ভাব তরঙ্গ প্রোডাকশন

ভাব তরঙ্গ প্রোডাকশন
Film
Drama


Film

(5)

শুভ জন্মদিন, হক সাহেব🎬🤘🏿
09/05/2024

শুভ জন্মদিন, হক সাহেব🎬🤘🏿

জন্মদিনের শুভেচ্ছা রিপন ভাই, চিত্রগ্রাহক সুব্রত রিপন 🎬📽️
06/05/2024

জন্মদিনের শুভেচ্ছা রিপন ভাই, চিত্রগ্রাহক সুব্রত রিপন
🎬📽️

শুভ জন্মদিন[০১ মে] অপি করিম, করিম আপা―Syeda Tuhin Ara Karim 🖤🎬
01/05/2024

শুভ জন্মদিন[০১ মে] অপি করিম, করিম আপা―

Syeda Tuhin Ara Karim 🖤🎬

অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই….
07/02/2024

অভিনেতা আহমেদ রুবেল ভাই আর নেই….

তিনি ২০০৯ এ লাক্স সুপারস্টার এ চতুর্থ পজিশন অর্জন করেছিলেন।নির্দিষ্ট অভিনেতা কিংবা পরিচালকের সাথে নেই তার সিন্ডিকেট,তার ...
14/01/2024

তিনি ২০০৯ এ লাক্স সুপারস্টার এ চতুর্থ পজিশন অর্জন করেছিলেন।

নির্দিষ্ট অভিনেতা কিংবা পরিচালকের সাথে নেই তার সিন্ডিকেট,

তার নেই ভিউ কামানোর ইচ্ছে,

তবুও তিনি চ্যালেঞ্জিং চরিত্রের জন্য এক আস্থাশীল অভিনেত্রী।

একজন আবদুল্লাহ আল মামুন কিংবা আতিকুল হক চৌধুরী র সময়ে অভিনয়ে এলে হয়ত তার কাজের সংখ্যা এত কম হতোনা,
তাকে বারবার নিজেকে প্রমাণ করতে হত না।

কিন্তু তিনি সেটা পেরেছেন,
শিহাব শাহীনের হৃদয়হীনা,
আরিয়ানের তানিয়া,
আর সাম্প্রতিক কালে
আশফাক নিপুনের সাবরিনা।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মেয়েটি বরাবরই নিজের স্বপ্নের পথে হেঁটেছেন তবে ধীরেধীরে।

জয়া আহসানের মত তিনিও বিশ্বাস করেন, Slow & Steady, wins the race.

©Niaz

২০২৩ শেষ হয়েছে  আমাদের ফিল্ম মেকিং জার্নির স্বপ্নদ্রষ্টর দেশের বাইরে চলে যাওয়ার মধ্য দিয়ে।নতুন জার্নি সুন্দর ও সফল হোক B...
02/01/2024

২০২৩ শেষ হয়েছে আমাদের ফিল্ম মেকিং জার্নির স্বপ্নদ্রষ্টর দেশের বাইরে চলে যাওয়ার মধ্য দিয়ে।

নতুন জার্নি সুন্দর ও সফল হোক Biplob Yousuf বস🖤🎬🤘🏿

Ezazur Rahman সে এক অদ্ভুত সময়। বয়সটাও রং ধরার। মনে কত লেখা আসে, আসে কত কবিতা!Nur Hasan Tonmoy 🎬 ২০১৪দৃশ্যঋণ : Shorifu...
30/11/2023

Ezazur Rahman সে এক অদ্ভুত সময়। বয়সটাও রং ধরার। মনে কত লেখা আসে, আসে কত কবিতা!
Nur Hasan Tonmoy 🎬

২০১৪

দৃশ্যঋণ : Shoriful Kakon 📷

সময়ের একটু আগেই চলে এসেছিলেন তিনি। তার বিখ্যাত উক্তি ' যদি চলচ্চিত্রের চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম পাই তবে চলচ্চিত্র ছেড়ে...
06/11/2023

সময়ের একটু আগেই চলে এসেছিলেন তিনি। তার বিখ্যাত উক্তি ' যদি চলচ্চিত্রের চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম পাই তবে চলচ্চিত্র ছেড়ে দিবো'

তিনি কি নির্মান করেছেন বা করছেন বাঙালির বুঝতে দীর্ঘ সময় লেগেছে। একগুয়ে বদমেজাজি মদ্যপ অথবা যাই বলি না কেন সবকিছুর উপরে তিনি ছিলেন একজন মহান শিল্পী। ছিলেন বরেন্দ্রভূমি রাজশাহীর মানুষ, দেশ বিভাগে চলে যেতে হয় পশ্চিমে। এই দু:ক্ষ তিনি কোনো দিনই ভুলতে পারেননি। একক জেদে একের পর এক দেশবিভাগ নিয়ে ছবি বানিয়েছেন। বাঙালি সিনেমা হলে ভীর করেনি তার ছবি দেখতে! জীবনদশায় মিলেনি কোন বিশেষ সম্মাননা বা পুরষ্কার। হতাশায় বাংলা মদ আর দেশী বিড়িই ছিল তার নিত্য সঙ্গী...
তিনি আমাদের ঋত্তিক কুমার ঘটক। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে একরোখা ডিরেক্টর।
গুরু, তুমি শুরু করেছিলে বলেই আমরা সাহস পাই!

