Nazim Sarkar

Nazim Sarkar Talk about Idea, not about People..
(1)

অভিনন্দন রেহা...!১১ বছরের এই ছোট্ট পাহাড়ি মেয়েটির নাম রেহা বালোস। স্থানীয় আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ক...
20/01/2023

অভিনন্দন রেহা...!
১১ বছরের এই ছোট্ট পাহাড়ি মেয়েটির নাম রেহা বালোস। স্থানীয় আন্তঃস্কুল ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে সে তার বাবা মাকে একজোড়া জুতো কিনে দিতে বলে। বাবা-মা সেটি কিনে দিতে পারেনি। কিন্তু এই লড়াকু মেয়ে থেমে থাকার পাত্র নয়, বাকি প্রতিযোগিরা যখন দামি জুতো পড়ে মাঠে নামে।তখন রেহা পায়ে টেপ পেঁচিয়ে তার ওপর Nike ( ✓ ) এর লোগো এঁকে মাঠে নামে এবং ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনটি সোনার মেডেল জয় করে সবাইকে অবাক করে দেয়।

বগুড়ায় ৭৫০জন প্রকৌশল শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত ক্যারিয়ার মিট আপ প্রোগ্রামে...
06/11/2022

বগুড়ায় ৭৫০জন প্রকৌশল শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত ক্যারিয়ার মিট আপ প্রোগ্রামে...

02/10/2022

চাকরি জীবনের শুরুতে সবাই কমন একটা ভুল করে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মুক্ত হস্তে টাকা ধার দিতে থাকে। এরপর বন্ধু এবং টাকা; দুইটাই হারায়। টাকা ধার নেয়ার সময় এমনভাবে চাইবে- যেন তাকে টাকা ধার দেয়া আপনার উপর ফরজ দায়িত্ব। টাকা চাইতে গেলে, এমন ভাব দেখাবেঃ যেন আপনি টাকা ফেরত চেয়ে; কোন অপরাধ করে ফেলেছেন।
উপরোক্ত শিক্ষালাভ করার পরে; কেউ ধার চাইলে "না" বলার সাহস অর্জন করে ফেলবেন। টাকা ধার দিয়ে বন্ধু এবং টাকা; উভয়টি হারানোর চেয়ে। যেকোনো একটি হারানো উত্তম। তবে কিছু বন্ধুকে টাকা ধার দেয়াটা দায়িত্ব। কারণ কিছু বন্ধুত্ব টাকার চেয়েও দামী।

Repost

আরাকান প্রদেশের অনেক অঞ্চল দখলে নিয়ে নিজেদের প্রশাসন চালু করেছে আরাকান আর্মি। প্রশাসনে রোহিঙ্গাদের রাখতে চায় তারা।
01/10/2022

আরাকান প্রদেশের অনেক অঞ্চল দখলে নিয়ে নিজেদের প্রশাসন চালু করেছে আরাকান আর্মি। প্রশাসনে রোহিঙ্গাদের রাখতে চায় তারা।

30/09/2022
06/05/2021
28/02/2021


যারা কোর্সটি করতে আগ্রহী, তারা নিম্নের লিংকে রেজিস্ট্রেশন করুন। নিয়মাবলীঃ
১) কোর্স ফিঃ ২৫০০ টাকা। কমপক্ষে ১০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। বাকি কোর্স ফি ক্লাস শুরুর পরে পরিশোধ করতে হবে।
২) শুরুতে সম্পূর্ণ কোর্স ফি ২৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
৩) ক্লাস নেয়া হবে গুগল মিট অথবা জুমে।
৪) প্রতিটি সাবজেক্ট শেষে সাবজেক্ট টেস্ট নেয়া হবে।
৫) নন-ডিপার্টমেন্ট ক্লাস হবে না।
৬) প্রতিটি সাবজেক্ট শেষে সল্যুশন ক্লাস নেয়া হবে।
৭) কোর্স Duration সর্বোচ্চ ৩মাস।
৮) সর্বমোট ৪৫টি ক্লাস, ৭টি সল্যুশন ক্লাস নেয়া হবে।
৯) একাধিক সাবজেক্টের ক্লাস একসাথে চলবে।
রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ
১) লিংকে প্রদত্ত নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে ২৫০০টাকা (সম্পূর্ণ কোর্স ফি) অথবা ১০০০টাকা (প্রথম কিস্তি) সেন্ড মানি অথবা ক্যাশ-ইন করে Transaction ID টি সংগ্রহ করুন।
২) রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে আপনার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩) তাৎক্ষনিক আপনি কোন কনফার্মেশন কল বা মেসেজ পাবেন না। ক্লাস শুরুর পূর্বে মেসেজ ও কল পাবেন। Transaction ID সংরক্ষন করে রাখুন। পরবর্তীতে প্রয়োজন হতে পারে।
ডিপার্টমেন্টঃ ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিকস
ক্লাস শুরু হবেঃ ১২ই মার্চ ২০২১
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ১০ই মার্চ ২০২১, বিকাল ৫টা
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/5KuDoE7DqtMMaGCy8

