Vatial Online

Vatial Online আপনাকে স্বাগতম

১ জুলাই ২০১৫ ভাটিয়ালের জন্ম। প্রকৃতির সাথে কখনও প্রতিদ্বন্দ্বী করতে নেই। অপ্রতিদ্বন্দ্বীতার মাঝে থাকতে হয় পৃথিবীকে। কারণ প্রকৃতি আর পৃথিবী এক নয়। পৃথিবীকে দেখা গেলেও—প্রকৃতি কিন্তু বরাবরই অদৃশ্য শক্তিমান। ভাটিয়াল বিশ্বাস করে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই বরং ভাটিয়াল পরিবারের সুচিন্তা আর বিষয়ভিত্তিক কাজের কারণে, ভাটিয়াল আজ পাঠক ও লেখকদের মাঝে অবস্থান করছে। ২০১৮ সাল থেকে ভাটিয়াল পুরোদমে প্রকাশনার

কাজ অর্থাৎ বই প্রকাশ করে আসছে। ঢাকা একুশে বইমেলা ও জেলা শহর ফেনীতে প্রতিবছর স্টলসহ সারাবছর অনলাইনে বই বিক্রয় করা যায়।

ত্রিপুরা সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম বাউরখুমা। বিলোনিয়া নামে যেটির সর্বাদিক পরিচিতি। একদিন স্বপ্ন ছিল এই গ্রামে একটি পাঠাগার তৈরি করার। সেই স্বপ্ন ধীরে ধীরে বাড়তে লাগল এবং অনেকদিন ধরে প্রস্তুতি নিতে নিতে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বিলোনিয়া ও তালুকের কিছু শিক্ষিত ও আদর্শমুখ নিয়ে ❝ভাটিয়াল মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার❞ প্রতিষ্ঠা পায়। অর্থাৎ প্রকাশন, পত্রিকা ও পাঠাগার নামে ভাটিয়াল এখন বাংলাদেশসহ ত্রিপুরা ও কলকাতার বাংলা ভাষাভাষিদের মাঝে দারুণ পরিচিত ও প্রশংসিত।

ভাটিয়াল পরিবার ও সদস্যগণের পরামর্শে ‘ভাটিয়াল’ নামকরণ। ভাটিয়াল, তার নীতিতে আপসহীন থাকবে। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, উগ্রতার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা বিরোধ চাই না, চাই শান্তিপূর্ণ সহাবস্থান।

—আলমগীর মাসুদ
সম্পাদক, ভাটিয়াল

৭ দফা দাবিতে পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এসময় ...
12/01/2025

৭ দফা দাবিতে পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এসময় দু’পক্ষে মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
আজ রোববার সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে। পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

শহরে লিফলেট বিতরণকালে স্থানীয় জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকারকে কি প্রশ্ন করতে পেরেছেন, কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। এই আন্দোলনের জন্য ১৫০০-২ হাজার লোক শহীদ হয়েছেন। তাদের রক্তের জন্য হলেও এই জিনিসটা লাগবে। এখন অনেকেই বলছে, নির্বাচিত হলে তারা অনেক কিছু করে দেবে। নির্বাচন হলে যেই আসুক না কেন, তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করতে না পারলে এই নতুন সংবিধানের আলোকে আপনারা তাদেরকে ধরতে পারবেন।

নেতৃবৃন্দরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারাদেশে জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসমাবেশ করবে। সকল শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কার্ভাডভ্যান জব্দ করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ...
12/01/2025

বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কার্ভাডভ্যান জব্দ করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান

একজনের মৃত্যুফেনীতে টিনবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ...
11/01/2025

একজনের মৃত্যু

ফেনীতে টিনবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে ফেনী শহরতলীর ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত শ্রমিকের নাম আবদুল গনি (ইমরান)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানী বাড়ির আহসান উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

পুলিশ জানায়, ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই গাড়ি উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান উল্টে যাওয়া গাড়ির টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা আহসান উল্লাহ্ বলেন, ‘ইমরান তার অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায় সে দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।’

09/01/2025

গ্রাম বাংলার হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এবারের আয়োজনে মারামারি ও ভাঙচুর। স্থগিত করা হয়েছে ইত্যাদি

ওসির মরদেহ উদ্ধারশরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্প...
09/01/2025

ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় ওসির নিজ কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

09/01/2025

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর করা হয় ডাকাতি!
বিস্তারিত কমেন্ট...

09/01/2025

সৌদি আরবে গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে ব্যাপক বন্যা শুরু হয়েছে। বন্যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ইতোমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)

এক পরিবারের চারজন নিহতসাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ...
09/01/2025

এক পরিবারের চারজন নিহত

সাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স—এএম/এমএফ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শুরু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ‘দ্য ক্লিনিক’ নামের একটি ব...
08/01/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শুরু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ‘দ্য ক্লিনিক’ নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এর আগে বেগম জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ১৫ মিনিট) হিথরো বিমানবন্দরে পৌঁছায়।

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন সাবেক এ প্রধানমন্ত্রী।

08/01/2025

চীনের তিব্বত অঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২৬ জনে পৌঁছেছে...

