H M Mazharul Islam Shuaib

H M Mazharul Islam Shuaib আসসালামু আলাইকুম 🌿

🛑আজ তরুণ প্রজন্ম শরীয়তের শিক্ষা থেকে বঞ্চিত। ফলে মুসলিম সমাজ ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ছে। একজন মুসলিম যুবককে অপর একজন অমুসল...
28/08/2024

🛑আজ তরুণ প্রজন্ম শরীয়তের শিক্ষা থেকে বঞ্চিত। ফলে মুসলিম সমাজ ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ছে। একজন মুসলিম যুবককে অপর একজন অমুসলিম যুবকের সাথে তুলনা করলে দু'জন প্রায় সমান প্রমাণিত হয়। দু'জনকেই পাওয়া যায় দুনিয়ামুখী হিসেবে।

27/07/2024

যারা ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, যারা সত্য প্রতিষ্ঠার জন্য সিনা টান করে দাঁড়ায়,
তাদের জন্যই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমিয় বাণী-

‘সত্য পথের তীর্থ-পথিক ভয় নাই, নাহি ভয়,
শান্তি যাদের লক্ষ, তাদের নাই নাই পরাজয়।
অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে,
অবশেষে চির-লাঞ্ছিত হয় অপমানে আর লাজে।’

আজ থেকে বছর বিশেক বা বছর ত্রিশেক আগের ঘটনাকেও ইচ্ছা করলে বিকৃত করা যেতো। যেহেতু সেই সময়গুলোতে আজকের মতো ক্যামেরা বন্যা ছ...
16/07/2024

আজ থেকে বছর বিশেক বা বছর ত্রিশেক আগের ঘটনাকেও ইচ্ছা করলে বিকৃত করা যেতো। যেহেতু সেই সময়গুলোতে আজকের মতো ক্যামেরা বন্যা ছিলো না, সোশ্যাল মিডিয়া ছিলো না, ফলে যেকোনো ঘটনাকেই মনের মতো করে রঙচঙ মিশিয়ে, নিজের সুবিধা মতো বয়ান তৈরি করা যেতো। যেহেতু ভেরিফিকেশনের সুযোগও ছিলো কম, ফলে সেগুলো বিশ্বাস না করেও উপায় থাকতো না তেমন।

কিন্তু, এই দশকটা পুরোপুরি ভিন্ন। এখন ছোট-বড় সকলের হাতে হাতে ফোন আর ক্যামেরা। সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা অডিয়েন্স। এখন তো নিউজ চ্যানেল, টিভি চ্যানেলের চাইতেও ব্যক্তির অডিয়েন্স অনেক ক্ষেত্রে অনেকবেশি শক্তিশালী।

তাই, আজ যারা নীপিড়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রদের পিটাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে দুনিয়াটা বছর ত্রিশেক আগের সময়ে থমকে গেছে তো বিরাট ভুল হবে।

আপনাদের কর্মকাণ্ডের এতো এতো প্রমাণ চারদিকে ছড়িয়ে পড়ছে যে—কোনো ভুল বা বিকৃত বয়ান খাঁড়া করেও নিজেদের পক্ষে জনমত তৈরি করতে পারবেন না।

মনে রাখবেন, সময় বড় বিচিত্রভাবে উল্টে যায়।

» যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না এবং খারাপ কাজে বাধা দেয়, কিন্তু স্বয়ং তা থেকে দূরে থাকে না, জাহান...
15/07/2024

» যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না এবং খারাপ কাজে বাধা দেয়, কিন্তু স্বয়ং তা থেকে দূরে থাকে না, জাহান্নামে তার শাস্তি 🔥

