Chirkut Balobasha

Chirkut Balobasha ������ mb pijon
(2)

এডা কামডা করলো কি 😂
30/11/2023

এডা কামডা করলো কি 😂

22/11/2023



17/11/2023

🥰🥰🥰তোমাকে খুব ভালোবাসি


গোলাপ ফুলের সুবাসের মতো স্মৃতিগন্ধায় রাখিও আমায়।🥰
15/11/2023

গোলাপ ফুলের সুবাসের মতো স্মৃতিগন্ধায় রাখিও আমায়।🥰

15/11/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow Me ✅
Followers1

15/11/2023




14/11/2023

Active✅ আছি ✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back💯

06/11/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।

Follow back to back

18/10/2023

Active আছি
দ্রুতো ফলো দিন
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 To 𝐁𝐚𝐜𝐤

02/09/2023

চিঠি দিবসে কারো কাছে কোন চিঠি না পাওয়া আমি!🙂

আসলেই 🐸
01/09/2023

আসলেই 🐸

01/09/2023

আপনি যদি এই পোষ্টটি দেখে থাকেন তার মানে আপনি এই পেজের এক্টিভ মেম্বার।

জানতে পারি কত বছর ধরে আছেন আমাদের সাথে...?

01/09/2023

এতো গুরুত্ব দেওয়ার পরও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই।🙏

31/08/2023

ঠোঁ'টে kiss করার ফিলিংসটা কেমন..?

___🤔🫦🙈___.?

মেঘ পুঞ্জি রিসোর্ট,, সাজেক,রাঙামাটি ❤️
25/08/2023

মেঘ পুঞ্জি রিসোর্ট,,
সাজেক,রাঙামাটি ❤️

23/08/2023

বিড়ালের মত ৫০০ বছর বেঁচে থেকে কোন লাভ নাই,
সিংহের মত এক ঘণ্টা বাঁচতে চায়। 🤲😭

বানিটা কার?😭😭😭

23/08/2023

Active আছি
দ্রুতো ফলো দিন ব্যাক বুঝে নিন
Back to Back

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই ...
22/08/2023

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••

-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!

-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।

-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।

-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।

তখন এটা মশা মাছির খাবার হবে...

∆ তোমাকে এটাই বলতে চাই ∆

👉 তোমার দেহকে এমন করো না যে, সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে।

👉 তোমার মন কে আলুর মতো করো না যে, সবাই মিশবে বাট কেউ-ই পছন্দ করবে না।

👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।

তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না। যেখানে মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না।😔

তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে।

যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে " ও " ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,

"""বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না"".....

আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏

22/08/2023

অল্প পরিচিত মানুষের সাথে যোগাযোগ না থাকলেও, কোন একদিন পথে দেখা হলে আলাপ হয়।

কাছের মানুষের সাথে একবার যোগাযোগ বন্ধ হয়ে গেলে, একদিন হুট করে পথে দেখা হলেও; ঠিকঠাক কথা হয়না।

অধিকারবোধ বড্ড ভয়ংকর জিনিস। কখনো এর বিনাশ হলে, সেই অধিকারহীন অস্তিত্বের প্রতি ভুল করেও আর মুখ ফেরাতে ইচ্ছে করেনা।

22/08/2023

আমার বেস্ট ফ্রেন্ড এর ক্রাশ
mention your best friend

22/08/2023

Follow দিন Follow Back বুঝে নিন।🌺
Follow দিবেন ১০০% Back পাবেন ইনশাআল্লাহ। 🌺

21/08/2023

ফলো দিয়ে পাশে আছি আপনি আছেন তো🥀 আমার পেইজে একটা রিভিউ দিয়ে আসেন আপনার পেইজে রিভিউ দিবো💮🥀

21/08/2023

ধীর গতিতে এগিয়ে যাচ্ছে পেইজটি।
সবার সহযোগিতা কামনা করছি।
🤍 ধন্যবাদ 🤍

21/08/2023

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটিভ আছি
ফলো দিলেই ব্যাক দিব
ফলো টু ফলো
ব্যাক টু ব্যাক ✅

19/08/2023

এখন ফ্রী আছি ফলো দিলেই বিদ্যুতের গতিতে বেক করা হবে
১০০%

আমি ছোট বেলা থেকেই ইন্টার মিয়ামির ফ্যানউ আ (লিজেন্ড রা বুঝবে)(ব্রাজিল সাপোর্টাররা পেইজটি ফলো করুন 🇧🇷)
19/08/2023

আমি ছোট বেলা থেকেই ইন্টার মিয়ামির ফ্যান

উ আ (লিজেন্ড রা বুঝবে)(ব্রাজিল সাপোর্টাররা পেইজটি ফলো করুন 🇧🇷)

18/08/2023


18/08/2023

আমার মাঝে মাঝে ইচ্ছে হয়- কেউ একজন জানুক, আমি একজন বেকার পুরুষ। কাজ-কর্ম কিছুই করিনা। পথে পথে ঘুরে কবিতা লিখি। অর্থবিত্ত নেই। অবসর পেলে আকাশ দেখি। বৃষ্টি ভালোবাসি। সমুদ্র ভালোবাসি। ভোরবেলায় পাখির ডাক শুনি।

কেউ একজন জানুক- আমার নিজস্ব গাড়ি নেই। ব্যক্তিগত বাড়ি নেই। বাড়িতে নেই মার্বেল টাইলস ফ্লোর। রুমে নেই এয়ার কন্ডিশন। ওয়াশিং মেশিন ছাড়াই এখানে কাপড় ধোয়া লাগে।

কেউ একজন জানুক- আমি জোছনা ভালোবাসি। চোখের পাতায় বৃষ্টি পড়লে আনন্দিত হই। টং দোকানের চা খাই। লোকাল বাসে ঝুলে ঝুলে দেখি জীবন কতটা রুক্ষ!

