02/03/2024
হাজার কষ্ট করেও মা বাবা সন্তানদের মানুষ করার চেষ্টা করে। নিজে না খেয়ে ও সন্তানদের মুখে খাবার উঠাই দে 🥲
কখনো রাস্তা কিংবা অন্য কোথাও ফেলে দিয়ে আসেনা😥
একটা সময় আসে সে মা বাবা বৃদ্ধ বয়স হলে সন্তানদের কাছ থেকে অবহেলা পায়😰
কিংবা তাদের রাস্তায় বা বৃদ্ধাশ্রম দিয়ে আসে,ঠিকমতো খাবারও দেয় না খাওয়ার জন্য। এসব কিছু দেখলে খুব আফসোস লাগে আসলে এরা কি মানুষ নাকি মানুষ নামে কলঙ্ক।