এ শাস্তি ঐ ব্যক্তির জন্য নির্ধারিত, যে লোক দেখানো ও সুনামের উদ্দেশ্যে মানুষকে সৎকাজের আদেশ করে; কিন্তু সেই সৎকাজ নিজে করে না। মানুষকে সে অসৎকাজ থেকে নিষেধ করে, তাদের কাছে নিজের তাকওয়া ও পরহেযগারী প্রকাশ করার জন্য; কিন্তু নিজে সেই অসৎকাজ নির্দ্বিধায় করতে থাকে।
এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামত দিবসে এক লোককে উপস্থিত করা হবে। অতঃপর তাকে জাহান্নামে ফেলে দেয়া হবে। ফলে তার পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে যাবে। এরপর গাধা যেমন চাকীর চারপাশে ঘুরে অনুরূপভাবে সেও এগুলো নিয়ে ঘুরতে থাকবে। এ দেখে জাহান্নামীরা তার চারপাশে এসে একত্রিত হবে এবং তাকে বলবে, হে অমুক তোমার কি হয়েছে? তুমি কি ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হতে দূরে থাকতে বলতে না? জবাবে সে বলবে, হ্যাঁ, তবে আমি ভালো কাজের আদেশ দিতাম; কিন্তু স্বয়ং তা পালন করতাম না এবং মন্দ কাজে বাধা দিতাম কিন্তু নিজেই আবার তা করতাম।
(» সহীহ মুসলিম | ২৯৮৯)

12/07/2024

হিরার টুকরো ❤️

11/07/2024

▪️গান: মাগো তোর বুকের মানিক
▪️কথা ও সুর: আবুল কালাম আজাদ
▪️পরিবেশনায়: অনুপম সাংস্কৃতিক সংসদ

""""""""""লিরিক্স""""""""""
মাগো তোর বুকের মানিক আর আসবেনা
বাহির দুয়ারে এসে মা বলবেনা
মায়ারি বাঁধন ছাড়ি, দিয়েছে সে পাড়ি
এমন ভূবনে মা আর ফিরবেনা, ও মা

পড়ার টেবিল টা দেখে রাখিস মা
সাথে তার জায়নামাজ টা
যে খাতাটাতে দারসে কোরান ছিল
প্রিয় সেই ডায়রী টা
খোকার কথা মাগো পড়লে মনে তোর
চোখের পানিতে মা বুক ভিজাস না, ও মা

ফজর নামাজ পড়ে বসতো কুরআন নিয়ে
করতো সুরে ত্বিলাওয়াত
শত বাঁধার পরে দিতো দ্বীনের দাওয়াত
প্রাপ্তি তার এই শাহাদাত
ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন
এমন খোকার মা আছে কয়জন আর, ও মা

হায়েনারা মা তার জীবন নিয়েছে
নিতে পারেনি ঈমান
কবর জীবনে খাবার সময় তার
আল্লায় ভাঙ্গাবে অভিমান
কাঁদিস না মা আর দুঃখ করিস না
ওই জীবনে তোর খোঁকার কষ্ট হবেনা, ও মা







12/06/2024

কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয় ।
আখিরাতে পাই যেন তার মধুর বিনিময়.... ।

পুরুষের বাবরি চুল (রাসূল ﷺ এর হারিয়ে যাওয়া একটি সুন্নাহ)★-----------------~•~---------------★ কেউ বড় চুল রাখলে, কানের লত...
10/06/2024

পুরুষের বাবরি চুল (রাসূল ﷺ এর হারিয়ে যাওয়া একটি সুন্নাহ)
★-----------------~•~---------------★
কেউ বড় চুল রাখলে, কানের লতি ছাপিয়ে নীচে গেলেই না বুঝে আপত্তিকর বাজে মন্তব্য না করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন। 🤲
★-----------------~•~---------------★

