Hyper Shelby

Hyper Shelby Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hyper Shelby, Digital creator, Feni.

১৯২৯ সালের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রথম ম্যাচ!
13/05/2024

১৯২৯ সালের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রথম ম্যাচ!

01/12/2023

মৃত্যুর মতন এত সুন্দর কিছু পৃথিবীতে আর নেই।
আপনার রেখে-যাওয়া চায়ের কাপে অন্য কারও ফুঁয়ে ধোঁয়া উঠবে, আপনার দেখা আয়নাটায় অন্য কেউ তার অবয়ব দেখবে, আপনার রোপন-করা গাছের ফুল অন্য কাউকে সুবাস দেবে; অথচ আপনি থাকবেন না।

আপনাকে ছাড়া যে-আড্ডা জমতই না, আপনার কথায় হো হো করে যে-আড্ডায় বন্ধুরা সব হেসে কুটি কুটি হতো, সে আড্ডায় একদিন আপনার নাম উঠতেই শুনশান নীরবতা জেগে উঠবে। আপনার গাওয়া যে-গানে কেউ কখনও কানই দেয়নি, সে গানটাই একদিন সকলে সুর দিয়ে গাইবে। আড়ালে-আবডালে লুকিয়ে কেউ একজন অন্ধকারে চোখের জল মুছবে।

মৃত্যু সত্যিই ভীষণ সুন্দর। জলজ্যান্ত যে আপনি মানুষটার উপস্থিতি সবার বিরক্তির কারণ হতো, সেই আপনার অনুপস্থিতিই, আহা, একদিন কী যে ভীষণ দামি হয়ে উঠবে!

হ্যাঁ, মৃত্যু যেমন সুন্দর, তেমনটাই কুৎসিত। দিন-মাস-বছর গড়িয়ে আপনার স্মৃতিও একদিন ধোঁয়ার মতন উবে যাবে। আপনার রেখে-যাওয়া সব কিছু অধিকারবলে ভাগবাটোয়ারা হয়ে যাবে। দূর থেকে দেখতে-থাকা তারার মতন আপনার সমস্ত চিহ্ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে একসময় আর কিছুই অবশিষ্ট থাকবে না।

তারপর, একদিন পৃথিবীর বলয়রেখা থেকে আপনার শেষ পদচিহ্নটিও নিঃশেষ হয়ে যাবে। দাপটের সাথে বিরাজ-করা আপনি মানুষটিই একদিন হয়ে যাবেন পৃথিবীর ‘কেউই-না’ কেউ একজন।

মৃত্যু সুন্দর . . . বিচ্ছিরি রকমের সুন্দর।

30/10/2023

𝐌𝐄𝐒𝐒𝐈 𝐖𝐈𝐍𝐒 𝐓𝐇𝐄 𝐁𝐀𝐋𝐋𝐎𝐍 𝐃’𝐎𝐑! 👑
𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐢𝐬 𝐦𝐚𝐝𝐞. ✨🇦🇷

প্রায় বড় একটা সময়ের জন্য মাঠের বাহিরে চলে যাবে ফ্রেনকি ডি ইয়ং।হতে পারে সেটা তাকে এল-ক্লাসিকো মিস করতে বাধ্য করবে।অন্যদিক...
24/09/2023

প্রায় বড় একটা সময়ের জন্য মাঠের বাহিরে চলে যাবে ফ্রেনকি ডি ইয়ং।হতে পারে সেটা তাকে এল-ক্লাসিকো মিস করতে বাধ্য করবে।অন্যদিকে বার্সেলোনা দলের আরেক খেলোয়াড় পেদ্রিও আগামী ১ মাসের মধ্যে দলে ফেরার সম্ভাবনা কম।

পেদ্রির অভাব টা এতোদিন গুন্ডোগান মেটাতে পারতো কেননা দলে ফ্রেনকি ছিলো।এখন ফ্রেনকিও ইঞ্জুরড।

তো বার্সেলোনা দলকে এখন মিডফিল্ড এর ২ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া মাঠে নামতে হবে।তো সেট আপ টা কি হতে পারে এইটা একটা প্রশ্ন আসতে পারে,আমার যতোটুকু মনে হয় জাভির কাছে এখন যে অপশনগুলো রয়েছে তা হলো:

