S.H.P Technology

S.H.P Technology "SHP Technology" is a big platform for current technology information.

একেই বলে গণতন্ত্র (Democracy) ‼️কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০...
05/05/2024

একেই বলে গণতন্ত্র (Democracy) ‼️
কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফল, সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...!

🎯 মরাল অফ দ‍্য স্টোরী হলো -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ঐক্যবদ্ধ হতে পারবে না
ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

©

মহান মে দিবস।বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
01/05/2024

মহান মে দিবস।

বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

ফেসবুক মেসেঞ্জারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। তা হলো এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদন...
27/04/2024

ফেসবুক মেসেঞ্জারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এক সুবিধা নিয়ে এসেছে মেটা। তা হলো এখন থেকে মেসেঞ্জারে কাউকে পাঠানো মেসেজ সম্পাদনা বা এডিট করা যাবে। এই ফিচারটি মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য, ওয়েবে এখনও অ্যাড করা হয়নি।নতুন এই আপডেট আসার ফলে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের ভেতর সেটাকে এডিট করা যায়।মেসেঞ্জারের কোনো ‘সেন্ট' বা পাঠানো মেসেজ এডিট করতে হলে সেন্ড করা বার্তার ওপর চাপ দিতে হবে। এটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়েবে এখনও এই ফিচারটি অ্যাড করা হয়নি।

অপশনগুলোর ভেতর ‘more’ এ ক্লিক করে সেখান থেকে ‘edit’ এ ক্লিক করতে হবে। ‘Forward’, ‘Bump’, ‘Remove’ এর মতো অপশনের সঙ্গে এটিও দেখতে পাবেন।

এই ‘Edit’ অপশন শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে বেশি হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।

 #জুমা_মোবারক শুক্রবারের আমল....✅জুমার দিন ফজরের ফরজ নামাজে সুরা সাজদা ও সুরা দাহর/ইনসান তেলাওয়াত করা।✅ জুম্মা দিন বেশি...
26/04/2024

#জুমা_মোবারক
শুক্রবারের আমল....

✅জুমার দিন ফজরের ফরজ নামাজে সুরা সাজদা ও সুরা দাহর/ইনসান তেলাওয়াত করা।

✅ জুম্মা দিন বেশি বেশি দুরুদ পড়া।

✅জুমার দিন ভালোভাবে গোসল করা।

✅নিজের সবচেয়ে উত্তম পোশাক পরা।

✅ সুগন্ধি ব্যবহার করা, যদি থাকে।

✅জুমার নামাজের জন্য পায়ে হেটে আগেভাগে মসজিদে যাওয়া।

✅শুক্রবার দিন সুরা কাহফ তেলাওয়াত করা।

✅মসজিদে গিয়ে জুমার নামাজের আগে কমপক্ষে ২ রাকাত সুন্নত আদায় করা।

✅জুমার নামাজে ইমামের কাছাকাছি গিয়ে বসা।

✅ মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবা চলাকালে কোনো কথা না বলা।

✅দুই খুতবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা এবং জুমার দিনের অন্য সময়ও দোয়া করা। কারণ এদিনে দোয়া কবুল হয়।

আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে জুমার দিনের হক আদায় করার তাওফিক দান করেন, আমিন।

25/04/2024

হে মহান আল্লাহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আপনার রহমত ছাড়া কোন বিকল্প নাই। প্রচন্ড সূর্য তাপে আপনার বান্দারা অসহায়। আপনার নিকট ফরিয়াদ- যদি বৃষ্টি নাও দেন, সূর্যের তাপ হলেও কমাই দেন, আমিন।🤲

Today's the best Photos❤️🕋📖🕌
25/04/2024

Today's the best Photos❤️🕋📖🕌

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when S.H.P Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.H.P Technology:

Videos

Share



You may also like