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরব পুরুষদের রীতি ছিল লম্বা চুল রাখা। রাসুল (ﷺ) নিজেও লম্বা চুল রাখতেন। তার চুল কখনো কানের মাঝামাঝি, কানের লতি কিংবা দুই কাঁধ পর্যন্ত লম্বা থাকতো। তার চুল কাঁধ ছাড়িয়ে আরো লম্বা হত বলে জানা যায়। [১]
কখনো এতদূর অবধি লম্বা হত যে তা বিনুনি/গুচ্ছ করে রাখতেন। তার চাচাতো বোন উম্মে হানী রা. বলেন,
"(মক্কা বিজয়ের সময়) রাসুলুল্লাহ (ﷺ) যখন মক্কায় আগমন করলেন তখন তাঁর (ﷺ) চুলে চারটি গুচ্ছ বা বিনুনি ছিল" [২]
আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, "তাঁর (ﷺ) চুল যখন লম্বা হতো তখন তিঁনি তা চারটি গুচ্ছে বিভক্ত রাখতেন।" [৩]
*আরবীতে চুল জড়িয়ে বা বিনুনি করাকে "গাদীরাহ" বলে। হাদীসে "আরবায়ু গাদায়ের" চারটি গুচ্ছ ভাষাটি ব্যবহার হয়েছে।
ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন, "অধিকাংশ সময়ে তাঁর (ﷺ) চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকত। কখনো তা আরো লম্বা হতো এবং ঝুলন্ত গুচ্ছে পরিনত হতো। তিঁনি সেগুলোকে বিনুনি বানিয়ে রাখতেন" তবে কাঁধ অবধি থাকা তাঁর স্বাভাবিকতা ছিল।[৪]
হজ্জ বা উমরা ব্যতীত তিঁনি (ﷺ) কখনো মাথার চুল মুন্ডন করেছেন বলে জানা যায় না। [৫]
সেজন্যই এ নিয়ে মতভেদ আছে মুন্ডন করা যাবে কি যাবে না। কোনো কোনো ফকীহ হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডন কে মাকরুহ বলেছেন। দু কারনে তাদের মতের পক্ষে এ প্রমান পেশ করেন। প্রথমত, রাসুলুল্লাহ সাঃ নিজে কখনোই হজ্জ উমরা ছাড়া মাথা মুন্ডন করেন নি। দ্বিতীয়ত - বিভিন্ন হাদীস থেকে মাথা মুন্ডন আপত্তিকর বলে জানা যায়। সাহাবীগন ছোট চুল রাখতেন। নেড়া পরিহার করতেন।
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না" (দূর্বল সনদ) [৬]
*দূর্বল হলেও বেশ কয়েক সনদে হাদীসটি উল্লেখ আছে। (তবে হাদীসের বর্ননা সূত্রের কেউ মিথ্যায় অভিযুক্ত নন)। আবু নু'আইমের বর্ণনায় হাদিসটি হলো,
"হজ্জে বা উমরা ছাড়া মাথার চুল ফেলা যাবে না। এছাড়া তা সৃষ্টি বিকৃতি করা বলে গণ্য হবে।" [৭]
অন্য হাদীসে জাবির (রা.) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেন,
"যে ব্যক্তি (মাথার চুল) মুন্ডন করে, (পোশাক পরিচ্ছদ) ছিড়ে ফেলে বা চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয়।" (সহীহ সনদ) [৮]
আবূ মূসা আশআরী (রা.) থেকে একাধিক গ্রহনযোগ্য সনদে এ অর্থে আরেকটি হাদীস বর্ণিত হয়েছে।

(তবে এ হাদীসটি মূলত বিপদ মূসিবতে অধৈর্য্য হয়ে এরূপ করতে নিষেধ করা হয়েছে)
দুবা'য়ি নামক এক নিকৃষ্ট অপরাধী ব্যক্তিকে হযরত উমার (রা.) শাস্তি প্রদান করেন এবং বলেন,
"তোমাকে যদি মাথা মুন্ডিত অবস্থায় পেতাম তবে আমি যাতে তোমার চক্ষুদ্বয় রয়েছে তা (তোমার মস্তক) তরবারীর আঘাতে কেটে ফেলতাম।" মানে শাস্তি অধিক হতো।" [১০]
এ থেকেও বোঝা যায়, সাহাবীগণ মাথা মুন্ডনের অভ্যাস কে আপত্তিকর বলে মনে করতেন। ইমাম আহমাদ ইবনু হাম্বল (রহি.) বলেন, প্রথম যুগের সালাফগন মাথা মুন্ডন করা মাকরুহ বলে মনে করতেন।[১০] যদিও তা হারাম বা গুনাহের কাজ ভাবা যাবেনা।
মোল্লা আলী কারী (রহ.) বলেন, "চুল দীর্ঘ হওয়া কোনো নিন্দিত বিষয় নয়। কাঁধ ছাপিয়ে পরিমাপের চেয়ে বড় হলে চুল কেটে ফেলতে হবে বলেও কোনো নির্দেশ নেই।" [১১] সুতরাং পুরুষের চুল কাঁধের নীচে চলে গেছে মানেই তিনি গুনাহ করছেন এটি দ্বীনি জ্ঞানে অজ্ঞদের ভাবনা। তবে এটি দ্বারা অহংকার প্রকাশ যেনো না হয়।
তবে মনে রাখতে হবে- বড় চুল রাখা পুরুষের জন্য বাধ্যতামূলক নয়। অনেক ফকিহ দাড়ি বড় হবার আগে চুল বড় করতে বারন করেছেন (তাশাব্বুহ মায়ান নিসওয়ান)। ছোট করে চুল রাখাও জায়েজ। তবে মাথার সব অংশে তা সমান হতে হবে। কোথায় বড় কোথাও ছোট এভাবে কাঁটা ইসলাম সম্মত নয়।
কাতাদাহ (রা) থেকে বর্নিত - তাঁর কাধ ছাপিয়ে বিশাল চুল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলে রাসূল সা.তাঁকে একদিন পর একদিন চুল আঁচড়াতে এবং পরিপাটি করে রাখতে নির্দেশ দেন। [১২]
চুলে তেল দেয়া, সুগন্ধি মিশিয়ে তেল দেয়া, পুরুষের জন্য আঁচড়িয়ে পরিপাটি রাখা, মাঝে সিথি করাও সুন্নাহ।[১৩]
সুতরাং যাদের দারা সম্ভব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের দায়েমী এ চুলের সুন্নাতের আমল করতে পারি। কেউ বড় চুল রাখলে, কানের লতি ছাপিয়ে নীচে গেলেই না বুঝে আপত্তিকর বাজে মন্তব্য না করি। আল্লাহ আমাদের বুঝ দান করুন।

