
24/08/2024
দৃষ্টি আকর্ষণ করিতেছি!
সেনাবাহিনী নৌ বাহিনী সহ স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে।
এই মুহুর্তে আপনারা যারা ফেনী থেকে ফুলগাজী ,পশুরামের উদ্দেশ্যে যাচ্ছেন, জি এম হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম শ্রীচন্দ্রপুর জোর পুকুর জামে মসজিদের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আশ্রয় নিয়েছে প্রায় ২০০ থেকে ২৫০ মানুষ আজকে ৩দিন আশ্রয় নিয়েছে , বর্তমান অবস্থা তাদের খাবার এবং বিশুদ্ধ পানির সংকট , কোন ভাবেই তারা খাবার পাচ্ছে না ,দয়া করে তাদের জন্য শুকনো খাবার ,পানি এবং মোম বাতি ব্যবস্থা করুন। ~~~
সকলের কাছে বিনীত অনুরোধ রইলো।