![বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে, ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভাল...](https://img5.medioq.com/814/524/450135148145240.jpg)
23/12/2024
বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে, ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে, গুরত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে, কষ্ট পাওয়ার পরেও বার বার মেনে নিয়ে, ভুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে, সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না, তখন রুহু'টাই মৃত হয়ে যায়। মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি। ঘৃণার পাত্র বানাচ্ছি।