Bandhan foundation media

Bandhan foundation media And through this work, I will try to evaluate the words of the national poet, "I will see the world, I am in the palm of my hand." Thanks everyone.

I will try to serve the people by uploading written & video content (and YouTube video link) with various information, location or event or condition of the people and details of the goods or services to be bought and sold by the person or organization. বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী, মরহুম বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমান (দা.বা.) এঁর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাছিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল

বাংলাদেশের অংশ হিসেবে এ পেজটি ওপেন করা হয়েছে।

দেখুন আমার সামর্থ্য অনুযায়ী আরম্ভকৃত ডিজিটাল দেশের একটি অর্থ এই হতে পারে যে, সে দেশের মানুষ গুলো তাদের প্রয়োজনীয় বাজার, শহর, দোকানপাঠ, বাসাবাড়ি ও গ্রামের বাড়িঘর গুলো এবং বিভিন্ন সার্ভিস ও সার্ভিস হোল্ডারদেরকে মানুষ গণ তাদের মোবাইলে সার্চ দিয়েই এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা ঘরে বসে খুব সহজে জানতে পারবে।

অর্থাৎ আমার ইচ্ছা এই যে, গ্রামের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেক বাজার ও শহরের সকল দোকানপাঠ, অফিস আদালত ক্রমান্ময়ে ইত্যাদি সব কিছুর পরিচয় প্রদান মূলক ভিডিও করবো ও লিখিত কন্টেন দেবো এবং প্রয়োজনীয় বিবরণ সহ তা আপলোড় করবো।

যাতে দেশ-বিদেশের যে কেউ তার প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো স্থানের বা বাডি, ঘর, বাজার ইত্যাদির ভিডিও চিত্র এবং এর এক্সপ্লেনেশন হিসেবে লিখিত কন্টেন ও বিভিন্ন সার্ভিস এবং সার্ভিস হোল্ডারদের ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্যাদির ভিডিও বা লিখিত কন্টেন তাদের নিজ নিজ আসনে বসে পেতে পারে।

সে সাথে আমার সামর্থ্য অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের আরেকটি অর্থ এই হতে পারে যে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের যে কোন বিষয়ে মজলুম গণ তাদের মনের যে কোন ভাষা নির্ভয়ে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই ব্যক্ত করতে পারবে এবং দেশের আপময় জনসাধারণ তা প্রত্যক্ষ করবে ও তা নিরসনে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ সহ সংশ্লিষ্ট সকলে প্রচেষ্টা চালাবে।

আমার সক্ষমতা অনুযায়ী ডিজিটাল দেশের এ ২য় উদ্দেশ্যটিরও সফল বাস্তবায়ন ঘটাতে ইনশাআল্লাহু তা'য়ালা আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

আর এ কাজের মাধ্যমে জাতীয় কবির “বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে” এ কথাটির মূল্যায়ন ঘটাতে চেষ্টা করবো।

আমি আবেদন রাখি, আমার দেখানো পথে এ দেশের সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারী ব্যবস্থাপনায় আরম্ভ হোক মানুষের উপকারী এ ২ টি কার্যসহ ডিজিটাল দেশের অর্থবহ অন্যান্য সকল কার্য সমূহ।

মহান আল্লাহু তা’য়ালার রহমতে আমার অনলাইন প্রতিষ্ঠান Bandhan Foundation বন্ধন ফাউন্ডেশন এবং এর ওয়েবসাইট https://ar900.com এ ওয়েবসাইটের মাধ্যমেই ইনশাআল্লাহ এ সার্ভিস গুলো প্রদান করবো।

এ ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগের সবগুলো ঠিকানা ও আপনাদের অনেক গুলো উপকারীতা, যদি আপনারা ভিজিট করেন, তবে আপনারা এ সাইটে পাবেন।

তাই আমার অনুরোধ আপনারা আমার এ ওয়েবসাইটি ভিজিট করুন।

এছাড়া আপনাদের মালামাল ক্রয়-বিক্রয়, মালামালের বা যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা আপনার প্রতিষ্ঠানের যে কোন নোটিশ আপলোড বা যে কারো সাথে যোগাযোগের জন্য আমাদের ফেসবুক গ্রুপ bandhan foundation group এ গ্রুপটি ব্যবহার করতে পারেন।

