Sultana Sume

Sultana Sume U don't hafta be great to start.... But u hafta start to be great Myself Sultana Parveen. l am a freelancer.

❤যার আছে রং, নাই তার সুবাস আর 🤍যার নাই রং, আছে সুবাস। সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ভরা ধরণীর সবাইকে শুভ সকাল☕
05/06/2024

❤যার আছে রং, নাই তার সুবাস আর 🤍যার নাই রং, আছে সুবাস। সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ভরা ধরণীর সবাইকে
শুভ সকাল☕

💗💗💗💗
12/04/2024

💗💗💗💗

☀☀চৈত্রের খঢ়তায় রোজাদার দের জন্য আল্লাহর অশেষ রহমত 🌧🌧🌧
24/03/2024

☀☀চৈত্রের খঢ়তায় রোজাদার দের জন্য আল্লাহর অশেষ রহমত 🌧🌧🌧

21/03/2024
মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️যদি জিজ্ঞেস করি কে ...
25/02/2024

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।

হুতত্ত্বা ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। copy

ফলো দিয়ে রাখে আমার আইডিটা প্লিজ

🌿প্রকৃতি হচ্ছে আসল শিক্ষক🌿
25/02/2024

🌿প্রকৃতি হচ্ছে আসল শিক্ষক🌿

প্রতিটি সময় তোমরা ভালো থাকো🤲🤲
24/02/2024

প্রতিটি সময় তোমরা ভালো থাকো🤲🤲

06/02/2024

🧡💛🧡শুভ জন্মদিন🎂🎁🎉🧡💛🧡

এগুলো ঘাস নাকি শাক🤔🤨
04/02/2024

এগুলো ঘাস নাকি শাক🤔🤨

আবার আসিব ফিরে– জীবনানন্দ দাশআবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশ...
28/01/2024

আবার আসিব ফিরে
– জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।

Our lovely son. Pray for him
16/01/2024

Our lovely son. Pray for him

09/12/2023

🌷First DIY project🌷

😮‍💨"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়হার মানে যত দ্রুতগামী,😤😌জীবন যুদ্ধে তারাই জিতেযারা বলে জিতবই আমি।''🤭🍀জীবন সুখ, দুঃখ, কঠিন স...
31/10/2023

😮‍💨"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়
হার মানে যত দ্রুতগামী,😤
😌জীবন যুদ্ধে তারাই জিতে
যারা বলে জিতবই আমি।''🤭

🍀জীবন সুখ, দুঃখ, কঠিন সময় এবং ভালো সময়ের একটি বৃত্ত।
☘️আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে বিশ্বাস রাখুন যে ভালো সময় আসছে।🌻

শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি উত্তর দিলেন সুন্দরভাবে...
02/09/2023

শান্তিতে নোবেল বিজয়ী 'তাওয়াক্কুল কারমান'-কে হিজাব পরা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তিনি উত্তর দিলেন সুন্দরভাবে পরিষ্কার ভাষায়, যা পৃথিবীর সভ্য মানুষকে করেছে মুগ্ধ।
তাঁর উত্তরটা ছিল এরকম:

"আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পরেছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটি পশ্চাদমুখিতা নয়; বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া।"
সংগৃহীত:::

*PHILOSOPHY ABOUT TOO MUCH* 1. If you speak too much, you will lie2. If you think too much,you will be depressed 3. If y...
31/08/2023

*PHILOSOPHY ABOUT TOO MUCH*

1. If you speak too much, you will lie
2. If you think too much,you will be depressed
3. If you cry too much, you will lose your sight
4. If you love too much, you will be lost
5. If you care too much,you will be taken for granted
6.If you play too much, You will not be taken serious often
7.If you trust too much, you will be betrayed
8.If you work too much, You will die of stress
9.If you eat too much, You will be obsessed
10.If you sleep too much, You will be idle
11. If you spend too much, You will have no future
12.If you wear make up too much, You will lose your beauty
13.If you look too much, You will lose your focus
14.If you pursue life too much, you will lose everything.
BUT..........
* When you pray too much, You will have everything
*When you have too much patience, you will have the whole world
*When you invest too much, You will have your future guaranteed
*When you let go too much, you will have peace of mind
*When you are careful too much, you will be saved of many evils.
*When you serve God too much, you will receive unlimited and unspeakable reward and testimony.
Love you all.
❤️