১.৩-৪-৩:যেহেতু বার্সেলোনা ২ জন অফেন্সিভ ফুলব্যাক নিয়ে খেলে শুরুর একাদশে সে ক্ষেত্রে ৩ ম্যান ব্যাক নিয়ে গুন্ডো-রোমিউ কে মিডে রেখে বালদে ও কান্সেলোকে অফেন্সিভ রোলে দিয়ে এই সেট আপ ইউটিলাইজ করা সম্ভব

২.৪-৪-২:এক্ষেত্রে ফেলিক্সকে এজ আ ফলস নাইন ও লেওয়ানডস্কিকে সামনে রেখে গাভি-গুন্ডো-রোমিউ-কান্সেলো কে মিডে সেট করে কুন্দে/আরাউজোকে রাইট ব্যাক হিসেবে ব্যবহার করে বালদেকে লেফটে অফেন্সিভ রোলে দিয়ে।সেখানেও বলতে গেলে ৩ ম্যান ব্যাকে শিফট হবে যদি রাইট ব্যাকের খেলোয়াড় ওয়াইড সিবি হিসেবে খেলে।

তবে এইটা এখন অনেকটা নিশ্চিতভাবে বলা যায়,
ফারমিন ও সার্জির প্লেয়িং টাইম বেড়ে যাবে আর অন্যদিকে এথলেটিক থেকেও কারও ডাক আসতে পারে।

চাইলে ৪-৩-৩ ও একটা অপশন হতে পারে তবে আমার মতে এইটা বর্তমান মিডফিল্ড নিয়ে রিস্কি হয়ে যায় তাই হয়তো জাভি রিস্ক নিবে না বাকিটা দেখা যাক পরবর্তী ম্যাচে জাভি কী করে!

কি ছিলনা এই ম্যাচে? প্রতিপক্ষের প্রেসিং! প্রতিপক্ষের ০-২ গোলে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা! ১০ মিনিটে বার্সার ৩ গোল! লেওয়...
23/09/2023

কি ছিলনা এই ম্যাচে? প্রতিপক্ষের প্রেসিং! প্রতিপক্ষের ০-২ গোলে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা! ১০ মিনিটে বার্সার ৩ গোল! লেওয়ার ক্লিনিক্যাল ফিনিশিং! একজন রাইট ব্যাক কতটা দায়িত্ব সম্পন্ন হবে তার উদাহরন! স্কোয়াডের শেষ সময় পর্যন্ত ফাইট করা! সব ছিল।সব। যারা দেখেন নি,তারা জাস্ট একটা দুর্দান্ত ম্যাচ মিস করলেন।
আপনি যা চান,সবই ছিল।

07/09/2023
02/09/2023

Joao Felix is Culer! 💙❤️

31/08/2023
𝐌𝐫 𝐗𝐚𝐯𝐢 𝐇𝐞𝐫𝐧𝐚𝐧𝐝𝐞𝐳 : 𝐓𝐡𝐞 𝐇𝐚𝐭𝐞𝐝 𝐎𝐧𝐞 ভীষণ রগচটা আর ছোট খাটো গড়নের এই ভদ্রলোক যখন বছর দুয়েক আগে ফিরে এসেছিলো ক্যাম্প ন্যু য়ে...
30/08/2023

𝐌𝐫 𝐗𝐚𝐯𝐢 𝐇𝐞𝐫𝐧𝐚𝐧𝐝𝐞𝐳 : 𝐓𝐡𝐞 𝐇𝐚𝐭𝐞𝐝 𝐎𝐧𝐞

ভীষণ রগচটা আর ছোট খাটো গড়নের এই ভদ্রলোক যখন বছর দুয়েক আগে ফিরে এসেছিলো ক্যাম্প ন্যু য়ের সবুজ গালিচায়, তখন পাড়ার ছেলে বুড়ো সবাই যরপরনাই আনন্দে ভেসেছিলো। তারা ভেবেছিলো বিগড়ে যাওয়া বার্সেলোনাকে শাসন করে সুপথে ফিরিয়ে আনতে তাঁর চাইতে যোগ্যতর কেও বোধহয় জন্মায়ই নি।