ইতিপূর্বে মানব সেবার উদ্দেশ্যে শুরু করে ছিলাম, সমাজ সেবা মূলক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান; কিন্তু ভাগ্যের লিখন ও পরিস্থিতির স্বীকারে আমি সেখানে হয়েছি অপমাণিত, নিগৃহীত ও দোষী।

তাই আমার বর্তমানকার এ কাজটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার আবেদন এই যে, আমার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং এ পেজটির সাথে লাইক, শেয়ার, কমেন্টস, ভিউ ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে থাকবেন।

অবশ্য এ পেজটির মূল মালিকানা আমার স্ত্রীর নামে থাকবে। আশা করি আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতা পেলে এ কাজে সফল হবো ইনশা’আল্লাহু তা’য়ালা।
ধন্যবাদ সবাইকে।
Translation in English Language:

The page was opened as part of the Digital Bangladesh announced by the Honorable Prime Minister of Bangladesh, Bangabandhu's worthy daughter Sheikh Hasina. One of the meanings of digital country may be that the people of that country can easily find the information they need by searching their markets, cities, shops, homes and village houses and various service and service holders on their mobile phones. In other words, my wish is to make an introductory video of every house in the village, every market and all the shops in the city, office court, etc., and upload it with the necessary details. I appeal to the people of this country & others, including the government of this country, to start this work for the benefit of the people in government management in the way I have shown. By the grace of Allah Ta'ala, I will provide this service through this website https://ar900.com
All the addresses of contact with me through this website and many of your benefits, if you visit, you will find on this site. So my request is that you visit my website. Besides, you can use our Facebook group 'bandhan foundation group' to buy and sell your goods, advertise goods or any organization or upload any notice of your organization or communicate with anyone. I started with the purpose of human service, an economic organization based on social service; But in the writing of fate and acknowledging the situation I have been humiliated, oppressed and guilty there. So if you like my this work, my request is that you stay with me by liked, sharing, commenting, viewing and subscribing to my YouTube channel, website and this page. Of course, the original ownership of this channel will be in my wife's name. I hope your prayers, love and cooperation will be successful in this work Insha'Allahu Ta'ala.

24/04/2025

গতকাল আমার কাছে টাকা পাবে, এ রকম, আমার এক পাওনাদারকে, তিনি যখন, আমার কাছে টাকা চান, তার পাওনা টাকা গুলো দিতে বলেন, তখন আমি তাকে একটি প্রতি উত্তর দিই। সেই প্রতি উত্তরটি, আমার সকল পাওনাদারের উদ্দেশ্যে প্রদান করতে এবং এ রকম একটি রিক্সেবল, সেন্সেটিভ ও দুঃখজনক ইভেন্টকে স্মরণীয় করে রাখতে, সে উত্তরটি হুবহু, সকলের জ্ঞাতার্থে নিম্নে তুলে ধরছি-

রাজু! আমিতো মানুষ! আমারতো মৃত্যু নেই! টাকাতো তোমাকে দিতে হবে, এপারে অথবা পর পারে! যেহেতু তুমি টাকা পাবে! তুমিতো কখনোই ঠকবে না বা ঠকছ না, যতক্ষণ তুমি পাবে; বরং আমার মাথা নুয়ে যাবে! আর ঋণের স্বাদ কেমন, তা শুধু মানুষ প্রত্যক্ষ করবে! এতে তাদের শিক্ষা হবে! আর গুনাহ নামক আটলান্টিকের মধ্যখান থেকে কূলে উঠতে পারি কিনা, এ শিক্ষা আমারও হবে! উদয়ের পথে শুনিকার বাণী; ক্ষয় নাই ওগো তার ক্ষয় নাই! তোমার কি মনে পড়ে, এপেলোতে তুমি আমায় চাকুরীও দিতে চেয়েছিলে! ভালোবাসা যত বড় জীবন ততো বড় না! দেখা হবে একালে বা পরকালে! ইনশা'আল্লাহ, টাকা তুমি পেয়ে যাবে!

01/04/2025

জিকির দ্বারা দুনিয়ায় লাভবান হতে চাইলে; জিকিরের ফজিলত দুনিয়ায় পেতে চাইলে; আপনাকে অবশ্যই ফিকির বা কৌশল বা প্রজ্ঞা বা তরীকা অবলম্বন করতে হবে।

ফিকির বিহীন শুধু জিকির দ্বারা পেতে চাওয়ার মানে হলো, ধানের চারা না লাগিয়ে ফসল প্রাপ্তির আশা করা!

আল্লাহ্ নামের কোন মূর্তি দুনিয়াতে আছে নাকি!?

তার মানে হলো, আল্লাহ্কে পেতে হলে, রাসূলুল্লাহকে (সাঃ) পেতে হবে।

রাসূলুল্লাহকে (সাঃ) পেতে হলে, মা-বাবাকে পেতে হবে। ইত্যাদি।

মানুষকে পাওয়া ছাড়া, আপনি কখনো আল্লাহ্কে পাবেন না।

অন্য কথায়, যদি আপনি গরুর দূধ চান, তবে অবশ্যই আপনাকে গাভী পালন করতে হবে।

অতএব মুসকিল আছানে বা ভবিষ্যত উন্নতিতে সহযোগিতা চাইলে, বা পরামর্শ চাইলে; যারা শুধু আল্লাহ্ আল্লাহ্ করতে বলেন, আমার মতে, হয় তারা আপনার বন্ধু নয়; নয় স্বার্থবাজ অথবা বোকা অথবা আপনার শত্রু অথবা আপনার অবহেলাকারী অথবা আল্লাহর বিষয়েই তারা ফাজলামো কথা-বার্তা বলেন।

সুতরাং, জিকিরের মানেই হচ্ছে আপনাকে ফিকির করতেই হবে।

অর্থাৎ ফিকির বিহীন জিকিরের পূর্ণতা কখনো হতে পারে না!!

01/04/2025

If you want to benefit in the world through dhikr; if you want to get the virtue of dhikr in the world; you must adopt fiqr or strategy or wisdom or method.

Wanting to get only through dhikr without fiqr means hoping to get a harvest without planting rice seedlings!

Is there any idol of the name Allah in the world?

That means, to get Allah, you have to get the Messenger of Allah (peace be upon him).

To get the Messenger of Allah (peace be upon him), you have to get your parents. Etc.

Without getting people, you will never get Allah.

In other words, if you want cow's milk, then you must have to raise cows.

Therefore, if you want help in solving a problem or in future progress, or if you want advice; those who only tell you to do Allah, in my opinion, are either not your friends; or are selfish or stupid or your enemy or neglectful of you or they talk nonsense about Allah.

So, the meaning of dhikr is that you have to fiqr.

That is, remembrance without fiqr can never be complete!!

আজ শনিবার ১ মার্চ ২০২৫ খ্রি . এবং ১ রমজান ১৪৪৬ হিজরী। আজকে ঢাকা এরিয়ায় সেহরীর শেষ সময় ৫:০৪ মিঃ এবং আগামী কাল ইফতার হবে ৬...
01/03/2025

আজ শনিবার ১ মার্চ ২০২৫ খ্রি . এবং ১ রমজান ১৪৪৬ হিজরী।

আজকে ঢাকা এরিয়ায় সেহরীর শেষ সময় ৫:০৪ মিঃ এবং আগামী কাল ইফতার হবে ৬:০২ মিনিটে।

(এ সময়সূচী থেকে সতর্কতামূলক কোন কোন ক্যালেন্ডারে ২/১ মিনিট কম বেশি দেখতে পারেন। তথ্য সূত্রঃ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)।

ফেনীর সময়ের জন্য এ সময় থেকে ৪ মিনিট বিয়োগ করবেন। দেশের অন্যান্য স্থানে নিয়মানুযায়ী যোগ বা বিয়োগ করে সময় মিলাবেন।

এবং অনলাইনে নিয়মিত সেহরী, ইফতারী ও নামাজের সময়সূচী দেখতে নিম্নে ক্লিক করুন-
ar900.com

01/03/2025

I am most happy when the moon of Ramadan rises. Because I get the opportunity to have my sins forgiven and my prayers accepted throughout the entire month. And I also fear that my sins will be forgiven! My prayers will be accepted! I will be able to celebrate Eid with joy! Dear countrymen, I ask for your prayers in this regard. I started today's first Ramadan with the hope that you will pray for me. Wishing you and all of you good health, welcome to the holy month of Ramadan. (Sallallahu Alihi Wa Sallam). May Allah forgive us; accept our prayers. Free us from debt. Amen. (Sallallahu Alihi Wa Sallam).

01/03/2025

রমজানের চাঁদ উদিত হলে আমি সবচাইতে বেশি খুশি হই। কারণ পুরো মাসজুড়ে আমার গুনাহ্ মাফির ও দোয়া কবুলের সুযোগ পাই। এবং ভয়ও করি, আমার গুনাহ্ মাফ হবেতো! দোয়া কবূল হবেতো! আনন্দের সহিত ঈদ করতে পারবোতো! প্রিয় দেশবাসি এ বিষয়ে আপনাদের দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, এ প্রত্যাশায় শুরু করলাম, আজকের পহেলা রমজান। আমার ও আপনাদের সকলের সুস্থতা কামনায়, সু-স্বাগতম পবিত্র মাহে রমজান। (সাঃ)। আল্লাহ আমাদের ক্ষমা করুন; আমাদের দোয়াগুলো কবূল করুন। আমাদেরকে ঋণগ্রস্থতা থেকে মুক্তিদিন। আমিন। (সাঃ)।

আলহামদুলিল্লাহ! রমজানের চাঁদ উদিত হয়েছে। আমি নিজ চোখে তা দেখতে পেয়েছি। সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান। আমার নি...
01/03/2025

আলহামদুলিল্লাহ! রমজানের চাঁদ উদিত হয়েছে। আমি নিজ চোখে তা দেখতে পেয়েছি। সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান। আমার নিজ মোবাইলের ক্যামরায় ধারন করা চাঁদের ছবি পোস্ট করলাম। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!

23/02/2025

আচ্ছা আমি পূরুষের চাইতে নারীকে বেশি ভালোবাসি; যুবকের চাইতে শিশু এবং বৃদ্ধকে বেশি ভালোবাসি; সবলের চাইতে দূর্লকে বেশি ভালোবাসি। যে কারেক্টারটি বেশিরভাগ মানুষের বিপরীত। এর কারণ কি? আসলে আমি মনে কোন ধরনের ছলনা রেখে কথাগুলো বলিনি; যা বাস্তব, তাই বলেছি। এটা কি এরা দূর্বল, এ জন্যে (?); না এরা মা, সন্তান ও বাবার মতো, এ জন্যে (?); না, সৃষ্টির সৌন্দর্য, এদের মাঝে, সে জন্যে? মনোগত দিক থেকে আমি কিন্তু দূর্বলকেই ভালোবাসি। কাল কেয়ামতে ইনশা'আল্লাহ দুনিয়াতে যেসব খাঁটি মুসলমানের অর্থ-সম্পদ ছিলো না বা আমার এ বিষয়টি যারা সাপোর্ট করে, তাদের সাথেই থাকবো। আল্লাহ্ কবুল করুন। আমীন।

18/02/2025

আমার রব আল্লাহ্। আমি আমার রবের জন্য। আপনার রব কি আল্লাহ?

অথবা সত্যিকার রবের পরিচয় পেতে ও তাঁকে মেনে চলতে আপনি কি প্রস্তুত রয়েছেন? সত্যিকার রবের পরিচয় পেতে আপনি কি প্রচেষ্টা চালান?

তবে আমি আপনাকেই ভালোবাসি।

আপনি নারী হোন, কিংবা পূরুষ হোন; কাছের হোন, কিংবা দূরের হোন।

ভালোবাসলে কি বিয়ে করতে হবে? তবে পর্দার বিধান মানতে হবে।

খারাপ কিছু ভাববেন না, আমরা রবের জন্যই ভালোবাসবো, রবের জন্যই বন্ধুত্ব গড়বো।

আপনি মুসলিম হোন, কিংবা অমুসলিম হোন; আমরা সবাই মানুষ।

পরষ্পর ভালোবেসে আমরা গড়বো এ বিশ্ব।

আপনি যেখানেই থাকুন; সুখে থাকুন, শান্তিতে থাকুন; এ শুভ কামনায় শুরু হোক আজকের দিন।

18/02/2025

My Lord is Allah. I am for my Lord. Is your Lord Allah?

Or are you ready to get to know the true Lord and obey Him? Do you make an effort to get to know the true Lord?

But I love you.

Whether you are a woman or a man; whether you are close or far away.

If you love, do you have to get married? But you have to follow the rules of veil.

Don't think bad things, we will love for the Lord, we will build friendship for the Lord.

Whether you are Muslim or non-Muslim; we are all human.

We will build this world by loving each other.

Wherever you are; be happy, be in peace; Let this day begin with these good wishes.

Address

Torongi Road, 123 Gobindapur, Hazir Bazar, Feni Sadar
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Bandhan foundation media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share