রেফারেন্স :
১. তিরমিযী, আশ শামাইল আল মুহাম্মাদিয়া/৪৭-৫০, আবু দাউদ, আস সুনান ৪/৮১, আলবানী মুখতাসারুশ শামাইল/ ৩৪-৩৬।
২. তিরমিযী, আস সুনান ৪/২৪৬, আবু দাউদ, আস সুনান ৪/৮৩, ইবনু মাজাহ, আস সুনান ২/১১৯৯, ইবনু হাজার, ফাতহুল বারী ৬/৫৭২, ১০/৩৬০, আলবানী, মুখাতাসারুশ শামাইল/৩৫।

৩. ইবনুল কাইয়িম, যাদুল মা'আদ : ১/১৭০।
৪. ইবনু হাজার, ফাতহুল বারী : ১০/৩৬০।
৫. ইবনুল কাইয়িম, যাদুল মা'আদ ১/১৬৭, শামী সীরাহ শামিয়াহ ৭/৩৪৯-৩৫০।
৬. তাবারানী, আল মু'জামুল আউসাত : ৯/১৮০।
৭. আবু নু'আইম, হিলইয়াতুল আউলিয়া : ৮/১৩৯।
৮. বুখারী,আস সহীহ : ৬/২৭৪৮।
৯. ইবনু কুদামা, আল মুগনী : ১/৬৫।
১০. মোল্লা আলী কারী, মিরকাত : ৮/২৪০।
১১. মিরকাত : ৮/২৪০।
১২. নাসায়ী : ৮/১৮৪।
১৩. মুয়াত্তা মালিক : ২/৯৪৯।

সাবধান! এটি একটি বিধর্মীয় চক্রান্ত ‼️★কুরবানী কি ? —ইব্রাহিম(আ:) আল্লাহর হুকুম পালন ও তাকওয়া অর্জনের জন্য, যে অনুভুতি নি...
10/06/2024

সাবধান! এটি একটি বিধর্মীয় চক্রান্ত ‼️

★কুরবানী কি ?
—ইব্রাহিম(আ:) আল্লাহর হুকুম পালন ও তাকওয়া অর্জনের জন্য, যে অনুভুতি নিয়ে তাঁর পুত্র ইসমাইল(আ:)-কে কুরবানী করতে গিয়ে, পশু কুরবানী করেছিলেন।
তারই ধারাবাহিকতা হিসাবে নবী করীম(সা:), ইব্রাহিম(আ:)-এর সুন্নাহ হিসাবে উম্মতি মুহাম্মদীতে; ইব্রাহিম(আ:)-এর সুন্নাহ তথা নবী করীম(সা:)-এর সুন্নাহ হিসাবে প্রতি বছর হজ্বের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

★চক্রান্তটা কি ?
—কাফের, মুশরিক, বিজাতীয় আর বিধর্মীরা,,
মুসলমানদের পশু কুরবানীর এই বিষয়টিকে,,,
পশু হত্যা মহা পাপ বা নিঃকৃষ্ট হত্যাযজ্ঞ বা নিঃকৃষ্ট কসাই বলে উপস্থাপনের মাধ্যমে অপচেষ্টা চালাচ্ছে!

