Independent24.tv ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • Home
  • Bangladesh
  • Feni
  • Independent24.tv ইনডিপেনডেন্ট টেলিভিশন

Independent24.tv ইনডিপেনডেন্ট টেলিভিশন Independent Television Limited, one of the first 24-hour news channels in the country began its jour

18/12/2022

দেড়বছর ধরে পলাতক গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামী ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড় কাউন্সলর আবুল কালাম, নানা ভোগান্তিতে এলাকার জনগণ,সেবা বঞ্চিত বাসিন্দারা। ব্যবস্থা নীতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে চিঠি দিয়েছে পৌর কতৃপক্ষ।

13/12/2022

ফেনীর সোনাগাজীতে এবার স্বর্ণের দেকানে চুরি

29/11/2022

ফেনীর পরশুরাম বাঁশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নি*হত কৃষক মেজবাহারের লা*শ ১৭ দিননপর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

23/11/2022

ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে নিহত হওয়া কৃষকের লাশ ফেরৎ দিচ্ছেনা ভারত।তাই মরদেহ ফেরত পেতে স্বজনরা ছুটছেন বিভিন্ন জনের দারেদারে,তাকিয়ে আছেন কাটাতারের দিকে।এদিকে বিজিবি বলছে, এখন পর্যন্ত লাশ হস্তান্তরের কোনো চিঠি পাননি তারা।

22/11/2022

ফেনী সদর উপজেলার সাড়ে সাত হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে

20/11/2022

যোগাযোগ ব্যবস্থ উন্নত হওয়ায় খুশি উদ্যোক্তরা

20/11/2022

উদ্বোধন হয়ে গেলো ৪টি কারখানা উৎপাদন কার্যক্রম

20/11/2022

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ফেনীতেও

15/11/2022

নানা আয়োজনে ফেনীতেও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে

14/11/2022

ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলায় জমদ্দার বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ী হত্যার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক যোগে জেলার ৫ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার ফেনীর ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,প্রকাশ্যে দিবালোকে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।কিন্তু ঘটনায় জড়িতদের গত ১৩ দিনেও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই অবিলম্বে ঘটরায় জড়িতদের গ্রেফতার করার দাবী করেন।না হয় আগামীতে আরো কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ জুয়েলারি সমিতি ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এছাড়া হিন্দু বৈদ্য ক্ষ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন সহ পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ: গত ৩০ অক্টোবর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে অজ্ঞাত ডাকাত দল কুপিয়ে গুরতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১১নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

এর আগে জেলা জুয়েলার্স সমিতি সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলার সব জুয়েলারী দোকান বন্ধ রাখার কর্মসূচী ঘোষনা দেয়।

10/11/2022

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়ায় এ দু র্ঘ ট না F

09/11/2022

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের আগে সড়ক মেরামতের কাজ চলমান থাকায় কুমিল্লার গুণবতী অংশে ইউটার্ণে রাস্তার পূর্বপার্শ্বে যানচলাচল বন্ধকরে দেওয়ায় একপাশে গাড়ী চলাচল করলে মহাম্মদআলী বাজার সংলগ্ন দুলামিয়া এলকায় বাস-লরির সংঘর্ষের ঘটনা নিহত হয় চার জন। আহত ৯

09/11/2022

আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা জনিত রোগে শিশুরোগির সংখ্যা ধারণ ক্ষমতার চারগুণ।

09/11/2022

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের আগে সড়ক মেরামতের জন্য কুমিল্লার পদুয়া ইউটার্ণে রাস্তার পূর্বপার্শ্বে যানচলাচল বন্ধকরে দেওয়ায় একপাশে গাড়ী চলাচল করলে মহাম্মদআলী বাজার সংলগ্ন দুলামিয়া এলকায় বাস-লরির সংঘর্ষের ঘটনা নি*হত হয় চার জন। আ*হত ৯

08/11/2022

পিকআপ বোঝাই গার্মেন্টস'র মালামাল লুট করতে ফেনীতে চালককে হ*ত্যা করে হেলপার

05/11/2022

সিত্রাংয়ের জলোচ্ছ্বাসে লোনা পানি ডুকে ব্যাপক ক্ষয়ক্ষতি

30/10/2022

ফেনীর সোনাগাজীতে স্বর্ণ দোকানে ডাকাতি, আহত ২জন

25/10/2022

ঘূর্নিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মীরসরাই উপকূলে সাগরে ড্রেজারসহ ডুবে যাওয়া আট শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরীরা।

25/10/2022

রাত একটায় সরাসরি যুক্ত সোনাগাজীর উপকূল থেকে

25/10/2022

ফেনীর সোনাগাজীতে আশ্রয়কেন্দ্রে খাবার সংকটসহ নানা ধরণের সমস্যা সমাধানে হাত বাড়িয়েছেন জনপ্রতিনিধিরা

