভূল ফর্মূলাতে হিসাব করবে না।

কিন্তু দূঃখের বিষয় সারা দেশে এখনো অধিকাংশ ক্ষেত্রে এই গড়ের ফর্মূলাতে হিসাব করে জমি মাপা হয়।

আমরা অনেকেই জানি না জমি আয়তাকার বা গড় পদ্ধতিতে পরিমাপ করতে হলে এই তিনটি শর্ত পূরণ করতে হবে
০১। এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল।
০২।আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান।
০৩। অভ্যন্তরের চারটি কোণের প্রত্যেকেই এক সমকোণ।
এই তিনটি শর্ত পূরণ হলে গড় সূত্রে পরিমাপ সঠিক হবে অন্যথায় ভূল হবে।

কিন্তু নকশার সবগুলো জমি কি আয়তাকার? না। তাহলে অন্যান্য আকৃতির জমির জন্য পৃথক পৃথক সূত্রের ব্যবহার করতে হবে।

এছড়া ও ত্রিভুজের নেটওয়ার্ক বিনস্ত করে হেরন্স এর বিষম বাহু ত্রিভুজের সূত্র দিয়ে পরিমাপ করলে সঠিক আসবে।

কিন্তু সব সময় গড় পদ্ধতিতে সঠিক ফলাফল আসবে না।

তাই জমি কেনার সময় অবশ্যই সঠিক ফর্মূলা জমি পরিমাপ করে নিবেন।

ভূমি বিষয়ের যেকোনো তথ্য সেবা এবং ভূমি পরিমাপের জন্য যোগাযোগ করুন

না বলতে শিখুন,,,এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,,  এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার স...
14/09/2023

না বলতে শিখুন,,,
এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো,
কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে ..
কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।

আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..
কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন,
আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...
আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না,,,

এশিয়া কাপে বাংলাদেশের সেরা সাফল্যঃ-- ২০১২ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে ১ম বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলছিলাম.😘- ২০১৬...
12/09/2023

এশিয়া কাপে বাংলাদেশের সেরা সাফল্যঃ-
- ২০১২ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে ১ম বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলছিলাম.😘
- ২০১৬ সালে মাশরাফির নেতৃত্বে ২য় বারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলছিলাম.🥰
- ২০১৮ সালে মাশরাফির নেতৃত্বে ৩য় বারের মতো এশিয়া কাপের ফাইনাল ফাইনাল খেলছিলাম.❤️

বিদ্রঃ- তখন কিন্তু এত আধুনিক ক্রিকেট ছিলো না ও কড়া হেডমাস্টার কোচ ও ছিলো না।🥱

সরকারি ছুটির প্রকার, কারণ ও মেয়াদ-২০২৩।
01/09/2023

সরকারি ছুটির প্রকার, কারণ ও মেয়াদ-২০২৩।

নগর পিতাদের উচিৎ আমাদের সমাজের এই পিতাদের জন্য পর্যাপ্ত সম্মানি ও সেফটির ব্যবস্থা করা। এই ডিজিটাইলেশনের যুগে এসেও এই পিত...
23/07/2023

নগর পিতাদের উচিৎ আমাদের সমাজের এই পিতাদের জন্য পর্যাপ্ত সম্মানি ও সেফটির ব্যবস্থা করা। এই ডিজিটাইলেশনের যুগে এসেও এই পিতারা যে সকল রিস্কি মাধ্যমে ম্যানহোল পরিস্কারের কাজ করে থাকে সেটা সত্যি খুবি অচিন্তনীয়।

আশা করি সমাজের এই মানুষগুলোর জন্য পর্যাপ্ত প্রযুক্তির সুবিধা নিশ্চিত করবে দায়িত্বপ্রাপ্তরা।

ছবি: সংগৃহীত

খুলনা থেকে ঢাকা আসতে ১৯ জায়গায় চাঁদা দিতে হয় একজন ট্রাক ড্রাইভারকে। বুঝেছেন তো! ৫ টাকা কেজি দরে কেনা বেগুন ঢাকা আসতে আসত...
18/07/2023

