Tanvir Ahmed Shuvo

Tanvir Ahmed Shuvo শিক্ষার্থীদের দাবী এবং অধিকার আদায়ে ?

18/11/2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবি-সোম বারের সকল পরীক্ষা স্থগিত!
সুত্র: ১ম কমেন্ট।

16/11/2023

নির্বাচনকে কেন্দ্র করে অনার্স ২য় বর্ষের রুটিনে আংশিক পরিবর্তন এর ইঙ্গিত দিয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
বিস্তারিত ১ম কমেন্ট।

15/11/2023

ধর্ষণের শিকার নারী ধর্ষণের হাত থেকে রেহাই পেতে ধর্ষককে হ*ত্যা
করলে তা খু ন বলে গণ্য হবে না।

দন্ডবিধি-১৮৬০

14/11/2023

ইবতেদায়ী সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিক Parts of speech, Basic থেকে Advance এক ভিডিওতে!

09/11/2023

♦️আজ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন শুরু; আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

📍আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে -
১। সকল সার্টিফিকেট/মার্কশিটের ফটোকপি।
২। পাসপোর্ট সাইজের ছবি।
৩। জাতীয় পরিচয়পত্রের কপি (উভয় পাশের)।
৪। বর্তমান & স্থায়ী ঠিকানা
৫। স্বাক্ষর।
৬। একটি সচল মোবাইল নাম্বার।
৭। E-mail ID
৮। কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে- মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ট্রেনিং ইত্যাদি থাকলে উল্লেখ করতে হবে।
৯। পদের নাম। ( যে পদে আবেদন করতে চান)
১০। পরীক্ষা কেন্দ্রের নাম (যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান)।

পরিক্ষা দেওয়ার পরেও অনেক সময় আমাদের রেজাল্টে দেখা যায় AB (অনুপস্থিত) এসেছে।তখন কন্ডিশনালি প্রোমোটেড আসে,মানে অই AB আসা ব...
08/11/2023

পরিক্ষা দেওয়ার পরেও অনেক সময় আমাদের রেজাল্টে দেখা যায় AB (অনুপস্থিত) এসেছে।তখন কন্ডিশনালি প্রোমোটেড আসে,মানে অই AB আসা বিষয়ে পুনরায় পরিক্ষা দিতে হবে।

যদি কারো এরকম হয় তাহলে রেজাল্ট প্রকাশের ১ মাসের মধ্যে বোর্ডে আপিল করলে উক্ত বিষয়ে আপনাকে পাশ দিবে ৯৯%।
গত বছর ডিগ্রী ২য় বর্ষের ফাইন্যালে আমার এমনটা হয়েছিলো,আমি সব পরিক্ষা দেওয়ার পরেও রেজাল্টে আমাকে এক বিষয়ে অনুপস্থিত দিয়ে দেয়,পরে আমি সরাসরি বোর্ডে (গাজীপুর) গিয়ে প্রধান পরিক্ষা নিয়ন্ত্রকের অফিসে গিয়ে আমার কাগজপত্র জমা দেই এবং সমস্যার কথা জানাই।
১ মাসের মধ্যে আমার রেজাল্টে পরিবর্তন করে আমাকে রসায়ন ৩য় পত্রে(যেটাতে অনুপস্থিত এসেছিলো) পাশ দিয়েছে।

বোর্ডে আপিল করতে আপনাদের কিছু কাগজপত্র লাগবে,যেমন
-পরিক্ষার সিংনেচার সিটের কপি,এটা আপনি আপনার সেন্টার থেকে কালেকু করবেন।
- মার্কসিটের কপি।
-রেজি/এডমিট কার্ড এর কপি।
-আর সবচেয়ে জরুরি হলো দরখাস্ত।(নিচে ছবি দেওয়া থাকবে দেখে নিবেন)
★সবগুলো সত্যায়িত করে নিবেন★
আমাকে এক বড়ভাই বলেছিলো এগুলো ডাকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিলেও হবে,তবে আমি নিজেই সব কাগজপত্র নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম।

কি কি কাগজপত্র লাগে সেগুলোর ছবি দিয়ে দিলাম

আপনাদের বা আপনার পরিচিত কারো যদি এরকম সমস্যা হয় তাহলে এটা আপনার কাজে আসতে পারে ।
ধন্যবাদ🌺

© Md Al Amin

07/11/2023

দ্রব্যমূল্যের দাম দুই শ্রেণির মানুষ বুঝে না-
যারা বাপের খায়!
আর যারা পাপের খায়!

07/11/2023

নিরাপত্তা জনিত ইস্যুর কারণে নির্বাচন এর পর ২য় বর্ষের পরীক্ষা নেওয়ার দাবী সাধারণ শিক্ষার্থীদের!...
আপনিও কি তাই মনে করেন?

06/11/2023

হর‍তাল/অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২য় বর্ষের আকস্মিক রুটিন প্রকাশ!!
------দাবি শিক্ষার্থীদের!
শিক্ষা নিয়ে রাজনীতি!...

