Actual Needs

Actual Needs Train your mind for success!

this page is dedicated to sharing positivity,uplifting and inspiring posts, quotes,books, stories, music, information.....

share inspiring messages or just get motivated !

24/12/2024

বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে না !!??

বর্তমান যুগে শিক্ষার খরচ ক্রমাগত বেড়েই চলেছে। একটি সময় ছিল যখন শিক্ষা একটি মৌলিক অধিকার হিসেবে সহজলভ্য ছিল। কিন্তু আজকের বাস্তবতায় শিক্ষার খরচ এমন উচ্চতায় পৌঁছেছে যে এটি অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে।

শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ এই সমস্যার অন্যতম কারণ। অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান উচ্চ টিউশন ফি, ভর্তি ফি, এবং অন্যান্য খরচ আরোপ করে শিক্ষাকে একটি পণ্য হিসেবে বিক্রি করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের খরচ, শিক্ষকদের উচ্চ বেতন, এবং অবকাঠামো উন্নয়নের নামে বাড়তি চাপ শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের ওপর পড়ে।

এই খরচের প্রভাব সমাজে অসাম্য সৃষ্টি করছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলো উচ্চশিক্ষার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। অনেক শিক্ষার্থী ঋণের বোঝা মাথায় নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে, যা পরবর্তীতে তাদের আর্থিক সংকটে ফেলে দেয়। অন্যদিকে, দরিদ্র শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগই পাচ্ছে না।

সমাধান কী হতে পারে?

সরকারের উচিত শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও বেশি বৃত্তি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।

শিক্ষাকে বাণিজ্যিকীকরণ বন্ধ করে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

প্রযুক্তি ব্যবহারের খরচ কমানোর জন্য সাবসিডি দিতে হবে।

শিক্ষা জাতির মেরুদণ্ড। এটি কোনো পণ্য নয়, এটি প্রতিটি মানুষের অধিকার। শিক্ষার ক্রমবর্ধমান খরচ আমাদের জাতি ও সমাজকে পিছিয়ে দিচ্ছে। সময় এসেছে সচেতন হওয়ার, শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করার। আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করি যাতে শিক্ষা প্রতিটি শিশুর অধিকার হয়ে ওঠে, বিলাসিতা নয়।

09/12/2024

তার শেষ কথাটা কি ছিল যা শুনে আপনার রুহ অবধি কেঁপে উঠেছিল।
💔

জেই বয়স্ক মহিলাদের দেখতেছেন ছবিতে তারা আমাদের সমাজের  #মুরুব্বি মানে সম্মানীও ব্যাক্তি🙂 কিন্তু তারা তাদের সম্মান ধরে রাখ...
10/11/2024

জেই বয়স্ক মহিলাদের দেখতেছেন ছবিতে তারা আমাদের সমাজের #মুরুব্বি মানে সম্মানীও ব্যাক্তি🙂 কিন্তু তারা তাদের সম্মান ধরে রাখতে পারে নি💔 এই ফুলের মতো বাচ্চা টাকে মেরে খালের কাদায় পুতে রেখেছে😭 আহা জীবন,,, আমি শুধু ভাবছি যেই মূহুর্তে লাশ মুনতাহার বাবা মায়ের সামনে এনে রাখা হয়েছিল সেই মূহুর্তটা তাদের জন্য কেমন ছিলো🥲 আমারইতো চোখে পানি চলে আসছে🙃
গ্রামের মানুষেরা সহজ সরল যারা বলে তারা হয়ত সহজ সরলতার #সংজ্ঞা জানে না।

এই মার্জিয়া হচ্ছে #মুনতাহার মামাত বোন আগে একসময় ২৫০ টাকার বিনিময়ে মুনতাহাকে প্রাইভেট পড়াতো এবং বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত, একদিন মার্জিয়া মুনতাহার কিছু কাপড় #চুরি করতে গিয়ে ধরা পড়ছিলো মুনতাহার বাবার হাতে এরপর থেকে মুনতাহাকে #প্রাইভেট পড়াতে বারণ করা হয় মার্জিয়া কে,

