Bandhan foundation media

Bandhan foundation media And through this work, I will try to evaluate the words of the national poet, "I will see the world, I am in the palm of my hand." Thanks everyone.

I will try to serve the people by uploading written & video content (and YouTube video link) with various information, location or event or condition of the people and details of the goods or services to be bought and sold by the person or organization. বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী, মরহুম বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমান (দা.বা.) এঁর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাছিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল

বাংলাদেশের অংশ হিসেবে এ পেজটি ওপেন করা হয়েছে।

দেখুন আমার সামর্থ্য অনুযায়ী আরম্ভকৃত ডিজিটাল দেশের একটি অর্থ এই হতে পারে যে, সে দেশের মানুষ গুলো তাদের প্রয়োজনীয় বাজার, শহর, দোকানপাঠ, বাসাবাড়ি ও গ্রামের বাড়িঘর গুলো এবং বিভিন্ন সার্ভিস ও সার্ভিস হোল্ডারদেরকে মানুষ গণ তাদের মোবাইলে সার্চ দিয়েই এ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা ঘরে বসে খুব সহজে জানতে পারবে।

অর্থাৎ আমার ইচ্ছা এই যে, গ্রামের প্রত্যেকটি বাড়ি, প্রত্যেক বাজার ও শহরের সকল দোকানপাঠ, অফিস আদালত ক্রমান্ময়ে ইত্যাদি সব কিছুর পরিচয় প্রদান মূলক ভিডিও করবো ও লিখিত কন্টেন দেবো এবং প্রয়োজনীয় বিবরণ সহ তা আপলোড় করবো।

যাতে দেশ-বিদেশের যে কেউ তার প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো স্থানের বা বাডি, ঘর, বাজার ইত্যাদির ভিডিও চিত্র এবং এর এক্সপ্লেনেশন হিসেবে লিখিত কন্টেন ও বিভিন্ন সার্ভিস এবং সার্ভিস হোল্ডারদের ফোন নাম্বার সহ বিভিন্ন তথ্যাদির ভিডিও বা লিখিত কন্টেন তাদের নিজ নিজ আসনে বসে পেতে পারে।

সে সাথে আমার সামর্থ্য অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের আরেকটি অর্থ এই হতে পারে যে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশের যে কোন বিষয়ে মজলুম গণ তাদের মনের যে কোন ভাষা নির্ভয়ে নিজের হাতে থাকা মোবাইল দিয়েই ব্যক্ত করতে পারবে এবং দেশের আপময় জনসাধারণ তা প্রত্যক্ষ করবে ও তা নিরসনে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণ সহ সংশ্লিষ্ট সকলে প্রচেষ্টা চালাবে।

আমার সক্ষমতা অনুযায়ী ডিজিটাল দেশের এ ২য় উদ্দেশ্যটিরও সফল বাস্তবায়ন ঘটাতে ইনশাআল্লাহু তা'য়ালা আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

আর এ কাজের মাধ্যমে জাতীয় কবির “বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে” এ কথাটির মূল্যায়ন ঘটাতে চেষ্টা করবো।

আমি আবেদন রাখি, আমার দেখানো পথে এ দেশের সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারী ব্যবস্থাপনায় আরম্ভ হোক মানুষের উপকারী এ ২ টি কার্যসহ ডিজিটাল দেশের অর্থবহ অন্যান্য সকল কার্য সমূহ।

মহান আল্লাহু তা’য়ালার রহমতে আমার অনলাইন প্রতিষ্ঠান Bandhan Foundation বন্ধন ফাউন্ডেশন এবং এর ওয়েবসাইট https://ar900.com এ ওয়েবসাইটের মাধ্যমেই ইনশাআল্লাহ এ সার্ভিস গুলো প্রদান করবো।

এ ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগের সবগুলো ঠিকানা ও আপনাদের অনেক গুলো উপকারীতা, যদি আপনারা ভিজিট করেন, তবে আপনারা এ সাইটে পাবেন।

তাই আমার অনুরোধ আপনারা আমার এ ওয়েবসাইটি ভিজিট করুন।

এছাড়া আপনাদের মালামাল ক্রয়-বিক্রয়, মালামালের বা যে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা আপনার প্রতিষ্ঠানের যে কোন নোটিশ আপলোড বা যে কারো সাথে যোগাযোগের জন্য আমাদের ফেসবুক গ্রুপ bandhan foundation group এ গ্রুপটি ব্যবহার করতে পারেন।