খুলনা থেকে ঢাকা আসতে ১৯ জায়গায় চাঁদা দিতে হয় একজন ট্রাক ড্রাইভারকে। বুঝেছেন তো! ৫ টাকা কেজি দরে কেনা বেগুন ঢাকা আসতে আসতে ৭০ টাকা কেন হয়৷ ❓

হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে!🥰🌸🤝
14/07/2023

হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে!🥰🌸🤝

হোটেল, রেস্তোরাঁ অথবা বাসা বাড়ি-তে নিরাপদে ও নির্বিঘ্নে রান্না চলবে ওমেরা এলপিজি দিয়ে।

ওমেরা এলপি গ্যাস হোম ডেলিভারি পেতে অথবা বিস্তারিত তথ্যের জন্য কল করুন ০১৭০৮৬০১২৬৯ নম্বরে।
প্রাপ্তিস্থান :
রাজু ইলেকট্রনিকস
বীর কামট খালী দক্ষিণ বাজার
নান্দাইল, ময়মনসিংহ।

২০১৭ সালে এই নোটটির জন্ম হয়। রহিম সাহেব সঞ্চয় হিসাবে ব্যাংকে রেখে দিয়েছিল।সেই সময় এই নোটটি নিয়ে বাজারে গেলে ১ কেজি গর...
11/06/2023

২০১৭ সালে এই নোটটির জন্ম হয়।
রহিম সাহেব সঞ্চয় হিসাবে ব্যাংকে রেখে দিয়েছিল।
সেই সময় এই নোটটি নিয়ে বাজারে গেলে ১ কেজি গরুর মাংস কেনার পরেও ১০০ টাকা বাঁচতো।
২০২৩ সালে এসে ব্যাংক ভেংগে এই নোটটি নিয়ে বাজারে গেলে এক কেজি গরুর মাংস কেনার জন্য আরও ৩০০ টাকা যোগ করতে হচ্ছে।

তাহলে নোটটির বর্তমান বাজার মূল্য কত?????

সেভিংস হিসাবে টাকার নোট নিরাপদ নাকি অন্য কিছু????

যেই ছেলে ১৫ টাকার বেনসন কিনে বন্ধু'দের সামনে অহংকারের ধোঁয়া ছাড়তো...সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দো...
02/06/2023

যেই ছেলে ১৫ টাকার বেনসন কিনে বন্ধু'দের সামনে অহংকারের ধোঁয়া ছাড়তো...সেই ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষের কাছে দোয়া চায়...!!

মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে,বাড়ী ছেড়ে দেয়ার হুমকি দিতেন যেই হাজীসাহেব..উনি আজকে শ্বশুরবাড়ীতে আশ্রয় নিয়েছেন ব্যাংক নিলামের শিকার হয়ে...!!

এক সময়কার নামকরা বিউটি সোপ কসকো আজ টয়লেটে ব্যবহৃত হচ্ছে।

পূর্ব পুরুষ হতে প্রজন্ম প্রজন্ম ধরে যারা আপনার বাড়িতে কাজ করে পেটের জ্বালা মিটাত তাদের সন্তানেরা আজ আপনার বংশধরদের ভিটেছাড়া করতে চায়!!

সময় খুব'ই নির্মম, খুব'ই অমানবিক আবার মাঝে মাঝে খুব'ই রোমান্টিক! কখন কি উপহার নিয়ে দাঁড়িয়ে যাবে আপনার সামনে, আপনি টেরই পাবেন না...!!

সময় কখনোই স্থির নয়, সব-সময় আপনার নয়, সারাজীবন আপনার পক্ষেও নয় আবার বিপক্ষেও নয়! সুতরাং এই সময়'কে সুযোগ দম্ভ, প্রতিশোধপরায়ন, হতাশ কিংবা আনন্দিত হবার কিছুই নাই, অহংকার কিংবা দাম্ভিকতারও কিছুই নাই...