তখন থেকেই মার্জিয়া #জেদেরবশত চক আঁকতে থাকে কিভাবে মুনতাহাকে অ*প*হর*ণ করা যায় এবং শেষ পর্যন্ত মেরেই ফেললো ,মুনতাহা গত ৭/৮ দিন থেকে #নিখোঁজ এইটা সবাই জানেন, গতকাল রাতে sbd এর সাংবাদিক ভাই এসে মুনতাহার পরিবার এবং মার্জিয়ার পরিবার সহ অনেককে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে মার্জিয়ার কথাবার্তা ও আচার ব্যবহারে সন্দেহ হয় পরবর্তীতে #কানাইঘাট থানা পুলিশ এসে মার্জিয়া কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, মার্জিয়া এবং মার্জিয়ার মা মিলে কিন্তু আগেই মুনতাহাকে মেরে তাদের ঘরের পিছনে খালে পুতে দেয় পরে রাত ৩ টার দিকে মার্জিয়ার মা ওই খাল থেকে মুনতাহার লা*শ #পুকুরে ফেলতে গিয়ে পাশের বাড়ির একজন চাচার কাছে ধরা পড়ে সাথে সাথে চাচা চিৎকার করে লোকজন জড়ো করেন এবং শেষ পর্যন্ত মুনতাহার মৃতদেহ #উদ্ধার করা হয়।

আমরা এদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি।

05/11/2024

#বেকারত্বের মূল কারণ এবং আমাদের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ

আমাদের দেশে #বেকারত্বের অন্যতম মূল কারণ হলো আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা। একজন মানুষকে শিক্ষিত হতে প্রচুর #অর্থ ব্যয় করতে হয়, যা প্রতিটি পরিবারের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। আর্থিক #সীমাবদ্ধতার কারণে অনেকেরই পড়ালেখা মাঝপথে ছেড়ে দিতে হয়।

অনেক সময় যখন কেউ পড়ালেখা চালিয়ে যেতে চায়, তখন বয়সের পার্থক্য বা অন্যান্য বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, যা পড়ালেখা শেষ করা আরো কঠিন করে তোলে। চাকরি ক্ষেত্রেও দেখা যায়, #দক্ষতার চেয়ে #শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন বেশি করা হয়। ফলে কাজের দক্ষতা থাকা সত্ত্বেও অনেকে যোগ্য চাকরি পায় না।

এই সমস্যাগুলো দূর করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং কর্মক্ষেত্রে দক্ষতার উপর গুরুত্ব বাড়াতে হবে, যাতে সবাই সমান সুযোগ পায় এবং আমাদের দেশে #বেকারত্বের হার কমে।

05/11/2024

স্বাধীনতা আমাদের সবার প্রয়োজন, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতা খোঁজা সব সময় যুক্তিযুক্ত নয়। কারণ, প্রতিটি সমাজের একটি নির্দিষ্ট নিয়মকানুন আছে, যা সবাইকে মেনে চলতে হয়। আমরা একা বাস করি না; সমাজের বিভিন্ন মানুষের সাথে মিলে-মিশে বাস করি। এ কারণে, আমাদের উচিত ডিসিপ্লিন শিখে দায়িত্বশীলভাবে চলা।

স্বাধীনতা মানে নিজের ইচ্ছামত চলা নয় বরং সমাজের কল্যাণে কাজ করা। একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ তৈরি করতে পারি, যেখানে সব শ্রেণির মানুষ শৃঙ্খলার মধ্যে একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে।