★সকল মুসলমানের উচিত :
—পবিত্র কুরবানী'কে উদ্দেশ্য করে লেখা'যুক্ত এই সকল পোশাক/T- Shirt ঘৃনার সাথে প্রত্যাখ্যান করা ।

[ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, পশু কুরবানীর মধ্য দিয়ে, আল্লাহ্ ভীতি বা তাকওয়া অর্জন করুন। ]

07/06/2024

#আযান
🍁এলবাম ~•~ কুরআন তিলাওয়াত🍁
https://youtube.com/playlist?list=PLCLKqYgriq-_hdTWoiI_CfoF-tXgBLx1D&si=jIwRutozfHsQ3biD

🍁 এলবাম ~•~ ইসলামী সংগীত🍁
https://youtube.com/playlist?list=PLCLKqYgriq-8h7rtac2mxdvPNgBBNq5oq&si=4ChQBsgC73BqqZR1

🍁 এলবাম ~•~ আযান🍁
https://youtube.com/playlist?list=PLCLKqYgriq-_KLRA01OHl-7oxno_uJ2B2&si=3aQDEs5WLnI87BX6

🍁এলবাম ~•~ মাহে রমজান 🍁
https://youtube.com/playlist?list=PLCLKqYgriq-_ELJd1MriWXVihK0y_cMHm&si=3ev8h-NSDseV9Orc

🍁এলবাম ~•~লাইভ অনুষ্ঠান🍁
https://youtube.com/playlist?list=PLCLKqYgriq-_ipCArKufY7XBaRzNyUpmj&si=Oa3z1UaUt9kFxoux

05/06/2024

অতি সম্প্রতি উদ্বিগ্ন হওয়ার মতো দুটি ঘটনা

“ একঃ দুদিন আগে এক মুসল্লি ফোন দিলেন৷ বললেন হুজুর! আমার ছেলেটা আগে নামায পড়ত, এখন পড়ে না, পড়তে চায় না৷ নামাযের প্রতি খুব অনীহা৷ নামাযের কথা বললে সে বলে, আমি বড় হয়েছি, আমার জবাব আমি দেবো৷ তার কথাবার্তা, চলাফেরা নাস্তিকদের মতো৷
আমি কী করব হুজুর?

তাকে দ্বীনে ফেরানোর জন্য আমি কিছু পদ্ধতির কথা বললাম৷ তিনি বললেন, কোনোটাই সে মানবে না৷

বুঝলাম ভার্সিটি পড়ুয়া ছেলেটি মাতুব্বরের নাস্তিক প্রজন্মের পাল্লায় পড়ে গেছে৷ তিনি বললেন, ত্যাজ্যপুত্র করে দিবেন৷
বললাম, ত্যাজ্যপুত্র করে লাভ নেই৷ এটা শরীয়ত অ্যালাউ করে না৷ তাছাড়া এতে সে আরও বেপরোয়া হয়ে উঠবে৷ বরং দুআ আর দাওয়াহ করে যেতে হবে৷

দুইঃ আজ গভীর রাতে বিদেশ থেকে ফোন৷ আমার এক রিলেটিভ ফোন করেছেন৷ ফোনের ওপাশ থেকে গগনবিদারী কান্নার আওয়াজ৷ বিষয়টি বোঝার চেষ্টা করলাম৷ তাদের একমাত্র ছেলে এক বিধর্মী মেয়েকে বিয়ে করতে চায়৷ এই ব্যাপারে সে অনড়৷ কিন্তু তার পিতা-মাতা দ্বীনদার হওয়ায় বিষয়টি শুনার পর যেন আকাশ ভেঙ্গে পড়েছে তাদের উপর৷ তারা চান না তাদের পরবর্তী প্রজন্ম খ্রিস্টান হোক৷

