30/11/2020
পঞ্চাশের দশকে বিশ্বের ৮০% যানবাহন নির্মাণ করতো যুক্তরাষ্ট্র। আশির দশকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষস্থান দখল করে জাপান। ২০০০ সালে চীন ছিল বিশ্বের ১০ম বৃহত্তর মোটরচালিত যানবাহন নির্মাতা। কিন্তু এক দশকের মধ্যেই চীন বিশ্বের সর্ববৃহৎ যানবাহন নির্মাতা হয়ে উঠে। বর্তমানে বিশ্বের ৩৩% যানবাহন নির্মাণ করে চীন। বছরে ২.৫কোটি মোটরচালিত যানবাহন উৎপাদন করে চীন।
সত্তরের দশক থেকে অটোমোবাইল শিল্পে শীর্ষে আছে জাপান। জাপানের ১০% কর্মজীবী মানুষ অটোমোবাইল শিল্পের সাথে যুক্ত। বিশ্বের শীর্ষ ১০টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ৫টি জাপানের। বছরে প্রায় ৩কোটি গাড়ি উৎপাদন করে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অর্ধশতাধিক দেশে তাদের ফ্যাক্টরি ও এসেম্বলি সেন্টার রয়েছে। বছরে ১.৪কোটি ইঞ্জিন উৎপাদন করে হোন্ডা কোম্পানী। ১৯৫৯ সাল থেকে বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদক হোন্ডা। প্রায় ৪০কোটি মোটর সাইকেল উৎপাদন করেছে তারা। টয়েটো কোম্পানী উৎপাদন করেছে ২০কোটি গাড়ি। ইয়ামাহা, সুজুকি, মিৎসুবিসি, হিনো, ইশুজুর মত বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মালিক জাপান।
ধীরে ধীরে চীন ছেড়ে বেড়িয়ে আসতে চাইছে জাপানি কোম্পানিগুলো। সম্ভাবনা দেখা দিয়েছে মধ্যম আয়ের দেশগুলোর জন্য।
বাংলাদেশ কি পারবে সুযোগ গ্রহণ করতে....?