21/02/2021
09/02/2021
04/02/2021
15/12/2020
30/11/2020

পঞ্চাশের দশকে বিশ্বের ৮০% যানবাহন নির্মাণ করতো যুক্তরাষ্ট্র। আশির দশকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষস্থান দখল করে জাপান। ২০০০ সালে চীন ছিল বিশ্বের ১০ম বৃহত্তর মোটরচালিত যানবাহন নির্মাতা। কিন্তু এক দশকের মধ্যেই চীন বিশ্বের সর্ববৃহৎ যানবাহন নির্মাতা হয়ে উঠে। বর্তমানে বিশ্বের ৩৩% যানবাহন নির্মাণ করে চীন। বছরে ২.৫কোটি মোটরচালিত যানবাহন উৎপাদন করে চীন।
সত্তরের দশক থেকে অটোমোবাইল শিল্পে শীর্ষে আছে জাপান। জাপানের ১০% কর্মজীবী মানুষ অটোমোবাইল শিল্পের সাথে যুক্ত। বিশ্বের শীর্ষ ১০টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ৫টি জাপানের। বছরে প্রায় ৩কোটি গাড়ি উৎপাদন করে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অর্ধশতাধিক দেশে তাদের ফ্যাক্টরি ও এসেম্বলি সেন্টার রয়েছে। বছরে ১.৪কোটি ইঞ্জিন উৎপাদন করে হোন্ডা কোম্পানী। ১৯৫৯ সাল থেকে বিশ্বের সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদক হোন্ডা। প্রায় ৪০কোটি মোটর সাইকেল উৎপাদন করেছে তারা। টয়েটো কোম্পানী উৎপাদন করেছে ২০কোটি গাড়ি। ইয়ামাহা, সুজুকি, মিৎসুবিসি, হিনো, ইশুজুর মত বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মালিক জাপান।
ধীরে ধীরে চীন ছেড়ে বেড়িয়ে আসতে চাইছে জাপানি কোম্পানিগুলো। সম্ভাবনা দেখা দিয়েছে মধ্যম আয়ের দেশগুলোর জন্য।
বাংলাদেশ কি পারবে সুযোগ গ্রহণ করতে....?

28/11/2020

সিলেটের সেই বক্তব্য...

🙄🙄
25/11/2020

🙄🙄

05/11/2020

চুয়েটের গল্প নিয়ে লাইভে আসছেন “চুয়েট ক্যারিয়ার ক্লাব”....। দেখতে চোখ রাখুন School of Engineers পেজে সোমবার (৯নভেম্বর), রাত ৮টায়।

26/10/2020

11/08/2020
25/07/2020

আমাজনে আগুন লাগলে, আপনি শেয়ার দেন।
ভারতে যুদ্ধ লাগলে, আপনি শেয়ার দেন।
উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলে, শেয়ার দেন।
কিন্তু নিজের বন্ধু যখন কোন ব্যবসা শুরু করে, আপনি তার পেজটাকে কখনো শেয়ার দেন না। অথচ উদ্যোগের শুরুতে একটি শেয়ারের অনেক প্রয়োজন ছিল তার।

11/07/2020
20/06/2020
13/06/2020
17/05/2020
11/05/2020

PSC Non-cadre Job Preparation

01/05/2020

করোনার জন্মনিরোধক ব্যবহার করার পরেও ইউরোপ-আমেরিকায় করোনার বংশবিস্তার হয়েছে আকাশচুম্বী গতিতে। অথচ গার্মেন্টস ও কাঁচাবাজারের মত করোনা উৎপাদন কেন্দ্র খোলা রেখেও বাংলাদেশে করোনার বংশবিস্তার আশানুরূপ হয় নাই।
করোনার জন্য ইহা একটি প্রেস্টিজিয়াস ইস্যু। এত বড় সুযোগ পেয়েও বেচারা বাংলাদেশে সুবিধা করতে পারে নাই।
এই দেশে করোনার ভবিষ্যৎ অনুজ্জ্বল হলেও; করোনা মোকাবেলায় নিজেকে সৈনিক কিংবা ক্ষতিগ্রস্ত দাবী করা অনেকের কপাল খুলে গেছে। কেউ প্রণোদনা পাচ্ছে, কেউ ফুল বেসিক বেতন পাচ্ছে, কেউ ঋণ পাচ্ছে, কেউ বিসিএস ক্যডার হচ্ছে, কেউ বীরের তকমা পাচ্ছে।

29/04/2020

CSE Department নিয়ে আজকের লাইভ...।

09/04/2020
পিছনের বাড়িটা কার?
18/02/2020

পিছনের বাড়িটা কার?

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং সুষম বণ্টন।
12/02/2020

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং সুষম বণ্টন।

ডুয়েট মসজিদ....।
12/02/2020

ডুয়েট মসজিদ....।

একটি গাছ লাগাতে ১৭জন লোকের যদি একদিন লাগে, তবে ১০০টি গাছ লাগাতে একজন লোকের কতদিন লাগবে...?
10/02/2020

একটি গাছ লাগাতে ১৭জন লোকের যদি একদিন লাগে, তবে ১০০টি গাছ লাগাতে একজন লোকের কতদিন লাগবে...?

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim Sarkar:

Share