ইতিপূর্বে মানব সেবার উদ্দেশ্যে শুরু করে ছিলাম, সমাজ সেবা মূলক একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান; কিন্তু ভাগ্যের লিখন ও পরিস্থিতির স্বীকারে আমি সেখানে হয়েছি অপমাণিত, নিগৃহীত ও দোষী।

তাই আমার বর্তমানকার এ কাজটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার আবেদন এই যে, আমার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং এ পেজটির সাথে লাইক, শেয়ার, কমেন্টস, ভিউ ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার সাথে থাকবেন।

অবশ্য এ পেজটির মূল মালিকানা আমার স্ত্রীর নামে থাকবে। আশা করি আপনাদের দোয়া ভালোবাসা ও সহযোগিতা পেলে এ কাজে সফল হবো ইনশা’আল্লাহু তা’য়ালা।
ধন্যবাদ সবাইকে।
Translation in English Language:

The page was opened as part of the Digital Bangladesh announced by the Honorable Prime Minister of Bangladesh, Bangabandhu's worthy daughter Sheikh Hasina. One of the meanings of digital country may be that the people of that country can easily find the information they need by searching their markets, cities, shops, homes and village houses and various service and service holders on their mobile phones. In other words, my wish is to make an introductory video of every house in the village, every market and all the shops in the city, office court, etc., and upload it with the necessary details. I appeal to the people of this country & others, including the government of this country, to start this work for the benefit of the people in government management in the way I have shown. By the grace of Allah Ta'ala, I will provide this service through this website https://ar900.com
All the addresses of contact with me through this website and many of your benefits, if you visit, you will find on this site. So my request is that you visit my website. Besides, you can use our Facebook group 'bandhan foundation group' to buy and sell your goods, advertise goods or any organization or upload any notice of your organization or communicate with anyone. I started with the purpose of human service, an economic organization based on social service; But in the writing of fate and acknowledging the situation I have been humiliated, oppressed and guilty there. So if you like my this work, my request is that you stay with me by liked, sharing, commenting, viewing and subscribing to my YouTube channel, website and this page. Of course, the original ownership of this channel will be in my wife's name. I hope your prayers, love and cooperation will be successful in this work Insha'Allahu Ta'ala.

11/12/2024

আমার গবেষণা মতে, "দুনিয়ার মানুষকে যখন ভালোবাসা আর হৃদয় দেয়া হয়, তখন সে মাথায় উঠে মুতে;
আর যখন নিপীড়ন, নির্যাতন আর জুলুম করা হয়, তখন সে ভালবাসা আর শ্রদ্ধায় অবনত হয়।"

আমি কি মিথ্যা বলেছি?
যদি মিথ্যা না বলি, তাহলে এর মূল কারণ কী এবং এ থেকে উত্তরণের উপায় কী? আপনারা কে কী মনে করেন।
দয়া করে কমেন্টস করুন, আমার জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হোক।
আমি আপনার পোস্টে কমেন্টস করতে পারিনি; আমার পেটেই ভাত নেই, আমি কিভাবে আপনার কোপাল চুম্বন করিবো!?

09/10/2024

মানুষের একটা বড় সমস্যা এই যে, যখন কোন মানুষ নিজ এলাকায় সৃজনশীল কোন কর্ম আরম্ভ করে, তখন তার ভাই, সমবয়সী, বন্ধু-বান্ধব; অর্থাৎ সমরেঙ্কের মানুষগুলো তাকে উৎসাহ না দিয়ে, বাহবা না দিয়ে এবং তার সহযোগী হিসেবে না থেকে; বরং একধরনের প্রতিযোগিতা, প্রতিদন্দিতা, হিংসা এবং নিজের মান-সম্মানের অবক্ষয় হিসেবেই বিষয়টিকে গ্রহণ করে। মুরগির বাচ্চারা যেমন একসাথে খাওয়ার খাওয়ার সময় যেমন পরষ্পর ঠুকাঠুকি করে, অনেকটা সেরকম। মানুষের চরিত্রের এ ঘৃণ্য দিকটি অনেকটা অভাব আর নৈতিকতাহীনতা থেকেই সৃষ্ট।

তাই তোমাকে যদি নিজ এলাকায় কিছু করতেই হয়, তাহলে তার সামনে দিয়ে ওয়াল বা একটা ভালো প্রতিবন্ধকতা তুলে তোমার প্রজেক্টটাকে লোকচক্ষুর অন্তরালে রাখবে।

তুমি কি দেখো না, অনেকে জুতা টাঙ্গিয়ে রাখে, পিছা টাঙ্গিয়ে রাখে, কালো কাপড় টাঙ্গিয়ে রাখে।

এবং প্রয়োজন বিহীন তোমার প্রজেক্টে কাউকে এলাউ করবে না ও নিজ প্রজেক্টের মধ্যে নিজেও গল্প গুজব বা আড্ডায় মেতে থাকবে না।

এই ভেবে তুমি ভেঙ্গে পড়বে না যে, তোমার অমুক ভাইকে তুমি এতো রিকোয়েস্ট করো, এতো এতো শ্রদ্ধা করো; অথচ সে তোমার প্রজেক্টে আসে না কেন?

মানুষের প্রতি তোমার উদারতা আর শ্রদ্ধা-ভালোবাসার কারণে হয়তো তুমি বুঝতেই পারছো না যে, ঐ ভাইটিই তোমাকে হয়তো হিংসা করে; যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাস।

আমার উপদেশ হয়তো তোমার কাছে ভালো নাও লাগতে পারে। কারণ তুমি হয়তো উচ্চ স্তরের মানুষ। কিন্তু তুমি তোমার মতো উচ্চ স্তরের মানুষ পাবে কোথায়? তাই বলছিলাম কি বাস্তবতাকে মেনে নাও। অতিরিক্ত উদারতা, মহানুভবতা, অতিরিক্ত আশা; এগুলো ছেড়ে দাও।

যেহেতু এগুলো বুকে ধারন করে আল্লাহর উচ্চাসন পেতে হলে, তাহলে তোমাকে এক মহা প্রলয় অতিক্রম করতে হবে হয়তো। যার যোগ্যতা হয়তো তোমার নেই।

তুমি কি মনে কর রব তোমাকে মহাপুরষ্কার এমনি এমনি দিয়ে দিবে? পরেতো আমার মতো হয়তো ঝরে যাবে।

এই! তুমি কি পারবে (?), পেটে পাথর বেঁধে দিনের পর দিন উপোষ থেকে সত্যের উপর চলতে?

এই! রাসূলুল্লাহ (সাঃ) এঁর সাহাবীদের নামাজ এ রকম ছিলো যে, নামাজরত অবস্থায় শত্রুর তীর এসে পায়ে বিদ্ধ হলেও তিনি (রাঃ) অনুভব করেননি। আল্লাহর ধ্যানে ছিলেন মগ্ন। নামাজ শেষে তীর খুলেছেন।

কিন্তু তুমি বামন হয়ে এ রকম চাঁদের আশা করো না। লোকে উল্টো তোমাকে পাগল বলবে। হয়তো আমার মতো মহাপাপী হয়ে যাবে।

যে বাতি মাথায় নিয়ে মানুষকে পার করছিলে বা করতে চেয়েছিলে; সে বাতির নিজের অন্ধকারে নিজেই হয়তো হাবুডুবু খাবে।
আমাকে ভূল বুঝবে না, আমি তোমাকে তোমার ওয়েট অনুযায়ী বাস্তবতার নিরিখে পথ চলতে বলেছি। আমার জন্য একটু দোয়া করবে।
হুজুর কিছু কাজ দিয়েছে, তাই এখানেই শেষ করলাম। ভূল হলে ক্ষমা করবে। সবার জন্য শুভ কামনা। আল্লাহ হাফেজ।

23/09/2024

স্বাক্ষ্য প্রদান করতে-

সত্য হলে সত্য বলবে, মিথ্যা হলে মিথ্যা বলবে। এটিই নিয়ম এবং এটিই আল্লাহর হক।

কারো মা-বাবা অথবা ওস্তাদ-বুজর্গ নিষেধ করলে কি সত্য স্বাক্ষ্য গোপন করা যাবে?

যাবে না।

কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমার সাথে জ্বীন থাকায়, আর জ্বীন নিষেধ করায়, আমার ন্যায্য হক কিংবা সত্য স্বাক্ষী আমি পাইনি।

দেখ, বিচারে বসলে তুমি কি জিতবে? গত প্রায় ২৩ বছর এভাবেই আমি নিগৃহিত হচ্ছি।

মুখে ভাষা নেই বলার আমার, তবুও ভাগ্যে থাকুক তাওফিক তোমার বা তোমাদের।। ধন্যবাদ।

22/09/2024

ওহে আলেম-উলামা আর জ্ঞানী গুণী ভাইগণ!?

আপনাদের কোপাল করি চুম্বন।

একটা কথা বলবো, শুনবেন কি আমায়?

আপনার এ যোগ্যতা কী কারণে বা কার প্রয়োজনে হয়েছে এবং আপনি বেঁচে আছেন কার অনুদানে তা কি আপনি জানেন ?

হয়তো জানেন না। বা জানতে চেষ্টা করেন না।

আপনি মনে কইরেন না, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন, তাই আপনি জ্ঞানী হতে পেরেছেন।

আপনার জ্ঞান বিলানোর ক্ষেত্র যদি না থাকতো, তাহলে আল্লাহ্ হয়তো আপনার ঐ বিশ্ববিদ্যালয়টিই সৃষ্টি করতো না।

আহার সৃষ্টি না করে যেমন, আমার রব কোন সৃষ্টি সৃজন করেননি, তেমনি বোকা-সোকা আর গুনাহগার না বানিয়ে, আমার রব বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসাও বানাননি।

আর মাদ্রাসায়ই যদি না বানাতো, তাহলে আপনি কিভাবে আলেম হতেন?

আবার বলুন, আপনার পেট বাঁচায় কে? অজ্ঞ, মূর্খ চাষার দল না!?

তাহলে এবার বলুন, এই বোকা-সোকা, গন্ড-মূর্খ চাষার দল যদি না থাকতো, তাহলে আমার মহান রব বুঝি শুধু বানর আর হনুমানকে শিক্ষা দেয়ার জন্য আপনাদেরকে পি এইচডি দিচ্ছেন?

এই! আপনাকেই বলছি, আমি কি বুঝাতে পারছি?

যাদের প্রয়োজনে এবং যাদের কারণে আপনার বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, যারা না থাকলে আপনার প্রাণ বাঁচতো না, আপনি পড়ার জন্য শিক্ষাঙ্গন পেতেন না; সেই তাদের খেয়ে, তাদের জন্য গড়া মাদ্রাসায় পড়ে এবং পড়িয়ে, তাদেরকেই অবহেলিত আর পদদলিত করা শিখলেন!?

আপনি কি তাহলে নিমক হারাম না!?

তাহলে কী শিখেছেন আপনি!?

হাঁ, অবশ্যই একটা কিছু শিখেছেন।।

আর তা হচ্ছে,
মহা জ্ঞানী, মহা ধন, ইবলিশ মাওলার মুন্ড অর্জন। জীবন শেষে পাবেন মহা পূরুষ্কার; আমার বৈ মাত্রেয় ভাই, ইবলিশ দাদার স্বাক্ষাতকার।।

তাওবার দরজা খোলা পাবেন, ঈবলিশ দাদার পূর্বক্ষণ।।

ধন্যবাদ। সকলে ভালো থাকুন।

21/09/2024

আল্লাহ্ কহে মহিলা গোপন থাকবে, মহিলা রাস্তায় বেরিয়ে হাতে তসবীহ্ জপে, আর পূরুষকে রিভিউ করে বলে ওমুক সিনাল!

পুরুষ রষুনের বস্তায় পঁচা কোয়া বিক্রী করে চালায় সংসার!!
আর মহিলা রাস্তায় বেরিয়ে বেপর্দান তসবীহ জপে, 'ঝিনাল আইনিন নাজর!'
এইতো মোদের সংসার!
একেই বলে সংসার!
হায় আমার ছোট্ট বাবু শুধু মাদ্রাসা পালায়!
কেনরে এমনটি হয়!!??
পার্ডন মি, প্লিজ।

Address

Torongi Road, 123 Gobindapur, Hazir Bazar, Feni Sadar
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Bandhan foundation media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share