ফেনীর দৃষ্টি Fenir Drishti

ফেনীর দৃষ্টি  Fenir Drishti ফেনী জেলার যেকোনো ধরনের দুর্নীতি চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কর্মকান্ডের খবর
ফেনীর দৃষ্টি Fenir Drishti

29/12/2024

আত্মসমর্পণের পর ১৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে জামিন দিলেন আদালত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে, খুশি নিম্নবিত্ত মানুষজনসম্প্রতি দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উল...
29/12/2024

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে, খুশি নিম্নবিত্ত মানুষজন

সম্প্রতি দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে কমে এসেছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম কমায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সরকারি উদ্যোগে পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং বাজার তদারকি জোরদার করায় এই দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। স্থানীয় বাজারে বেশ কিছুদিন ধরে পণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং আমদানি খরচ কমে যাওয়ায় এমন ইতিবাচক পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিম্নবিত্ত পরিবারের এক সদস্য জানান, "আগে বাজারে গিয়ে পণ্যের দাম শুনে কী কিনব, সেটা নিয়ে ভাবতে হত। এখন দাম কমায় পরিবারের জন্য প্রয়োজনীয় সবকিছু কেনা সম্ভব হচ্ছে।"

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা বজায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং ক্রয়ক্ষমতা বাড়বে।

সরকারি সূত্রে জানা গেছে, বাজার স্থিতিশীল রাখতে এই নজরদারি অব্যাহত থাকবে।
এটি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বড় একটি স্বস্তির খবর।

সমসাময়িক সকল সংবাদের আপডেট পেতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেইজটি ফলো করুন।

22/12/2024

চাঁদাবাজি বন্ধ হয় নাই, শুধু চাঁদাবাজরা পরিবর্তন হয়েছে,
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

22/12/2024

বন্দিদের ভারতে পাঠাতেন হাসিনা! গুমকাণ্ডে দিল্লির যোগও খুঁজে পেলো তদন্ত কমিশন।

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে  ফেনী পরশুরাম রোডস্থ ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে যাত্রীবাহ...
21/12/2024

ফেনীর ফুলগাজীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে


ফেনী পরশুরাম রোডস্থ ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে যাত্রীবাহী বাসটি মারাত্মকভাবে এক্সিডেন্ট হয়ে সড়কের নিচে পড়ে যায়।
ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল থেকে ফেনীর পরশুরামে যাওয়ার পথে আজ ভোর ৪: ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

বাসের সকল যাত্রীরাই পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ ইউনিয়ন সহ ও পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানের।
খোঁজ নিয়ে জানা গেছে বাসের অধিকাংশ যাত্রী মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়েছে।
তারা বর্তমানে ফেনী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
ফেনী-পরশুরাম রোডের গতিপথ ড্রাইভার এর জানা না থাকায় বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয় বলে জানা যায়।

ফেনীর সমসাময়িক সকল খবর আপডেট জানতে ফেনীর দৃষ্টি পেইজটি ফলো করুন।


ফেনী পরশুরাম রোডস্থ ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে যাত্রীবাহী বাসটি মারাত্মকভাবে এক্সিডেন্ট হয়ে সড়কের নিচে পড়ে যায়।
ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল থেকে ফেনীর পরশুরামে যাওয়ার পথে আজ ভোর ৪: ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

বাসের সকল যাত্রীরাই পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ ইউনিয়ন সহ ও পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানের।
খোঁজ নিয়ে জানা গেছে বাসের অধিকাংশ যাত্রী মারাত্মক ভাবে এক্সিডেন্ট হয়েছে।
তারা বর্তমানে ফেনী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।
ফেনী-পরশুরাম রোডের গতিপথ ড্রাইভার এর জানা না থাকায় বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয় বলে জানা যায়।

ফেনীর সমসাময়িক সকল খবর আপডেট জানতে ফেনীর দৃষ্টি পেইজটি ফলো করুন।

যশোরের একটি ভাইরাল ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় 'যেমন খুশ...
19/12/2024

যশোরের একটি ভাইরাল ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে।

এটা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় 'যেমন খুশি তেমন সাজো'-তে ১৩-১৪ বছরের ছেলেরা হামাস যোদ্ধা সেজেছে।

অস্ত্রগুলো ককশিটের বানানো যার উপরে কালো টেপ পেঁচানো। আর বক্তব্যটি অডিও ক্লিপ বেজেছে।
এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

সময় সাময়িক সকল খবর ও তথ্যের আপডেট জানতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেইজটি ফলো করুন।

হেল্প পোস্টবসুন্ধরার পাশে কাঞ্চন ব্রিজ থেকে ৩০০ ফিট আসার সময় ৪ নাম্বার ব্রিজের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়!মেয়েটির...
17/12/2024

হেল্প পোস্ট
বসুন্ধরার পাশে কাঞ্চন ব্রিজ থেকে ৩০০ ফিট আসার সময় ৪ নাম্বার ব্রিজের নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়!
মেয়েটির সাথে কোন পরিচয়পত্র নেই! এখন রুপগঞ্জ থানায় লাশ রয়েছে!
শুধুমাত্র পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই পোস্টটি সেয়ার করুন!!
কেউ যদি চিনে থাকেন তাহলে উনার পরিবারকে অবগত করবেন!

