রাধা রাণী দাসী

রাধা রাণী দাসী যার মাধ্যমে আমরা কৃষ্ণভক্তিতে অনুপ্রাণিত হবো,আমাদের উচিত তার সান্নিধ্য করা.💝
(1)

🦚🌼"শ্রীশ্রীদামোদরাষ্টকম্"🌼🦚 🌺🙏
12/11/2023

🦚🌼"শ্রীশ্রীদামোদরাষ্টকম্"🌼🦚

🌺🙏

জয় মা 🌺🙏 🙏
09/11/2023

জয় মা 🌺🙏

🙏

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর 🥰💚রাখের উপবাস-২০২২ || বারদী আশ্রম ✨   #লোকনাথ
09/11/2023

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর 🥰💚
রাখের উপবাস-২০২২ || বারদী আশ্রম ✨


#লোকনাথ

02/11/2023
🌿🌺 #শুভ_কোজাগরী🌺🌿কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরী লক্ষ্মীপূজোর ...
27/10/2023

🌿🌺 #শুভ_কোজাগরী🌺🌿
কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। এর আক্ষরিক অর্থ ‘কে জেগে আছো?’ কথিত আছে, কোজাগরী লক্ষ্মীপূজোর দিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে, তাঁর বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পূজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারারাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পূজোর বিশেষত্ব🌺🌿

🌿মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক সবার উপর,
মায়ের কৃপায় আনন্দময় হয়ে উঠুক সবার জীবন 🌿
_______________🌾🌺👣🌺🌾________________

🌺🙏

ধর্মস্থাপন -                          যদা যদা হি ধর্মস্য,                         গ্লানির্ভবতি ভারত।।                   ...
26/10/2023

ধর্মস্থাপন -
যদা যদা হি ধর্মস্য,
গ্লানির্ভবতি ভারত।।
অভ্যুত্থানমধর্মস্য,
তদাত্মানং সৃজাম্যহম্।।
পরিত্রাণায় সাধুনাং,
বিনাশয় চ দুষ্কৃতাং।।
ধর্মসংস্থাপনার্থায়,
সম্ভবামি যুগে যুগে।।

অনুবাদঃ-
যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্মসংস্থাপন করার জন্য আমি ( স্বীয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করি ) যুগে যুগে অবতীর্ণ হই ।।

যাকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে
মন্দিরে যান, তীর্থে যান, একবার কি নিজের মনে খুঁজে দেখেছেন তাকে ?

দুচোখ বন্ধ করে আগে নিজের মনের মন্দিরে তাদের যুগল প্রতিস্থাপিত করুন, তারপর প্রাণ ভরে কৃষ্ণ নাম জপ করুন।

নিজের মনে কৃষ্ণ প্রেম জাগ্রত করুন, দেখবেন ভগবান মন্দিরেও যতোটা সুন্দর আপনার মনেও ততোটাই সুন্দর।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।।

জয় শ্রী রাধা মাধব🙏...

🌺🙏

26/10/2023

গোবিন্দ বলো হরি গোপাল বলো,💝
জয় মা দূর্গা আসছে বছর আবার হবে!

মন্দির : তলাগ্রাম(সাহাপাড়া), বরুড়া, কুমিল্লা।

🌺🙏

রাধে রাধে 💖🙏
25/10/2023

রাধে রাধে 💖🙏

24/10/2023

কত সুন্দর মায়ের আরতি, জয় মা দূর্গা। 💖🙏

24/10/2023

সব মন্দিরেই এমন ধুনুচি নাচের আয়োজন করা হোক!

23/10/2023

ধুনুচি আরতি, বলো দূর্গা মা কি, জয়!🙏

#ধুনুচি_নাচ #শুভ_শারদীয়া

23/10/2023

ঢাকের তালে ধুনুচির নাচে চমৎকার সন্ধ্যা আরতি!💖

#শুভ_শারদীয়া #ধুনুচি_নাচ #ঢাকের_তাল

23/10/2023

চলছে নবমী পূজার সন্ধ্যা আরতি 💖🙏

22/10/2023

বলো দূর্গা মা কি,জয়. চলছে অষ্টমীর আরতি।💖

22/10/2023

চলছে অষ্টমীর আরতি 💖🙏

21/10/2023

সপ্তমীর আরতি বলো দূর্গা মা কি!! 💖🙏

রাধে রাধে 💖☘️
21/10/2023

রাধে রাধে 💖☘️

শুভ শারদীয়া মহা সপ্তমীর শুভেচ্ছা,💖উৎসবে মেতে উঠুক প্রতিটি বাঙ্গালীর প্রাণ!💝 🌺🙏
21/10/2023

শুভ শারদীয়া মহা সপ্তমীর শুভেচ্ছা,💖
উৎসবে মেতে উঠুক প্রতিটি বাঙ্গালীর প্রাণ!💝

🌺🙏

21/10/2023

শুভ মহা সপ্তমীতে ধুনুচী নাচ হবে তো!! 💖

19/10/2023

শুভ শারদীয়ায় আরতি চলছে,💖
উৎসবে মেতে উঠুক প্রতিটি বাঙ্গালীর প্রাণ!💝

আজকের এই পূর্ণ মহালয়া র দিবসে তর্পনের উদ্দেশ্যে কলকাতার বাবুঘাটে অসংখ্য ভিড় জমা হয়েছে ||সরাসরি এক নজরে || জয় মা!! 🙏 🌺...
14/10/2023

আজকের এই পূর্ণ মহালয়া র দিবসে তর্পনের উদ্দেশ্যে কলকাতার বাবুঘাটে অসংখ্য ভিড় জমা হয়েছে ||
সরাসরি এক নজরে || জয় মা!! 🙏

🌺🙏

শুভ মহালয়া! পিতৃপক্ষের সমাপ্তির সাথে আসুন আমরা সবাই মা দুর্গাকে স্বাগত জানাই এবং মাতৃদেবীর আশীর্বাদ সবসময় সবার সাথে থাক...
14/10/2023

শুভ মহালয়া! পিতৃপক্ষের সমাপ্তির সাথে আসুন আমরা সবাই মা দুর্গাকে স্বাগত জানাই এবং মাতৃদেবীর আশীর্বাদ সবসময় সবার সাথে থাকুক।💝

🌺🙏

জয় মা দূর্গা দেবীর জয় 🙏Sreebhumi Sporting Club 2023 😍  🌺🙏📷 Collected
13/10/2023

জয় মা দূর্গা দেবীর জয় 🙏
Sreebhumi Sporting Club 2023 😍


🌺🙏

📷 Collected

আমরা হলাম সনাতন জাতি,কৃষ্ণ নাম ছাড়া নাই যে কোনো গতি!!🙏কৃষ্ণই জান...কৃষ্ণই প্রাণ,তাই তো জপি হরে কৃষ্ণের নাম!💝  🌿🙏🌺 হরে ক...
13/10/2023

আমরা হলাম সনাতন জাতি,
কৃষ্ণ নাম ছাড়া নাই যে কোনো গতি!!🙏
কৃষ্ণই জান...কৃষ্ণই প্রাণ,
তাই তো জপি হরে কৃষ্ণের নাম!💝

🌿🙏🌺 হরে কৃষ্ণ 🌺🙏🌿

🌺🙏

প্রশ্ন :  আত্মহত্যা তো মহাপাপ কিন্তু শ্রীকৃষ্ণকে স্মরণে রেখে প্রাণ বিসর্জন দিলে কি পাপ?উত্তর:রথের রশি ছুঁয়ে দেখার জন্য ...
13/10/2023

প্রশ্ন : আত্মহত্যা তো মহাপাপ কিন্তু শ্রীকৃষ্ণকে স্মরণে রেখে প্রাণ বিসর্জন দিলে কি পাপ?

উত্তর:
রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় লক্ষ করা যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট করতে হয়না।
কথিত আছে, একসময় পুরীর রথযাত্রা জগন্নাথদেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন ভক্তরা ।
কিন্তু কেন ?
মানুষের বিশ্বাস শ্রীপুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ করা যায়।

শ্রীচৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথদেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু ই তাকে বলেন, ''সনাতন!! এ রকম দেহত্যাগ যদি কৃষ্ণকে পাওয়া যেত, তা হলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তাঁর শ্রীচরনে সমর্পণ করতাম ।
কিন্তু দেহত্যাগ এ থেকে কৃষ্ণকে পাওয়া যায় না। এরকম দেহত্যাগ হচ্ছে তমোগুণ। তমোগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাঁকে পাওয়ার কোন উপায় নেই। ''
🙏🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏🙏

🌺🙏

সাহস আর ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়!!👏সবাই একবার বলো হরে কৃষ্ণ।।💖 🌺🙏
12/10/2023

সাহস আর ইচ্ছাশক্তি থাকলে
অসম্ভবকেও সম্ভব করা যায়!!👏
সবাই একবার বলো হরে কৃষ্ণ।।💖

🌺🙏

১৪৩০ বঙ্গাব্দে দুর্গাপুজো পড়েছে কার্তিকের শুরুতে। ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ...
12/10/2023

১৪৩০ বঙ্গাব্দে দুর্গাপুজো পড়েছে কার্তিকের শুরুতে। ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে ২০২৩ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ২ কার্তিক ইংরাজির ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপুজো। ওই দিন রাত ১১.২৪ মিনিটে লাগবে সপ্তমী। শনিবার ২১ অক্টোবর পড়েছে সপ্তমী। ওই দিন রাত ৯.৫৪ মিনিটে লাগবে অষ্টমী। ২২ অক্টোবর রবিবার হবে অষ্টমী পুজো। ওই দিন রাত ৭.৫৯ মিনিটে লাগবে নবমী। ২৩ অক্টোবর সোমবার নবমী। ওই দিন বিকেল ৫.৪৫ মিনিটে লাগবে দশমী। ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। মহালয়া পড়েছে ১৪ অক্টোবর।

জয় মা দূর্গার জয় 🌺🙏

🌺🙏

✨❤আমরা এই দেহ নিয়ে কত গর্ব করি,কত অহংকার করি, কিন্তু আমরা কেউই ভাবিনা আমি আসলে কে?❤🌿✨❤আমি কি এই দেহ নাকি আমি বলতে অন্য ক...
24/08/2023

✨❤আমরা এই দেহ নিয়ে কত গর্ব করি,
কত অহংকার করি, কিন্তু আমরা কেউই ভাবিনা আমি আসলে কে?❤🌿

✨❤আমি কি এই দেহ নাকি আমি বলতে অন্য কেউ আছে? আসলে আমি এই দেহ নয়, এই দেহটা পিঞ্জর আর এই পিঞ্জরের ভেতরেই পরমাত্মারুপে ভগবানের বসবাস।❤🌿

❤✨যেদিন এই দেহ থেকে আমি(আত্মা) চলে যাবে সেদিন এই দেহের কোনো দাম থাকবে না। আত্মীয় স্বজন সবাই মিলে মাটির এই দেহটাকে চিতায় তুলে ছাই করে দেবেন আমরা যদি জানার চেস্টা করি কেনো আমাদের এই দেহধারন। কেনো বারবার জন্মমৃত্যুর যন্ত্রনা ভোগ করতে হয়? তাহলে মনে হয় আর এই যন্ত্রনাময় জন্ম মৃত্যুর ফাঁদে পড়তে হবে না।❤🌿

✨❤ ঘুরতে হবে না ঠিকানবিহীন ভাবে বার বার। আমাদের ও একটা ঠিকানা আছে সেখানে যেতে পারলেই আর আসতে হবে আমাদের দুঃখময় এই ভবসংসারে, শুধুমাত্র কর্মফলই আমাদের এইযন্ত্রনার ফাঁদে ফেলে বার বার।🌿❤

✨❤গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে যে যেভাব স্মরণ করে মৃত্যুবরন করে পরবরর্তিতে সে সেভাবে দেহ প্রাপ্ত হয়।🌿❤

✨❤তাই আমরা যদি মৃত্যুকালে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শেষ নিশ্বাস ছাড়তে পারি তাহলে আর আসতে হবে না এই দুঃময় সংসারে। আমরা আমাদের আসল ঠিকানা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো🌿❤

❤🌿🙇‍♀️ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।❤🙇‍♀️✨
✨🙇‍♀️ জয় নিতাই গৌর হরিবোল❤✨

🌺🙏

গৌরবাড়িতে মা বিষহরির বরণপর্ব।🙏✨স্থান: গৌরবাড়ি বড় বাজার,ময়মনসিংহ। ছবি পাঠিয়েছেন: শ্রাবন্তী সাহা তিথি া_মনসা 🙏 🌺🙏
18/08/2023

