
22/09/2025
শাফেয়ী মাযহাব অনুযায়ী জ্বীনের সাথে মানুষের বিয়ে জায়েজ।
তাদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব থেকে লিখছি। আপনারা পড়ুন-
"জিন'কে বিয়ের আহকাম"
ইমাম শামসুদ্দীন রামলী (১০০৪ হি.) বলেনঃ
أي فيجوز للآدمي نكاح الجنية وعكسه.
মানুষের জন্য জিন্নি (মহিলা জিন) এর সাথে বিবাহ করা এবং বিপরীতভাবে (পুরুষ জিন কর্তৃক মহিলাকে বিবাহ করা) জায়েজ।
أحكام النكاح للإنسي منهما فينتقض
আর তাদের উভয়ের (মানুষ ও জিন) ক্ষেত্রে বিবাহের বিধানাবলী প্রমাণিত, সুতরাং জিন্নির স্পর্শে মানুষের ওযু ভঙ্গ হবে।
ومنه أنه يجب عليه أن ينفق عليها ما ينفقه على الآدمية لو كانت زوجة.
স্বামীর উপর আবশ্যক হল যে, সে জিন্নি উপর সেই পরিমাণ খরচ করবে যা সে মানুষ স্ত্রীর উপর করত যদি স্ত্রী মানুষ হত।
وأما الجني منهما فلا يقضى عليه بأحكامنا.
তবে জিন'দের মধ্য থেকে কেউ যদি (মানুষের সাথে বিবাহিত হয়) তবে তাদের (জিনদের) উপর আমাদের বিধানাবলী প্রয়োগ করা যাবে না।]
📚 [নিহায়াতুল মুহতাজ ইলা শারহিল মিনহাজ, রামলী ৬/২৭১ ]
অনেকে আবার এও বলেন যে, জ্বীনের সাথে বিয়ে সম্ভব নয়। তাদের যুক্তি হলো, যেমন গরু-ছাগলের সাথে সম্ভব নয়।
ভাই, আপনি জ্বীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না রেখে এবং না জেনে বলছেন। এ বিষয়ে কুরআন-হাদীসে কী উল্লেখ আছে, তা না বুঝে বলছেন।
জ্বীনের সাথে যদি বিয়ে সম্ভব নাই'ই হতো, তাহলে ইসলামে এ রকম ফতোয়া থাকতো না। কোরআন হাদীসে এর উল্লেখ থাকতো না।
অন্যান্য মাযহাবে জ্বীনের সাথে বিয়ে নাজায়েজ।
বিশ্বে কোটি কোটি মুসলিম রয়েছে, যারা শাফেয়ী মাযহাব অনুসরণ করে।
আমি এ বিষয়ে কোরআন হাদীস রিসার্স করে দেখেছি যে, জ্বীনের সাথে মানুষের বিয়ে হারাম হওয়ার কোন সূত্র বা এ ধরনের কোন আয়াত বা সহীহ্ হাদীস, পবিত্র কুরআন হাদীসের কোথাও উল্লেখ নাই।
সুতরাং কেউ যদি এ কাজ করতে চায়, আপনি ইসলাম মোতাবেক তাকে হারাম কাজ করছে বা ঈমান হারা হয়ে যাচ্ছে এ কথা বলতে পারেন না।
বরং যেহেতু কাজটি জায়েজ, তাহলে তার নিয়ত অনুযায়ী অবশ্যই সওয়াব হবে।
শাফেয়ী মাযহাব মুসলমানদের মধ্যে একটি গ্রহণযোগ্য মাযহাব এবং প্রসিদ্ধ ৪ মাযহাবের একটি মাযহাব।
আমি আমার এ গবেষণা ধর্মী মাসআলাটি বিস্তারিত ভাবে আপনাদের জ্ঞাতার্থে তুলে ধরছি।
আপনারা নিম্নে ক্লিক করে আমার এ রিভিউ মাসআলাটি ধর্য সহকারে ও সম্পূর্ণ পড়ুন, এবং এরপর কমেন্টস করুন যে, কেন মানুষের সাথে জ্বীনের বিয়ে জায়েজ হবে না!?
আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার পরেও যদি আপনি এ বিয়েকে হারাম বলেন, তবে দয়া করে কমেন্টস করবেন, পবিত্র কোরআনের কোন্ আয়াত অনুযায়ী এ বিয়েকে হারাম বা মাকরূহে তাহরীমী সাব্যস্ত করা হলো এবং কিভাবে?
আমার এ রিভিউ মাসআলার ৬ নং ক্রমিক থেকে এর উত্তর লিখা হয়েছে।
আপনার প্রতি বিশেষ অনুরোধ, শৃগালের মতো একজনে হুয়াক্কা হুয়া বললে, সবাই বলবেন; এ রকম হইয়েন না! এবং আইনকে নিজেদের, মানে মানুষের মর্জি আর মোগজ মোতাবেক বইলেন না।
মাসআলাটি পড়তে এখানে ক্লিক করুন-
ফতোয়ায়ে আরিফ Fatwa-e-Arif মানুষ ও জ্বীনের মধ্যে বিয়ে জায়েজ (রিভিউ) / Marriage between jinn and humans is permissible (Review) প্রবন...