ফেনী - Feni

ফেনী - Feni থাকবে ফেনীর ইতিহাস ও ঐতিহ্যের খবর।

15/10/2024

ধর্ম যার যার ছুটি সবার।

14/10/2024

#সংবাদ
ফেনীর বাসিন্দা বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হয়েছেন।
তার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা।

তিনি ১৯৬০ সালের ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগদান করেন। জেলা ও দায়রা জজ হিসেবে চাকরি থেকে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

সরকার পরিবর্তনের পর গত ৮ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ হিসেবে নিয়োগ পান।
আজ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

25/09/2024

ফেনীর বর্তমান জেলা ও দায়রা জজ বদলি হয়েছে। তার পরিবর্তে ফেনীতে জেলা ও দায়রা জজ হিসাবে আসছেন মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী।
কক্সবাজার নিবাসী এই বিচারক ১৯৬৯ সালে ১লা ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
১৯৯৮ এর ২৪শে জুন চাকরিতে যোগদান করেন।
২০১৪ পর্যন্ত তিনি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।
২০১৪ সালের ৯ই জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে যোগদান করেন।
তিনি ২০১৮ সালের ১০ এপ্রিল জেলা জজ হিসেবে পদোন্নতি পান।
তিনি ইতোপূর্বে লক্ষ্মীপুর ও চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন।

24/09/2024

#সংবাদঃ
ফেনীর জেলা ও দায়রা জজ পরিবর্তনঃ

ফেনীর বর্তমান জেলা ও দায়রা জজ বদলি হয়েছে। তার পরিবর্তে ফেনীতে জেলা ও দায়রা জজ হিসাবে আসছেন মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী।
কক্সবাজার নিবাসী এই বিচারক ১৯৬৯ সালে ১লা ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
১৯৯৮ এর ২৪শে জুন চাকরিতে যোগদান করেন।
২০১৪ পর্যন্ত তিনি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।
২০১৪ সালের ৯ই জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রামে যোগদান করেন।
তিনি ২০১৮ সালের ১০ এপ্রিল জেলা জজ হিসেবে পদোন্নতি পান।
তিনি ইতোপূর্বে লক্ষ্মীপুর ও চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন।
তথ্য সংগ্রহে Advocate-Sreekanta Devnath.

23/09/2024

গত বছর ভারতে রপ্তানি করে ৩৯৫০ টন ইলিশ।

গত বছর রপ্তানিকারকরা বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করে কেজি ১১০০/- টাকা করে।

যদিও গত বছর Daily Jugantor তার প্রতিবেদনে দাবি করে। তৎকালীন দেশের বাজারে ইলিশের পাইকারি দর ছিলো কেজি প্রায় ১৪০০/- টাকা করে।

দেশের বাজারে ১৪০০/- টাকা বিক্রি করে ভারতে ১১০০/- টাকায় রপ্তানির কারণ হিসেবে দাবী করা হয় ব্যবসায়ীদের কারসাজি।

যেমন কম দামে এলসি খুলে রপ্তানি করলেও সেই ইলিশ আবার ভারতের জনগণের কাছে বিক্রি হয় ১৪০০/- টাকার চেয়ে অনেক বেশি দামে। কারণ ভারতে ইলিশ বিক্রি করে বাংলাদেশী ব্যবসায়ীদের লোকজনই। ব্যবসায়ীদের সেই অতিরিক্ত অর্থ দেশে আসে হুন্ডি হয়ে।

ফলাফলঃ

১. ব্যবসায়ী দেশে বা ভারতে যেখানেই বিক্রি হোক সর্বদাই লাভবান হয়।
২. অতিরিক্ত অর্থ হুন্ডি করে আসায় সরকার রাজস্ব হারায়।
৩. সাধারণ ক্রেতা বেশি দামে ইলিশ কিনে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হন।

মজার ব্যাপার হলো প্রতি বছর ৬ লাখ টন ইলিশ ধরেন জেলেরা। সেই অনুযায়ী এ বছরের ৩০০০ টন বা গত বছরের ৩৯০০ টন কোনো বিষয়ই না।

এলসি খুলে কম দামে ভারতে রপ্তানি তারপর ভারতে বেশি দামে বিক্রি বা দেশে বেশি দামে বিক্রির পেছনে দায়ী ব্যবসায়ীরা তথা ব্যবসায়ী সিন্ডিকেট।

দরকার ছিলো বেশি দামে ভারতে রপ্তানি করা আর কম দামে বাংলাদেশে বিক্রি। এটা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে সরকার।

ইলিশের দাম কমাতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে।

21/09/2024

বিতর্ক কিছুটা প্রশমিত করা তথ্যঃ

গত বছর পূজা উপলক্ষে ৩৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বানিজ্য মন্ত্রণালয়।