গৌরবাড়িতে মা বিষহরির বরণপর্ব।🙏✨
স্থান: গৌরবাড়ি বড় বাজার,ময়মনসিংহ।

ছবি পাঠিয়েছেন: শ্রাবন্তী সাহা তিথি

া_মনসা 🙏
🌺🙏

◉ আজ ৩২শে শ্রাবণ ১৪৩০ বাং (১৮ই আগস্ট ২০২৩ ইং) রোজ শুক্রবার শ্রী শ্রী মনসা পূজা।মনসা পূজা শ্রাবণ মাসের শেষ দিনে করা হয়। ম...
18/08/2023

◉ আজ ৩২শে শ্রাবণ ১৪৩০ বাং (১৮ই আগস্ট ২০২৩ ইং) রোজ শুক্রবার শ্রী শ্রী মনসা পূজা।মনসা পূজা শ্রাবণ মাসের শেষ দিনে করা হয়। মনসা সাপের দেবী। তিনি মূলত লৌকিক দেবী। সকলকে জানাই মনসা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।🌺
#প্রণাম_মন্ত্রঃ
আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্তথা।
জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমোহস্তুতে। 🙏🙏
া_মনসা🙏
🌺🙏

22/06/2023

সীতা মা❤

জপ প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন ?🌿 আমাদের হরিনাম জপ করে কি লাভ ? 🔝 আমি আমিষহারী ?🌿 আমি অদিক্ষিত ?🌻 আমি অপবিত্র থাকি ইত্যা...
21/06/2023

জপ প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন ?
🌿 আমাদের হরিনাম জপ করে কি লাভ ?
🔝 আমি আমিষহারী ?
🌿 আমি অদিক্ষিত ?
🌻 আমি অপবিত্র থাকি ইত্যাদি ইত্যাদি কারণে জপ করতে পারবো কি না ?

জপ করার জন্য কোন যোগ্যতা লাগে না। দিক্ষিত-অদিক্ষিত,আমিষাশী- নিরামিষাশী,ধনী-দরিদ্র, পবিত্র-অপবিত্র অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়।....শুধু মন পবিত্র থাকতে হবে।
জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আমাদের হরিনাম জপ করে কি লাভ?
শ্রীমতি দেবকী দেবী দাসী
জপ মেডিটেশন,২০১৬ পুন্ডরিক ধাম।
★জপ করা মানে,কৃষ্ণের কাছে মনের কথা খুলে বলা...
★জপ করা মানে,কৃষ্ণের কাছে সেবা প্রার্থনা করা...
★জপ করা মানে,কৃষ্ণ সাক্ষাৎ আপনার সম্মূখে উপস্থিত আছে, এমনটি অনুভব করা....
★জপ করা মানে,কৃষ্ণ আপনার জিহ্বায় শব্দ রুপে নিত্য করছে, এমনটি অনুভব করা...
★জপ করা মানে, জন্ম-মৃত্যু-জড়া-ব্যাধি ও ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে যাওয়ার পন্থা অবলম্বন করা...
★জপ করা মানে,এই জড় ব্রহ্মাণ্ড বেদ করে গোলক বৃন্দাবনে উন্নিত হওয়া...
তাই,আমাদের কখনও হরিনাম জপকে হেলার সহিত নেয়া উচিৎ নয়।হরিনাম সাধারন কোন মন্ত্র নয়।হরিনাম সাক্ষাৎ শ্রী কৃষ্ণের অভিন্ন রুপ।তাই,আমাদের খুব যত্নের সহিত হরিনাম জপ করা উচিৎ।

।।জয় ভক্তিময় শ্রীকৃষ্ণ।।
●●●●●●●●●●●
┈┉━❀❈🙏🏻❈❀━┉┈
✧══════•❁❀❁•══════✧
┄❈❥ًً❀──●❀🌹❀●──❀❥ًً❈┄
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
┄❈❥ًً❀──●❀♡ ♡🙏♡
╲\ | / /╭━━ " ҉♥️" ҉-━━╮╲\ | / /
🦚❤️জয় শ্রী কৃষ্ণ❤️🦚
❤️❤️ ❤️❤️

🌺🙏

20/06/2023

জয় জগন্নাথ ❤️❤️
অপরূপ সুন্দর এই লীলাভূমি 'তে
আজ লক্ষ লক্ষ সনাতনী'দের আগমন।❤️

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when রাধা রাণী দাসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share