মা কম্পিউটার সেন্টার

মা কম্পিউটার সেন্টার Photography, Videography, Computer Repair Service, Video Editing

কম্পিউটার সেলস এন্ড সার্ভিসিং সেন্টার, কম্পিউটার প্রশিক্ষন, কম্পোজ, প্রিন্টিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অনলাইন এপ্লিকেশন, ছবি প্রিন্ট, ভিডিও এডিটিং, ফটো এডিটিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট

New Viral Attractive Shareeপ্রোডাক্টের বর্ননাঃচান্দুরি সিল্ক শাড়ি।ডিজিটাল প্রিন্টের কাজ করা।শুধু শাড়ি ব্লাউজ পিস থাকবে ...
19/10/2024

New Viral Attractive Sharee

প্রোডাক্টের বর্ননাঃ
চান্দুরি সিল্ক শাড়ি।
ডিজিটাল প্রিন্টের কাজ করা।
শুধু শাড়ি ব্লাউজ পিস থাকবে না।
আধুনিক ও মান সম্মত ডিজাইন।
প্রিমিয়াম স্টাইলিশ কালেকশন।
অরিজিনাল প্রোডাক্ট।

price- 890 taka

20/09/2024

আপনার পচন্দের ছবি দিয়ে মোবাইলের কবার প্রিন্ট করে নিতে যোগাযোগ করুন ইনবক্সে

12/07/2024

অনেকে কম্পিউটার কেনার সময় বাজার থেকে ইউপিএস কিনে নিয়ে আসেন। অথচ এই ইউপিএস গুলো লোডশেডিং এর সময় ব্যাকআপ দিতে পারে মাত্র ১৫-২০ মিনিট। আবার বাজারে যে ইউপিএস গুলো পাওয়া যায় এগুলো কিছুদিন ব্যবহারের ফলে এইগুলোর ব্যাটারি নষ্ট হয়ে যায়। অথচ কম্পিউটার সহ অনেক ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য অনাকাঙ্ক্ষিত লোডশেডিং এবং ভোল্টেজ আপ ডাউন অনেক ক্ষতিকর। তাছাড়া অনেকেই চান ইউপিএস মডিফাই করে ব্যাকআপ টাইম বাড়াতে। কিন্তু বিশ্বস্ত মাধ্যম এর অভাবে করতে পারেন না। আবার অনেকে এই সব ঝামেলা পছন্দ করেন না। চান সুন্দর গুছালো কিছু। তাই আমরা মিনি আইএস আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর, স্মার্ট এবং দীর্ঘস্থায়ী একটি সমাধান। আমাদের এই মিনি আইপিএস আপনার ইউপিএস এর সাথে ব্যবহারের মাধ্যমে লোডশেডিং এর সময় আপনি পাবেন দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ। ফলে নিশ্চিন্তে কাজ করতে পারবেন বিরতিহীন ভাবে। তাই আর দেরি করে সময় নষ্ট কেনো করবেন?
দ্রুত যোগাযোগ করুণ আমাদের সাথে।

ফোন/হোয়াটসঅ্যাপঃ 01855-558390

Photography, Videography, Computer Repair Service, Video Editing

সম্মানিত গ্রাহক গন আপনাদের অবগতীর জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ডিএসএলআর ছবি গুলা আপনাদের সংরক্ষনে নিয়ে যান হার্ডডিক্সে ...
02/07/2024

সম্মানিত গ্রাহক গন আপনাদের অবগতীর জন্য জানানো যাচ্ছে যে আপনাদের ডিএসএলআর ছবি গুলা আপনাদের সংরক্ষনে নিয়ে যান হার্ডডিক্সে আর রাখা সম্ভব হচ্ছে না, অন্যথা যদি কোন কারনে ডেমেজ হয়ে যায় তাহলে কোনভাবে কর্তৃপক্ষ দায়ি থাকিবেনা ।

সোনাগাজী ফেনী বাসি 🫣🎁আমাদের লোকেশন:- মা ফটোগ্রাফি ষ্টুডিও , গার্লস স্কুল সংলগ্ন রওশন ভিলা (গলির মধ্য),  কলেজ রোড় সোনাগাজ...
12/06/2024

সোনাগাজী ফেনী বাসি 🫣
🎁আমাদের লোকেশন:- মা ফটোগ্রাফি ষ্টুডিও , গার্লস স্কুল সংলগ্ন রওশন ভিলা (গলির মধ্য), কলেজ রোড় সোনাগাজী, ফেনী🙂
🎁🎁🥰প্রিয়জনকে দেওয়ার জন্য কিছু ইউনিক গিফট খুজছেন, আমাদের কাস্টমাইজড করা ফটো ফ্রেম গুলো হতে পারে birthday anniversary, গিফট করার আদর্শ জিনিস, কম দামে ও ভালো মানের কাস্টমাইজ ফটো ফ্রেম পাবেন আমাদের কাছে, কেন আপনি ফটো ফ্রেম গুলো গিফট করবেন। এটি সারাজীবন আপনার দেওয়ালে স্মৃতি হিসেবে থেকে যাবে অন্য গিফট এ সম্ভব না. আমাদের গিফট দেখে আপনার প্রিয়জন খুশি হতে বাধ্য
চলছে বিশেষ অফার তাই এখনি ইনবক্স করুন অর্ডার দেওয়ার জন্য। বিঃ দ্রঃ মোবাইলের কবারে পচন্দ মত ছবি দিয়ে প্রিন্ট করাতে পারেন

11/06/2024
02/06/2024

নিজের পচন্দ মত ছবি দিয়ে মোবাইল এর কাভার প্রিন্ট করিয়ে নিতে পারেন স্বল্প খরচে, ইনবক্স করুন

01/06/2024

বাসায় গিয়ে কম্পিউটার এর সকল সমস্যার সমাধান করা হয় যদি কারো প্রয়োজন হয় ইনবক্স plz. 🙏🙏🙏

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
26/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটন

06/06/2023

মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং করা হয়

এখানে যেকোনো কম্পিউটার, ল্যাপটপের HDD, SSD, মেমোরিকার্ড, পেনড্রাইভে format হয়ে যাওয়া সকল ফাইল রেকভারি করে দেওয়া হয়। মা ড...
30/05/2023

এখানে যেকোনো কম্পিউটার, ল্যাপটপের HDD, SSD, মেমোরিকার্ড, পেনড্রাইভে format হয়ে যাওয়া সকল ফাইল রেকভারি করে দেওয়া হয়। মা ডিজিটাল ষ্টুডিও , মোবাইল - 01855558390, 01976305621

কথা সত্য
19/04/2023

কথা সত্য

17/04/2023

বিপদে পড়ে দেখেন তখন কে আপন চিনতে পারবেন

Photo Edit পচন্দের ছবি কে নিখুত ভাবে এডিটিং করার জন্য যোগাযোগ করতে পারেন01976305621
12/04/2023

Photo Edit
পচন্দের ছবি কে নিখুত ভাবে এডিটিং করার জন্য যোগাযোগ করতে পারেন
01976305621

06/04/2023

Maa love you

Natural
06/04/2023

Natural

Wedding Flim Editing
06/04/2023

Wedding Flim Editing

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when মা কম্পিউটার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category