চিরকাল কারো সমান নাহি যায়। আপনার এই কষ্টের সময়ও একদিন ফুরিয়ে যাবে। শুধু ধৈর্য্য ধরে সময়ের সদব্যাবহার করে বিধাতার উপর ভরসা রেখে পরিশ্রম করাই আমাদের কাজ।

01/06/2023

মা -বাবা থাকতে গুরুত্ব দিন তাঁদেরকে!
#বাবা
#মা

11/05/2022
07/05/2022
বাংলাদেশের নতুন স্মারক নোট
21/09/2021

বাংলাদেশের নতুন স্মারক নোট

প্রিয় ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দআসসালামুআলাইকুমপ্রায় ১বছর ৬মাস পাঠদান বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর  ২০২১ খ্রি,  রোজ ...
12/09/2021

প্রিয় ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ
আসসালামুআলাইকুম
প্রায় ১বছর ৬মাস পাঠদান বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর ২০২১ খ্রি, রোজ রবিবার থেকে স্বাস্হ্য বিধি মেনে পাঠদান শুরু হবে,তাই বিদ্যলয়ের আভিভাবকদের তাদের সন্তানদের নিচের রুটিন অনুযায়ী
@ পঞ্চম শ্রেণি প্রতিদিন।
@চতুর্থ শ্রেণি শনিবার।
@তৃতীয় শ্রেণি রবিবার।
@দ্বিতীয় শ্রেণি সোমবার
@প্রথম শ্রেণি মঙ্গল বার।
বিদ্যালয় পাঠাতে সবিনয়ে অনুরোধ করা হলো।
শুভেচ্ছান্তে

অবশেষে ফাইনালি স্কুল কলেজ খুললো✌️পোলাপাইন গুলা দীর্ঘ দেড় বছর পর চিল করার সুযোগ পাইলো☺️নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যা...
12/09/2021

অবশেষে ফাইনালি স্কুল কলেজ খুললো✌️
পোলাপাইন গুলা দীর্ঘ দেড় বছর পর চিল করার সুযোগ পাইলো☺️
নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা।

আপডেট: টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,...
09/09/2021

আপডেট: টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম।

আগামী ২৩ শে সেপ্টেম্বর সারাদেশের সকল ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে।
09/09/2021

আগামী ২৩ শে সেপ্টেম্বর সারাদেশের সকল ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

জরুরি ঘোষণা যারা AstraZeneca (Covishield) ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী  কেন্দ্...
23/08/2021

জরুরি ঘোষণা

যারা AstraZeneca (Covishield) ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে ২য় ডোজ গ্রহণ করুন।


21/08/2021

একটা হাওয়ার গাড়ি রে মন😀
#শাহরিয়ার মাহমুদ চঋল

16/08/2021

বীর কামট খালী (দঃ) বাজার
ডাচ্-বাংলা ব্যাংকে আজই চলে আসুন।

৫ মাসের প্রেগন্যান্ট,জিতেছে ৪০০ মিটার দৌড়ে। ❤ অদম্য ইচ্ছা শক্তি নিয়ে যেতে পারে অনেক দূরে। সম্মান এবং শ্রদ্ধাবোধ এমনিতেই ...
10/08/2021

৫ মাসের প্রেগন্যান্ট,
জিতেছে ৪০০ মিটার দৌড়ে। ❤
অদম্য ইচ্ছা শক্তি নিয়ে যেতে পারে অনেক দূরে। সম্মান এবং শ্রদ্ধাবোধ এমনিতেই চলে আসে।

Sweet Memories of Shakib Al Hasan ❤️
07/08/2021

Sweet Memories of Shakib Al Hasan ❤️

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।এই হচ্ছে বাংলাদেশের একাদশ : সৌম্য, নাঈম, সাকিব, রিয়াদ, আ...
03/08/2021

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।

এই হচ্ছে বাংলাদেশের একাদশ : সৌম্য, নাঈম, সাকিব, রিয়াদ, আফিফ, শামীম, সোহান, শেখ মাহেদী, নাসুম, মুস্তাফিজ, শরিফুল।

30/07/2021

রোববার থেকে খুলছে গার্মেন্টস ও শিল্প কলকারখানা।

Address

Fulbaria

Telephone

+8801648431450

Website

Alerts

Be the first to know and let us send you an email when BTN News MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BTN News MEDIA:

Videos

Share

Nearby media companies