Badhon

Badhon this is my official page

22/11/2024

দেখুন বিড়াল ধরে কি করতেছে😐

20/11/2024

কেমন হলো কাজ?

19/11/2024

চকলেট দিলে নাকি আমার কাছে শালি বিয়ে দিবে🤣🤣

゚viralシ

17/11/2024

আমার মিকি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে🫠

17/11/2024

গ্রাম🫱

today is best photo💝
16/11/2024

today is best photo💝

16/11/2024

না দেখলে মিস করবেন🤣🤣

16/11/2024

আমি এবং আমার দুষ্ট বিড়াল মিকি😹😹😹

বউ কই?
02/10/2024

বউ কই?

এরকম ঘরের বউ হবেন?😃
30/09/2024

এরকম ঘরের বউ হবেন?😃

সবাই আমাকে ভুলে গেছে।
02/09/2024

সবাই আমাকে ভুলে গেছে।

10/05/2024
single জিবণ আর ভালো লাগে নাহ।
26/04/2024

single জিবণ আর ভালো লাগে নাহ।

08/04/2024

চাঁদের জন্য অপেক্ষায় আছি।
আর আপনি

02/04/2024

আমরা বাঙালি দেশকে ভালোবাসি কিন্তু দেশের মানুষের জন্য ঘৃণা আসে। রোজার মাসে তারা জিনিস পত্রের দাম বাড়ায় বিনা কারণে😑

01/04/2024

একবার এক ব্যক্তি এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। যেকোনো মূল্যে তার এই মেয়েকে চাই!
মেয়েটির প্রতি তাঁর আকর্ষণ এত চরম পর্যায়ে পৌঁছল যে, মেয়েটিকে পাওয়ার জন্য সে এক জাদুকরের কাছে গেল। জাদুকরকে বলল কিছু ব্ল্যাক ম্যাজিক করে মেয়েটিকে তার কাছে এনে দিতে।

জাদুকর সেই ব্যক্তিকে বলল, মেয়েটির উপর ব্ল্যাক ম্যাজিক কাজ করবে, কিন্তু এজন্য তাকে একটা কাজ করতে হবে। সে টানা ৪০ দিন কোনো ভালো কাজ করতে পারবে না, একটা ভালো কাজও না।
জাদুকর এর কারণ ব্যাখ্যা করে বলল, তার জাদু শুধু মন্দ লোকেদের জন্য কাজ করে, যাদের অন্তরে কোনো ঈমান নেই।
জাদুকরের কথামতো সেই ব্যক্তি ফিরে এল এবং পরের ৪০ দিন এমন কোনো খারাপ কাজ নেই সে করেনি! একজন মানুষের পক্ষে যতটা খারাপ হওয়া যায়, সে তাই করল। খুব খেয়াল রাখল, তার মাধ্যমে যেন একটা ভালো কাজও না হয়।
৪০ দিন পর সে আবার জাদুকরের কাছে গেল।
জাদুকর তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে মেয়েটিকে বশ করার চেষ্টা করল। কিন্তু জাদু কাজ করল না।
—‘তুমি কি এই ৪০ দিনে কোনো ভালো কাজ করেছ?’—জিজ্ঞেস করল জাদুকর।
— ‘না তো! আল্লাহর কসম! আমি এই ৪০ দিনে একটাও ভালো কাজ করিনি।’
— ‘ভালোভাবে চিন্তা করে বলো। নিশ্চয় তুমি কোনো না কোনো ভালো কাজ করেছ। আর সেজন্যই জাদু কাজ করছে না।’
লোকটি অনেক্ষণ চিন্তা করে জবাব দিল,
—‘তবে হ্যাঁ, একদিন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সূচালো পাথর দেখতে পেলাম। কারও পায়ে লেগে আঘাত পেতে পারে এই ভেবে আমি পাথরটি লাথি মেরে সরিয়ে দিয়েছিলাম।’
—‘আমি জানতাম এরকম কিছু নিশ্চয় ঘটেছে। আর লানত তোমার উপর! কত অকৃতজ্ঞ বান্দা তুমি। তোমার রব সামান্য একটা পাথর খণ্ড দিয়ে তোমার ঈমান বাঁচালেন, আর তুমি কি না সামান্য একটা মেয়ের জন্য সেই ঈমান ছেড়ে দিতেও পিছপা হচ্ছো না।’
এবার সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল। সত্যিই তো। টানা ৪০ দিন ধরে সে চেষ্টা করে যাচ্ছে ভালো কাজ থেকে বাঁচতে, ঈমান হারা হতে, অথচ আল্লাহ সামান্য একটা পাথর দিয়ে তাকে রক্ষা করলেন।”
অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না, আল্লাহ কীভাবে আমাদেরকে রক্ষা করছেন। হয়তো আপাতদৃষ্টিতে কিছু আমাদের পছন্দ হচ্ছে না, কিন্তু হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ আছে। আবার হয়তো আমরা খুব করে কিছু একটা চাচ্ছি, কিন্তু এর মধ্যে হয়তো আমাদের জন্য কল্যাণ নেই। আমরা জানি না, কিন্তু আমাদের রব ঠিকই জানেন।
একসময় আল্লাহর কাছে হয়তো কিছু চেয়েছেন, না পেয়ে হয়তো মনও খুব খারাপ হয়েছে, এরপর অনেকদিন পরে ভেবে দেখলেন সেই চাওয়া পূরণ না হওয়াটাই আপনার জন্য ভালো হয়েছে।
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
“পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জানো না।” (সূরাহ বাকারাহ, ২ : ২১৬)
বই: কাল আবার পাখিরা আকাশে উড়বে

c p

যার জন্য করবেন চুরি সে বলবে চোর
29/03/2024

যার জন্য করবেন চুরি সে বলবে চোর

Address

Feni Sadar
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category