🎬🖤 #মোস্তফা_সারয়ার_ফারুকী
15/10/2023

🎬🖤
#মোস্তফা_সারয়ার_ফারুকী

অভিনেতা হিসেবে অভিষেক হলো প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। ২০ বছর ধরে ক্যামেরার পেছনে কাজ করা চলচ্চিত্র নির্মাতা...
08/10/2023

অভিনেতা হিসেবে অভিষেক হলো প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। ২০ বছর ধরে ক্যামেরার পেছনে কাজ করা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবার অভিনয় করেছেন।

১৫ জুলাই ২০১৫ একটি ভাব তরঙ্গ প্রোডাকশন এর ব্যানারে!নির্মাণকাল চলাকালীন শর্ট ফিল্ম [এমন কেন?] 🎬দৃশ্যঋণ : Shoriful Kakon 📷
17/07/2023

১৫ জুলাই ২০১৫
একটি ভাব তরঙ্গ প্রোডাকশন এর ব্যানারে!
নির্মাণকাল চলাকালীন শর্ট ফিল্ম

[এমন কেন?] 🎬

দৃশ্যঋণ : Shoriful Kakon 📷

12/07/2023

মাটির ময়না🎬

মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক মাসুদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।

শুভ জন্মদিন [মে ০২] সত্যজিৎ রায়[ আলোকচিত্র : নিমাই ঘোষ ]
02/05/2023

শুভ জন্মদিন [মে ০২] সত্যজিৎ রায়

[ আলোকচিত্র : নিমাই ঘোষ ]

শুভজন্মদিন [০১ মে] হুমায়ূন কবীর সাধু, সাধু ভাই―Whomayun Sadhu
01/05/2023

শুভজন্মদিন [০১ মে] হুমায়ূন কবীর সাধু, সাধু ভাই―
Whomayun Sadhu

ফেনী বাংলাদেশ।
02/03/2023

ফেনী বাংলাদেশ।

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই ....

17/01/2023

Shey Ki Jane Raz Dee

cover by- Navid Iqbal

১৯৯৭ সালের আজকের এই দিনে মুক্তি পেয়েছিলো হলিউডের কালজয়ী সিনেমা ‘টাইটানিক’ ১৯৯৫ সালে টাইটানিকের চলচ্চিত্রায়ন শুরু হয়। স...
19/12/2022

১৯৯৭ সালের আজকের এই দিনে মুক্তি পেয়েছিলো হলিউডের কালজয়ী সিনেমা ‘টাইটানিক’

১৯৯৫ সালে টাইটানিকের চলচ্চিত্রায়ন শুরু হয়। সে সময় ক্যামেরন আটলান্টিকের তলায় টাইটানিকের আসল ভগ্নাবশেষের ছবি তোলা শুরু করেছিলেন। তিনি প্রেম কাহিনীর অবতারণা ঘটিয়েছিলেন মানুষের বাস্তব জীবনের ট্রাজেডির মাধ্যমে টাইটানিকের ট্রাজেডি ফুটিয়ে তোলার জন্য। ছবির আধুনিক সময়ের শ্যুটিং করা হয়েছে রাশিয়ার মির অভিযানের সহযোগী জাহাজ Akademik Mstislav Keldysh-এ, আর প্রাচীন টাইটানিকের শ্যুটিংয়ের জন্য পুরনো টাইটানিক নতুন করে তৈরি করা হয়েছে। বাহা ক্যালিফোর্নিয়ার Playas de Rosarito-তে টাইটানিক পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়া টাইটানিকডুবির দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ক্যামেরন স্কেল মডেলিং ও কম্পিউটার এনিমেশনের সাহায্য নিয়েছেন। তৎকালীন সময়ে টাইটানিকই ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাজেটের ছবি। এই চলচ্চিত্র তৈরীতে মোট ব্যয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। প্যারামাউন্ট পিকচার্স ও টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স যৌথভাবে এই অর্থের যোগান দিয়েছে।

১৯৯৭ সালের ২রা জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাণ প্রক্রিয়ায় বিলম্বের কারণে অবশেষে ১৯শে ডিসেম্বর টাইটানিক মুক্তি পায়। মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা শুনে অনেকেই ভেবে বসেছিলেন, এই ছবির মুক্তি পাওয়া আর হবে না এবং ফক্স ও প্যারামাউন্ট বিশাল লোকসানের সম্মুখীন হবে। আশা খুব বেশি না থাকলেও মুক্তির পর টাইটানিক সমালোচক ও দর্শক সবার কাছ থেকেই বিপুল প্রশংসা পায়। টাইটানিকের সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে: ১৪টির মধ্যে ১১টি ক্ষেত্রেই একাডেমি পুরস্কার জিতে নেয়া এবং সর্বকালের সবচেয়ে বেশি উপার্জন করা। স্ফীতির বিষয়টা বাদ দিলে টাইটানিকের চেয়ে বেশি আয় এ পর্যন্ত কোন সিনেমা করতে পারেনি। টাইটানিক মোট ২.১৮৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অবশ্য মূল্যস্ফীতি বিবেচনা করলে উত্তর আমেরিকার সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমার তালিকায় টাইটানিক ৬ নম্বরে থাকে। আর অস্কার ১১টির বেশি কোনো সিনেমাই পায়নি। টাইটানিক ছাড়া একমাত্র


14/12/2022

This part of my life, this little part, is called happiness

Leo Messi 🖤🎬🤘

 Black Point
02/12/2022



Black Point

আমাদের সকল ভিডিও  আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন..
01/12/2022

আমাদের সকল ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন..

মানব দেহের ভাব জেনে কর সাধন CinemaShort FilmTV Drama TVC Documentary Musical Filmphotography

01/12/2022
14/08/2022

শুভজন্মদিন [১৫ আগস্ট ] মারজুক রাসেল
একজন বাংলাদেশী
কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা🎬☘️🖤

ওস্তাদ

22/07/2022

১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯২৯ সালে ফেনী থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হলে ফেনী জংশন স্টেশনে পরিণত হয়।

#ফেনী_জংশন_রেলওয়ে_স্টেশন

মেঘদলের ফাউন্ডার মেম্বার এবং নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র 'হাওয়া' আগামী ২৯ জুলাই সারাদেশব্যাপী মুক্তি প...
18/07/2022

মেঘদলের ফাউন্ডার মেম্বার এবং নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র 'হাওয়া' আগামী ২৯ জুলাই সারাদেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এই চলচ্চিত্রকে কেন্দ্র করেই মেঘদল এক দীর্ঘ বিরতির পর আবারও তাদের নতুন গান 'এ হাওয়া' নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হচ্ছে। যে গানটি মূলত মেঘদলের পক্ষ থেকে নির্মাতা সুমনের প্রথম চলচ্চিত্রের প্রতি একটি নিবেদন মাত্র। আমাদের দীর্ঘ এই গান, ছবি, চিন্তার যে পদযাত্রা তারই পথ ধরে এই গানের জন্ম। মেজবাউর রহমান সুমন ও তার ছবি হাওয়া'র সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছে মেঘদল।

পোস্টার ডিজাইন : Sabyasachi Mistry

আমরা শোকাহত 😞
05/06/2022

আমরা শোকাহত 😞

🎬🖤🌱
22/05/2022

🎬🖤🌱

স্মৃতির গ্যারাজ এর প্রথম দিন থেকেই ভাব তরঙ্গ প্রোডাকশন এর সাথে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

শুভ জন্মদিন [১৯ মে ] লিভিং লিজেন্ড-Nawazuddin Siddiqui 🖤🎬
18/05/2022

শুভ জন্মদিন [১৯ মে ] লিভিং লিজেন্ড-

Nawazuddin Siddiqui 🖤🎬

15/05/2022

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
মানব দেহ কি বৃষ্টি হয় সারা শহরে কি বৃষ্টি ঝরে বৃষ্টি রাস্তায় চায়ের দোকানে ঝিলের জলে ভিজে সমকাল এসে বসেছে সেখানে আহত প্রেমিক প্রেমিকা আড্ডা দিচ্ছে 🖤

তিরোধান দিবস [২৯ এপ্রিল ] স্মরণে অভিনেতা—Irrfan☘️🎬
28/04/2022

তিরোধান দিবস [২৯ এপ্রিল ] স্মরণে অভিনেতা—
Irrfan☘️🎬

Address

Appayon Tower
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাব তরঙ্গ প্রোডাকশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

ভাব তরঙ্গ প্রোডাকশন |VABH TORONGO PRODUCTION

#Cinema #Short_Film #TV_Drama #TVC #Documentary #Musical_Film #Photography