সময় সাময়িক সকল সংবাদ ও তথ্যের আপডেট পেতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেজে ফলো করুন।

16/12/2024


৩ মাস আত্মা গোপনে থাকার পর গত ৮ই নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান

এই ছেলেটি নাশিদের খুনি, ধরিয়ে দিন।
12/12/2024

এই ছেলেটি নাশিদের খুনি, ধরিয়ে দিন।

ফেনীতে নিখোঁজের 5 দিন পর  স্কুলছাত্র নাশিতের গলাকাটা লাশ উদ্ধার।মায়ের আহাজারি..... ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় ময়লার স্তুপ...
12/12/2024

ফেনীতে নিখোঁজের 5 দিন পর স্কুলছাত্র নাশিতের গলাকাটা লাশ উদ্ধার।মায়ের আহাজারি.....
ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় ময়লার স্তুপের পাশে শিশুটির লাশ পাওয়া গেছে।
এই ঘটনায় তিনজন সন্দেহভাজন আটক করেছে পুলিশ।

সকল খবর আপডেট জানতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেইজটি ফলো করুন।

দারোগার হাটে কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই।ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাট বাজারে কয়েকটি দোকান আগুনে ...
10/12/2024

দারোগার হাটে কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই।

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দারোগার হাট বাজারে কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । স্হানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

#ফেনীর_দৃষ্টি #ফেনী #নিউজ #দৃষ্টি #সোনাগাজী #মতিগঞ্জ #দারোগারহাট

দেশের সর্বভৌমত্ব রক্ষায় সকল ধর্ম ও সকল রাজনৈতিক দল ও  মতের মানুষ আমরা এক অভিন্ন । আজ সব ধর্মের প্রতিনিধিরা প্রধান উপদেষ...
05/12/2024

দেশের সর্বভৌমত্ব রক্ষায় সকল ধর্ম ও সকল রাজনৈতিক দল ও মতের মানুষ আমরা এক অভিন্ন ।

আজ সব ধর্মের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে।

মার্শাল মিছিলে উত্তাল ফেনী বাংলাদেশ হাই কমিশনে হা'ম'লা ও কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিকের নে-শাগ্র-স্ত, হকার হলুদ ...
05/12/2024

মার্শাল মিছিলে উত্তাল ফেনী

বাংলাদেশ হাই কমিশনে হা'ম'লা ও কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিকের নে-শাগ্র-স্ত, হকার হলুদ সাংবাদিক ময়ূখ রঞ্জন ফেনীকে নিয়ে কুরুচিপূর্ণ সংবাদের প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবীরা

ফেনীর সর্ব শেষ আপডেট পেতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেইজটি ফলো করুন।

#ফেনীয়া #ফেনীর_দৃষ্টি #দৃষ্টি #ফেনী #নিউজ

05/12/2024


০৫ ডিসেম্বর ২০২৪
১. গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা; ফেসবুক-ইউটিউবে পাঠানো হবে আদেশের কপি।
২. মিথ্যা মামলা দিলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা; সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার নয়: বললেন আইজিপি।

সর্ব শেষ খবরের আপডেট জানতে ফেনীর দৃষ্টি Fenir Drishti পেইজটি ফলো করুন।

#ফেনী #ফেনীয়া #দৃষ্টি #নিউজ #ফেনীর_দৃষ্টি

05/12/2024

আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেফতার

01/12/2024

২১অগাস্ট গ্রেনেড হামলায় মামলা তারেক রহমান সহ সকল আসামীর খালাস

30/11/2024

৭১টিভির সাংবাদিক মুন্নী সাহা গ্রে*প্তার

ক্রিকেট খেলা নিয়ে কালিদহে গু-লিবিদ্ধ যুবক। ফেনীর কালিদহে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (40...
29/11/2024

ক্রিকেট খেলা নিয়ে কালিদহে গু-লিবিদ্ধ যুবক।

ফেনীর কালিদহে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (40)নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে ফেনী থেকে তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর দৃষ্টি Fenir Drishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর দৃষ্টি Fenir Drishti:

Videos

Share