08/01/2025

১৭ বছর বয়সী মেয়ের ধর্ষণের সংবাদ শুনেই বাবার মৃত্যু। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায়!

বাসাবাড়ির দরজার তালা কাটার সময় একজনকে আটক করা হয়েছে। ৭ জানুয়ারি সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফেনী শহরের শাহীন একাডেমির রফিক ম্য...
07/01/2025

বাসাবাড়ির দরজার তালা কাটার সময় একজনকে আটক করা হয়েছে। ৭ জানুয়ারি সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফেনী শহরের শাহীন একাডেমির রফিক ম্যানশনে।

07/01/2025

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

বিস্তারিত কমেন্ট

নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রবীর মিত্র বেঁচে থাকবেন
05/01/2025

নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রবীর মিত্র বেঁচে থাকবেন

শিশুর মৃত্যু : বিষয় পরকীয়া ও অন্তরঙ্গ মুহূর্তরাজধানীর পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারসংলগ্ন লেকপাড় থেকে শিশুর ...
04/01/2025

শিশুর মৃত্যু : বিষয় পরকীয়া ও অন্তরঙ্গ মুহূর্ত

রাজধানীর পল্লবীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেলের পিলারসংলগ্ন লেকপাড় থেকে শিশুর লাশ উদ্ধারের ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়ার বলি হয়েছে ছয় মাস বয়সী আমেনা। শিশুটির কান্নাকাটির কারণে তার মা ও কথিত প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তে ব্যাঘাত ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে তারা শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে। পরে বালিশ চাপা ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আমেনাকে।

হত্যাকাণ্ডের এক মাসের মাথায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় জড়িত শিশুটির মা ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ফাতেমা আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জাফরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পল্লবী থানা পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৬ ডিসেম্বর বিকেল সোয়া ৩টার দিকে দিয়াবাড়ির লেকপাড় থেকে একটি ব্যাগের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুর মৃতদেহ পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ দেখতে পায়, মৃতের গলায় সন্দেহজনক আঘাতের দাগ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা করে। তিনি জানান, তদন্তের একপর্যায়ে শিশুটির নাম–পরিচয় ও বয়স জানতে পারে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পল্লবী এলাকা থেকে শিশুটির মা ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও ফাতেমাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হন, জাফর নামে এক ব্যক্তির সঙ্গে শিশুটির মায়ের পরকীয়া রয়েছে। এর জের ধরেই শিশু হত্যার ঘটনা ঘটে। ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

04/01/2025

নায়িকা অঞ্জনা আজ শনিবার রাত ১টা ৩০ মিনিটে ৬০ বছর বয়সে মারা গেছেন। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতিঅবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাং...
02/01/2025

জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। বাংলাদেশের জনগণ তাঁকে তাঁর ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ এ প্রত্যাশা অনুযায়ী এ প্রস্তাব অনুমোদন করে।

কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তাঁর বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর (পুরাতন) সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়।

এরপর ১৯৭৬ সালের জানুয়ারি বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক সমাবর্তন উৎসবে এই উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অসুস্থতার জন্য নজরুলকে এ উৎসবে আনা সম্ভব হয়নি। পরবর্তীকালে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তারিখে বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ নজরুলকে ডি. লিট উপাধিতে ভূষিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মতিন চৌধুরী নজরুলের উদ্দেশে একটি মানপত্রও পাঠ করেন।

কবি নজরুল ১৯৭৬ সালের ২৯ আগস্ট ইন্তেকাল করেন। নজরুল তার একটি গানে লিখেছেন, ‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই’। এই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

তার নামাজে জানাজায় ১০ হাজারেরও বেশি মানুষ শরিক হন। জানাজার পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান, রিয়াল এডমিরাল এম এইচ খান, এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা-মোড়ানো নজরুলের মরদেহ বহন করে সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যান। বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়।

পরবর্তীকালে তাঁকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ জারি করা হয়।

১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস, ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ বহু বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাগণও কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে ইতোপূর্বে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়নি।

শুক্রবার—
২ জানুয়ারি ৩০২৫

Address

Amin Tower, Lift-5, Trunk Road
Feni
3940

Alerts

Be the first to know and let us send you an email when Vatial Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vatial Online:

Videos

Share

Category

Our Story

ভাটিয়াল

প্রথম প্রকাশের তারিখ : ১ জুলাই ২০১৫

ভাষা : বাংলা, ইংরেজি

ধরন : ভাটিয়াল প্রকাশনার একটি ত্রৈমাসিক