কিন্তু কিসের কি!!! আজ বার্সা ডেরায় তাঁর চাইতে অধিক সমালোচিত ব্যক্তি খুঁজে বের করতে রীতিমতো টর্চ লাইট ব্যবহার করতে হবে৷ অবশ্য দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যেবাদী লোকটাও বলা মাত্র স্বীকার করতে বাধ্য হবেন যে এই সমালোচনা যৌক্তিক ; হ্যা পুরোপুরি যৌক্তিক। যে বার্সেলোনাকে লোকে ইউরোপের পাওয়ার হাউজ নামে চেনে, যাদের টিকিটাকার সৌন্দর্য্যকে লোকে প্রেমিকার হাসির সাথে তুলনা করতে বাদ যান না সে বার্সেলোনা কি না তার অধীনে টানা দুইবার ইউরোপা খেললো। বেজ্জুতির ষোলকলা পূর্ণ হলো যখন দুইবার ই তারা ইউরোপা থেকেও নক আউট হয়ে গেলো। সুতরাং এই লোককে ডাগ আউট থেকে বের করতে তো হবেই বরং পারলে শুলে চড়াতে পারলে বোধহয় শান্তি মিলিবে ; অধিকাংশ কিউলদের মনে এটাই উুঁকি দিয়েছে বারংবার।

লোকটা অবশ্য কখনো নিজেকে ডিফেন্ড করেন নি। সর্বদা চুপচাপ থেকেই নাজাত পেতে চেয়েছিলো। যা দুই একবার রেফারি, লা লিগা অথোরিটি নিয়ে সমালোচনা (যৌক্তিক) করেছিলেন আমি আপনি অযুহাত, নাচতে না জানলে উঠোন বাঁকা ইত্যাদি নীতিবাক্য শুনিয়ে ওনাকে চুপ করিয়ে দিলাম। তাই লোকটা চুপ থাকাকেই
ভালো বলে ধরে নিয়েছেন

সে যাই হোক আজ আমি একটু তার পক্ষ নিতে এসেছি। হঠাৎ কেন যেন গালি খাওয়ার ইচ্ছে জন্মেছে এই আরকি : আচ্ছা সকল ব্যর্থতার দায়ভার যার উপর চালালেন সামান্য সফলতার ক্রেডিট কি তাকে দিবেন না...??

তিনি যখন বার্সেলোনার ডাগ আউটে আসেন তখন আমার প্রিয় ক্লাবটা লীগের ৮ নম্বরে অবস্থান করছে৷ তিনি আসলেন দেখেলেন খেলালেন। ফলাফল : আমরা লীগ শেষ করলাম রানার্স আপ হয়ে। অবামেয়াং ডেপাই লুক ডি গট দের অন্ধকার সময়ের হিরো উপাধি দেওয়া আমরা ভুলে গেলাম এই রগচটা লোকটাকে ; আমাদের ধন্যবাদের সিকিভাগও জুটলো না তার কপালে। রানার্স আপ..? এ আর এমন কি? পারলে লীগ জিতে দেখাও।

লোকটা পরের সিজনেই তাই করলো। মাদ্রিদের চাইতে প্রায় ১৫ পয়েন্টের ব্যবধানে লীগ জেতালো। মাঝে স্প্যানিশ সুপার কাপ ও জেতালো যা ছিলো প্রায় ৫৫০ দিন পর বার্সার জেতা কোন শিরোপা। লেওয়ানদোস্কি পেদ্রি গাভি ফ্রেংকি আরাউহোদের আকাশে নিয়ে নাচতে নাচতে আমরা আবারো ভুলে গেলাম এই মানুষটাকে। আমাদের ধন্যবাদের লিস্ট বড় হয়ে যাবে বিধায় তার নামটা সন্তপর্ণে কেটে দিলাম।

ইউরোপীয়ান স্ট্যাজে সাফল্যা না পাওয়ায় তাঁকে গুনায় ই ধরছি না আমরা। অথচ সিটির মত একটা সুপার টিম কেও উচল জেতাতে গার্দিওলার মত লোকের ৮ বছর লেগেছে। লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর লীগ উচল জিততে ক্লপ ও সময় নিয়েছে প্রায় ৫ বছর৷ তাদেরকে আমরা সময় দিয়েছি সাপোর্ট করেছি রিবিল্ড করার সুযোগ দিয়েছি কিন্তু শুধুমাত্র একজনকে বঞ্চিত করছি। তিনি আর কেও নন আমার হতভাগা কোচ মহোদয়।

পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রথম সিজনেই স্প্যানিশ কোটার পিকে আলবা বুসিদের বিদায় করেছেন কিন্তু সুযোগ পেলেই তাকে আমরা স্প্যানিশপ্রেমিক বলে গালি দিতে দুবার ভাবি না।

বার্সা যখন ই কোন ম্যাচ হেরে যায় সবচেয়ে সহজ কাজ হলো জাভিকে দুইটা গালি দেওয়া ; সব ব্যর্থতা তার কাঁধে তুলে দেওয়া৷ রাইভালদের কথা বাদ, আমার অভিযোগ খোদ বার্সা ফ্যানদের প্রতি ই।

তাঁকে সময় দিন। সে আপনাকে ভুল প্রমাণ করবেই করবে৷ সমালোচনা যেন অযৌক্তিকতার পর্যায়ে গিয়ে না ঠেকে।

জাভির মতন করে বার্সাকে ভালোবাসে এমন লোক নেহায়েত হাতে গোনা। তাই বিশ্বাস রাখুন, জাভির হাত ধরেই বার্সা তার স্বরুপে ফিরবে। শুনে রাখুন :

❝দিল্লি এখন আর বেশি দূরে নয়❞

©️ Nazmus Sakib

29/08/2023
25/08/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট। এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইন্মেন্টের মাধ্যম গুলো একে একে বন্ধ করে দেয়া হল- এরা সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও কিশোর গ্যাং তৈরী হল।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, আরে এই জেনারেশনটা এমন যাচ্ছেতাই কেন!

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল সমবয়সী কাজিনদের সাথে একাডেমিক রেজাল্ট কম্পেয়ার করারটা হেলদি কম্পিটিশন। এই র‍্যাট রেইসে ঠেলতে ঠেলতে আমরা মিউচুয়াল রেস্পেক্টের জায়গাটা নস্ট করলাম। এরা এখন অন্যর success সহজে নিতে পারে না। প্রচন্ড শো-অফ করে রিকগনিশন চায়, ইনফিরিওরিটি কম্পপ্লেক্স থেকে উতরে আসতে চায়। বন্ধুদের নিয়ে হ্যাং আউট করলেও, ফ্যামিলি গ্যাদারিং থেকে দূরে দূরে থাকতে চায়।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, 'আরে এই জেনারেশনটা এমন এন্টি সোশ্যাল হয়ে যাচ্ছে কেন!'

প্যারেন্টিং এর নামে বড় বড় ব্লান্ডার করে ফেলার পর আমরা এখন ব্লেইম গেম খেলি, নিজেদের দোষটা চাপিয়ে দেই নিউ এইজ সাইকোলোজির উপর। অথচ একটু আয়নায় ভালো করে তাকান, দেখতে পাবেন একটা ফুল জেনারেশনকে সাইকোলজিক্যালি আন্সট্যাবল করে দেয়া রক্তচক্ষু দুটো এখনো আগের মতই হিংস্র।

- Collected

22/08/2023

Happy birthday world champion lautaro Martinez ❤️🐂

মেসি কেন মেসি জানেন? আজকে ট্রফিটা তিনি একা নেননি। মিয়ামির আগের অধিনায়কের হাতে ক্যাপটেন্সির আর্মব্যান্ডটা নিজে পরিয়ে দিয়ে...
20/08/2023

মেসি কেন মেসি জানেন? আজকে ট্রফিটা তিনি একা নেননি। মিয়ামির আগের অধিনায়কের হাতে ক্যাপটেন্সির আর্মব্যান্ডটা নিজে পরিয়ে দিয়েছেন। তাকে নিয়েই ট্রফিটা হাতে তুলেছেন। কী সুন্দর একটা দৃশ্যের জন্ম দিলেন মেসি।

খেলাটা তো স্রেফ ৯০ মিনিটের। জীবনের প্রচ্ছদ আরও বড়। সেই বড় ক্যানভাসটা মেসি দেখতে পান বলেই তিনি গ্রেটেস্ট। শুধু ফুটবলার হিসেবে নন; মানুষ হিসেবেও!

20/08/2023

প্রকৃতভাবে কেউ যদি ফুটবলটাকে বোঝে এবং ভালোবাসে সে কখনোই মেসিকে ঘৃণা করতে পারবে না, এই ভিডিওটা সেটাই প্রমাণ করে দেয়!

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hyper Shelby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hyper Shelby:

Videos

Share

Nearby media companies