৫ই আগস্টের পর থেকে আমরা দেখছি, অনেকেই স্বাধীনতার নামে নিজের ইচ্ছামত কাজ শুরু করেছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলা বাড়ছে এবং মানবজীবন বিপন্ন হচ্ছে। স্বাধীনতা মানে যদি নিয়ম-নীতি ছাড়া যেকোনো কিছু করার অনুমতি হয়, তাহলে তা সমাজের জন্য ক্ষতিকর। এই অবাধ স্বাধীনতার সুযোগে চুরি, ডাকাতি এবং অপরাধমূলক কার্যকলাপ বেড়ে গেছে, যা সমাজের বড় ধরনের ক্ষতি সাধন করছে।

আসুন, আমরা সবাই নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে একত্রে সমাজের শৃঙ্খলা বজায় রাখি। কারণ, সুশৃঙ্খল সমাজই একটি উন্নত দেশের ভিত্তি। স্বাধীনতা ও দায়িত্বশীলতা যেন একসাথে চলে, তবেই আমাদের সমাজ সুরক্ষিত এবং সুন্দর থাকবে।

05/11/2024

"১৯৯০ সালের সমাজ বনাম বর্তমান সমাজ: কিছু বাস্তব পরিবর্তন"

১৯৯০ সালের দিকে সমাজে একধরনের #আন্তরিকতা, সরলতা এবং একে অপরের প্রতি বিশ্বাস কাজ করত। তখন #প্রযুক্তির ব্যবহার ছিল সীমিত, ফলে মানুষ সরাসরি যোগাযোগে অভ্যস্ত ছিল। পারিবারিক #বন্ধন ছিল আরও দৃঢ়, প্রতিবেশীরা ছিল একে অপরের অভিভাবকের মতো। ছুটির দিনে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোটা ছিল প্রধান বিনোদন। #কৃত্রিমতার চেয়ে বাস্তবিক সঙ্গ তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল।

অন্যদিকে, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রযুক্তির অভাবনীয় #অগ্রগতির কারণে সবকিছুই #দ্রুতগামী হয়েছে। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে সম্পর্কগুলো অনেকটা #ভার্চুয়াল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জীবনকে সহজ করে তুলেছে ঠিকই, কিন্তু দূরত্বও যেন বাড়িয়ে তুলেছে। পরিবারে একসাথে বসে সময় কাটানো, প্রতিবেশীর সঙ্গে কথা বলা এখন অনেকটাই কমে গেছে। সবাই নিজের মতো করে #ব্যস্ত, বাহিরের চেয়ে ভেতরের দিকটা যেন ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে।

অবশ্য, #উন্নতি এবং #আধুনিকতা জীবনের অংশ, তবে এই পরিবর্তনের মাঝেও ৯০ দশকের #আন্তরিকতা আর ঐক্যের গুরুত্ব আজও কমেনি। আসুন, প্রযুক্তির সাথে চলার পাশাপাশি সম্পর্কের এই আন্তরিকতাও ধরে রাখি।

04/11/2024

"আমরা সভ্য জাতি হব কবে?"

আমরা প্রতিনিয়ত নিজেদের আধুনিক আর উন্নত বলি, কিন্তু সভ্য হওয়ার মূল গুণগুলো কি আদৌ অর্জন করতে পেরেছি? বাহ্যিক চেহারা আর বিলাসী জীবন আমাদের সভ্যতার পরিচয় নয়, বরং মানুষের প্রতি সম্মান, সহমর্মিতা, এবং সত্যিকারের মানবিকতা—এসব গুণই সত্যিকার সভ্যতার মাপকাঠি।

রাস্তায় বেরোলেই মানুষের অস্থিরতা, হিংসা, অন্যকে ছোট করার প্রবণতা দেখি। নিজেদের স্বার্থে অন্যের ক্ষতি করতে এতটুকু পিছপা হই না আমরা। অথচ, একটি সভ্য সমাজের প্রথম শর্তই হলো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল থাকা।

আসুন, সভ্যতার আসল অর্থটা বুঝি। অন্যের প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা, এবং সহানুভূতি আমাদের প্রতিদিনের জীবনে যুক্ত করতে শিখি। একদিন হয়তো আমরা সত্যিকার অর্থেই গর্ব করতে পারব যে আমরা একটি সভ্য জাতি।

