Biswas TV - বিশ্বাস টিভি

Biswas TV - বিশ্বাস টিভি Biswas TV is a leading news site of Bangladesh. We broadcast / publish Bengali News & represent Feni.

28/04/2024

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের আগমনে ফেনীতে মধ্যরাতে ফেনী জেলা ছাত্রলীগের ইতিহাসের সেরা পথসভা আয়োজন করা হয়েছে।

19/04/2024

বাংলাদেশ কৃষক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে জেলা কৃষক লীগের জমকালো আয়োজন।

18/04/2024

ফেনীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

17/04/2024

ফেনী আদালতে হাজিরা দিতে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ নেতাকর্মীরা।

14/04/2024

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন করে ফেনী জেলা প্রশাসন।

14/04/2024

নববর্ষের আগের দিন গ্রামবাংলা মেতে ওঠে চড়ক পুজায়

13/04/2024

নবী হোটেলের কাছে সাংবাদিক টাকা চাওয়া মাত্র দিয়ে দিলো নগদ বিশ হাজার টাকা।

একদিকে চলছে সাংবাদিকতার নামে চাঁদাবাজি, অন্য দিকে চলছে ব্যবসার নামে দূর্বলতা গোপন করা।

13/04/2024

দক্ষিণ সহদেবপুরে হটাৎ ড্রেনের ভিতর থেকে আগুনের উৎপত্তি!

সচেতন মহল ৯৯৯ এ যোগাযোগের পর তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, এটি গ্যাস লাইন লিকেজের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

বিজ্ঞাপন!
10/04/2024

বিজ্ঞাপন!

01/04/2024

আলোচিত সেই ‘ভুয়া চিকিৎসক’ মুনিয়া কি ন্যাশনাল মেডিকেলে পড়েছেন?

20/03/2024

সবুজের মাঝে সূর্যের হাসি, দাগনভূঞাঁয় বিস্তৃত সবুজের মধ্যে হাসিমুখে সূর্যের দিকে তাকিয়ে আছে ফুটন্ত শত শত সূর্যমুখী।

11/03/2024

ফেনীতে কর্মরত বিপনন কর্মীদের মাঝে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করে

01/03/2024

বিপিএল এর ফাইনাল ম্যাচ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা গিয়েছে ফেনীর পথচারীদের মাঝে।

01/03/2024

ফেনীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার সুমন

রিপোর্টার নিয়োগ! ফেনী শহরের মধ্যে অনলাইন বিভাগে কিছু সংখ্যক রিপোর্টার ও ক্যামেরাপারসন নিয়োগ দিচ্ছি। আপনি যদি আগ্রহী হয়ে ...
29/02/2024

রিপোর্টার নিয়োগ!

ফেনী শহরের মধ্যে অনলাইন বিভাগে কিছু সংখ্যক রিপোর্টার ও ক্যামেরাপারসন নিয়োগ দিচ্ছি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, তাহেল এখনই যোগাযোগ করুন।

যোগাযোগ:
01786349001
ইমেইল: [email protected]

"ইন্দুবালা অবাক হয়ে দেখেন ট্রেনটাকে। এর কত ভাগ্য। কতবার ছুঁয়ে আসছে দেশটাকে। আর তিনি? সেই যে চলে এসেছিলেন আর একটি বারের জ...
29/02/2024

