Feni Entertainment

Feni Entertainment A House Of Advertisement, Drama & Film Maker

23/04/2024

এই গরমে জীবন-যাপনে সাবধান

05/07/2023

Good Morning

06/06/2023

বন্ধুরা, আজ রিলসভিডিও আপলোড করার কথা থাকলেও বিশেষ কারন-বশত আপলোড করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি শুক্রবার সন্ধ্যা ৭টায় আপলোড করতে পারব।

04/06/2023

"শুভ সকাল"

02/06/2023

সালমানঃ বন্ধুরা, দুই প্রকার মেয়েদের পেছনে ঘুর ঘুর করবেনা।
বন্ধুরাঃ কোন কোন প্রকারের মেয়ে?
সালমানঃ এক, যে মেয়ের পেছনে আমি আছি।
বন্ধুরাঃ আচ্ছা, তারপর?
সালমানঃদুই, যে মেয়ের পেছনে আমি অনেকদিন ঘুরেও পটাতে পারিনি।

12/05/2023

জুমা মোবারক

04/04/2023

স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-

স্ত্রী : কয়েকদিন ধরে উপমা নামটা তোমার মুখ থেকে খুব শুনছি। বাবুকে পড়ানোর সময়ও বললে। মেয়েটা কে?

স্বামী : আরে উপমা মেয়ের নাম নাকি? হা-হা-হা...।

স্ত্রী : হাসি বন্ধ। আমার সঙ্গে চালাকি করবে না। উপমা মেয়ের না ছেলের নাম, তা বোঝার বয়স আমার হয়েছে। ছি ছি ছি, এ বয়সে তোমার ...!

স্বামী : ওরে বাপুরে, উপমা হল বাংলা গ্রামারের একটা অংশ।

স্ত্রী : চিটারি করার আর জায়গা পাও না, উপমা গ্রামারের অংশ! আমারে তুমি গ্রামার শেখাও!

স্বামী : তুমি দেখছি পাগল হলে, উপমা হল এক ধরনের বাক্য অলংকার।

স্ত্রী : অলংকার! এর মধ্যে অলংকারও কিনে দেয়া হয়েছে! হায় হায় রে, আমার কপাল পুড়ল রে, আমি এখন কী করব রে...!

03/04/2023

পার্টিতে এক লোক বসে আছে। একটু পর এক সুন্দরী তরুণী এসে তাকে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’

লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই!’

মেয়েটি এবার বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!’

02/04/2023

হাসান : বাবলু, তোর গরম লাগলে তুই কী করিস?

বাবলু : কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি।

হাসান : তাতেও যদি তোর গরম না কমে?

বাবলু : তখন এসি অন করি।

01/04/2023

মা : তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কমন পড়েছে তো।

ছাত্রী : না মা, ভালো পরীক্ষা দিতে পারিনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি।

মা : যাই হোক, এবার জীবনে প্রথম খাতায় কিছু লিখেছিস, পাস নম্বর তো উঠবেই, তাই না।

ছাত্রী : না মা।

মা : কেন? তুই না বলেছিস অনেক কিছু লিখেছিস?

ছাত্রী : হ্যাঁ, লেখাগুলো ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য খাতাটি বাসায় নিয়ে এসেছি। আগামীকাল শিক্ষকের কাছে খাতা জমা দিয়ে দেব!

31/03/2023

এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে—
শিক্ষক: বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: তাহলে Powder মানে কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: সব কিছুই কি গুরা নাকি?
ছাত্র: না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।

26/03/2023

বন্ধুরা, মে-২০২৩ ইং এর ১ম সপ্তাহ হতে UPDATE ENTERTAINMENT আয়োজিত সপ্তাহিক কুইজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, প্রতি সপ্তাহের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে পুরুষ্কার (প্রতিজনকে ১০০ টাকা) দেয়া হবে। যারা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা এখনই UPDATE ENTERTAINMENT-এ ভিজিট করে "Like" দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

22/03/2023

প্রশ্নঃ আচ্ছা খেতে ভালো লাগে, কিন্তু পড়তে ভালো লাগেনা কেন?

উত্তরঃ পড়তে কারো ভালো লাগেনা, কারণঃ হাত-পা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, তাই।

21/03/2023

বন্ধুরা, দীর্ঘ বিরতির পর আবার নতুন করে আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।

Address

S. S. K Road
Feni

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Feni Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share