![Tahsan বিয়ে করলেন, আর গালাগাল চলছে Rafiath Rashid Mithila -কে! কেন এমন?আমাদের সমাজে অনেক কিছুই কেমন যেন উল্টো পথে চলে।...](https://img4.medioq.com/881/082/573143548810826.jpg)
05/01/2025
Tahsan বিয়ে করলেন, আর গালাগাল চলছে Rafiath Rashid Mithila -কে! কেন এমন?
আমাদের সমাজে অনেক কিছুই কেমন যেন উল্টো পথে চলে। Tahsan এবং Mithila—দুইজনেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন। এর আগে Mithila যখন বিয়ে করলেন, তখন তিনি ছিলেন "সমাজের খারাপ মেয়ে"। আর এখন Tahsan বিয়ে করেছেন, তবু গালাগাল শুনতে হচ্ছে Mithila-কে!
আমার অবুঝ মনের প্রশ্ন: কেন এমন হয়?
১. Mithila নিজের মতো করে জীবনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাঁর অধিকার।
২. Tahsan নিজের জীবনে সুখ খুঁজে পেয়েছেন। এটাও তাঁর ব্যক্তিগত বিষয়।
৩. তাহলে মানুষ Mithila-কে কেন বারবার দোষারোপ করে? Tahsan বা Mithila কেউই কারও প্রতি দায়বদ্ধ নন।
এটা কি নারীদের প্রতি সমাজের একধরনের অবজ্ঞা? একজন নারীর জীবনে যাই ঘটুক, তাকে সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হবে?
Mithila হোক বা Tahsan, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক নাক গলানোর কোনো অধিকার আমাদের নেই। নিজেদের জীবনে সুখ খুঁজে পাওয়া তাঁদের মৌলিক অধিকার।
আসুন, আমরা নিজেদের মন-মানসিকতা পরিবর্তন করি। অন্যের সুখে সুখী হতে শিখি। Tahsan ও Mithila—দুইজনের জন্যই শুভকামনা জানাই।
তাঁদের ভালো থাকার গল্পে কটু কথা নয়, ভালোবাসা ছড়াই।