এবছর ৩০০০ টন রপ্তানির অনুমোদন দেয় বানিজ্য মন্ত্রণালয়।

15/09/2024

ফেনী পৌরসভায় অগ্নিসংযোগ অজ্ঞাত ৫ হাজার আসামি করে মামলা

ছাত্র আন্দোলন ও জনরোষের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিকালে ফেনী পৌরসভা ভবনসহ বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযাগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ৪১ দিন পর পৌর ভবনে আগুন দেওয়া ও ভাঙচুর লুটপাটের শনিবার রাতে ফেনী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এসএম শাখাওয়াত উল্যাহ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ৫ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উলে­খ করা হয়, ৫ আগস্ট সরকার ঘোষিত সাধারণ ছুটি ছিল। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এর পরপরই বিকাল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার ব্যক্তি লাঠিসোঁটা, কুড়াল, করাত, আগ্নেয়াস্ত্র, লোহার রড, দেশীয় অস্ত্রসহ পৌরসভার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এরপর তারা পৌর কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এ ছাড়া পৌরসভা ভবনের সামনে থাকা লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স এবং পৌরসভার বেশ কয়েকটি ময়লা বহনকারী গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় পৌরসভার কার্যালয়ের ভেতরে গুরুত্বপূর্ণ নথি, বিল ভাউচার আসবাব, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রনিক জিনিসপত্র, ফ্রিজ, এসি, আলমারি, কেবিনেট, ফগার মেশিন পুড়ে যায়।

এ ঘটনায় ৫ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনার তিন দিন পর পৌর কর্মচারী ও স্থানীয়দের সহযোগিতায় শহরের বিরিঞ্চি, উত্তর সহদেবপুর, সুলতানপুর, বারাইপুর এলাকা থেকে লুট হওয়া পৌরসভার বিভিন্ন মালামালের কিছু পরিমাণ উদ্ধার করা হয়েছে।



ফেনী সদর মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফেনী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আসামিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

14/09/2024

সংবাদঃ সম্পাদকীয় ভোটের ফলাফল
ফেনী জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) এর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন। সম্পাদকী পদের ভোট গণনা সম্পন্ন।
সভাপতিঃ
ইসমাইল হোসেন সিরাজী- ১২৯ (নির্বাচিত)
এড বোরহান উদ্দিন চৌধুরী- ৩০
সহসভাপতিঃ
মোঃ ইউনুছ- ১০৮ (নির্বাচিত)
এড মোঃ আনিসুল হক- ৫০
সাধারণ সম্পাদকঃ
আবুল হাসেম রতন- ৫৯ (নির্বাচিত)
নিজাম উদ্দিন- ৪৮
জাকারিয়া মোল্লা- ৫৩
সহ- সাধারণ সম্পাদকঃ
সাহাদাত হোসেন- ২৫
সাইফুল ইসলাম- ৩৮
এম আশরাফ হোসেন ছাদেক- ৫২ (নির্বাচিত)
আবদুল ওহাব দুলাল মিয়াজী- ৪৩
কোষাধ্যক্ষঃ
আরিফুল হাসান রবিন- ৯৯ (নির্বাচিত)
ভূবনাদিত্য মজুমদার- ৫৯

14/09/2024

সংবাদঃ সদস্য পদের ফলাফল
ফেনী জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) এর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন। সদস্য পদের ভোট গণনা সম্পন্ন।
মেজবাহ উদ্দিন হায়দার- ১০৮ (নির্বাচিত)
মোহাম্মদ ইকবাল হোসেন সুজন- ৭৮
এড আবদুল মালেক- ৮৩
নুর নবী- ৯৫ (নির্বাচিত)
এড মোঃ শারীদ- ১৪০ (নির্বাচিত)
এড মোঃ খালেকুজ্জামান পাটোয়ারী- ১২৪ (নির্বাচিত)
মোট ৬ জন সদস্যের মধ্যে ৪ জন সদস্য হিসেবে নির্বাচিত।

14/09/2024

সংবাদঃ
ফেনী জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) এর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন।
মোট ভোটার ১৭৭ জন।
ভোট প্রদান ১৬০ টি।
ভোট গণনা চলছে।

ইসতিয়াক আহমদ শ্রাবণ হত্যা মামলার এজাহারঃ
16/08/2024

ইসতিয়াক আহমদ শ্রাবণ হত্যা মামলার এজাহারঃ

14/08/2024

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ সবুজ হত্যা মামলার এজাহার।
14/08/2024

মোঃ সবুজ হত্যা মামলার এজাহার।

ফেনীর ভিশন টাচ্ এর পন্য উৎপাদনের আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।উৎপাদনঃ ১১/০৮/২৪.মেয়াদ উত্তীর্ণঃ ০৪/০৮/২৪.
14/08/2024

ফেনীর ভিশন টাচ্ এর পন্য উৎপাদনের আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
উৎপাদনঃ ১১/০৮/২৪.
মেয়াদ উত্তীর্ণঃ ০৪/০৮/২৪.

06/08/2024

ফেনীতে খাল ও স’মিলের সামনে থেকে দুই যুবলীগ নেতার মরদেহ উদ্ধার-

সমাচার ডেস্ক:
ফেনীতে খাল ও স’মিলের সামনে থেকে যুবলীগের দুই নেতাকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সোনাগাজী উপজেলার সাহেবেরহাট এলাকায় খালের পানিতে একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে দুপুরে স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

মরদেহটি মুশফিকুর রহমানের। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক পদে ছিলেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কেউ উদ্ধারে আসেননি। পরে তিনি স্বজনদের ডেকে মরদেহ বুঝিয়ে দেন।

এদিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাদশা মিয়া কানা বাদশা (৪০) নামের যুবলীগের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় ও হাতে জখমের চিহ্ন রয়েছে। তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

আজ সকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজারে একটি স’মিলের সামনে থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামের ব্যাপারী বাড়ির আবুল খায়েরের ছেলে।

05/08/2024

ডঃ মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

06/07/2024

Address

Mahbub Alam Complex, Old Registry Office Road
Feni

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801519111616

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী - Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies