Go NoT go

Go NoT go This is the official page of Go noT go. like my page watch
(1)

05/02/2024

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্টার করা হয় তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত।

মুল কারন হল, ১৯৮০ সালে ঢাকা বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে ৬ বছর আগে চট্টগ্রামের জন্যে নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভারা গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে। এক ভারতেরই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে এইটা আগে চিন্তা করলে অন্তত ছয় বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার কোন প্রয়োজন ছিল না৷

[সংগৃহীত]

03/10/2023

২৯ শে অক্টোবর থেকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে আর ফ্লাইট পরিচালনা করবে না।

যারা এরইমধ্যে এই রুটের জন্য টিকেট কেটে ফেলেছেন দ্রুত রিফান্ড আবেদন করুন। আর টিকিট আংশিক মানে ওয়ান ওয়ে ব্যবহার করেছেন তারাও বাকি অংশের টাকা রিফান্ড পাবেন।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

বাংলাদেশ বিমানে যাত্রীরা কত কষ্ট করে আসে দেখেন😍            Go NoT go Tasrif Khan  RK Vlog1 Bangla Aviation
25/09/2023

বাংলাদেশ বিমানে যাত্রীরা কত কষ্ট করে আসে দেখেন😍
Go NoT go Tasrif Khan RK Vlog1 Bangla Aviation

09/09/2023

ওমান থেকে ঢাকাগামী বিমানে মাঝ আকাশে বিমানবালাকে জড়িয়ে
ধরে চুমু দেওয়ার চেষ্টায় গ্রেফতার, বাংলাদেশী যাত্রী দুলাল। 🤦‍♂️

আজই যোগাযোগ করুন
04/09/2023

আজই যোগাযোগ করুন

যোগাযোগ করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ
31/08/2023

যোগাযোগ করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ

কপি শপ- সৌদি আরব ডিউটি- ১০ ঘন্টা।বেতন- ১৪০০ রিয়ালথাকা - কোম্পানিবন্ধ- সপ্তাহে একদিন খরচ- ৪ লাখ ২০ হাজার
09/07/2023

কপি শপ- সৌদি আরব
ডিউটি- ১০ ঘন্টা।
বেতন- ১৪০০ রিয়াল
থাকা - কোম্পানি
বন্ধ- সপ্তাহে একদিন
খরচ- ৪ লাখ ২০ হাজার

07/06/2023

রোমানিয়া
কাজ- দোকানে সেল্সম্যান
ডিউটি- ৮ ঘন্টা
থাকা কোম্পানি খাবার নিজ
যোগ্যতা- ইংরেজি জানা লাগবে কিছুটা
বেতন- ৮০ হাজার থেকে ১লক্ষ
খরচ- ৭লক্ষ



14/03/2023

তাশরিফ খান এর সুস্থতা কামনা করি।

মহান রব যে কাউকে যে কোন সময় সুস্থ কিংবা অসুস্থ বানাতে পারেন।অসুস্থ একজন আলেমও হতে পারে আবার গায়ক কিংবা নায়কও। সুস্থতা ও অসুস্থতা নিয়ে কাউকে ছোট করা, বদদোয়া দেয়া অসুস্থ মানসিকতারই লক্ষণ।
আমরা পৃথিবীতে কেউই ১০০% সঠিক পথে চলছি বলে দাবী করতে পারিনা।সমাজের মধ্যে মতের ভিন্নতা, পথের ভিন্নতা নিয়েই মানুষ জীবন পরিচালনা করছে। মহান রাব্বুল আল আমিন কাকে কখন কি কারণে পছন্দ করবেন তা একমাত্র তার সিদ্ধান্ত।আমরা বান্দা শুধু মাত্র রবের সন্তুষ্টির জন্য প্রচেষ্টা চালাতে পারি।আল্লাহ তায়ালা একমাত্র ক্ষমাশীল ও দয়ালু।

কখনো অসুস্থতা মানুষের জীবনে নেয়ামত হিসেবে ধরা দেয়,আবার কখনো সতর্ক হওয়ার বার্তা স্বরুপ আগমন করে। কখনো কখনো আবার রোগে ভুগলে মানুষ মহান রবকে খুঁজার পথ খুঁজে পায়।বান্দার জন্য কল্যানকর কাজটিই মহান রব আপন মনে করে থাকেন।আলহামদুলিল্লাহ।আল্লাহ উত্তম ফয়সালাকারী।

তাশরিফ খান উদিয়মান যুবক, মানবতার কল্যাণে নেতৃত্ব দিয়ে মানুষের অন্তরে স্থান করে নেয়া একজন তরুণ।সিলেটে দূর্গত মানুষের কল্যাণে অনেকের মতো করে তাশরিফ খানও এগিয়ে এসেছিলেন তার ভক্তদের পক্ষ থেকে সাহায্য নিয়ে।মানব সেবা মহান রবের পছন্দের একটি উচ্চতম কাজ।যে কেউ উদ্দ্যোগ নিলেই সবাই তাতে এগিয়ে আসেনা, বরং কিছু মানুষ মহান রবের সাহায্যে মানব সেবায় অংশ নিয়ে সফল হতে পারে। তেমনি একজন সফল মানুষ প্রিয় তাশরিফ খান।
তাশরিফ খান এখন অসুস্থ! এই সময়ে সত্যিকার ভালোবাসার মানুষদের কাজ হচ্ছে,তার জন্য বেশী করে আল্লাহর দরবারে দোয়া করা,এবং তিনি সুস্থ হলে জনকল্যানে আরো বেশী ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা করা।
মহান রব তাশরিফ খান কে সুস্থ করে দিন।আমাদেরকেও সুস্থ রাখুন।পৃথিবীর সকল ভালো কাজের সঙ্গী হওয়ার তাওফিক দান করুন। আমিন।
Tasrif Khan
ড. ফয়জুল হক

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ আপনি ২০০৮ সালে...
21/02/2023

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন। আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়)
অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৯৩= ২৭৯.৫৬
আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোটটির আজকের মূল্য ২৭৯.৫৬ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।
©

15/02/2023

আগামী ১৮ই ফেব্রুয়ারী পবিত্র শবে মেরাজ!'🌸
আলহামদুলিল্লাহ!'🤍

20/11/2022

নতুন ইতিহাস পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশ্বকাপ ফুটবল। ৯২ বছরের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি ❤

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go NoT go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go NoT go:

Videos

Share