মাটির ময়না🎬
মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক মাসুদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
তারেকের গল্প অবলম্বনে যৌথভাবে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন তারেক এবং ক্যাথরিন মাসুদ। চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে। চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।
Shey Ki Jane Raz Dee
cover by- Navid Iqbal
This part of my life, this little part, is called happiness
Leo Messi 🖤🎬🤘
Marzuk Russell
শুভজন্মদিন [১৫ আগস্ট ] মারজুক রাসেল
একজন বাংলাদেশী
কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা🎬☘️🖤
ওস্তাদ #MarzukRussell
ফেনী জংশন রেলওয়ে স্টেশন
১৮৯২ সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। ১৮৯৫ সালের ১ জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা ১৫০ কিমি মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত ৬৯ কিমি রেললাইন জনসাধারণের জন্য খোলা হয়।চট্টগ্রাম-কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ১৯২৯ সালে ফেনী থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হলে ফেনী জংশন স্টেশনে পরিণত হয়।
#ফেনী_জংশন_রেলওয়ে_স্টেশন
বর্ষা ঝরে বৃষ্টিতে ☘️
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
মানব দেহ কি বৃষ্টি হয় সারা শহরে কি বৃষ্টি ঝরে বৃষ্টি রাস্তায় চায়ের দোকানে ঝিলের জলে ভিজে সমকাল এসে বসেছে সেখানে আহত প্রেমিক প্রেমিকা আড্ডা দিচ্ছে 🖤
Happy Victory Day Dec 16, 1971
#Happy_Victory_Day
#Dhaka, Dec 16, 1971
A film on Nabarun Bhattacharya. Directed by Q. (https://youtu.be/s5ItBay9HH8)
এই হচ্ছে ঋত্বিক
#Nabarun_Bhattacharya
#Corona_virus
#Stay_Home
#Stay_Safe
#Covid-19
#Corona_virus
HEAVY METAL T SHIRT presents : The Unplugged Chapter
Liquid State Drive
Poraho
Conclusion
Aftermath
Owned
S!N
Heavy Metal T-Shirt
নিরাপদ সড়ক চাই
#WeWantJustice
#নিরাপদ_সড়ক_চাই
#StudentProtestForSafeRoad
পথ শিশুদের গল্প
#পথ_শিশুদের_গল্প
একটি ভাব তরঙ্গ প্রোডাকশন এর ব্যানারে....
এখানে সাজানো কোন অংশ নেই। চিত্র গুলো Feni (town) এর বিভিন্ন স্থান থেকে নেওয়া।
দৃশ্যঋন : Shoriful Kakon
এডিটিং : As Fuhad
চলো বাংলাদেশ
চলো বাংলাদেশ খিম সং
ভাব তরঙ্গ প্রোডাকশন এর পক্ষে থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানানোর জন্য আমাদরে এ উদ্যেগ ।
পরিচালনায়: নুর হাসান তন্ময় এবং সুমন।
কোডিওগ্রাফার: সালা উদ্দিন আহম্মেদ
স্থান: মুহুরী প্রজেক্ট সোনাগাজী,ফেনী ।