বিষয়টি আসলেই উদ্বিগ্ন হওয়ার মতো৷ বাঙালী মুসলিম মেয়ে তার পছন্দ না৷ অথচ সেও নামাযী ছিলো, কুরআন পড়নেওয়ালা ছিলো৷
কিন্তু পরিবেশ আর শিক্ষাব্যবস্থা এই পর্যায়ে নিয়ে গেছে৷

এমন ঘটনা অহরহ ঘটছে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে৷ ভিন্ন ধর্মাবলম্বী বিয়ের প্রবণতা আমাদের দেশেও অনেক বেড়ে গেছে৷

এখানে ঘটনা দুইটা শেয়ার করার উদ্দেশ্য হলো -
‘ঈমান হরণের চতুর্মুখী এই চক্রান্তের যুগে সন্তানদের দ্বীন রক্ষার ব্যাপারটিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে৷

সন্তান কাদের সঙ্গে চলে, লাইফস্টাইল কেমন, প্রতিনিয়ত কঠিন পর্যবেক্ষণে রাখতে হবে৷ প্রয়োজনে ভার্সিটি ছাড়াতে হবে৷
ক্যারিয়ার আর রিযিক এখানে সীমাবদ্ধ না৷

যারা অমুসলিম অধ্যুষিত দেশসমূহে আছেন, সম্ভব হলে সন্তানদের স্কুলে-কলেজে টোটালি পড়াবেন না৷
মুসলিম কমিউনিটির ভেতর থাকবেন৷
মাদরাসা বা ইসলামিক সেন্টারে সন্তানদের পড়াবেন৷

হয়ত রুজি কম হবে, কিন্তু ঈমান নিরাপদে থাকবে৷ আর কিয়ামত পর্যন্ত যেন ভবিষ্যত প্রজন্ম ঈমান ও হেদায়াতের উপর থাকে, সেই চেষ্টা ও দুআ অব্যাহত রাখতে হবে৷
এইসব দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যাপারটি নিয়ে ভাবতে হবে৷’ ”




#ইসলামিক_প্যারেন্টিং

14/04/2024

📌 তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়
তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়।

H M Mazharul Islam Shuaib

ইনশাআল্লাহ ২০২৪ মাহে রমাদান এর কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপডেট পাব...
10/04/2024

ইনশাআল্লাহ ২০২৪ মাহে রমাদান এর কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব।
আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপডেট পাবেন।

অডিও লিংক কমেন্টে 📌

07/04/2024

- যে উম্মাহ লাইলাতুল কদর ঘুমিয়ে কাটায়, অপরদিকে থার্টিফাস্ট নাইট ফজর পর্যন্ত উদযাপন করে, সে উম্মাহর পরাজয়ের কারণ আর জিজ্ঞেস করতে এসো না।

- কথা: আহমাদ আব্দুল জাওয়াদ (হাফি.)

06/04/2024

এই রমজান হোক তওবার রমজান। কঠোর তওবা। তওবা মানে ফিরে আসা, ইউটার্ন।
জান বেরিয়ে যাক, কিন্তু ফিরে যাবো না আগের জীবনে। ফিরে যাবো না আগের চিন্তায়।

সামনের জীবনে এই মন এই শরীর তা-ই করবে, যা আমি নই, চান আমার আল্লাহ। মনচাহি জীবন আর এক মুহূর্তও না। এখন থেকে রবচাহি জীবন হবে আমার।

আল্লাহ নিজে সব ধুয়ে সদ্যোজাত শিশুর মতো করে দেবেন। আরশ বহনকারী নিষ্পাপ ফেরেশতারা করবে মকবুল দুআ।

#কঠোর_তওবার_রমজান

06/04/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

মসজিদে তারাবির হাফেজ সাহেবদের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে হাফেজ সাহেবদের অসম্মানি করা বন্ধ কর...
05/04/2024

মসজিদে তারাবির হাফেজ সাহেবদের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে কিছু টাকা ধরিয়ে দিয়ে হাফেজ সাহেবদের অসম্মানি করা বন্ধ করুন।

ইন্টারভিউর নামে কত তামাশা করে একজন হাফেজ সাহেব সিলেক্ট করে,তারপরও সম্মান নেই। নেই মসজিদে ভালো কোনো থাকার ব্যবস্থা,আবার খাবার দাবারে কত কষ্ট! তারাবিতে একদিন অসুস্থ হলে,অথবা টাইম এদিক সেদিক গেলে কতকিছু বলাবলি হয়!