💛💚💙শুভ সন্ধ্যা 💙💚💛
31/08/2023

💛💚💙শুভ সন্ধ্যা 💙💚💛

🌾🌾কাশফুলের কাব্য🌾🌾 ~~ নির্মলেন্দু গুণ🌷ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব,তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব।🌹🌫🌫তখন ...
27/08/2023

🌾🌾কাশফুলের কাব্য🌾🌾

~~ নির্মলেন্দু গুণ

🌷ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব,
তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লেখব।🌹

🌫🌫তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে,
ভেবেছিলাম আরো ক'দিন যাবে তোমার ফুটতে।🌹

🌦🌤সবে তো এই বর্ষা গেল শরত এলো মাত্র,🌤🌦
🌾এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র।🌾

🚣‍♀️🚣ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড়টায়,
🎍🌾🎍হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায়।

💨🌈💨আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে,
🌄দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।🌾

🌾কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে,🤫
😲সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে।🛤

🕊উচ্চ দোলা পাখির মত কাশ বনে এক কন্যে,👩‍🦰
🦚তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে।👩

⛅🌥🌤শরত রানী যেন কাশের বোরখা খানি খুলে,
কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে।🌾🌾🌾🌾

🍃🍃প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে,
তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে।🌾👸🌾

👨‍🦰ইচ্ছে করে ডেকে বলি, "ওগো কাশের মেয়ে―
আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে🥰
🤍তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ🤍
তাইতো আমি এই শরতে তোমার কৃতদাস"🏞

🤍📖ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই🌾
👸দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।😰

ফ্রিল্যান্সিং কী? 🧐🧐অনেকেই এই প্রশ্নের উত্তর না জানার ফলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চায় না।। আসলেই তো, ফ্রিল্যা...
26/08/2023

ফ্রিল্যান্সিং কী? 🧐🧐

অনেকেই এই প্রশ্নের উত্তর না জানার ফলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চায় না।।

আসলেই তো, ফ্রিল্যান্সিং টা কী?? 🤔🤔

চলুন একটু সময় ব্যয় করে ফ্রিল্যান্সিং সম্পর্কে সামান্য ধারণা নেই 👉👉

👩‍💻👨‍💻স্বাধীন কাজ: ফ্রিল্যান্সিং হলো এমন এক ধরণের কাজের পদ্ধতি, যেখানে ব্যক্তিগতভাবে দক্ষতা এবং পরিষেবা প্রদান করা হয়, প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে নয়।

⏰⏰সুবিধাজনক সময়সূচি: ফ্রিল্যান্সারদের নিজের কাজের সময়সূচি নির্ধারণ করতে সুবিধা আছে এবং অধিকাংশ সময় যেখানেই থাকতে পারে, সেটা তাদের সময়ের উপর নিয়ন্ত্রণ দেয়।

👥👥বিভিন্ন গ্রাহকগণ: ফ্রিল্যান্সাররা বিভিন্ন গ্রাহকগণের সাথে প্রকল্পের ভিত্তিতে কাজ করে, যা তাদেরকে বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন কাজ এবং প্রকল্প গ্রহণ করতে দেয়।

👩👨‍🦰স্ব-উদ্যোগপূর্ণতা: ফ্রিল্যান্সাররা মৌলিকভাবে স্ব-উদ্যোগী, অর্থাৎ তারা নিজেদের কর পরিচালনা করে, কর পরিষ্কার, এবং ব্যবসায়িক প্রচার-প্রচার করে।

💰💰প্রকল্প-ভিত্তিক পে: নির্দিষ্ট বেতনের পরিবর্তে, ফ্রিল্যান্সাররা সাধারণভাবে প্রতিটি প্রকল্প বা কাজ শেষ করার পর মূল্য প্রদান পায়, যা তাদের উৎসাহিত করে বেশি উপার্জন সম্ভব।

📌📌ফ্রিল্যান্সিং এ ব্যক্তিরা নিজের মত বসে থাকে, প্রকল্প-ভিত্তিক ভাবে গ্রাহকদের জন্য তাদের দক্ষতা প্রদানআ করে।

🌿🌿জন্ডিস ও লিভারের সমস্যা দূর করবে এই পাতার রস 🌿🌿                                                📖লিভারের সমস্যার কারণে ...
24/08/2023

🌿🌿জন্ডিস ও লিভারের সমস্যা দূর করবে এই পাতার রস 🌿🌿

📖লিভারের সমস্যার কারণে অনেকেরই জন্ডিস বেড়ে যায়। এতে লিভারের রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। আর এই সমস্যার সমাধান রয়েছে জার্মানি লতায়। সাধারণত ছোপ-ঝাড়, গ্রামের পুকুর পাড়, আবার কখনো রাস্তার ধারে দেখা যায় এই লতার গাছ। বাংলাদেশের এমন কোনো জঙ্গল নেই যেখানে জার্মানি লতা পাওয়া যায় না। এই লতা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়।

👩‍⚕️🧑‍⚕️ইউনানী গবেষকরা বলছেন, কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক ও বিষক্রীয়া দূর করতে এটি বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। তবে আপনি কি জানেন? জার্মানির লতা কিডনি ও পাকস্থলীর পাথর দূর করতে পারে। এটি এক মহা ওষুধি লতা। চলুন তবে জেনে নেয়া যাক জার্মানি লতার উপকারিতা সম্পর্কে-

🖋🖋শরীরের কোনো অংশ কেটে গেলে জার্মানি লতার রস লাগালে খুব তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হয়। তাছাড়া কাঁটা জায়গায় এই পাতার রস লাগিয়ে বেঁধে রাখলে খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়।

🔎🔎🔎আমাদের চোখের সামনে সব সময় থাকলেও আমরা কিন্তু এই লতা গাছটির নাম জানি না অনেকে এটাকে পাহাড়ি লতা, জাপানি লতা কেউ বলে জার্মানি লতা আবার ছোটবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা। আবার একে ফিরিঙ্গি লতা হিসেবেও চেনে।🔍🔍🔍

🌳🌳🌳বাংলাদেশর এমন কোন জংগল নেই যে সেখানে জার্মানি লতা পাওয়া যাবে না। 🌳🌳🌳

🖋🖋অনেকের হাতে-পায়ের চামড়া উঠে খসখসে হয়ে যায়। আর এই খসখসে ভাব দূর করতে জার্মানি লতার রস লাগালে খুব উপকার পাওয়া যাবে।

🖋🖋কিডনি এবং পাকস্থলীতে পাথর হলে দুই থেকে তিনটি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে।

🖋🖋জন্ডিস বা লিভারের যেকোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর। মূত্রথলির সমস্যায় জার্মানি লতার রস খুব উপকার করে।

🖋🖋 প্রতিদিন খালি পেটে চার চা চামচ জার্মানি লতার রস এক চা চামচ মধু সঙ্গে মিশিয়ে সাতদিন খেলে রক্ত দূষণ ভালো হয়।

✅✅✅আমরা যদি বিভিন্ন ওষুধি গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারি তবে সময় বিশেষ নানা রোগ থেকে বাঁচতে পারব। এজন্য সবসময় ওষুধে নয় বরং প্রাকৃতিক উপাদানেও ভরসা রাখুন।✅✅✅

---ডেইলি-বাংলাদেশ/জেএমএস

ভূকম্প থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ৫টি সহজ পরামর্শ মেনে চলুন:📌জ্ঞান অর্জন করুন: ভূকম্প সম্পর্কে জানুন, ক...
14/08/2023

ভূকম্প থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ৫টি সহজ পরামর্শ মেনে চলুন:

📌জ্ঞান অর্জন করুন: ভূকম্প সম্পর্কে জানুন, কেন এটি ঘটতে পারে এবং আপনার এলাকার ঝুঁকি বুঝুন।

📌জরুরি পরিকল্পনা তৈরি করুন: পরিবারের সদস্যেরা জানে যে ভূকম্পের সময় কোথায় যেতে হবে এবং কোথায় মিলতে হবে।

📌জরুরি কিট সংগ্রহ করুন: পানি, খাবার, ফ্ল্যাশলাইট, ঔষধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম রাখুন।

📌নিরাপত্তা ব্যবস্থা নিন: ঘরের মেজবান, ফার্নিচার এবং অন্যান্য বস্তুগুলি সুরক্ষিত করতে সাহায্য করে নিন।

📌ভূকম্প সময় আত্মনির্ভর করুন: ভূকম্পের সময় আপনি জীবনের সবচেয়ে নিরাপদ স্থানে চলে যান এবং আত্মনির্ভর করুন।

✅✅মনে রাখা, ভূকম্প নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রস্তুত থাকাটি এবং উপকরণ সম্পন্ন রাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।✅✅

Address

Mohipal, Chattogram
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Sume posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Feni

Show All