05/11/2023

🔥ব্রেকিং নিউজ🔥
২৯ অক্টোবরের স্থগিত পরীক্ষা ২২ নভেম্বর দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

04/11/2023

ভাই, আপনারা গাড়ী আটকায় রাখেন, চাবী নিয়ে নেন! কিন্তু জ্বালায় দেওয়া, ভেঙ্গে ফেলা!
এসব কি পশুবিক কাজ?

04/11/2023

মানব জমিনের জরিপের মতে ২ তারিখের অবরোধ এ পরীক্ষা দিতে পারেনি প্রায় ৭ হাজার পরীক্ষার্থী!
এর দায় ভার কে নিবে!?

03/11/2023

গত কয়েকদিনে আপনারা দেখলেন ই,
হরতাল অবরোধে পরীক্ষার্থীদের কোনো অসুবিধার সম্মুখীন হয় না,
উলটো রাস্তা খালি থাকায়, তাঁদের যাতায়াতের সুবিধা হয়।

--- শিক্ষা মন্ত্রী!

01/11/2023

হরতাল হলে সেটা বিবেচনার বিষয়! কিন্তু অবরোধের কারণে ক্লাশ-পরীক্ষা স্থগিত সেটা সম্পূর্ণ অযৌক্তিক!

----- শিক্ষামন্ত্রী

31/10/2023

আগেরদিন পর্যন্ত পর্যবেক্ষণ করে ২ তারিখের পরীক্ষা নেওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির নির্দেশ।

29/10/2023

৩১, ১,২ তারিখে সারাদেশে অবরোধ বি*এনপির। উক্ত ৩ দিন, সব ধরণের পরীক্ষা স্থগিত।

--অফিশাল নোটিশ আগামীকাল পরীক্ষার পর।

28/10/2023

🔥Breaking News🔥

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
--সুত্র ১ম কমেন্ট।

19/10/2023

চাপা কষ্ট ভরা হাসি! ইমোশানাল ক্রিকেট প্রেমি আমরা!
একজন বাংলাদেশি সমর্থক হিসেবে আর কত লজ্জা বয়ে বেড়াতে হবে আমাদের..? 🙂 📽️GR

এই আন্দোলনে সবার এগিয়ে আসা উচিত!
17/10/2023

এই আন্দোলনে সবার এগিয়ে আসা উচিত!

17/10/2023

অনার্সে ৩ বিষয়ে পাশ করলেই, পরবর্তী ইয়ার এ প্রমোশন। এ ক্ষেত্রে, শুধুমাত্র ফেইলকৃত বিষয় সমুহে পরবর্তী ইয়ারে পরীক্ষা দিতে পারবে।

14/10/2023

ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ‘শেষ বিদায়’ জানাচ্ছেন গাজার মানুষ। সেখানে গতকাল থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন করা শুরু করেছে মো'সাদ।

১৭ তারিখের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত!
14/10/2023

১৭ তারিখের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত!

14/10/2023

T.TAMIM ইঞ্জুরি! তার পরিবর্তে খেলতে ভারত যাচ্ছেন নাইম শেখ!!!

13/10/2023

Have a relax! See you not for mind!

13/10/2023

মুরগিরও দুই রান আছে, কিন্তু লিটন দাসের কোনো রান নাই।

13/10/2023

তামিম ইকবাল হুদাই ইগো দেখালো!
ওপেনিং আর ৩-৪ নাম্বারের মধ্যে ডিফারেন্স মাত্র ৫ মিনিটের💔

13/10/2023

RIYAD THE SILENT KILLER! 💝
একজন রিয়াদের কারণে আজ ৫০ ওভার খেলতে পেরেছে, ২৪৫ রানের পুঁজি পেয়েছে!

13/10/2023

লিটন এলেন!
লিটন গেলেন!
এর ইংলিশ কি হবে?

11/10/2023

শাড়ি খুলে পড়ে যাচ্ছে অথচ প্রোফাইল লকড্ !

10/10/2023

এখন একমাত্র ইনিই পারেন, বাংলাদেশ দলকে জেতাতে! প্লিজ, উনারে ডাকেন!

08/10/2023

অনার্স ২য় বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু ২রা জানুয়ারি ২০২৪!!

--- Nu Authority

একসাথে তিন ফরম্যাটের খেলা ছাড়বো!
27/09/2023

একসাথে তিন ফরম্যাটের খেলা ছাড়বো!

25/09/2023

আম্মা ছাড়া কেউই কোনোদিন কয়নাই–কী খাবি? কী রানবো? আম্মারা যে কয়– আমি ম"ই"রা গেলে কেউ চাইর আনার দামও দিবেনা! এইটা মনে হয় সত্যিই কয়!
ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গা ওই একটা-ই, "আম্মা"

টাকা লাগবে? আম্মারে ফোন! জুতা ছিঁড়ে গেছে? আম্মারে ফোন! মন খারাপ? আম্মারে ফোন! মেজাজ খারাপ? আম্মারে ফোন! চশমা হারায় গেছে? আম্মারে ফোন! আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহতো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমার জগতে তার হয়ে আমার আম্মারে পাঠাইছে!