"ইন্দুবালা অবাক হয়ে দেখেন ট্রেনটাকে। এর কত ভাগ্য। কতবার ছুঁয়ে আসছে দেশটাকে। আর তিনি? সেই যে চলে এসেছিলেন আর একটি বারের জন্যেও যাওয়া হয়নি। বলা যেতে পারে যাননি। ধনঞ্জয় তাড়া দেয় “হলো মা তোমার? হোটেলের দেরী হয়ে যাবে যে। রান্না বসাবে কখন?”। ইন্দুবালা ধমকান, “তুই থাম। কিচ্ছু দেরি হবে না। সব আমি সামলে নেবো। কি জানিস তুই এই ট্রেনের?”
ধনঞ্জয় মনে মনে ভাবে জানার আর কি আছে? সেও তো দেশের বাড়িতে ট্রেনে করেই যায়। আর মা এখন আদেখলার মতো ট্রেন ঘুরে ঘুরে দেখছে। যেন কোনো কালে ট্রেন দেখেনি। ইন্দুবালার ইচ্ছে করছিল একবার ট্রেনটার গায়ে স্পর্শ করতে। দুই দেশের মধ্যে যখন সব যোগাযোগ বন্ধ তখন সেই সবজেটে ট্রেনটাই কি একটা থমকে থাকা সময়ের মতো দাঁড়িয়ে থাকতো না শিয়ালদার স্টেশনে? মাঝে মাঝে লছমীর সাথে শুধু সেই ট্রেনটাকে দেখবেন বলে চলে আসতেন ইন্দুবালা। সেই ট্রেনের গায়ে হাত দিলে তিনি তার দেশকে দেখতে পেতেন। গ্রামটাকে দেখতে পেতেন। গন্ধ পেতেন মায়ের আঁচলের। প্লাটফর্ম এখনও ফাঁকা। ছোকরা টিটিকেও দেখা যাচ্ছে না আর। ইন্দুবালা আরও এগিয়ে যান ট্রেনটার দিকে। কাঁপা কাঁপা হাতে স্পর্শ করেন তার গা। কিন্তু কোথায়? ভেসে আসছে না তো তার দেশের গন্ধ। কলাপোতার গ্রাম। বোসদের পুকুর। কপোতাক্ষ নদ। ঝাঁকে ঝাঁকে জোনাকির মিট মিট করে জ্বলে থাকা। না না না এই ট্রেন তাঁর সেই সবুজ কাঁচা আমতেল রঙের ট্রেন নয়। এই ট্রেনে করে তিনি দেশ ছেড়ে আসেননি। এই ট্রেন তাঁর দাদুকে শেষবারের মতো নামিয়ে দেয়নি কপোতাক্ষের ধারে। এই ট্রেন তো এখন বেড়াতে যাওয়ার। দেশে ফেরার নয়। উন্মুখ হয়ে অপেক্ষা করা নয় সবচেয়ে কাছের মানুষ গুলোকে দেখার জন্য। চোখ দিয়ে টিপ টিপ করে বৃষ্টির মতো পড়তে থাকে জল। অনেক দিন আগে একাত্তরে তাঁদের কলাপোতার বাড়িটা পুড়িয়ে দিয়েছিল খানসেনারা। বাড়ির সাথে পুড়েছিল মা, ভাই আরও অনেকে। সেই চিতা ভষ্ম আর হাজার হাজার শহীদের রক্তে যে দেশটা গড়ে উঠেছে নতুন করে সেখানে আজ গিয়ে দাঁড়ালে তাঁর বাড়িটাকে খুঁজে পাওয়া যাবে না ইন্দুবালা নিশ্চিত জানেন। এবার যদি গিয়ে গ্রামটাকেই না খুঁজে পান? যদি বোস পুকুরটাই আর না থাকে? কপোতাক্ষের ঘাট? মনিরুলের বাড়ির উঠোন? বড় মাঠের ফলসা গাছ? তাহলে কার কাছে ফিরে যাবেন ইন্দুবালা? কার আঁচলে মুখ লুকোতে? যারা ছিল অথচ আজ নেই? নাকি যারা মরেও বেঁচে আছেন ইন্দুবালার মধ্যে? নীরবে কাঁদেন ইন্দুবালা। কোনো সদুত্তর পান না অন্তর থেকে। শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায়। প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই। তবুও সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে। ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায়।"

ইন্দুবালা ভাতের হোটেল
কল্লোল লাহিড়ী

প্রচ্ছদ ও অলংকরণ : মেখলা ভট্টাচার্য

মুদ্রিত মূল্য : ৩৩০ টাকা

Biswas TV - বিশ্বাস টিভি

25/02/2024
23/02/2024

ফেনী উত্তর সহদেবপুর আ*গু*নে দুই পরিবার নি:স্ব।
নিমিশেই আগুনের দাবা*নলে শেষ সকল গচ্ছিত সম্পদ।

22/02/2024

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন এখন বিজ্ঞাপন ভবনে রুপ নিয়েছে।

21/02/2024

বিনশ্র শ্রদ্ধা নাকি বিনম্র শ্রদ্ধা? ভাষার মাসে বাংলা ভাষার অবক্ষয়।

20/02/2024

আজ অমর ২১ শে ফেব্রুয়ারী।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি..

13/02/2024

ফেনীর ফুলগাজীতে আলোচিত মামলায় ১১ জনের জামিন।

10/02/2024

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের লাইনচ্যুত

27/01/2024

দাগনভূঁইয়ায় ভিন্ন ঘটনার জেরে ব্যবসায়ীকে পে'টা'লে'ন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

23/01/2024

ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেলেও প্রস্তাবিত মসজিদ নির্মাণের কাজ এখনও শুরুই হয়নি।
সেখানে মসজিদ নির্মাণকাজ কবে শেষ হবে আর তা কবে উদ্বোধন হবে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

23/01/2024

ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন মোদী

23/01/2024

১৫২৮ সালে বাবর রাম এর মন্দির ভেঙে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদ প্রতিষ্ঠার পর ৫০০ বছর আগে এই বিতর্কিত জায়গা সেখানে কেউ নামাজ পড়েনি তাই মসজিদ ছিল না।

16/01/2024

নৌকার বিজয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে ফেনী জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।

Happy Birthday Mr. Shivom Naha Camera PersonBiswas TV - বিশ্বাস টিভি Biswas Barta Wishing you a very happy birthday! May...
15/01/2024

Happy Birthday Mr. Shivom Naha
Camera Person
Biswas TV - বিশ্বাস টিভি
Biswas Barta

Wishing you a very happy birthday! May all your dreams come true.

Address

South Shodebpur, Masterpara
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Biswas TV - বিশ্বাস টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas TV - বিশ্বাস টিভি:

Videos

Share

Category



You may also like