আমার মাঝে মাঝে ইচ্ছে হয়- এসব জেনে কেউ আমাকে ভালোবাসুক।
পাশে বসে বলুক- আমাকে হেঁটে হেঁটে শহর দেখায়ে নিয়ে আসো।

|| কেউ একজন জানুক ||

বাবার হোটেল থেকে বের হয়ে দেখলে বোঝা যায় এক মুঠো বাতের মূল্য কত, 🙂জীবন সবার জন্য এক না, 😢
18/08/2023

বাবার হোটেল থেকে বের হয়ে দেখলে বোঝা যায় এক মুঠো বাতের মূল্য কত, 🙂
জীবন সবার জন্য এক না, 😢

Follow to follow
17/08/2023

Follow to follow

17/08/2023



#সবাই

16/08/2023

#ভালোবাসা


15/08/2023

ইয়া রব্বি, কুরআনের সুবাস ছড়িয়ে যাওয়া এই বান্দাকে আপনার রহমতের চাদরে আবৃত করে নিন৷"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"...
14/08/2023

ইয়া রব্বি, কুরআনের সুবাস ছড়িয়ে যাওয়া এই বান্দাকে আপনার রহমতের চাদরে আবৃত করে নিন৷
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

14/08/2023







13/08/2023

#নারী কিসে আটকায়

পারিবারিক ও সামাজিক ভাবে মা-বাবা ভাই বোন ও আত্মীয়-স্বজনদের পছন্দে 21-06-2020 সালে নাদিয়া সুলতানা রেশমির সাথে আমার বিবাহ হয় ,দীর্ঘদিন সংসার জীবনে মহান আল্লাহ আমাকে একটি মেয়ে দান করেছেন,একে অপরের বোঝাপড়া ছিল খুবই মজবুত,
একে অপরের পারিবারিক সম্পর্ক ছিল খুব ভালো ,আমার জানামতে বিন্দু পরিমাণ মন খারাপ কখনো হয়নি, বিয়ের আগে থেকে আমি প্রাইভেট কোম্পানিতে জব করতাম, আমার মাসিক স্যালারি ছিল ২৫ হাজা টাকা ,বিয়ের পরে আমি আস্তে,আস্তে বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা ছিল অনেক , উচ্চ আকাঙ্ক্ষা,ও বিলাসিতা জীবন যাপন তার পছন্দ ,
আমি মধ্য আয়েৱ মানুষ আমার পক্ষে যতটুকু সম্ভব তার চাহিদা পূরণের চেষ্টা করেছি,
তার চাহিদা পূরণ করতে গিয়ে অনেক নিকট আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক খারাপ করেছি,
তার বিলাসী জীবন যাপনের খরচ মিটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম মা-বাবা ও শশুর শাশুড়ি ও স্ত্রী রেশমির পরামর্শে আমার ছোট্ট মেয়েটিকে দেশে একা রেখে দুবাই প্রবাস জীবনে পা দিলাম,
দুবাই আসার তিন মাস না যেতেই , আজ খবর শুনলাম যে আমার ছোট্ট মেয়েও স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না
শশুর বাড়ি ও আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর শুনলাম ,
আমার মা ও ভাবীর সাত ভরির অধিক স্বর্ণ ও বাবা ও বড় ভাইয়ের জমানো আলমিরা থেকে নগদ তিন লাখ চল্লিশ হাজার টাকা ও আমি দুবাই থেকে পরশুদিন ৯০ হাজার টাকা পাঠায় সেই টাকা সাথে নিয়ে আমাদের পার্শ্ববর্তী একই ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশুর ডাক্তার আবু তাহের এর ছেলে আমজাদের সাথে পালিয়ে যায় ,
কাউকে কিছু বলতেও পারলাম না সহ্য করতে পারতেছি না
শশুর ,মা বাবার আত্মীয়-স্বজনদের সাথে ফোনে আলাপ করলাম ,সবাই প্রশাসনের সহযোগিতা চাইতে পরামর্শ দিলেন, তারপর
প্রশাসনের সহযোগিতা চেয়ে আমার বড় ভাই 999ফোন করল,বাবা ও শশুর আমার পক্ষ হয়ে উখিয়া থানায় অভিযোগ করল,
আমার মেয়ে কোথায় আছে কিভাবে আছে এখনো পর্যন্ত কোন খোঁজ খবর পায়নি,
এমত অবস্থায় প্রবাসী জীবনে কিভাবে ভাল থাকি?
আমি প্রশাসন ও আমাদের জনপ্রতিনিধি ও আমার এলাকার ভাই-বোনদের, বন্ধু বান্ধবদের সহযোগিতা কামনা করছি,

আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই,

#কিচু নারী কিসে আটকায়

&কপি পোস্ট &

Address

Feni

Telephone

+8801855792019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chirkut Balobasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chirkut Balobasha:

Videos

Share

Nearby media companies