23/10/2022

ফেনী যাবার পথে ডাতাতের সাথে গো লা গু লি

23/10/2022

কিশোর অ প রা ধ ঠেকাতে তৈরি হচ্ছে ডেটাবেইজ Feni

13/10/2022

সারা দেশের ন্যায় ফেনী জেলার বিভিন্ন স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম ৩য় দিনের চলছে।গত ২দিনে মোট ১৩হাজার ১শত ১৬জন শিশুকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে।গত ২দিনের তুলনায় আজ ৩য় দিনে কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৫থেকে ১১বছর বয়সী সকল শিশুকে ফাইজার (কোমিরনাটি) ভ্যাক্সিনটি দেওয়া হবে। আগামী ১৩ কার্যদিবসে প্রায় ২লক্ষ শিশুকে টিকা দেয়ার কথা রয়েছে। টিকাদান কার্যক্রমে ৫ বছর থেকে শুরু করে ১১ বছর ৩৬৪ দিন বয়স পর্যন্ত সকল শিশুকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে। সুরক্ষায় রেজিস্ট্রেশন করে শিডিউল মোতাবেক সকল উদ্দীষ্ট শিক্ষার্থীদের টিকা গ্রহন করার জন্যে শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।টিকা দিতে পেরে খুশি অভিভাবক ও শিশু শিক্ষর্থীরা। তারা কোভিড থেকে কিছুটা শঙ্কামুক্ত বলে মত প্রকাশ করেন।
জেলার ৬টি উপজেলা ৫টি পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
#ফেনী #কোভিড #টিকাদান #পৌরসভা

20/09/2022

ফেনীর ফুলগাজীতে বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র সেটি জানাতে সকাল ৯টার খবরে উত্তর দৌলতপুর ভাঙ্গন এলাকা থেকে সরাসরি জানাচ্ছেন সমির উদ্দিন

20/09/2022

ফেনীর ফুলগাজীতে বন্যার পরিস্থিতি উন্নতি হলেও ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র সেটি জানাতে সকাল ৮টার খবরে উত্তর দৌলতপুর ভাঙ্গন এলাকা থেকে সরাসরি জানাচ্ছেন সমির উদ্দিন

20/09/2022

ফেনীতে দেড় হাজার কিলোমিটার কাঁচা পাকা রাস্তা নষ্ট হয়ে গেছে সংস্কারের অভাবে।

19/09/2022

উাজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভেঙ্গে ২গ্রাম প্লাবিত। এতে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যার পানিতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি এবং মাছের ঘের । স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের তদারকি না থাকায় প্রতিবছর বাঁধ ভাঙ্গে দুই থেকে তিন বার। তাদের দাবী ত্রাণ নয় চান টেকসই বাঁধ।

19/09/2022

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর দুটি স্থানে ভাঙ্গন দেখা দেয়। এতে করে ক্ষিপ্রগতিতে লোকালয়ে পানি ঢুকে। মানুষের ঘরবাড়ি এবং মাছের ঘের পানিতে ভেসে যায়। এ বছরের দ্বিতীয় দফায় বন্যা হয়। এর গত কয়েকমাস আগে চারটি স্থানে ভাঙ্গন দেখা দেয়।

19/09/2022

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন স্থান দিয়ে পানি ডুকছে লোকালয়ে, ডুবে গেছে আবাদি জমি, ভেসে গেছে মাছের ঘের। সরাসরি সকাল ১০টার খবরে ফুলগাজীর উত্তর দৌলতপুর থেকে

19/09/2022

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন স্থান দিয়ে পানি ডুকছে লোকালয়ে, ডুবে গেছে আবাদি জমি, ভেসে গেছে মাছের ঘের। সরাসরি সকাল ৯টায় ফুলগাজীর দক্ষিণ দৌলতপুরে

03/09/2022

ফেনীতে অবৈধ পলিথিন মজুদের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সোয়া লক্ষ টাকা জরিমানা

ফেনীর বড় বাজারে অধৈধ পাতলা পলিথিন মজুদের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ২৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো বিছমিল্লাহ প্যাকেজিং, আবদুল হক ও ইসলাম প্লাস্টিক হাউজ।

শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট লিখন বনিকের নেতৃত্ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

30/08/2022

ফেনীর সোনাগাজীতে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জন সহ ১শ জনের নামে মামলা করেছে পুলিশ।

29/08/2022

ফেনীর সোনাগাজীতে বিএনপির সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ।।

28/08/2022

ফেনীতে নিয়ম-নীতি ছাড়াই যেখানে-সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার।ফলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, ঝড়ছে প্রাণ।তবু এ নিয়ে কারো নেই কোন নজরদারি। তবে জেলা প্রশাসনের দাবী অনুমোদনহীন এলপি গ্যাস বিক্রেতাদের লাগাম ধরতে শিগগির পরিচালনা হবে অভিযান। ফেনী থেকে মো. সমির উদ্দিনের প্রতিবেদন।

25/08/2022

ফেনীতে প্রসুতির নারীর ভুল চিকিৎসার অভিযোগে ডাঃ চম্পা কুন্ডকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভুগী পরিবার || তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।

23/08/2022

ভুল চিকিৎসার অভিযোগ গাইনি ডাঃ চম্পাকুন্ডের বিরুদ্ধে || জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাগনভুঞার প্রসুতি ফেরদৌসআরা || এ বিষয়ে জানাতে বিকাল ৪টার খবরে সরাসরি উপস্থাপনের চেষ্টা

23/08/2022

ফেনীর পরশুরাম বাজারে আওয়ামীলীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসুচি দেয়ায় ১৪৪জারি করেছে উপজেলা প্রশাসন।

Address

Feni
3900

Telephone

+8801755533676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Independent24.tv ইনডিপেনডেন্ট টেলিভিশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Independent24.tv ইনডিপেনডেন্ট টেলিভিশন :

Videos

Share



You may also like