03/11/2024

ধার দেওয়ার সময় মানুষ কত সহজে নিজের সমস্যার কাহিনী বলে, যেনো সেই টাকা দিয়ে তাদের জীবন বদলে যাবে। আর যখন পাওনা টাকা ফেরত চাইতে যান, তখন তারা নিজেরাই আবার নতুন কষ্টের গল্প তৈরি করে। এটা যেন এক দুষ্টচক্র, যেখানে ধার দেওয়া মানেই শোনার পর্ব, আর টাকা ফেরত নেওয়া মানেই শোনানোর পর্ব।

এই পরিস্থিতি বোঝায় যে, অর্থনৈতিক লেনদেনে আবেগের চেয়ে বাস্তবতা ও পরিপক্কতা বেশি জরুরি। তাই, ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত এবং পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক সময় ছোট-ছোট আর্থিক লেনদেন সম্পর্কের মধ্যে অস্বস্তি আনে, তাই নিজেকে ও সম্পর্ককে রক্ষা করতে কৌশলী হওয়া প্রয়োজন।

Attention plz.📢📣     প্রশাসন যদি দুর্বল হয়, তাহলে আইনশৃঙ্খলা ও উন্নয়ন ব্যাহত হয়।অপপ্রচার, বিক্ষোভ, এবং সামাজিক অস্থিরতা ...
24/09/2024

Attention plz.📢📣
প্রশাসন যদি দুর্বল হয়, তাহলে আইনশৃঙ্খলা ও উন্নয়ন ব্যাহত হয়।

অপপ্রচার, বিক্ষোভ, এবং সামাজিক অস্থিরতা তৈরি করা একটি দেশকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে। এই গোষ্ঠীগুলোর উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং জনগণের মধ্যে বিভেদ তৈরি করা।

বাংলাদেশের মতো দেশে, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা, ও সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে, সেখানে এই ধরনের কর্মকাণ্ড খুবই বিপজ্জনক। জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের প্রতি সমর্থন প্রয়োজন, যাতে তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।

সবার দায়িত্ব এই অপশক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করা, যাতে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখা যায়। সচেতন জনগণই পারে দেশের ভবিষ্যৎ গড়তে।

একটি দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটানো গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রশাসন যদি দুর্বল হয়, তাহলে আইনশৃঙ্খলা, উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশে কিছু দেশদ্রোহী গোষ্ঠী এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে।

তাদের কার্যকলাপের মধ্যে রয়েছে:

1. অপপ্রচার: মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি।

2. বিক্ষোভ ও আন্দোলন: গণবিক্ষোভ সৃষ্টি করে সরকারের ওপর চাপ তৈরি।

3. সামাজিক অস্থিরতা: ধর্ম, ভাষা বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভাজন।

এভাবে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়। জনগণকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে সমর্থন দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।




কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন...
24/09/2024

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।

আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন।
আর যারা এই হত্যার সাথে জড়িত তাদের যেনো কঠিন শাস্তি হয় সেই প্রত্যাশা করছি।

ইলিশ মাছ!!!!!!বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ থেকে ধীরে ধীরে রাজনীতিক মাছ হয়ে দাঁড়িয়েছে।🤦🤷আপনি কি আমার সাথে একমত?
22/09/2024

ইলিশ মাছ!!!!!!

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ থেকে ধীরে ধীরে রাজনীতিক মাছ হয়ে দাঁড়িয়েছে।🤦🤷

আপনি কি আমার সাথে একমত?