শুনুন কুরআন বুকে ধারণ করা চাট্টিখানি কথা নয়,এ এক রবের পক্ষ থেকে বিশেষ নেয়ামত। এই নেয়ামতের কদর করতে শিখুন।
বলছিলাম অধিকাংশ মসজিদের হাফেজ সাহেবদের মনের কথাগুলো।

যারা হাদিয়া দেন,মসজিদ ফান্ডে না দিয়ে সরাসরি হাফেজ সাহেবদের হাতে দিবেন।

✍️
এনামুল হক
ফাউন্ডার, হাফেজদের মিলনমেলা

03/04/2024

আলহামদুলিল্লাহ!
জীবনের প্রথম ইতিকাফে অংশগ্রহণ করলাম।
বিগত কয়েকটা বছরের তীব্র ইচ্ছা টা এই বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ 🤲🏻

প্রিয় আব্দুল আহাদ মিসবাহ ভাই শুকরিয়া ❤️🤲🏻

"ত্রিশ হাজার শহীদ, সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি যদি উম্মাহকে জাগাতে না পারে, তাহলে আমার কথা (খুতবাহ) ক...
03/04/2024

"ত্রিশ হাজার শহীদ, সত্তর হাজার আহত এবং বিশ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি যদি উম্মাহকে জাগাতে না পারে, তাহলে আমার কথা (খুতবাহ) কী প্রভাব ফেলবে? আমি আর কী বলবো এবং কাকে বলবো? আপনারা কাতার সোজা করুন, নামাজে দাঁড়াই।"
ফিলিস্তিনি শায়খ মাহমুদ আল হাসানাত
(ছবি: আল-শিফা হসপিটাল)

মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হওয়ায়  এ স্বপ্নগুলো কখনো পূরণ হওয়ার নয় 😔😔😔
31/03/2024

মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হওয়ায়
এ স্বপ্নগুলো কখনো পূরণ হওয়ার নয় 😔😔😔

31/03/2024

🌸অনেক দিন পর .........................!
❤️

আগের ভিডিওটি এডিটিং করতে গিয়ে ভয়েস নষ্ট হয়ে যায় 😔😔😔
তাই পুনরায় আপলোড করলাম 🌸

30/03/2024

বৃষ্টির পর আকাশে যে রংধনু দেখা যায় সেটাকে ৭টা রং দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ।

এলজিটিভি ফ্ল্যাগে থাকে ৬টা রং, আসমানি রংটা থাকে না ।

#আড়ং_এর_পাঞ্জাবিতেও_এলজিটিভির_৬টা_রং_আসমানি_রংটা_নাই ।
এটা হঠাৎ করে খেয়াল করলে বোঝা যায় না ।
এরা পল্টি মারার সময় বলবে “আমরা তো সরলমনে রংধনু দিয়ে ডিজাইন করেছি” ।

আমরা নিশ্চিত, তোমরা জেনে শুনেই ৬টা রঙ দিয়ে এলজিটিভির পতাকা দিয়ে পাঞ্জাবি ডিজাইন করেছো কারণ তোমরা সমকামিতা এই দেশে প্রোমোট করছো ।

তোমরা হলে এ যুগে #কওমে_লূতের_প্রেতাত্মা ।
★★ অতএব হে মুসলিম ভাই বোন #আড়ং এর পোশাক দিয়ে আপনার ইদ আনন্দ থেকে বিরত থাকুন । মনে রাখবেন এটা আপনার ঈমানি দায়িত্ব ।

29/03/2024

★ উপভোগ করুন ★
এই ওলি আল্লাহর বাংলাদেশ
এই শহীদ গাজীর বাংলাদেশ
রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ 🤲🏻


#ইতিহাসসৃষ্টিকারীগজল
#ওলিআল্লাহরবাংলাদেশ

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when H M Mazharul Islam Shuaib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Feni

Show All