ওগো রাব্বে কারীম, আমার আম্মার নেক হায়াত দান করো, আমার আগে আমার আম্মুরে দুনিয়া থেইক্যা কাইড়া নিওনা রব!🥺❤️

গতকাল রাতে সুইসাইড করা ঢাবির জিয়া হলের—আবাসিক শিক্ষার্থী ফিরোজের শেষ বার্তা!দুইদিনের দুনিয়ায় আজ আছি কাল নাই,ফিরোজরা এইভা...
20/09/2023

গতকাল রাতে সুইসাইড করা ঢাবির জিয়া হলের—

আবাসিক শিক্ষার্থী ফিরোজের শেষ বার্তা!

দুইদিনের দুনিয়ায় আজ আছি কাল নাই,
ফিরোজরা এইভাবেই চলে যায়,
ফিরোজের রেখে যাওয়া নোট টা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না!
তার মা,ফ্যামিলি কিভাবে সন্তানের মৃত্য মেনে নিয়ে জীবন চলতে পারবে!

ফিরোজের এক রুমমেট বলেন, রাত ১০টার পরে সে রুমে আসে। তার জন্য তার টেবিলে খাবার রাখা ছিল। আমি তাকে বলি, খাবার তো নষ্ট হয়ে যাবে। খাবার খেয়ে নে। সে বলে, খামু। এরপর সে অযু করে এসে নামাজ পড়েছে। নামাজ শেষে সে তার টেবিলে বসলো। আমরা ভেবেছি, সে হয়ত পড়তে বসেছে। এরপর আমরা রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। এরপর সে বের হয়ে যায়। এ সময় তার বেডমেট জিজ্ঞেস করলো, কই যাস? তখন সে বলে আসতেছি।

‘এর অল্প সময় পর আমরা খবর পাই, বিজয় একাত্তর হল থেকে কেউ একজন নিচে লাফ দিছে। এটা শুনার সঙ্গে সঙ্গে আমি শোয়া থেকে ওঠে পড়ি। যেহেতু ফিরোজ শেষ কিছুদিন ধরে একটু ডিপ্রেসড ছিল, তাই আমি সবাইকে বলি, ফিরোজ কই? দেখি, রুমে ফিরোজ নেই। এরপর আমরা সবাই দৌড় দিয়ে বিজয় একাত্তরের সামনে আসি। তৎক্ষণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমরা হাসপাতালে এসে দেখি, ফিরোজই।’

ফিরোজের বেডমেট মাসুম বিল্লাহ বলেন, আমি লাইব্রেরি থেকে যখন রুমে আসি এর কিছুক্ষণ পর ফিরোজ রুমে আসে। সাড়ে ১০টার দিকে সে সবাইকে বলছে, তোরা কেউ আমার কাছ থেকে কোনো টাকা পাস কি-না বল। এমনকি দুই টাকা হলেও বল। আমি দিয়ে দিতে চাই। পেলে এখনই বল। এর কিছুক্ষণ পর সে মানিব্যাগ এবং মোবাইল রেখে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আমি বলি, কই যাচ্ছিস? সে বলে আমি একাত্তর হলে যাচ্ছি, একটু কাজে। এরপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি।

সূত্র : দৈনিক বাংলা

18/09/2023

অক্টোবর এর ১৬ তারিখ থেকে অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু।

----- জাতীয় বিশ্ববিদ্যালয়।

THERE WAS A MAN....
09/09/2023

THERE WAS A MAN....

02/07/2023

অনার্স ১ম বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু ১৬ ই অক্টোবর !!

--- Nu Authority

আগামী ১ তারিখের রসায়ন -১ সাবজেক্টের পরীক্ষার সময় দুপুর ১ টার জায়গায় আধঘন্টা পিছিয়ে ১.৩০ মিনিট করা হয়েছে।ঐদিন দেশের বিভিন...
28/11/2022

আগামী ১ তারিখের রসায়ন -১ সাবজেক্টের পরীক্ষার সময় দুপুর ১ টার জায়গায় আধঘন্টা পিছিয়ে ১.৩০ মিনিট করা হয়েছে।ঐদিন দেশের বিভিন্ন কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবাই নিজ নিজ সহপাঠীকে বিষয়টি অবগত করে দিয়েন।

05/11/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষে প্রোমোশন পেতে হতে হলে কমপক্ষে ৩ বিষয়ে পাস হতে হবে।
বাকী যে বিষয় গুলো ফেল আসবে, সেগুলো পরের বছর ইম্প্রুভমেন্ট দিয়ে পাশ করতে হবে।

01/11/2022

বাংলাদেশের নির্বাচনের ভোটের মত যদি এক্সাম গুলোও হতো! হলে গেলেই বলতো, তোমার এক্সাম দেওয়া হয়ে গেসে চলে যাও! Just imagine!

Address

Feni
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Ahmed Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like