রাসূল(স:) বলেন, “ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হ-ত্যাকারী জানবে না যে, কি অপরাধে সে হ-ত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে।”
ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের নিজ স্বার্থে দেশ বেঁচে দেওয়ার মেন্টালিটি দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অথচ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।
Ahh..blessed, can almost feel the touch of the wind 🌫️✨
বাতাসে অদ্ভুত এক দুঃখের গন্ধ
বাতাসে অদ্ভুত এক দুঃখের গন্ধ
worth sharing
worth sharing
সৃজনশীল সাজা 😆 তুমি মোর জীবনের ভাবনা
এমন মন নিয়া কই যায়, চোর ডাকাত ধরলেও ওদের জন্য মায়া লাগে 🥴
এই প্রথম দেখলাম ডাকাত ধরে জাতীয় সঙ্গীত গাওয়াই 😆😆
ছেলে সন্তান স্বাভাবিক ভাবে বা অসুস্থ হয়ে যদি মারা যায় আজ না কাল মা বাবা তা মানিয়ে নিতে পারে...কিন্তু চোখের সামনেই এই হত্যা কি ভাবে মানিয়ে নিবে ? এই রক্তপাত কাকে বলবে, কোথায় বলবে ?
'আর মন্দের ফলাফল মন্দই হয়, নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না'!(সুরা- শুরা, আয়াত-৪০)