ফেনী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী মহোদয় প্রিয় জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আবারও দাগনভূঞায় কিশোর গ্যাংদের হামলার স্বীকার যুবক!
জানাযায়, বাজারের ব্যবসায়ী সূচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর ছেলে সোমবার ইফতারের পর কিশোর গ্যাংয়ের হামলার স্বীকার হয়।
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে রহস্যময় আগুন!
কক্সবাজার সরকারি কলেজের সামনে হাইওয়ে সড়কের পাশে ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন স্থানে আকস্মিকভাবে মাটি ফেটে প্রচন্ড রকমের ধোঁয়া ও আগুন উদগীরণ হয়েছে!
১৭ এপ্রিল ইফতারের আগ থেকে প্রায় দুই ঘন্টা আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল আগুন নিভিয়ে দিয়েছে । তবে আগুন নিভলেও ধোঁয়া বের হচ্ছে । হঠাৎ আগুন উদগীরণ নিয়ে লোকজন কৌতুহলী হয়ে পড়ে। আগুন দেখতে বিপুল উৎসুক জনতা সেখানে ভিড় করে।
দাগনভূঞার উত্তর বারাহীগুনি থেকে ডাকাত সদস্য আটক
ফেনী দাগনভূঞা উপজেলার ৮ নং জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহীগুনিতে ডাকাত ও এলাকাবাসীর সংঘর্ষে সাংবাদিক জসিম উদ্দিন ফরায়েজী আহত, ২ ডাকাত সদস্য আটক।
আটক বিপ্লবের বাড়ি নোয়াখালীর বসুরহাট। সে জায়লস্কর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসা ভাড়ায় থাকে।
ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম হলো মনির, অলি মোল্লার বাড়ীর ফয়সাল, এশিয়ান টেইলাস বাড়ীর বাবু, ফারুক, সোহেল, শহিদ।
আটককৃত ডাকাত বিপ্লব বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি টমটম নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে। সে ইতোমধ্যে জায়লস্কর ইউনিয়নের আরো কয়েকটি জায়গায় ডাকাতি করেছে বলে জানিয়েছেন এবং অনেকে অভিযোগ করেন। ৯ নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা সুমন ভূঞা জানিয়েছেন, পূর্ব রামচন্দ্রপুর থেকে ইতোমধ্যে ২টি গরু ও একটি অটো চুরি করে নিয়ে যায় এই বিপ্লব
ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের যত অভিযোগ!
#আপডেট >>>
দাগনভূঞা থানার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত! দেখুন ভিড়িওতে...