আপনার কাছে আপনার মা, বোন, আত্মীয়-স্বজন প্রতিনিয়ত আপনার বউ আর শশুরবাড়ির বদনাম করছে!!!আর আপনি চুপচাপ শুনে যাচ্ছেন।।।অভি...
22/09/2024

আপনার কাছে আপনার মা, বোন, আত্মীয়-স্বজন প্রতিনিয়ত আপনার বউ আর শশুরবাড়ির বদনাম করছে!!!
আর আপনি চুপচাপ শুনে যাচ্ছেন।।।
অভিনন্দন আপনাকে।।।

মনে রাখবেন তারা আপনার সংসারের সুখ ও ভবিষ্যৎ দুটোই নষ্ট করছে।।

৯০% বিবাহিত আপুরা এই নোংরা family politics এর শিকার।।।।

কমেন্ট বক্সে আপুদের মতামত জানাবেন।।


20/09/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। এর কিছু পরেই মসজিদ থেকে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন। তারা স্লোগানে বলেন— ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায়। এ সময় মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা রাস্তা থেকে তাদের সরিয়ে দেন। এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে।

জুমার নামাজ শুরুর আগে খতিব জটিলতায় থমথমে হয়ে উঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পরিবেশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বায়তুল মোকাররম এলাকায় অবস্থান করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটা দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন।

এদিকে, এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন। মসজিদের সামনের রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার (অস্ত্রসজ্জিত যান)। পল্টন মোড়ে রয়েছে জল কামান এবং কয়েক শতাধিক পুলিশ।

20/09/2024

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজাতি সন্ত্রাসীরা রাঙ্গামাটিতে বাঙ্গালীদের বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে।
উপজাতী সন্ত্রাসীরা শাস্তির শহর রাঙ্গামাটিকে অশান্ত করে দিচ্ছে।।।
উপজাতিদের উপদ্রপ বেড়ে যাচ্ছে।।।
দ্রুত share করুণ।।
রাঙামাটির পাশে এগিয়ে আসুন।

Video comment বক্সে পাবেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।।



19/09/2024

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা হোক।।
🚫

আপনার মতামত কি?

আপনার মতামত কি?   স্বাধীনতা অর্জন করা একটি কঠিন কাজ হলেও, তাকে রক্ষা করা এবং টিকিয়ে রাখা আরও চ্যালেঞ্জিং। স্বাধীনতা রক্...
16/09/2024

আপনার মতামত কি?

স্বাধীনতা অর্জন করা একটি কঠিন কাজ হলেও, তাকে রক্ষা করা এবং টিকিয়ে রাখা আরও চ্যালেঞ্জিং। স্বাধীনতা রক্ষার জন্য অব্যাহত প্রচেষ্টা, ঐক্য, এবং সচেতনতা প্রয়োজন। একটি দেশ বা ব্যক্তি স্বাধীনতা অর্জনের পর তা ধরে রাখতে হলে বিভিন্ন অন্তর্নিহিত চ্যালেঞ্জ, যেমন অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং সামাজিক বৈষম্যের মোকাবিলা করতে হয়।

শুধু রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করলেই যথেষ্ট নয়, যদি আমরা মানসিকভাবে স্বাধীন হতে না পারি। মানসিক ও সামাজিক দাসত্বের শৃঙ্খল ছিন্ন না করতে পারলে, হাজার বার দেশ স্বাধীন করলেও সেই স্বাধীনতার পূর্ণ সুফল পাওয়া যাবে না।

আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে হলে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে—যা শুরু হবে শিক্ষা, সচেতনতা, এবং নিজের দায়িত্ববোধ থেকে। যদি আমরা সামাজিক অবিচার, দুর্নীতি, এবং অসহিষ্ণুতার শৃঙ্খল ছিন্ন না করি, তাহলে সেই স্বাধীনতা প্রকৃত অর্থে অর্থহীন হয়ে পড়বে। মানসিক দাসত্ব থেকে মুক্ত হয়ে, সমবেত প্রচেষ্টায় সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারলেই স্বাধীনতা সার্থক হবে।

তাই শুধু বাহ্যিক স্বাধীনতা নয়, আমাদের ভেতরের পরিবর্তনের দিকে মনোযোগ দেওয়াই আসল চ্যালেঞ্জ।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Actual Needs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Actual Needs:

Videos

Share